বিসিএস এর প্রশ্ন ও সমাধান দেয়া হল
বাংলাঃ
দ্বারা,দিয়া,কর্তৃক–বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
(৩য়া বিভক্তি)
“অভিরাম”শব্দের অর্থ কী?
(সুন্দর)
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
(খেলনা)
Attested
(সত্যায়িত বা প্রত্যায়িত)
কোনটি শুদ্ধ বানান?
(প্রোজ্জ্বল)
“জোছনা”কোন শ্রেণির শব্দ?
(অর্ধ-তৎসম)
“জিজীবিষা” শব্দটি দিয়ে বোঝায়–?
(বেঁচে থাকার ইচ্ছা)
“সর্বাঙ্গীণ”সঠিক প্রকৃতি-প্রত্যয়
(সর্বাঙ্গ+ঈন/নীন প্রত্যয়)
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়—?
(কুম্ভিলকবৃত্তি)
“ঊর্ণনাভ” শব্দটি দিয়ে বুঝায়—?
(মাকড়সা)
বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন?
(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
”কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে,
সন্ধ্যা বেলায় দীপ জ্বালায় আগে সকাল বেলায় সলতে পাকানো”বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
(যোগাযোগ)
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
(একটি কালো মেয়ের কথা–তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
“কালো বরফ”উপন্যাসটির বিষয় কী?
(দেশভাগ)
“ঢাকা প্রকাশ”সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
(কৃষ্ণচন্দ্র মজুমদার-১৮৬৪)
“জীবনস্মৃতি”কার রচনা?
(রবীন্দ্রনাথের)
দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
(মাইকেল মধুসূদন দত্ত)
“সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যে ভালো হয়ে চলি’ চরণ দুটির রচয়িতা?
(মদনমোহন তর্কালঙ্কার)
চর্যাপদে কোন ধর্মমতের প্রাধান্য আছে?
(বৌদ্ধধর্মের)
“শরতের শিশির” বাগধারাটির অর্থ কী?
(সুসময়ের বন্ধু)
“শিবরাত্রির সলতে” বাগধারাটির অর্থ কী?
(একমাত্র সন্তান)
“প্রোষিতভর্তৃকা”–শব্দটির অর্থ?
(যে নারীর স্বামী বিদেশে থাকে)
উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
(বমনীপাদ)
উল্লিখিত কোন রচনাটি পুঁথিসাহিত্যের অন্তর্গত নয়?
(ময়মনসিংহ গীতিকা)
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত?
(বৃন্দাবন দাস)
বৈষ্ণব পদাবলির সাথে কোন ভাষা সম্পর্কৃত?
(ব্রজবুলি ভাষা)
জসীম উদদীনের রচনা কোন?
(যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়)
“কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না” উক্তি কোন উপন্যাসের?
সম্ভবত (বঙ্কিমের রাজসিংহ)
ইয়ংবেঙ্গল গোষ্ঠিভুক্ত বিশেষ কে?
(অক্ষয় কুমার দত্ত)
বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
(১৯২১ সনে)
“আগুন পাখি”উপন্যাসটির রচয়িতা কে?
(হাসান আজিজুল হক)
“একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
(আব্দুল গফফার)
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
(কারক)
“গীর্জা” কোন ভাষা থেকে আগত শব্দ?
(পর্তুগীজ শব্দ)
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
(ঐচ্ছিক-অনাবশ্যিক)
কোন বাক্যটি অশুদ্ধ?
ক. পূর্ব দিকে সূর্য উদিত হয়
খ. সকল সভ্যই উপস্থিত ছিলেন
গ. এ কাজ আমার পক্ষে সম্ভবপর নয়
ঘ. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না
অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
ক. অশ্রুজল
খ. সদাসর্বদা
গ. বিবদমান
ঘ. বাহ্যিক
কাব্য ম্যাজিক হতে পারে, কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। এটি কী ধরনের বাক্য?
যৌগিক
নিম্নবর্ণিত কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. জ
খ. ভ
গ. থ
ঘ. দ
‘তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।’—বাক্যে ‘পুণ্য’ কোন পদ?
