অষ্টম শ্রেণি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা)-বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-অধ্যায়-২ : কম্পিউটার নেটওয়ার্ক (MCQ)
অষ্টম শ্রেণি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা)
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২ : কম্পিউটার নেটওয়ার্ক
MCQ
১। একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ১টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. অসংখ
উত্তর: খ. ২টি
২। সাধারণত সত্যিকারের নেটওয়ার্ক তৈরি করতে কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?
ক. ২টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. অসংখ্য
উত্তর: ঘ. অসংখ্য
৩। সার্ভার অর্থ কী?
ক. তথ্য বিলি করা
খ. তথ্য গ্রহণ করা
গ. তথ্য সার্ভ করা
ঘ. তথ্য পাঠানো
উত্তর: গ. তথ্য সার্ভ করা
৪। সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. টেলিভিশন
খ. ইন্টারনেট
গ. কম্পিউটার নেটওয়ার্ক
ঘ. রেডিও
উত্তর: গ. কম্পিউটার নেটওয়ার্ক
৫। একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. অনেক
উত্তর: ঘ. অনেক
৬। কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
ক. হাব
খ. রাউটার
গ. সার্ভার
ঘ. সুইচ
উত্তর: গ. সার্ভার
৭। ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?
ক. এফটিপি সার্ভার
খ. টেলনেট সার্ভার
গ. নেট সার্ভার
ঘ. ই-মেইল সার্ভার
উত্তর: ঘ. ই-মেইল সার্ভার
৮। সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?
ক. মডেম
খ. মোবাইল ফোন
গ. কম্পিউটার
ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার
উত্তর: ঘ. মূল্যবান ও জটিল সফটওয়্যার
৯। কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠালে কম্পিউটারকে কী বলে?
ক. ক্লায়েন্ট
খ. রিসোর্স
গ. সার্ভার
ঘ. ই-মেইল
উত্তর: ক. ক্লায়েন্ট
১০। যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে বলে-
ক. সার্ভার
খ. ই-মেইল
গ. ক্লায়েন্ট
ঘ. রিসোর্স
উত্তর: গ. ক্লায়েন্ট
১১। ই-মেইল হলো-
ক. বিশ্বব্যাপী দ্রুত ডাক ব্যবস্থা
খ. ডাক ব্যবস্থা
গ. চিঠি পাঠানো
ঘ. চিঠি গ্রহণ
উত্তর: ক. বিশ্বব্যাপী দ্রুত ডাক ব্যবস্থা
১২। ই-মেইল-এর পূর্ণনাম কী?
ক. ইলেকট্রিক মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইলেকট্রন মেইল
ঘ. ইলেকটিসিটি মেইল
উত্তর: খ. ইলেকট্রনিক মেইল
১৩। ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?
ক. ই-মেইল সার্ভার
খ. গুগল সার্ভার
গ. নেটওয়ার্ক
ঘ. প্রটোকল
উত্তর: ক. ই-মেইল সার্ভার
১৪। ই- মেইল পাঠানোর জন্য ব্যবহার করা যায়-
- hotmail
- yahoo
iii. gmail
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৫। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় তাকে কী বলে?
ক. মিডিয়া
খ. প্রটোকল
গ. রিসোর্স
ঘ. অ্যাডাপ্টার
উত্তর: ক. মিডিয়া
১৬। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?
ক. মডেম
খ. ডোমেইন
গ. ইউজার
ঘ. সার্ভার
উত্তর: গ. ইউজার
১৭। নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে?
ক. অ্যাডাপ্টার
খ. প্রটোকল
গ. রিসোর্স
ঘ. মিডিয়া
উত্তর: ঘ. মিডিয়া
১৮। মিডিয়া হলো-
- i. কো-অক্সিয়াল তার
- ii. টুইস্টেড পেয়ার তার
iii অপটিক্যাল ফাইবার তার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৯। মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?
ক. কো-অক্সিয়াল তার
খ. টুইস্টেড পেয়ার তার
গ. অপটিক্যাল ফাইবার তার
ঘ. ওয়্যারলেস পদ্ধতি
উত্তর: ঘ. ওয়্যারলেস পদ্ধতি
২০। NIC -এর পূর্ণনাম-
ক. Network Interface Card
খ. Network In Card
গ. Network Internet Cable
ঘ. Net Inter Card
উত্তর: ক. Network Interface Card
২১। তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?
