ওয়েব পেইজ ডিজাইন ও এইচটিএমএল
HTML এর উদ্ভাবক হলেন-
উত্তর: টিম বার্নাস-লী
HTML প্রাথমিক রূপ লাভ করে কত সালে?
উত্তর: ১৯৮০
ওয়েব পেইজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৮৯
প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?
উত্তর: ১৯৯১
Cern কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডে
গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন-
উত্তর: Tim Berners Lee
ওয়েব পেইজ সাধারণত হতে পারে-
উত্তর: স্ট্যাটিক ও ডাইনামিক
ওয়েব পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
উত্তর: HTML
HTTP -এর পূর্ণরূপ কী?
উত্তর: Hyper Text Transfer Protocol
HTML এর সংস্করণ HTML5 এর প্রকাশকাল কোনটি?
উত্তর: ২০১০
মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?
উত্তর: HTML
HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?
উত্তর: .html
Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
উত্তর: Web Page
HTML -এর মাধ্যমে কোডিং করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: নোটপ্যাড
বাংলা সার্চ ইঞ্জিন-
উত্তর: পিপীলিকা
HTML ফাইল তৈরি হয় কীভাবে?
উত্তর: ট্যাগের সমন্বয়ে
.com কী?
উত্তর: Search Engine
কোনটি ওয়েব ব্রাউজার?
উত্তর: ফায়ারফক্স
ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?
উত্তর: URL
ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে?
উত্তর: ওয়েব ব্রাউজিং
প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?
উত্তর: https
ওয়েব পেইজ ডিজাইন কোনটি?
উত্তর: HTML ডকুমেন্ট তৈরি
ডোমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?
উত্তর: URL
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে-
উত্তর: কন্টেন্ট
হেডিং ট্যাগ কয়টি?
উত্তর: ৬
এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?
উত্তর: < >
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?
উত্তর: HTML উপাদান
কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?
উত্তর: <img>
ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?
উত্তর: <html> ……. </html>
দুই বা ততোধিক HTML -এর ডকুমেন্টকে একত্রিত করাকে কি বলে?
উত্তর: অ্যাট্রিবিউট
HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <br>
কোনটি ফাঁকা ট্যাগ?
উত্তর: <br>
প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?
উত্তর: <p>
কোন ট্যাগটি Italic টেক্সট নির্দেশ করে?
উত্তর: <i>
<p> এলিমেন্টটি-
উত্তর: একটি Paragraph -কে নির্ধারণ করে
</html> হলো-
উত্তর: ক্লোজিং ট্যাগ
এইচটিএমএল কোড <p> H <sup> 2 </sup> O </p> এর ফলাফল কোনটি?
উত্তর: H2O
সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
উত্তর: <h1>
নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?
উত্তর: h6
একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে?
উত্তর: Home Page
কোন প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
উত্তর: ওয়েবসাইট
HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
উত্তর: ওয়েব পেইজ
একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে?
উত্তর: হোম পেইজ
ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কী?
উত্তর: হোম পেইজ নির্ভর ওয়েবসাইট
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার?
উত্তর: ৪
কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?
উত্তর: লিনিয়ার
প্রতিটি HTML ডকুমেন্টকে কী বলে?
উত্তর: ফ্রেম
ওয়েবসাইটের লে-আউটকে কী বলা হয়?
উত্তর: টেমপ্লেট
যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কী বলে?
উত্তর: ফন্ট ফ্যামিলি
ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
উত্তর: face
HTML -এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন?
উত্তর: face
টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?
উত্তর: <td bgcolor = “Yellow”>
লিমার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল। এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো। লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?
উত্তর: <br>
একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে?
উত্তর: Hyperlink
নীল কালারের কোড হলো-
উত্তর: RGB(0, 0, 255)
ওয়েব পেইজে 1000 বাই 800 পিক্সেলের jpg ইমেজটি যুক্ত করার জন্য <img src = “nature.jpg”> এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে?
উত্তর: width = “1000” height = “800”
ওয়েবপেইজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
উত্তর: <a>
< a href =“url”> link text </a>, উক্ত কোডের “url” দ্বারা বুঝায়-
উত্তর: ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
HTML -এ লিঙ্ক সিনটেক্স হলো- <a href = ‘url’> Link text </a>, এখানে a href এর অর্থ হচ্ছে-
উত্তর: a hyperlink reference
<ol> ট্যাগটি কি তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর: অর্ডার লিস্ট
আন অর্ডার লিস্ট তৈরিতে নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?
উত্তর: <ul>
টেবিল এর অনুভূমিক লাইনকে কী বলে?
উত্তর: সারি
<tr> ট্যাগ হলো-
উত্তর: table row
টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?
উত্তর: <table>
HTML 5 লে-আউট এর একটি ট্যাগ HTML এবং অপরটি কী?
উত্তর: Div
কোনো টেবিলের row height বাড়ানোর জন্য নিচের কোন attribute ব্যবহৃত হয়?
উত্তর: cellpadding
কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: <option>
ওয়েবসাইটে যে সার্ভার থাকে তাকে কী বলে?
উত্তর: হোস্টিং সার্ভার
সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?
উত্তর: TCP
ই-মেইল অ্যাড্রেসের কয়টি অংশ থাকে?
উত্তর: ২
ডোমেইন নাম হলো-
উত্তর: ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম
একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেড প্রয়োজন?
উত্তর: ৪
.int দ্বারা কী বুঝায়?
উত্তর: আন্তর্জাতিক প্রতিষ্ঠান
.edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: শিক্ষামূলক
আন অর্ডার লিস্ট তৈরিতে নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?
উত্তর: <ul>
ISP এর পূর্ণ নাম কী?
উত্তর: Internet Service Provider
DNS এর পূর্ণরূপ কোনটি?
উত্তর: Domain Name Server
http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?
উত্তর: ডোমেইন প্রকৃতি