বিশেষণ
বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
৬টি
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
দ্যুলোক
‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঢেউ
‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।’ ভাষার বিচারে বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ
গ. উপমার ভুল প্রয়োগ
ঘ. গুরুচণ্ডালী দোষ
‘Manifesto’—এর বাংলা পরিভাষা কোনটি?
ইশতেহার
রিক্শা> রিশ্কা—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ধ্বনিবিপর্যয়
সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. রবী + ইন্দ্র = রবীন্দ্র
খ. গৈ + অক = গায়ক
গ. লো + অন = লবণ
ঘ. শীত + ঋত = শীতার্ত
‘খাসজমি’ কোন সমাস?
নিমিত্ত তৎপুরুষ
ব্যাপ্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
অভ্যন্তরীণ
‘এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর’—উক্তিটি কার?
বিদ্যাপতি
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের প্রাচীনতম চর্যাকার কে?
শবরপা
‘টালত মোর ঘর নাহি পড়বেসী, হাঁড়িত ভাত নাহি নিতি আবেশী’ পদটির রচয়িতা কে?
ঢেনপা
‘কবিকণ্ঠহার’ কার উপাধি?
বিদ্যাপতি
‘নষ্টনীড়’ গল্পটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
‘কমলাকান্তের দপ্তর’ কার লেখা?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘সিরাজাম মুনীরা’ কাব্যটির রচয়িতা কে?
ফররুখ আহমদ
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কার লেখা?
বেগম রোকেয়া
‘টিমোথি পেনপয়েম’ ছদ্মনামে কে লিখতেন?
মাইকেল মধুসূদন দত্ত
‘যুগলাঙ্গরীয়’ উপন্যাসটির রচয়িতা কে?
বিহারীলাল চট্টোপাধ্যায়
‘ফাঁস কাগজ’ প্রহসনটি কার লেখা?
মীর মশাররফ হোসেন
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি কার লেখা?
শওকত ওসমান
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটি কার লেখা?
আহসান হাবীব
‘বকুলপুরের স্বাধীনতা’ নাটকটি কার লেখা?
মমতাজউদদীন আহমদ
‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি কার লেখা?
নির্মলেন্দু গুণ
‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
হুমায়ুন আজাদ
‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ কাব্যটির কবি কে?
বিষ্ণু দে
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
রাইফেল রোটি আওরাত
‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?’—পঙ্ক্তিটি কোন কবির রচনা?
যতীন্দ্রমোহন বাগচী
‘বায়ান্ন গলির এক গলি’ গ্রন্থটি কার রচনা?
রাবেয়া খাতুন
English Literature:
Sweet helen, make me immortal with a kiss. The sentence has taken from the play
= Doctor Faustus
What’s in name ? That which we a call a rose By any other name smell as sweet’- Who said this
= Romeo
Man’s love is of man’s life a thing apart. ‘Tis woman’s whole existence- this taken
= lord Byron
Rubaiyat of Omar Khayyam translate by
= Edward FitzGerald
Ulyses is a novel written by
= James Joyce
The Diamond Necklace was written by
= Guy de Maupassant7. All the perfumes of Arabia will not sweeten this little hand- who said
= Lady Macbeth
Where are the songs of spring? Aye, Where are they ?Think not of them, thou hast thy music too.
= Keats’ Poems (To Autumn)
Who is the central Character of `Wuthering Heights’
= Heathcilffs
The old order changeth, yielding place to new- this line is extracted from Tennyson’s poem
= Morte d Arthur
Who wrote the ‘Poem Good-Morrow?
= John Done
The Rape of the Lock, by Alexander Pope
= mock Heroic poem
Which of the following is not American
= W. B Yeats
William Shakespeare was born
= 1564
English Grammer:
similar to ‘Appall
= dismay
opposite of ‘dearth
= abundance
incorrect spelling
=Consciencious
you look terrific in that dress. Here terrific means
= horrible
Someone who is Capricious
= known for sudden changes in attitude or behavior
same singular & plural
= aircraft
I have no news . here determiner
= no
A lost opportunity never returns. here ‘lost’
= participle
The ‘enough is enough ‘ is used when you want
= something to stop
He ran ‘with great speed.’ here ‘with great speed.’
= adverb phrase
We must not be late, else we will miss the train .
= compound
Who is calling ?
= By Whom am I being called ?
