করোনাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় বিষয়াদি
সেপ্টেম্বর ১২ থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে প্রায় ১৮ মাস করোনাকালীন সময় অতিবাহিত হওয়ার পর। এতে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের মধ্যে পুনরায় ফিরে এসেছে নতুন উদ্দীপনা। শিক্ষার্থীরা আসতে শুরু করেছে তাদের সেই প্রিয় শিক্ষাঙ্গনে। লেখাপড়ায় আবার মনোযোগ দিতেও শুরু করেছে। এতোদিন অনলাইনে ক্লাস করতে গিয়ে ক্লান্তি থেকে হাফ ছেড়ে এখন অফলাইনে সেই পরিপূর্ণতা পেয়েছে ক্লাসে এসে সেই চিরচেনা ক্লাস রুম এবং বন্ধু পেয়ে।
আনন্দের মাঝেও শংকা যে নেই তা বলা যাবে না। এ সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় করোনার ভয় থাকতেই পারে। এজন্য নিম্নলিখিত বিষয়গুলো মেনে চললে এ থেকে পরিত্রাণ পাওয়া অধিকতর সহজ হবে।
প্রতিষ্ঠানে প্রবেশকালে জীবাণুমুক্ত হ্যান্ড স্যানিটাইজার/ হেক্সিসোল জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে এবং তাপমাত্রা মাপন যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।
শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে তিন স্তর বিশিষ্ট মাস্ক মুখে ব্যবহার করতে হবে যতক্ষণ প্রতিষ্ঠানে এবং বাইরে অবস্থান করবে।
শিক্ষার্থীদের সার্বক্ষণিক হাত ধোয়ার বিষয়টি নিয়মিত করতে হবে।
পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা রাখতে হবে।
হাত ধোয়ার সময় যাতে শিক্ষার্থীদের মধ্যে জটলা তৈরি না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে।
ছুটির সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান থেকে গেট দিয়ে সুসৃঙ্খলভাবে বের হতে হবে।
বিদ্যালয় চালু থাকার সময় প্রতি শিফট অন্তর একবার ক্লাস রুমের বেঞ্চ, চেয়ার জীবানুমুক্ত ও পরিষ্কার করতে হবে।
পূর্বেই জানিয়ে দিতে হবে যাতে অসুস্থ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে না আসে সেদিকে খেয়াল ও জোর তদারকি করতে হবে।
www.prokashitcare.com