ক. রিসোর্স নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
গ. মডেম
ঘ. ক্লায়েন্ট
উত্তর: খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
২২। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?
ক. ই-মেইল সার্ভার
খ. হাব
গ. রিসোর্স
ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার
উত্তর: ঘ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার
২৩। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করে-
- মিডিয়া থেকে তথ্য নেয়
- তথ্য নিয়ে কম্পিউটারে দেয়
iii. কম্পিউটার থেকে তথ্য নিয়ে নেটওয়ার্কে ছেড়ে দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৪। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে?
ক. মিডিয়া
খ. রিসোর্স
গ. সার্ভার
ঘ. প্রটোকল
উত্তর: খ. রিসোর্স
২৫। প্রিন্টার, ফ্যাক্স কিসের উদাহরণ?
ক. রিসোর্স
খ. প্রটোকল
গ. সার্ভার
ঘ. মিডিয়া
উত্তর: ক. রিসোর্স
২৬। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তবে তাকে কী বলে?
ক. মিডিয়া
খ. সার্ভার
গ. প্রটোকল
ঘ. রিসোর্স
উত্তর: ঘ. রিসোর্স
২৭। রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়?
ক. ক্লায়েন্ট
খ. প্রটোকল
গ. ই-মেইল
ঘ. ইউজার
উত্তর: ঘ. ইউজার
২৮। সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?
ক. ইউজার
খ. প্রটোকল
গ. ই-মেইল
ঘ. ক্লায়েন্ট
উত্তর: ক. ইউজার
২৯। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
ক. নেটওয়ার্ক
খ. প্রটোকল
গ. ক্লায়েন্ট
ঘ. সার্ভার
উত্তর: খ. প্রটোকল
৩০। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার নিয়ম মানার কৌশলকে কী বলে?
ক. প্রটোকল
খ. সার্ভার
গ. মিডিয়া
ঘ. রিসোর্স
উত্তর: ক. প্রটোকল
৩১। ইন্টারেট ব্যবহার করার প্রটোকল কোনটি?
ক. http
খ. html
গ. htm
ঘ. htp
উত্তর: ক. http
৩২। PAN এর পূর্ণনাম কোনটি?
ক. Personal Area Network
খ. Personal Area Networking
গ. Public Area Network
ঘ. Public Area Neting
উত্তর: ক. Personal Area Network
৩৩। ব্লুটুথের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ক কোনটি?
ক. LAN
খ. PAN
গ. MAN
ঘ. WAN
উত্তর: খ. PAN
৩৪। ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি?
ক. WAN
খ. MAN
গ. LAN
ঘ. PAN
উত্তর: ঘ. PAN
৩৫। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়-
- স্কুল-কলেজের
- বিশ্ববিদ্যালয়ের
iii. বিভিন্ন প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৬। একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?
ক. WAN
খ. MAN
গ. LAN
ঘ. PAN
উত্তর: খ. MAN
৩৭। পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?
ক. PAN
খ. LAN
গ. MAN
ঘ. WAN
উত্তর: ঘ. WAN
৩৮। তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোন টপোলজি বেশি উপযোগী?
ক. ট্রি
খ. বাস
গ. স্টার
ঘ. রিং
উত্তর: খ. বাস
৩৯। সবচেয়ে সহজ টপোলজি কোনটি?
ক. বাস
খ. রিং
গ. হাইব্রিড
ঘ. ট্রি
উত্তর: ক. বাস
৪০। ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
ক. মেশ
খ. ট্রি
গ. বাস
ঘ. রিং
উত্তর: গ. বাস
৪১। ইন্টারনেট কোন ধরনের টপোলজি?
ক. হাইব্রিড
খ. ট্রি
গ. রিং
ঘ. বাস
উত্তর: ঘ. বাস
৪২। বাস টপোলজি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়-
- কম তারের প্রয়োজন হয়
- খরচ কম হয়
iii. তথ্য পারাপারের গতি বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪৩। বৃত্তাকার টপোলজি হবে-
ক. গোলাকার বৃত্তের মতো
খ. গোলাকার
গ. বৃত্তের মতো
ঘ. ত্রিভুজের মতো
উত্তর: ক. গোলাকার বৃত্তের মতো
৪৪। কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
ক. রিং
খ. বাস
গ. স্টার
ঘ. মেইন
উত্তর: ক. রিং
৪৫। প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে?
