গুচ্ছ-GST

ইউজিসির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) দিল আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ, মো. আবু তাহের, কমিশনের সচিব ফেরদৌস জামান, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পরীক্ষা-
শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন সাড়ে ৭ হাজার শিক্ষার্থী

সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ৭ হাজার ৫৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। আগামী রোববার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ওই দিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মুশতাক আহমদ।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড ও অন্যান্য আন্তর্জাতিক স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ মেডেলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই শর্তসাপেক্ষে ভর্তির সুযোগ পাবেন। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় বাংলাদেশি মানদণ্ডে ‘বি’ গ্রেড অথবা সেট পরীক্ষায় ৭০০ নম্বর থাকতে হবে।

অধ্যাপক মুশতাক আহমদ প্রথম আলোকে জানান, ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের চাহিদা অনুযায়ী, আলাদা আলাদা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে এবং দেবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবেন।

মুশতাক আহমদ আরও জানান, গুচ্ছ পদ্ধতিতে আবেদনকারী শিক্ষার্থীদের কারা কোন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন, সেটা তাঁদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল, কেন্দ্র থেকে স্থায়ী ঠিকানার দূরত্বসহ কয়েকটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কেন্দ্রে আসতে হবে।

 

List of GST Universities

 Jagannath University

 Islamic University

 Khulna University

 Comilla University

 Jatiya Kabi Kazi Nazrul Islam University

 Begum Rokeya University, Rangpur

 University of Barisal

 Rabindra University, Bangladesh

 Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh

 Sheikh Hasina University

 Shahjalal University of Science & Technology

 Hajee Mohammad Danesh Science & Technology University

 Mawlana Bhashani Science & Technology University

 Noakhali Science & Technology University

 Jashore University of Science and Technology

 Pabna University of Science and Technology

 Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University

 Rangamati Science and Technology University

 Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University

 Patuakhali Science And Technology University

GST (General, Science & Technology) ভর্তি সংক্রান্ত প্রসপেকটাস

You cannot copy content of this page

Scroll to Top