কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

ডেটা কমিউনিকেশন কী?

> দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়

 

ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

> ৫

 

ডেটা কমিউনিকেশনে মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

> মডেম

 

মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?

> ডিমডুলেশন

 

ডেটা স্থানান্তরের হারকে কি বলে?

> ব্যান্ড উইড্থ্

 

Bps এর পূর্ণরূপ কী?

> bit per second

 

ডেটা ট্রান্সমিশন স্পীডের ক্ষুদ্রতম একক কী?

> bps

 

একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড উইড্থ্ কত?

> ২৭০০ bps

 

ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?

> ৩

 

নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়?

> টেলিগ্রাফ

 

ন্যারো ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?

> ৪৫ bps

 

ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?

> ৯৬০০ bps

 

ব্রডব্যান্ডের ব্যান্ড উইড্থ কত?

> ১ mbps বা অধিক

 

ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?

> এসিনক্রোনাস

 

এসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি?

> ট্রান্সমিশনের গতি কম

 

এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

> প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না

 

নিচের কোন পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহার সুবিধাজনক?

> এসিনক্রোনাস

 

সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রতি প্যাকেটে বা ব্লকে কমপক্ষে কতটি ক্যারেক্টর থাকে?

> ৮০-১৩২

 

মাইক্রোওয়েভ কী হিসেবে কাজ করে?

> মাধ্যম

 

আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়োজন?

> ১২৫ m s

 

কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?

> হাফ-ডুপ্লেক্স

 

কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

> সিমপ্লেক্স

 

কোনটি ফুল-ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ?

> টেলিফোন

 

কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

> Full duplex

 

মোবাইল ফোনে কথা বলার সিস্টেম কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে?

> ফুল-ডুপ্লেক্স

 

সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্সকে একত্রে বলা যাবে-

> ইউনিকাস্ট

 

গ্রুপ SMS প্রদান হলো-

> মাল্টিকাস্ট

 

 

ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো-

> টিভি সম্প্রচার

 

শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অন-লাইনে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হলো। উক্ত অনুষ্ঠান দেখার সুবিধা নির্দিষ্ট করা কলেজগুলো অংশগ্রহণ করতে পারবে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে-

> শুধুমাত্র নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষ

 

১ Mbps ডেটা ট্রান্সমিশন হয় কোনটিতে?

> কো-এক্সিয়াল ক্যাবলে

 

কোন ধরনের ক্যাবলের উদাহরণ?

> কো-এক্সিয়াল

 

কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

> ১০০ Mbps

 

কো-এক্সিয়াল ক্যাবলে দুই পরিবাহীর মাঝখানে নিচের কোনটি থাকে?

> ইনসুলেটর

 

ডেটা ট্রান্সমিশনের কোন চ্যানেলটিতে খরচ কম?

> টুইস্টেড পেয়ার ক্যাবল

 

টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?

> টুইস্টেড পেয়ার

 

টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?

> সাদা

 

অপটিক্যাল ফাইবার ক্যাবলের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?

> কোর

 

ফটোডিটেক্টরের কাজ কী?

> আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

 

রেডিও তরঙ্গ কত প্রকার?

> ২

 

১০ কিলোহার্জ থেকে ১ গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-

> রেডিও ওয়েভ

 

মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

> ০.৩ GHz – ৩০০ GHz

 

মোবাইল টাওয়ারগুলো উঁচু স্থানে স্থাপনের কারণ কি?

> মাইক্রোওয়েভ চলার পথে যেন বাধা না পায়

 

ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?

> টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ

 

হটস্পট কী?

> তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা

 

কোন যন্ত্রটি নিম্নশক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?

> ব্লুটুথ

 

ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

> PAN

 

নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ এর উদ্ভাবক?

> এরিকসন

 

কোনটি Wi-Fi স্ট্যান্ডার্ড?

> ৮০২.১১

 

কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?

> Wi-Fi

 

৭ মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার করা বেশি যৌক্তিক?

> ওয়াইফাই

 

কোনটি Wi-MAX স্ট্যান্ডার্ড?

> ৮০২.১৬

 

সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?

> ওয়াইম্যাক্স

 

মি. সজল যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি। মি. সজলের ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-

> CDMA

 

মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?

> ২য়

 

মোবাইল CDMA -এর কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?

> প্রথম

 

GSM এর পূর্ণরূপ-

> Global System for Mobile Communication

 

SIM-এর পূর্ণরূপ-

> Subscriber Identity Module

 

কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে?

> GPRS

 

কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?

> তৃতীয়

 

আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?

> 4G

 

নিচের কোনটি ডেটা সার্ভিস?

> EDGE

 

কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?

> আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক

 

একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?

> PAN

 

কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলা হয়?

> নেটওয়ার্ক

 

সর্ববৃহৎ এলাকার জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?

> WAN

 

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?

> LAN

 

একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি?

> WLAN

 

একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে?

> LAN

 

অফিসটির নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে?

> ৫১-১০০ Mbps

 

দোলন একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলল। তার প্রতিষ্ঠানে দশটি কম্পিউটার রয়েছে। সে দশটি কম্পিউটারের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করল। দোলনের কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক?

> LAN

 

কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?

> ৬

 

স্বল্প দূরত্বে একাধিক LAN কে যুক্ত করে কোনটি?

> Repeater

 

নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

> রাউটার

 

‘ক’ কলেজে শুধুমাত্র তার দিয়ে প্রতিটি কম্পিউটারকে পরপর যুক্ত করে একটি ল্যাব রয়েছে। কলেজে নতুন ল্যাব স্থাপনের জন্য পাঁচটি পিসি, সুইচ, কানেক্টর ও ক্যাবল দেওয়া হয়। যন্ত্রপাতিগুলো সংযোগে নতুন একটি ল্যাব স্থাপন করা হয় এবং পরবর্তীতে ল্যাব দুটির মধ্যে আবার সংযোগ দেওয়া হয়। উদ্দীপকে উল্লিখিত নতুন ল্যাবের জন্য কোন টপোলজি ব্যবহৃত হয়েছে?

> স্টার

 

বাস টপোলজির ব্যাকবোন কোনটি?

> প্রধান ক্যাবল

 

একটি ছয়তলা ভবনের বিভিন্ন তলায় নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হলো, প্রচলিতভাবে একে বলা হবে-

> LAN

 

রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও ১টি সুইচ কিনে আনে। রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজির হবে?

> স্টার

 

স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

> হাব

 

একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?

> STAR

 

সেলুলার ফোন কোন ধরনের টপোলজি ব্যবহার করে?

> স্টার

 

ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?

> সাশ্রয়ী ও সহজলভ্য

 

Google Apps Engine নিচের কোনটির উদাহরণ?

> প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা

You cannot copy content of this page

Scroll to Top