An extra message added at the end of a letter after it is signed is called
= postscript
Please write to me at the above address. above
= adjective
In Which sentence is the word ‘ past’ used as a preposition
= Tania was a wonderful singer, but she’s past her prime.
Sibling means
= a brother or sister
Broke —-
=in
Feel — it
= like
masculine
= lad
A man whose wife has died is called a
= widower
What is the masculine form of ‘Bee’?
Drone
I took a map as I didn’t want —-–ath.
to lose
Bangladesh is committed –– a policy of peaceful existence.
to
A Person who can’t pay his debts—
Optimist
You can park your car outside our house. Here ‘outside’ is used as a/an
preposition
Cricket enjoys a huge____ in Bangladesh.
following
Which of the following does not add ‘ves’ in the plural form?
roof
He whom you call uncle has died. The under lined part is a/ an–
Adjective clause
____English are industrious.
The
I wish you success in life. What type of sentence is it?
Optative
All that glitters ____ not gold.
is
If the price is low, demand____
will increase
Choose the correctly spelt word …
Bureau
Choose the correct sentence:
I have already read this book twice.
Identify the correct singular form:
Alumnus
Which of the following words has been formed with a prefix?
Asleep
‘To rise early is good for health’ The underlined part is a/an–
Infinitive
What is the synonym of ‘Tangible’?
Concrete
I am looking forward to seeing you. Here, the word ‘seeing’is used as a/an:
gerund
The phrase ‘Salt of life’ stands for–
valuable things
‘A Brief History of Seven Killings’is written by-
Marlon James
‘That it is impossible to love and to be wise’—who said?
Francis Bacon
“Knowledge comes but wisdom lingers”—Who said?
Alfred Tennyson
‘Delusion and Dream’ is written by—
Sigmund Freud
‘It is easier to forgive an enemy than to forgive a friend.’ These lines were written by—
William Blake
“All the world’s a stage And all the men and women are merely players.”This quotation is from—
As You Like It
Who is the author of ‘The Revolt of Islam’?
Percy Bysshe Shelley
Who wrote the poem ‘Isabella, or the Pot of Basil’?
John Keats
Which is known as Romantic period of English literature?
1798-1832
The Passionate Shepherd to His Love’is a famous love poem by—
Christopher Marlowe
Who wrote ‘Gulliver’s Travels’?
Jonathan Swift
‘To Daffodils’ is a poem written by—
Robert Herrick
William Shakespeare is the author of—
King Lear
Who wrote ‘Felix Holt, the Radical’?
George Eliot
The poem ‘Charitable’is by—
S.T. Coleridge
সাধারণ জ্ঞান: বাংলাদেশ:
১। বাংলাদেশ জাতিসংঘের
= ১৩৬তম সদস্য
২। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়
= ৭মার্চ, ১৯৭৩
৩। ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে ?
= যুক্তরাষ্ট্র
৪। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে
= ৫ম
৫। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড কার্জন
৬। বাংলাদেশের কোন বনভুমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
= ভাওয়াল ও মধুপুর
৭। বাংলাদেশে প্রথম আদম শুমারি হয় কবে?
= ১৯৭৪
৮। Inclusive Develompemt Index-2018 তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান
= ১ম
৯ । ২০১৮সালের বাংলাদেশের রপ্তানি আয়
=২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয় ৪১ বিলিয়ন মার্কিন ডলার
১২।২০১৮ সালে বাংলাদেমের জিডিপি খাতে শিল্প খাত
= ৩৩.৬৬%
১৩। ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে
=৪হাজার কোটি টাকা
১৪। বাংলাদেশে ভ্যাট চালু
= ১৯৯১
১৫। সংবিধানের কোন সংশোধনীকে first distortion of Constitution বলে আখ্যায়িত করা হয়?
=৫ম
১৬। স্বাধীনতার ঘোষণাপত্র কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
=৭ম
১৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়
= ১৬ ডি, ১৯৭২
১৮। সরকারি কর্মকমিশন গঠন সংবিধানের
= ১৩৭
১৯। আওয়ামীলীগের ৬দফা
= ১৯৬৬
২০। আগড়তলা ষড়যন্ত্র মামলা মোট আসামী
= ৩৫ জন।
২১। তৃণমূল পর্যাযে স্বাস্থ্য সেবা নিশ্চত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় কতটি ?
