চাকরি পরীক্ষার মডেল টেস্ট-০৩
১. ‘সচিব’ কোন ধরনের শব্দ?
ক. পারিভাষিক খ. মিশ্র গ. তত্সম ঘ. তদ্ভব
২. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক. সতিন খ. বিধবা গ. সপত্নী ঘ. বিপত্নী
৩. ‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নিস্+ঠা খ. নিঃ+ঠা গ. নিঃ+ষ্ঠা ঘ. কোনোটিই নয়।
৪. ‘নিদাখ; শব্দে ‘নি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ খ. নিশ্চয় গ. আতিশয্য ঘ. সম্যক
৫. নিচের কোনটি সর্বনাম?
ক. রফিক খ. কী গ. বালক ঘ. এবং ৬. ‘পেলব’ শব্দের অর্থ কী?
ক. প্রকাণ্ড খ. পালক গ. খেলা ঘ. কোমল
৭. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক. নিত্য সমাস খ. মধ্যপদলোপী কর্মধারয় গ. ষষ্ঠী তত্পুরুষ ঘ. নিমিত্তার্থে চতুর্থী
৮. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়?
ক. রজনীকান্ত খ. ইন্দু গ. দিনেশ ঘ. সবিতা
৯. বাবুর্চি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. তুর্কি ঘ. বাংলা
১০. ‘ব্রাত্য’ শব্দের সমার্থক-
ক. পতিত খ. ব্যত্যয় গ. ব্যৃহ ঘ. ব্রত
১১. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক. শিরচ্ছেদ খ. শিরশ্ছেদ গ. শিরোশ্ছেদ ঘ. শিরঃছেদ
১২. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণ কোনটি?
ক. সাঁঝ খ. সন্ধা গ. সান্ধ্য ঘ. সন্দা
১৩. ‘অনন্ত’ শব্দের ‘বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অসীম খ. অকুল গ. সীমাহীন ঘ. সান্ত
১৪. ‘অতি দর্পে হত লঙ্কা’ কোন ধরনের বাক্য?
ক. প্রচলিত খ. ধর্মকথা গ. খনার বচন ঘ. প্রবাদ
১৫. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্ন বসবে?
ক. সেমিকোলন খ. কোলন গ. হাইফেন ঘ. কমা
১৬. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম খ. বুদ্ধদেব বসু গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. মহাদেব সাহা।
১৭. ‘বাংলার ইতিহাস’ গ্রন্থটি কার রচনা?
ক. ড. নিলীমা ইব্রাহীম খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ গ. রমেশচন্দ্র মজুমদার ঘ. মুহম্মদ আবদুল হাই
১৮. কোনটি কাব্যগ্রন্থ?
ক. শেষের কবিতা খ. শেষ লেখা গ. শেষের পরিচয় ঘ. শেষ প্রশ্ন
১৯. বাউল গানের বিশেষত্ব কী?
ক. মরমিবাদ খ. মারফাত গ. অধ্যাত্মবিষয়ক ঘ. প্রেমবিষয়ক
২০. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?
ক. মাটির কান্না খ. মাটির মায়া গ. হাসু ঘ. এক পয়সার বাঁশি
২১. ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণির উপন্যাস?
ক. রূপক খ. সামাজিক গ. মনঃসমীক্ষামূলক ঘ. আত্মজীবনীমূলক
২২. ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন’ কোন কবির উক্তি?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সমর সেন গ. জসীমউদ্দীন ঘ. আল মাহমুদ
২৩. শুদ্ধ রূপ কোনটি?
ক. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান খ. সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গ. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘ. সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
২৪. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়-এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. শ্রীকান্ত খ. গৃহদাহ গ. শেষ প্রশ্ন ঘ. পল্লীসমাজ
২৫. ‘রূপজালাল’ গ্রন্থটি কার লেখা?
ক. বেগম রোকেয়া খ. রাবেয়া খাতুন গ. নুরুন্নেসা খাতুন ঘ. নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী
২৬. ‘Song offerings’ প্রকাশিত হয়-
ক. ভারত থেকে খ. ঢাকা থেকে গ. ইংল্যান্ড থেকে ঘ. আমেরিকা থেকে
২৭. ‘মাগো ওরা বলে’ কবিতাটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক খ. শামসুর রহমান গ. আল মাহমুদ ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
২৮. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?