ক. ট্রি
খ. রিং
গ. স্টার
ঘ. কার
উত্তর: খ. রিং
৪৬। কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান?
ক. স্টার
খ. বাস
গ. রিং
ঘ. হাইব্রিড
উত্তর: গ. রিং
৪৭। রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?
ক. হাবের দিকে
খ. সব দিকে
গ. দিকনির্দেশনার প্রয়োজন হয় না
ঘ. নির্দিষ্ট দিকে
উত্তর: ঘ. নির্দিষ্ট দিকে
৪৮। স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?
ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
খ. প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে
গ. প্রতিটি কম্পিউটার বৃত্তাকারভাবে সংযুক্ত থাকে
ঘ. দুটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
উত্তর: ক. প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে
৪৯। স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?
ক. প্রিন্টার
খ. কম্পিউটার
গ. মডেম
ঘ. হাব
উত্তর: ঘ. হাব
৫০। স্টার টপোলজির হাব নষ্ট হলে কী হবে?
ক. একটা কম্পিউটার চলবে
খ. দুটি কম্পিউটার নষ্ট হবে
গ. পুরো নেটওয়ার্ক অচল হবে
ঘ. সব ঠিক থাকবে
উত্তর: গ. পুরো নেটওয়ার্ক অচল হবে
৫১। স্টার টপোলজি হলো-
- হাবের সঙ্গে যুক্ত থাকে
- একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে
iii. কেন্দ্রীয় হাব নষ্ট হলে নেটওয়ার্ক অচল হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫২। স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?
ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর
খ. রাউটারের ওপর
গ. তারের ওপর
ঘ. ব্যাকবোনের ওপর
উত্তর: ক. কেন্দ্রীয় ডিভাইসের ওপর
৫৩। স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?
ক. সুইচ
খ. কেন্দ্রীয় ডিভাইস
গ. কম্পিউটার
ঘ. রাউটার
উত্তর: খ. কেন্দ্রীয় ডিভাইস
৫৪। স্টার টপোলজিতে ডেটা ট্রান্সফারের গতি কেমন?
ক. কম
খ. বেশি
গ. অনেক কম
ঘ. অনেক বেশি
উত্তর: ক. কম
৫৫। অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয় কোন টপোলজি?
ক. ট্রি
খ. বাস
গ. স্টার
ঘ. রিং
উত্তর: ক. ট্রি
৫৬। ট্রি টপোলজি দেখতে কেমন?
ক. গোলাকার বৃত্তের মতো
খ. চারকোনা
গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো
ঘ. ত্রিভুজাকার
উত্তর: গ. শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো
৫৭। ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?
ক. মূল কম্পিউটার
খ. ব্যাকবোন
গ. হাব
ঘ. রাউটার
উত্তর: ক. মূল কম্পিউটার
৫৮। নিচের কোনটি টপোলজি?
ক. ডেটা
খ. প্রোগ্রাম
গ. মেশ
ঘ. রাউটার
উত্তর: গ. মেশ
৫৯। নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
ক. মেশ
খ. বাস
গ. রিং
ঘ. স্টার
উত্তর: ক. মেশ
৬০। টপোলজি হচ্ছে-
- বাস
- প্রাইভেট কার
iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৬১। কোন টপোলজিতে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়?
- মেশ
- বাস
iii. স্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬২। পৃথিবীর সম্পদ কী?
ক. মানুষ
খ. তথ্য
গ. কথা
ঘ. ভাব বিনিময়
উত্তর: খ. তথ্য
৬৩। পৃথিবীর তথ্য ভান্ডার হলো-
ক. সংরক্ষিত
খ. অল্প
গ. বিশাল
ঘ. সীমিত
উত্তর: গ. বিশাল
৬৪। তথ্য কাদের জন্য উন্মুক্ত?
ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
খ. সবার জন্য
গ. নিজেদের জন্য
ঘ. সরকারের জন্য
উত্তর: খ. সবার জন্য
৬৫। একজন সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনের পৃথিবীর তথ্য ভান্ডারের অধিকার কেমন?
