Chapter-2

                                       অধ্যায়-২ : কম্পিউটার নেটওয়ার্ক

 

১।         কম্পিউটার নেটওয়ার্ক কী? কম্পিউটারের একটি নেটওয়ার্কের বর্ণনা দাও।

২।         সার্ভার, ক্লায়েন্ট ও রিসোর্স কী? ক্লায়েন্ট ও রিসোর্স এর মধ্যে পার্থক্য লিখ।

৩।         নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও প্রটোকল সম্পর্কে বর্ণনা দাও।

৪।         টপোলজি কী? বিভিন্ন প্রকার টপোলজির চিত্রসহ বর্ণনা দাও।

৫।         কম্পিউটার নেটওয়ার্ক করলে কি ধরনের সুবিধা পাওয়া যায় বর্ণনা কর।

৬।         ক্লাউড কম্পিউটিং কী? এর প্রভাবে কী কী ধরনের পরিবর্তন সূচিত হয়েছে?

৭।         সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল এবং কুফলগুলো কী কী?

৮।         সার্চ ইঞ্জিন কী? কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখ।

৯।         হাব, সুইচ ও রাউটার এর বর্ণনা দাও। হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।

১০।        মডেম কী? মডেম কিভাবে কাজ করে বর্ণনা কর।

১১।        ল্যান কার্ড কী? বিভিন্ন ধরনের ল্যান কার্ড এর বর্ণনা দাও।

১২।        অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইট কী?

You cannot copy content of this page

Scroll to Top