ক. নিমতা গ্রাম খ. দেবানন্দপুর গ্রাম গ. করিমগঞ্জ ঘ. গেধিয়া গ্রাম
২৯. বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মীর মশাররফ হোসেন গ. দীনবন্ধু মিত্র ঘ. মুনীর চৌধুরী
৩০. শামসুর রহমানের আত্মজীবনী-
ক. হৃদয়ে আমার পৃথিবীর আলো খ. নিজ বাসভূমে গ. বন্দী শিবির থেকে ঘ. কালের ধুলোয় লেখা
৩১. নারীজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তব চিত্র-কোন উপন্যাসে ফুটে উঠেছে?
ক. মৃত্যুক্ষুধা খ. কুহেলিকা গ. বাঁধন-হারা ঘ. গোরা
৩২. চর্যাপদের কোন কবি ত্রিপুরার রাজা ছিলেন?
ক. আর্যদেবপা খ. সরহপা গ. ডোম্বীপা ঘ. শান্তিপা
৩৩. মঙ্গলকাব্যে ‘চৌত্রিশা’ বলতে বোঝায়-
ক. চৌত্রিশজন কবি রচিত রচনা খ. চৌত্রিশ অক্ষরে রচিত রচনা গ. চৈত্র মাসে রচিত রচনা ঘ. চৌত্রিশ সনে রচিত রচনা
৩৪. বাংলাদেশে গীতিকা সাহিত্যে কত ধরনের গীতিকা প্রচলিত?
ক. দুই ধরনের খ. তিন ধরনের গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
৩৫. ‘ক্রান্তি’ পত্রিকাটি প্রকাশিত হয়-
ক. ১৯৩৯ সালে খ. ১৯৪০ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫৭ সালে
৩৬. Fear of the Police made the thief … away.
ক. run খ. ran গ. to run ঘ. running
৩৭. ‘Modus operandi’ means-
ক. opera song খ. suitable object গ. failed operation ঘ. method of operation.
৩৮. Which one is in feminine form?
ক. Deer খ. bull গ. Horse ঘ. Doe
৩৯. The active form of ‘let it be done’ is-
ক. Let Me do it খ. I have done it গ. Do it ঘ. It is done by me.
৪০. Dark: light: Cold:-
ক. Hot খ. heat গ. Sunshine ঘ. bright
৪১. The word ‘senile’ is related to-
ক. Old age খ. senses গ. superiority ঘ. seniority
৪২. Which one means ‘unlimited power’?
ক. Omnipresent খ. omniscient গ. omnipotent ঘ. omnibus
৪৩. Single word for ‘the woman who is not married’ is-
ক. virgin খ. non-married গ. bachelor ঘ. spinster
৪৪. Idiom ‘silver lining’ means-
ক. hope খ. while line গ. white colour ঘ. silver plated
৪৫. Which one is in singular form?
ক. agendus খ. agenda গ. agendum ঘ. agendae
৪৬. Which one is in abstract sense?
ক. Brat খ. Tower গ. Monument ঘ. Passion
৪৭. Select a preposition to fill in the gap: He is leanign … the wall.
ক. Which খ. upon গ. to ঘ. against
৪৮. Which is the correet sentence?
ক. Jane was angry at me.
খ. Jane was angry upon me.
M. Jane was angry with me.
ঘ. Jane was angry over me.
