#সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২২ #Suborno Jononti Online Quiz Competition-2022
সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিন ল্যাপটপসহ আকর্ষণীয় ১৫০টি পুরস্কার! নিবন্ধন লিংক- https://bangladesh50.gov.bd/
কুইজে নিবন্ধনের সময়ঃ ২৫ জানুয়ারি – ২৫ ফেব্রুয়ারি ২০২২, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
প্রতিযোগিতায় ক গ্রুপ (৮-১২ বছর) ০১ মার্চ, ২০২২;
খ গ্রুপ (১৩-১৮ বছর) ০২ মার্চ, ২০২২;
গ গ্রুপ (১৯-তদুর্ধ বছর) ০৩ মার্চ, ২০২২ তারিখ অংশগ্রহণ করতে পারবেন এবং
প্রতিযোগিতার সময় সন্ধ্যা ০৭.০০ থেকে রাত ০৮.০০ টার মধ্যে যেকোনো ২৬ মিনিট!
ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবে। একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২৬ মিনিট।
সকল প্রশ্নের মান ১ পয়েন্ট।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ পয়েন্ট কাটা যাবে।
সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
পুরস্কার: সর্বমোট ১৫০টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) ৫০জন করে সর্বমোট ১৫০জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকবে অত্যাধুনিক ও আকর্ষণীয় ল্যাপটপ।
১ম – ১০ম পুরস্কার: উন্নতমানের ল্যাপটপ, কোর আই ৭, ১১ জেনারেশন
১১তম – ২০তম পুরস্কার উন্নতমানের স্মার্টফোন (Made in Bangladesh)
২১তম–৩০তম পুরস্কার: উন্নতমানের ট্যাব/প্যাড (Made in Bangladesh)
৩১তম – ৪০তম পুরস্কার: উন্নতমানের স্মার্টওয়াচ (Made in Bangladesh)
৪১তম – ৫০তম পুরস্কার: উন্নতমানের ব্লু টুথ স্পিকার (Made in Bangladesh)
কুইজের বিষয়:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই–সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।ভাষা–আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার পথে অভিযাত্রা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর হত্যার বিচার, বাংলাদেশ বিনির্মাণ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প; ডিজিটাল বাংলাদেশের অর্জন রূপকল্প ২০৪১, স্বাধীনতার শতবর্ষ ২০৭১, ডেল্টা প্ল্যান ২১০০, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের অর্জন, সকল ই–সেবা ইত্যাদি।
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১
যারা অংশগ্রহণ করতে পারবে:
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর
গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর
নিবন্ধন:
২৯ নভেম্বর ২০২১ থেকে ০৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।
অনলাইন প্রতিযোগিতা:
তিনটি গ্রুপের প্রতিযোগিতা ১০ ডিসেম্বর ২০২১, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ২১ মিনিট অনুষ্ঠিত হবে।
পুরস্কার: সর্বমোট ২১টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
বিজয়ীদের জন্য থাকবে অত্যাধুনিক ও আকর্ষণীয় ল্যাপটপ।
১ম পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
২য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
৩য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
৪র্থ পুরস্কার: ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
৫ম- ৭ম পুরস্কার: স্মার্ট ফোন
- কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (৮-১২; ১৩-১৮ এবং ১৮-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
- একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
নিয়মাবলি:
- প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
- সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
- কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
- প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজের বিষয়:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।