সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

 

কোন বিজ্ঞানী ১৭শ শতকে ক্যালকুলাস উদ্বোধন করে?

> আইজাক নিউটন ও গটফ্রিড লাইবনিৎস

 

কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?

> দশমিক

 

প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

> ৬০

 

শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?

> ভারতবর্ষে

 

সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

> অঙ্ক

 

কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?

> রোমান

 

সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

> ২

 

ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?

> ৪

 

বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত?

> ২

 

ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

> ১০

 

(১২)১০ এর সমকক্ষ বাইনারি কোনটি?

> (১১০০)২

 

হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেজ কত?

> ১৬

 

(১১০১১১১০.১)২ এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?

> DE.8

 

(১১১০.১১০)২ এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?

> E.C

 

(১০০১০১.১০১০১১)২ এর হেক্সাডেসিমেল মান কত?

> 25.AC

 

(BFE)16 এর সমতুল্য অক্টাল মান কত?

> (5776)8

 

বাইনারি যোগে ১ + ০ + ১ = ?

> ১০

 

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B ও E এর যোগফল হবে-

> (19)16 

 

(১০০)২ এবং (AA)16 এর যোগফল কত?

> AE

 

(FF)16 এর সাথে ২ যোগ করলে যোগফল হবে-

> (১০১)১৬

 

১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

> ছয়টি

 

বাইনারিতে ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে-

> LSB

 

MSB-এর পূর্ণরূপ হচ্ছে-

> Most Significant Bit

 

(১১১০)২ সংখ্যা ‘০’ নির্দেশ করে-

> LSB

 

অক্টাল সংখ্যা পদ্ধতিতে ১৭৭ এর পরবর্তী সংখ্যা কোনটি?

> ২০০

 

আইসিটি শিক্ষক পলাশকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? পলাশ উত্তর দিল 5E। সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়?

> ৯৪

 

(১৯)১০ সংখ্যাটি বাইনারিতে কত?

> ১০০১১

 

শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।

উল্লিখিত সংখ্যার সাথে (১০০১)২ এর যোগফল কত?

> (১০১১০)২

 

দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া মাহমুদকে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর জিজ্ঞেস করলে সে মজা করে উত্তর দিল AD. মাহমুদের প্রাপ্ত নম্বরের ডেসিমেল মান কত?

> 173

 

বাইনারিতে একটি বইয়ের দাম ১০০১০১১ হলে দশমিকে কত?

> ৭৫

 

(.৫০)১০ এর বাইনারি সমতুল্য মান কত?

> (.১)২

 

(৩৭.১২৫)১০ এর বাইনারি মান কত?

> ১০০১০১.০০১

 

আইসিটি শিক্ষক বোর্ডে (৭৭)৮ সংখ্যা লিখলেন। উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো-

> ৬৩

 

বাইনারি সংখ্যা ১০১১১ এর ১ এর বাইনারি পূরক কত?

> ০১০০০

 

(১১০১১০১)২ এর ২-এর পরিপূরক কত?

> ০০১০০১১

 

দশমিক সংখ্যা ১২ এর 2’s complement কত?

> ১১১১০১০০

 

-৫ এর ২ এর পরিপূরক মান কত?

> ১০১১

 

মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

> বিট

 

প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?

> ৮

 

অ্যাসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা-

> ২৫৬ টি

 

কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?

> BCD

 

BCD কোড কত বিটের?

> ৪

 

(৭৮)১০ এর BCD মান কত?

> ০১১১১০০০

 

(৭৩)১০ এর BCD কোড কোনটি?

> (০১১১০০১১)২

 

ASCII কোডে সংখ্যাসূচক বিট কতটি?

> ৮

 

EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?

> ৮

 

ইউনিকোড কত বিটের?

> ১৬

 

বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?

> Unicode

 

বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

> UNICODE

 

5, A, F অনুক্রমটির পরের মান কত?

> 14

 

3, A, 11 অনুক্রমটির পরের মান কত?

> 18

 

(76)10 এর BCD মান কোনটি?

> 1000110

 

(26)16 ও (26)8  এর মধ্যে পার্থক্য কত?

> (16)10

 

(16)16 ও (16)8  এর মধ্যে পার্থক্য কত?

> (1000)2

 

(66)10 এর 2-এর পরিপূরক মান কত?

> 10111110

 

(65)10 এর 2-এর পরিপূরক মান কত?

> 10111111

 

(ABC)16 এর সমতুল্য অক্টাল মান কত?

> (5274)8

 

বাইনারি যোগে ১ + 1 + 1 + 1 + ১ = ?

> ১০1

 

দশমিকে একটি একটি বইয়ের দাম ৩০৩ হলে অকটালে কত?

> ৪৫৭

 

বুলিয়ান অ্যালজেবরা

বুলিয়ান স্বতঃসিদ্ধ মতে ১ + ১ = ?

> ১

A + = ?

> 1

 

A + BC = (A + B) (A + C) উপপাদ্যটি হলো-

> বিভাজন

 

A + BC = কত?

> (A + B) (A + C)

 

কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সু¯পষ্ট স¤পর্ক বের করেন?

> ১৮৫৪

 

যদি P, Q, R এবং S চারটি বুলিয়ান চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

> ১৬

 

F = এর সরলীকৃত মান কোনটি?

> ABC

 

F = A + B +    হলে F এর সরলীকৃত মান কত?

> 1

 

F =  এর সরলীকৃত মান কোনটি?

> ABC

 

NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

> OR

 

AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?

> NAND

 

তিনটি ইনপুট বিশিষ্ট NOR গেইটের ক্ষেত্রে আউটপুট ১ হবে-

> সবগুলো ইনপুট ০ হলে

 

কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?

> NOT

 

সর্বজনীন গেইট কোনটি?

> NAND, NOR

 

NAND গেইট ব্যবহার করে যে গেইট তৈরি করা যায়?

> AND, OR, NOT

 

কোন গেইটে দুটো ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট ০ হবে?

> XNOR

 

 

NOR গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?

> OR

 

হাফ অ্যাডার তৈরিতে ব্যবহৃত গেইটগুলো হলো-

> XOR ও AND

 

কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

> এনকোডার

 

যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?

> এনকোডার

 

১৬ লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?

> ৪

 

কোন সার্কিটে সর্বোচ্চ ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?

> এনকোডার

 

ডিকোডারের ইনপুট সংখ্যা ৪ হলে আউটপুট হবে-

> ১৬

 

কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?

> এনকোডার

 

১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?

> ৪

 

A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। A বর্তনীটি হলো-

> অ্যাডার

 

A বর্তনীটি কোথায় যুক্ত থাকে?

> কী-বোর্ডে

 

তিনটি বিটের যোগ করাকে বলে-

> Full Adder

 

কাউন্টারে n টি ফ্লিপ ফ্লপ থাকলে তার মডিউলাস হবে

> 2n

 

কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট-

> পালসের সংখ্যা গুণতে পারে

 

 

 

 

You cannot copy content of this page

Scroll to Top