Google Slides এর অনলাইনভিত্তিক কাজের ক্ষেত্র* Google Slides Online Based Field
Google Slides একটি অনলাইন ভিত্তিক প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করে প্রেজেন্টেশনকে ভাগাভাগি বা শেয়ার করে তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ফাইলগুলো নিয়ে কাজ করা যায়।
এটি যেহেতু অনলাইনভিত্তিক তাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো ল্যাপটপ, মোবাইল, ট্যাবে ব্যবহার করতে পারবেন। যেকোনো ব্রাউজার সফটওয়্যার Mozilla Firefox, Google Chrome, Microsoft Edge ব্যবহার করে Google Slides অ্যাকসেস করা যায়।
এখন প্রশ্ন হতে পারে- কেন Microsoft PowerPoint ব্যবহার না করে Google Slides ব্যবহার করবো?
Microsoft PowerPoint এর মতো প্রেজেন্টেশন সফটওয়্যার হলো Google Slides.
Google এর Office ও Education অ্যাপ্লিকেশনগুলো Microsoft Office এর মতো। Google এর টুলস ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা এটি বিনামূল্যে ব্যবহার করা যায়।
Microsoft PowerPoint এর স্লাইডগুলো Google Slide -এ রূপান্তর করা যায় এবংPdf আকারেও বানানো যাবে। ইচ্ছা করলে Google Slide অফ লাইনেও কাজ করে পরে অনলাইনে সেই সকল স্লাইড যুক্ত করা যাবে।
Google Slide এ লাইভ টিম যুক্ত করে Google Slide এ কাজ শেয়ার করে অল্প সময়ে তৈরি করা যায়। প্রত্যেকে তাদের নিজস্ব মতামত দিয়ে কাজকে শেয়ার করে দেখতে ও এডিটিং করতে পারেন। তবে এ কাজ চলমান সময়ে সবাইকে অনলাইনে যুক্ত থাকতে হয়।
Google Slide ক্লাউড ভিত্তিক হওয়ায় অনলাইনে কাজ করার সময় স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন সংরক্ষণ হয়ে যায়।
Google Slide গুলোর কিছু চমৎকার ডিজাইন বৈশিষ্ট্য সরবরাহ করে থাকে যা স্লাইডের জুম ইন/জুম আউট আকার সংশোধন ও ইমেজগুলো ঠিক করার সুবিধা রয়েছে। তাছাড়া .mp4 ফাইলের মাধ্যমে এমনকি অনলাইন ভিত্তিতে লিংক করার মাধ্যমে প্রেজেন্টেশনকে ভিডিও এম্বেড করা যায়।
লাইভে প্রেজেন্টেশন থাকা অবস্থায় পরিবর্তন করলে পরিবর্তনগুলো প্রকাশিত সংস্করণে প্রদর্শিত হয়। Google Slide তৈরি করার সময় স্লাইডগুলো Chrome Cast বা Apple TV এর সাথেও দেখার সুযোগ রয়েছে।
Google Slide এ প্রশ্নোত্তর সুবিধা রয়েছে। তাৎক্ষণিক অনলাইনের মাধ্যমে সরাসরি প্রশ্ন করে উত্তর নিয়ে মুল্যায়ন করা যায়। শিক্ষার্থীদের মাঝে যেমন শব্দার্থ লিখে বা কোনো শব্দ লিখে সেটির বিভিন্ন ধরনের জানতে চাওয়া যায়। বোর্ড ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে আনন্দদায়ক করে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। কুইজ, লিখিত তথ্য, এক কথায় উত্তর সম্পর্কিত পরীক্ষা নেওয়া যেতে পারে।
Google Slide এ সব চেয়ে বড় সুবিধা হলো Add-ons। Add-ons ব্যবহার করে Google Translation এর মতো কাজ করা যায়। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের Add-ons রয়েছে। এখানে কত কিছু যে আছে তা বলে শেষ করা কঠিন। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কত পরিবর্তন দরকার তা এখানে লিংক হিসেবে কাজ করে। Slide Translator, Slide Background, Creator Studio, Animated GIF, Image, Video, Video with Audio ইনস্টল করে ভিন্ন মাত্রার কাজ করা যায়।
আজকাল নেটের সহজলভ্যতার কারণে অনেক কাজ করা যায়। যা কয়েক বছর আগেও চিন্তা করা ছিল অসম্ভব। ইন্টারনেটের কানেকশন থাকলে সারা পৃথিবীর সমস্ত জায়গায় বসে অটোমেটিকেলি লিংক হয়ে যায়। Google যে কাজটি করে দিয়েছে সেটা হলো আমরা দ্রুত ইনফরমেশনগুলো একত্র করে সেটা স্লাইডে নিয়ে আসা যায়। এখানে আপনি সার্টিফিকেট তৈরি করতে পারবেন। কিন্তু ফ্রি ভার্সন হলে হয়তবা অনেক সুবিধা থেকে কিছু সুবিধা বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও আপনারা এটির কাজ যখন শুরু করবেন তখন তার সুবিধাগুলো থেকেই বুঝবেন এটি কত সহজ! সবচেয়ে বড় ব্যাপার হলো Google Drive এ যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামেই Collaboration বা সহযোগিতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করে কাজগুলো এগিয়ে নেওয়া যায়। এর আগে আমরা Drop Box ব্যবহার করতাম। অন্যান্য সফটওয়্যারগুলোতে যা আছে কিন্তু Google Drive এর যে সার্ভিসগুলো আছে এক সাথে আমরা এগুলো পেয়ে যায়। এখানে স্লাইডগুলো যেকোনো ভাবেই হোক Redesign করা যাবে এবং স্লাইডগুলো সরবরাহ করা সহজ। Design ফরমেট থেকে যেকোনো ডিজাইন খুব দ্রুত নিয়ে আসা যাবে। সাথে শেয়ারিং করে অনেকের সাথে Edit করে দিতে পারে। এটি শুরু করলেই বুঝতে পারবেন এটি কত ভালো এবং সহজ।
প্রকাশ কুমার দাস
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আইসিটি)
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ
ও
ICT4E Dhaka District Ambassador,
Shikkok Batayan, a2i
প্রয়োজনে: ০১৫৫২৪১৪৬৮২
ই-মেইল: prokashdas68@gmail.com
ইউটিউব: Prokash IT Care
ওয়েবসাইট : https://www.prokashitcare.com