= ১৩ হাজার ৪৪২টি
২২। Let there be Light কে পরিচালনা করে ?
= জহির রায়হান
২৩। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন ?
= ১৪৯৮-১৫১৯
২৪। প্রাচীন বাংলা মৌর্ষ শাসনের প্রতিষ্ঠাতা কে?
= চন্দ্রগুপ্ত মৌর্য
২৫। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন
= পর্তুগীজ
২৬। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়
= ফরিদপুরে
২৭। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ
= ২কোটি ৪০ লক্ষ্য
২৮। গারো উপজাতি
= ময়মনসিংহে
২৯। অ্যালায়েন্স
=যুক্তরাষ্ট্রের
৩০। বাংলাদেশের একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি প্রদানকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
দ্য লেমকিন ইনস্টিটিউট
৩১। বাংলাদেশ থেকে ‘জমিদারি প্রথা’ উচ্ছেদ হয় কত সালে?
১৯৫০
৩২। কে মুজিবনগর সরকারের ‘ক্যাবিনেট সচিব’ ছিলেন?
এইচ টি ইমাম
৩৩। নিচের কোনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্তর্ভুক্ত?
সবার জন্য বিদ্যুৎ
৩৪। ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
২৩ জুলাই
৩৫। বাংলাদেশের কৃষিতে ‘ক্ষীরশাপাতি’ কোন ফসলের উন্নত জাত?
আম
৩৬। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করা হয় কতটি পণ্যের মোড়কীকরণে?
১৭টি
৩৭। ‘শিল্প পুলিশ’ গঠিত হয় কত সালে?
২০১০
৩৮। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন?
কবিতা খানম
৩৯। বাংলা সালের কতটি মাস ৩১ দিনে?
৬টি
৪০। ‘গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ’–সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
৪৭ (৩)
৪১। বাংলা একাডেমি থেকে ২০২০ সালে প্রকাশিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির রচয়িতা কে?
শেখ মুজিবুর রহমান
৪২। শাসন বিভাগের প্রকৃত নির্বাহী কে?
প্রধানমন্ত্রী
৪৩। PBI (Police Bureau of Investigation) যাত্রা শুরু করে কত সালে?
২০১২ সালে
৪৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ কোন পদক প্রদান করা হয়?
জনপ্রশাসন পদক
৪৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা কে ছিলেন?
ড. জ্যাঁ তিরোল
৪৬। ‘শোনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি’—এই গানটির গীতিকার কে?
গৌরীপ্রসন্ন মজুমদার
৪৭। জাতীয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) কোন মন্ত্রণালয়ের অধীন?
শিল্প
৪৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত?
৩৫ বছর
৪৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৩ অনুচ্ছেদ মতে, কার সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না?
সংসদের
৫০। BSTI (Bangladesh Standards and Testing Institution) কোন মন্ত্রণালয়ের অধীন?
শিল্প
৫১। ঢাকার কোথায় আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়?
রোজ গার্ডেন
৫২। বর্তমানে বাংলাদেশে সরকারি টিভি চ্যানেলের সংখ্যা কতটি?
৪টি
৫৩। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম প্রথম কত সালে চালু হয়?
১৯৯৮
৫৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনীতে কত নং অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে?
৬৫(৩)
৫৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ মতে, প্রজাতন্ত্রের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’র প্রথম কত চরণ নেওয়া হয়?
দশ
৫৬। ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে কোন তারিখ?
৭ মার্চ
৫৭। Bangladesh Institute of Development Studies (BIDS)-এর কার্যালয় কোথায় অবস্থিত?
আগারগাঁও
৫৮। গণপ্রতিনিধিত্ব আদেশ [Representation of the People’s Order (RPO)] প্রথম কত সালে জারি করা হয়?
১৯৭২
৫৯। ‘জাতীয় চা দিবস’ পালিত হয় কবে?
৪ জুন
২০২২ সালে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কারে ভূষিত হন কে?
শেখ হাসিনা
২০২৪ সালে বাংলাদেশে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
দ্বাদশ
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ মতে, দেশে মোট (পুরুষ ও মহিলা) সাক্ষরতার হার কত?
