শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২২

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২  || Sheikh Russel Online Quiz Competition 2022 ||

শেখ রাসেল কুইজ

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২

যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক:৮-১২ বছর
গ্রুপ খ:১৩-১৮ বছর

নিবন্ধন:

২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা (quiz.sheikhrussel.gov.bd):

গ্রুপ ক:৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:১৩-১৮ বছর
০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

পুরস্কার:

গ্রুপ ক:৮-১২ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:১৩-১৮ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

নিয়মাবলি:

  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

কুইজের বিষয়:

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।


শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ – এর বিজয়ীরা

গ্রুপ ক-এর বিজয়ীদের তালিকা
ক্রমনামঠিকানাপ্রাপ্ত নম্বর
শিষ মাহমুদ খাঁন৪১০/১/বি, উত্তর ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা৪৯
আহনাফ আজমাইনতাড়াশ, দোবিলা, দেবীপুর, সিরাজগঞ্জ, রাজশাহী৪৯
রুবাইয়া জামান২৯/৮, নিচুপাড়া, শিক্ষকপল্লি, গোপালগঞ্জ, ঢাকা৪৯
আবরার আহমেদ তাহসিনহাউজ নম্বর-১৫৩, ওয়ার্ড নম্বর-৮, সিপাহী পাড়া, রাজপাড়া, রাজশাহী মেট্রোপলিটন৪৮
মুনিফ কবিরগাবতলি পুরাতন বাজার, গাবতলি, বগুড়া, রাজশাহী৪৮

গ্রুপ খ-এর বিজয়ীদের তালিকা

ক্রম
নাম
ঠিকানা
প্রাপ্ত নম্বর
সৈয়দা তাহসীন জুবাইদা
মীর বাড়ি, গ্রামঃ নন্দলালপুর, ডাকঘরঃ রাউতড়া,থানাঃ মাগুড়া, মাগুড়া, খুলনা
৯৮
উসওয়াতুন নাবিহা নকশি
বাড়িঃ ২৩ , রোডঃ সবুজপাড়া, থানাঃ চিলমারী, কুড়িগ্রাম, রংপুর
৯৬
সৈয়দা তাবাচ্ছুম জুবাইদা
মীর বাড়ি, গ্রামঃ নন্দলালপুর, ডাকঘরঃ রাউতড়া, থানাঃ মাগুড়া , মাগুড়া, খুলনা
৯৫
এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিব
দোহার পাড়, কলেজ পাড়া, মাগুড়া সদর, খুলনা
৯৫
মোহাম্মদ ওমর হোসেন
রারি বাড়ি, গ্রামঃ উওর রমজানপুর, পোস্ট অফিসঃ রমাজনপুর, থানাঃ কালকিনি, মাদারীপুর, ঢাকা
৯৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top