ক. বেশি
খ. সমান
গ. নিয়ম অনুযায়ী
ঘ. অবশ্যই বেশি
উত্তর: খ. সমান
৬৬। পৃথিবী জুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. তথ্য
ঘ. প্রযুক্তি
উত্তর: খ. ইন্টারনেট
৬৭। তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. নেটওয়ার্ক
খ. ডেটা
গ. উপাত্ত
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. নেটওয়ার্ক
৬৮। কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?
ক. নেটওয়ার্কিং
খ. এফটিপি
গ. প্রটোকল
ঘ. রাউটার
উত্তর: ক. নেটওয়ার্কিং
৬৯। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?
ক. প্রটোকল তৈরি
খ. টপোলজি তৈরি
গ. সার্ভার রক্ষা করা
ঘ. তথ্য বিনিময়
উত্তর: গ. সার্ভার রক্ষা করা
৭০। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার-
ক. তথ্য উপস্থাপন করা
খ. তথ্য বিনিময় করা
গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
ঘ. তথ্য বিকাশ করা
উত্তর: গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
৭১। কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়?
ক. ওয়্যারলেস
খ. প্রটোকল
গ. ল্যান
ঘ. ক্লায়েন্ট
উত্তর: ক. ওয়্যারলেস
৭২। তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?
ক. দুর্বল
খ. সচেতন
গ. শক্তিশালী
ঘ. বিপদমুক্ত
উত্তর: গ. শক্তিশালী
৭৩। ডেটাবেজে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?
ক. মডেম
খ. কম্পিউটার
গ. ইন্টারনেট
ঘ. হাব
উত্তর: খ. কম্পিউটার
৭৪। ডেটাবেজ ব্যবহারে কী করা হয়?
ক. তথ্য বিনিময়
খ. তথ্য উপস্থাপন
গ. তথ্য বিকাশ
ঘ. তথ্য সংরক্ষণ
উত্তর: ঘ. তথ্য সংরক্ষণ
৭৫। বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?
ক. ডেটাবেজ
খ. নেটওয়ার্কে
গ. হাবে
ঘ. মডেমে
উত্তর: ক. ডেটাবেজ
৭৬। তথ্যকে আবদ্ধ রাখা যায়- এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে?
ক. সমাজের প্রভাবে
খ. নেটওয়ার্কের প্রভাবে
গ. কম্পিউটারের প্রভাবে
ঘ. ইন্টারনেটের প্রভাবে
উত্তর: খ. নেটওয়ার্কের প্রভাবে
৭৭। ডেটাবেজ থেকে সকল তথ্য উদ্ধার করা হয়-
- তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা যায়
- তথ্য ভান্ডার থেকে তথ্য নেওয়া যায়
iii. তথ্যকে উপস্থাপন করা যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭৮। কম্পিউটারের কোনটি নেই?
ক. স্মৃতি
খ. বুদ্ধি-বিবেচনা
গ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তর: খ. বুদ্ধি-বিবেচনা
৭৯। কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম-সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?
ক. সফটওয়্যার
খ. হার্ডওয়্যার
গ. প্রোগ্রাম কোড
ঘ. ডিবাগিং
উত্তর: ক. সফটওয়্যার
৮০। Drop box কী?
ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
খ. একটি মোবাইল ফোনের নাম
গ. একটি হার্ডওয়্যার
ঘ. একটি ওয়েব ব্রাউজার
উত্তর: ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে
৮১। পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগত তথ্য নিজের কম্পিউটারে রাখার সেবার নাম কী?
ক. Drop box
খ. Google
গ. Mozilla
ঘ. Firefox
উত্তর: ক. Drop box
৮২। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক. পিপীলিকা
খ. গুগল
গ. ইয়াহু
ঘ. মজিলা
উত্তর: ক. পিপীলিকা
৮৩। সামাজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে-
- একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারে
- ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারে
iii. মেসেজ দেওয়া নেওয়া করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮৪। ফেসবুক ও টুইটার কী?
ক. জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক
খ. ই-মেইলের সফটওয়্যার
গ. সার্চ ইঞ্জন
ঘ. ব্রাউজিং সফটওয়্যার
উত্তর: ক. জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক
৮৫। নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
ক. ক্লাউড কম্পিউটিং
খ. তথ্য প্রযুক্তি
গ. নেটওয়ার্ক
ঘ. সার্ভার
উত্তর: ক. ক্লাউড কম্পিউটিং
৮৬। ক্লাউড কম্পিউটিংয়ের প্রচলন ধীরে ধীরে কেমন হচ্ছে?