৭৪.৬৬%
ফোর্বস’র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
৪২তম
নিম্নবর্ণিত কোন উপাদানটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি নয়?
স্মার্টফোন
জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
২৫ মার্চ
বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০২২ সালে প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
৭ম
‘রূপকথা’কোন ফসলের জাত?
ধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া’ সম্পর্কিত?
৬৭ (১)
বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া ‘মুজিবপিডিয়া’ সম্পাদনা করেন কে?
ফরিদ হোসেন
বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত ‘বরেন্দ্রভূমি’ অঞ্চলটির আয়তন কত বর্গ কিলোমিটার?
৯,৩২০
‘গণতন্ত্র ও মানবাধিকার’ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে?
১১
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
৩ দশমিক ৩২
পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্ণ হয় কবে?
২ ডিসেম্বর ২০২২
‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
৬ অক্টোবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
ষষ্ঠ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধানটি বর্ণিত আছে?
অনুচ্ছেদ ৭০
কার নেতৃত্বে গঠিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’?
প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গাজুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
১৯,৪৬৭ বর্গ কিলোমিটার
বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কতটি?
৩০টি
প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গম ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করেন কে?
শায়লা পারভীন
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম Genetically Modified (GM) খাদ্য ফসল কোনটি?
বিটি বেগুন
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ মতে, বর্তমানে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) কতটি?
৩৫টি
৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের
সুবর্ণজয়ন্তী
১৯৭১–এর মুক্তিযুদ্ধকালে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
কামরুল হাসান
‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
মান্নান হীরা
তেলপণ্য রপ্তানিকারক ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন’–এর দৈর্ঘ্য কত?
১৩০ কিলোমিটার
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ কার?
হুমায়ূন আহমেদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন কবে?
২২ মার্চ ১৯৭৫
সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উঃ ১৯৪৮ সালে।
OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উঃ ২য় শীর্ষ সম্মেলনে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উঃ বালাকোট।
নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
উঃ ভারত
দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে?
উঃ অমর্ত্য সেন
শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
উঃ হাম্বানটোটা।
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উঃ কিউবা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে?
উঃ১৭ টি।
‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উঃ জলবায়ু পরিবর্তন।
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮২ সালে।
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ কাটোউইস, পোল্যান্ড।
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উঃ উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া
BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে —
উঃ New Development Bank(NDB)।
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উঃ জিবুতি
নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উঃ BIMSTEC
নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উঃ NAM
জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য।
মিনস্ক কোন দেশের রাজধানী?
উঃ বেলারুশ
সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উঃ ফেব্রুয়ারি, ২০১৯ সালে
২০২২ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য-বিষয়ক কপ-১৫ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
মন্ট্রিল, কানাডা
কপ-২৬ সম্মেলনে প্রদর্শিত ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্রটির পরিচালক কে?
রেজওয়ান শাহরিয়ার
সম্প্রতি (১ ডিসেম্বর ২০২২) জি-২০ জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে কোন দেশ?
ভারত
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
আর্জেন্টিনা
‘রাবাত’ কোন দেশের রাজধানী?
মরক্কো
জাতিসংঘের সমুদ্রসংক্রান্ত কনভেনশন কত সালে অনুষ্ঠিত হয়?
১৯৮২
করোনার টিকাদান হারের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
৫ম
৮. রাশিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগ স্থাপনকারী কার্চ সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
১৯ কিলোমিটার
২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপে সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করেন কে?
লিওনেল মেসি
‘Everything but Arms (EBA)’ বাণিজ্য–সুবিধাটি কার?
ইউরোপীয় ইউনিয়ন
‘G-20 সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত হয় কোথায়?
বালি, ইন্দোনেশিয়া
টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
ইলন মাস্ক
২০২২ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ডেনমার্ক
Global Climate Fund (GCF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হবে?
৯.১০ শতাংশ
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্যদেশ কতটি?
৮১টি
অষ্টম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এ ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ কে হয়েছেন?
স্যাম কারেন
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
আফগানিস্তান ও পাকিস্তান
বাংলাদেশ ‘ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি)’ সদস্য পদ লাভ করে কত সালে?
১৯৭৪