৪৯. ‘Shortly’ mean-
ক.Short খ. Soon গ. Small sized ঘ. Similar
৫০. The study of religion is-
ক. Morphology খ. Phonology গ. Etymology ঘ. Theology
৫১. Antonym of the word ‘meticulous’ is-
ক. Ordinary খ. careful গ. careless ঘ. meritorious
৫২. I saw a … of cows in the field.
ক. Group খ. herd গ. swarm ঘ. flock
৫৩. What is the synonym of the word ‘ingredient’?
ক. Attract খ. communicate গ. element ঘ. concentration
54. Select the correct spelling-
ক. coffee খ. cafeteria গ. cigarette ঘ. catagory
55. He can go where he wants. The underlined clause is a/an-
ক. Main clause খ. Noun clause গ. Adjective clause ঘ. Adverbial clause
৫৬. ‘If winter comes, can spring be far behind’ was written by-
ক. P. B. Shelley খ. S. T. Coleridge গ. John Donne ঘ. Alfred Tennyson
৫৭. Which was the oldest period in English literature?
ক. Anglo Saxon খ. Anglo Norman গ. Chucers period ঘ. Romantic Period
৫৮. Who is the composer of ‘paradise lost’?
ক. John keats খ. John Milton গ. Lord Byron ঘ. S. T. Coleridge
৫৯. ‘The Good Earth’ deals with-
ক. Irish life খ. Bengali life গ. chinese life ঘ. English life
৬০. John keats belongs to-
ক. Seventeenth Century খ. Eighteenth Century গ. Twentieth century ঘ. Nineteenth century
৬১. ‘Helen of Troy’ was the wife of-
ক. Agamemnon খ. Achilles গ. Menelaus ঘ. Ulysses
৬২. Shakespeare’s ‘king Lear’ is a-
ক. Satire খ. Comedy গ. Tragedy ঘ. play
৬৩. Who is out of the same age?
ক. Keats খ. Shelley গ. Byron ঘ. Browning
৬৪. ‘Dramatic monologue’ is used in-
ক. Drama খ. short story গ. Novel ঘ. Poetry
৬৫. ‘Elizabethan tragedy’ is centered on-
ক. Nature খ. war গ. Love ঘ. Revenge
৬৬. Climax of a literary work indicates-
ক. the beginning খ. the end গ. The peak point ঘ. the invocation
৬৭. Which one of the following is the first long poem in English?
ক. The wanderer খ. Beowulf. গ The Seafarer ঘ. Dream of the road
৬৮. ‘Houyhnhnms’ in Guliver’s Travels are-
ক. Horses খ. Cows গ. Asses ঘ. Elephants
৬৯. Charles Dickens is a great-
ক. poet খ. critic গ. novelist ঘ. play-wright
৭০. ‘Knowledge is power’ was stated by-
ক. Hobbes খ. Mills গ. Socrates ঘ. Rousseau
৭১. 2 x+2 হলে 5 5x-2-এর মান কত? (x+2) উপরে হবে
ক. 3 খ. 2 গ. 1 ঘ. 0
৭২. 6a2+a-15-এর একটি উত্পাদক নিচের কোনটি? a2 উপরে হবে
ক. (2a-3) খ. (2a+3) গ. (a-3) ঘ. (3a+2)
৭৩. যে চর্তুভুজের মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে বলা হয়-
ক. ট্রাপিজিয়াম খ. রম্বস গ. আয়তক্ষেত্র ঘ. সামন্তরিক
৭৪. ৫ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ৭৬০ খ. ৭৬১ গ. ৮৬০ ঘ. ৮৬১
৭৫. যদি P এবং Q দুটি অযুগ্ম সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে?
ক. P+Q খ. P+Q+1 গ. PQ ঘ. PQ+2
৭৬. একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের আয়তন বৃদ্ধি পাবে-
ক. ২ গুণ খ. ৪ গুণ গ. ৮ গুণ ঘ. ১০ গুণ
৭৭. a+b=7 এবং b=a-3 হয়; তবে ab কত? (রুট ৭ হবে) এবং রুট ৩ হবে
ক. 21 খ. 2 গ. 1 ঘ. 2-10
78. (1000) x/3=10 হলে x-এর মান কত?
ক.1 খ. 2 গ. 3 ঘ.10
৭৯. M ও N বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
ক. mn খ. mn+1 গ. mn+2 ঘ. mn+4
৮০. ৭০ থেকে ৮০-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৫টি গ. ৭টি ঘ. ২টি
৮১. ABCD রম্বসের <A=৬০ হলে <D= কত? (৬০ এর ওপর ডিগ্রি হবে)
ক. ৩০ খ. ৯০ গ. ১২০ ঘ. ১৫০ এগুলোর উপর ডিগ্রি হবে
৮২. a-b সমান কত-
ক. (a+b)2 খ. (a+b)2 -4ab গ. 2/1(2ab) ঘ. (a-b) 2+2ab (এই দুটির ওপর রুট হবে)
৮৩. দুটি সংখ্যার অনুপাত ৫: ৩ হয়। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ক. ৭ ও ১১ খ. ১২ ও ১৮ গ. ১০ ও ২৪ ঘ. ১০ ও ১৬
৮৪. দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর ৮, গুণফল ৩, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
ক. ১০ খ. ১২ গ. ২৪ ঘ. ২৫
৮৫. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১০০০ গজ হলে এর দৈর্ঘ্য কত গজ?
