চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২৩-২০২৪
প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২২-২০২৩
প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। গত বছরের মতো এবারও মূল ক্যাম্পাসেই পরীক্ষা হবে।
26-02-23 রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, সহ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। সভা শেষে এসব কথা জানান বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।
কোন ইউনিটে কত আসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট আছে। এসব বিভাগ ও ইনস্টিটিউটে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে এ ইউনিট। এ ইউনিটের মোট আসন ১ হাজার ২১২টি। অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদে ১৩টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট। এই অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে বি ইউনিট গঠিত। এই ইউনিটের আসন ১ হাজার ২২১টি। এ ছাড়া বি-১ উপ-ইউনিটের রয়েছে কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা ও সংগীত বিভাগ। এই ইউনিটের আসন সংখ্যা ১২৫। ব্যবসায় প্রশাসন অনুষদের সব বিভাগ নিয়ে গঠিত সি ইউনিট। এই অনুষদে আসন ৪৪১টি।
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ডি ইউনিটের। এই ইউনিটের আসন ১ হাজার ১৬০টি। এ ছাড়া ডি-১ উপ-ইউনিট গঠিত শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্স বিভাগ নিয়ে। এই উপ-ইউনিটে আসন ৩০টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২০-২০২১
প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার অনলাইনে আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন ফি প্রদানের নিয়মাবলি
প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তিতে সাধারণ যোগ্যতা
ভর্তি নির্দেশিকা-ইউনিট পরিচিতি
ভর্তি পরীক্ষা-গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ভর্তি পরীক্ষা-বিজ্ঞপ্তি তারিখসমূহ