How to use Google Drive Without Internet || Google Drive ব্যবহার করতে ইন্টারনেটের প্রয়োজন নেই ||
গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির হলো Google। কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই এবার গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বহু প্রতিক্ষিত এই ফিচার্স কীভাবে ব্যবহার করবেন, তা এই ভিডিও দেখে জেনে নিন।
এবার অফলাইনেও Google Drive থেকে PDF, অফিস ফাইল ও ইমেজ অ্যাকসেস করা যাবে। এর ফলে শুধুমাত্র Google Chrome ব্রাউজার থেকে কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই Google Drive এর ফাইল অ্যাকসেস করতে পারবেন ইউজাররা।
এই Google Drive Without Internet ব্যবহার করতে গেলে কম্পিউটারে-
- Google Drive অ্যাপ ইনস্টল করে রাখতে হবে।
- অফলাইন অ্যাকসেস মোড Drive সেটিংস থেকে এনাবল করে রাখতে হবে।
- প্রয়োজনীয় ফাইলের উপরে রাইট ক্লিক করে ‘Available Offline’ অপশন এনাবল করতে হবে।
- ব্রাউজার হিসেবে অবশ্যই Google Chrome ব্যবহার করতে হবে।
- docx offline extension ইনস্টল করতে হবে।
- কম্পিউটারে পর্যাপ্ত খালি জায়গা থাকতে হবে।
যদি আপনার Google drive একাউন্ট থাকে তাহলে আপনার প্রয়োজনীয় সকল ফাইল স্ক্যান করে বা ছবি তুলে সহজেই Google drive -এ রেখে দিতে পারেন।
এছাড়া যেকোন ছবি, ভিডিও, পিডিএফ বা অন্যান্য ফাইল সহজেই আপনি Google drive -এ রেখে দিতে পারেন।
আপনার একটা জিমেইল একাউন্ট থাকা মানেই 15 GB storage free পাবেন।
Google drive অ্যাপ বা যেকোনো ব্রাউজার দিয়ে Google drive ব্যবহার করে যেকোনো ধরনের file, Audio, Video upload করতে পারেন।
দরকারের সময় নিজের মোবাইল বা কম্পিউটার সাথে না থাকলেও পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মোবাইল বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল Upload বা Download করতে পারবেন। এমন কি আপনি কাউকে ফাইলের link দিলে সে আপনার ফাইল Google drive লগ ইন না করেই Download করতে পারবে।
তাছাড়া লিংকটি আপনি যেকোনো সময় বন্ধও করে দিতে পারবেন।
Google drive -এ আপনি ফাইল ম্যানেজারের মতো folder করে একেক ফোল্ডারে একেক ধরনের ফাইল ইচ্ছা মতো রাখতে পারবেন। আপনি চাইলে কিছু ফাইল offline mode এ রাখতে পারবেন। যেগুলো ইন্টারনেট ব্যবহার না করেই দেখতে পারবেন।
আশা করি Google drive ব্যবহার করতে আপনার খুবই ভালো লাগবে।
প্রকাশ কুমার দাস
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আইসিটি)
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ
ও
ICT4E Dhaka District Ambassador,
Shikkok Batayan, a2i
প্রয়োজনে: ০১৫৫২৪১৪৬৮২
ই-মেইল: prokashdas68@gmail.com
ইউটিউব: Prokash IT Care
ওয়েবসাইট : https://www.prokashitcare.com