ক. ২৫০ খ. ৩৫০ গ. ৪০০ ঘ. ৫০০
৮৬. চাকরি পাওয়ার সম্ভাবনা ৪/৫ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?
ক. ১/৫ খ. ২/৫ গ. ৩/৫ ঘ. ৪/৫
৮৭. সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
ক. বাবা খ. মা গ. বাবা-মা উভয়ই ঘ. কেউই নয়।
৮৮. বড় সংখ্যাটি কত?
ক. 2(x+2) খ. 2x গ. x+2 ঘ. 2x+1
৮৯. নিচের কোনটি ৫১৭ ৪৯-এর মান হবে?
ক. ২×১০১৫ খ. ২×১০১৭ গ. ২×১০১৯ ঘ. ২×১০২
৯০. ২, ৬, ১০, ১৪, … ধারাটির ৭ম পদ কত?
ক. ২২ খ. ২৬ গ. ২৮ ঘ. ৩০
৯১. কোনটি স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন?
ক. ম খ. ল গ. শ ঘ. হ
৯২. ‘অমরা’ শব্দের অর্থ কী?
ক. নরক খ. বনবাস গ. স্বর্গ ঘ. জীবন্মৃত
৯৩. If ZEBRA can be written as 2652181 how can COBRA be written?
ক. 302181 খ. 3152181 গ. 31822151 ঘ.118253
৯৪. জাতীয় সংসদ ভবনে দর্শকের আসন কয়টি?
ক. ৪৮০টি খ. ৪৩০টি গ. ৩৫০টি ঘ. ৮০টি
৯৫. মূর্খেরা লাভ করে উন্নতি, যোগ্য ব্যক্তিরা লাভ করে …
ক. সম্মান খ. প্রতিপত্তি গ. গৌরব ঘ. সম্পদ
৯৬. ২০২০ সালটি অধিবর্ষ (Leap year) এবং এ সালের প্রথম দিনটি শনিবার হলে ৩০ ডিসেম্বর তারিখটি কী বার হবে?
ক. বৃহস্পতিবার খ. শুক্রবার গ. শনিবার ঘ. রোববার
৯৭. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক. ৭ খ. ৮ গ. ৯ ঘ. ১০
৯৮. বিসিএস ভাইভা বোর্ডে একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন একজন বোর্ড সদস্য। তখন আপনি-
ক. তর্ক শুরু করে দেবেন খ. ওই সদস্যের ভুল ধরিয়ে দেবেন গ. নিজের মতের পক্ষে অকাট্য যুক্তি দেখাবেন ঘ. ওই সদস্যের মত নির্বিচারে মেনে নেবেন।
৯৯. Concept: Broad: Definition
ক. Precise খ. Descriptive গ. Narrow ঘ. Superlative
১০০. Insert the mission Letter. A E I M?
ক. Q খ. R গ. S ঘ. Y
উত্তরগুলো মিলিয়ে দেখি:
১. ক, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫.ক, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. খ, ২১. গ, ২২. খ, ২৩. ক, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ঘ, ৩১. ক, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. ঘ, ৩৯. গ, ৪০. খ, ৪১. ক, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ক, ৪৫. গ, ৪৬. ঘ, ৪৭. ঘ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. ঘ, ৫১. গ, ৫২. খ, ৫৩. গ, ৫৪. গ, ৫৫. ঘ, ৫৬. ক, ৫৭. ক, ৫৮. খ, ৫৯. গ, ৬০. ঘ, ৬১. গ, ৬২. গ, ৬৩. ঘ, ৬৪. ঘ, ৬৫. ঘ, ৬৬. গ, ৬৭. খ, ৬৮. ক, ৬৯. গ, ৭০. গ, ৭১. গ, ৭২. ক, ৭৩. ক, ৭৪. ঘ, ৭৫. ক, ৭৬. গ, ৭৭. গ, ৭৮. ক, ৭৯. খ, ৮০. ক, ৮১. গ, ৮২. খ, ৮৩. ঘ, ৮৪. ক, ৮৫. ক, ৮৬. ক, ৮৭. ক, ৮৮. ক, ৮৯. খ, ৯০. খ, ৯১. ক, ৯২. গ, ৯৩. খ, ৯৪. খ, ৯৫. ক, ৯৬. গ, ৯৭. ক, ৯৮. গ, ৯৯. ক, ১০০. ক