ক. কমে যাচ্ছে
খ. বেড়ে যাচ্ছে
গ. একই রকম রয়েছে
ঘ. বাড়ছে-কমছে
উত্তর: খ. বেড়ে যাচ্ছে
৮৭। ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ হলো-
- hotmail
- yahoo
iii. google
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮৮। ক্লাউড কম্পিউটিং হলো-
- একটি বিশেষ পরিষেবা
- একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং-ব্যবস্থা
iii. একটি ইন্টারনেটের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৮৯। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?
ক. প্রটোকল তৈরি
খ. টপোলজি তৈরি
গ. সার্ভার রক্ষা করা
ঘ. তথ্য বিনিময়
উত্তর: গ. সার্ভার রক্ষা করা
৯০। সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায়-
- তথ্য বিনিময়
- ছবি বিনিময়
iii. ভিডিও বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৯১। বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?
ক. ই-টিকিটের মাধ্যমে
খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. সফটওয়্যারের মাধ্যমে
ঘ. বিমানবন্দরে গিয়ে
উত্তর: ক. ই-টিকিটের মাধ্যমে
৯২। ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়-
ক. রিং
খ. রাউটার
গ. গেটওয়ে
ঘ. হাব
উত্তর: ঘ. হাব
৯৩। অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?
ক. রাউটার
খ. হাব
গ. গেটওয়ে
ঘ. রিং
উত্তর: খ. হাব
৯৪। দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়?
ক. হাব
খ. রাউটার
গ. মডেম
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. হাব
# নিচের উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নাইরান তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই নাইরান কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল।
৯৫। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব
খ. রিসোর্স
গ. সার্ভার
ঘ. অ্যাডাপ্টার
উত্তর: ক. হাব
৯৬। নাইরানের কম্পিউটারে কী ব্যবহৃত হয়েছে?
ক. সার্ভার
খ. হাব
গ. রাউটার
ঘ. অ্যাডাপ্টার
উত্তর: খ. হাব
৯৭। পোর্ট বেশি থাকে কোনটিতে?
ক. হাব
খ. কম্পিউটার
গ. সুইচ
ঘ. মডেম
উত্তর: গ. সুইচ
৯৮। সুইচের সবচেয়ে বড় সুবিধা-
ক. পোর্ট বেশি থাকা
খ. মূল্য কম হওয়া
গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
ঘ. ট্রাফিক জ্যাম কম হওয়া
উত্তর: গ. তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়
৯৯। নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে-
ক. দ্রুতগতিতে কাজ করে
খ. গতি কমে যায়
গ. সার্ভার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি
ঘ. গতি আস্তে আস্তে বাড়ে
উত্তর: ক. দ্রুতগতিতে কাজ করে
১০০। নেটওয়ার্কে বরাদ্দকৃত ঠিকানাকে কি বলে?
ক. ম্যাক
খ. ম্যাক অ্যাড্রেস
গ. সুইচ অ্যাড্রেস
ঘ. অ্যাড্রেস
উত্তর: খ. ম্যাক অ্যাড্রেস
১০১। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়?
- সার্ভার
- সুইচ
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১০২। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?
ক. হাব
খ. ইন্টারনেট
গ. রাউটার
ঘ. মডেম
উত্তর: গ. রাউটার
১০৩। রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
ক. নেটওয়ার্ক তৈরিতে
খ. কথা বলতে
গ. ব্রাউজ করার কাজে
ঘ. গান শুনতে
উত্তর: ক. নেটওয়ার্ক তৈরিতে
১০৪। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
ক. রাউটিং
খ. কম্পিউটিং
গ. ইন্টারকম
ঘ. কল কনফারেন্সিং
উত্তর: ক. রাউটিং
১০৫। মডেম কোথায় যুক্ত থাকে?
ক. প্রেরক কম্পিউটারে
খ. প্রাপক কম্পিউটারে
গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে
ঘ. কি-বোর্ডে
উত্তর: গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে
১০৬। মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?
ক. শব্দের সিগন্যাল সবগুলো
খ. আলোর সিগন্যাল
গ. অ্যানালগ
ঘ. ডিজিটাল
উত্তর: গ. অ্যানালগ
১০৭। বর্তমান তথ্য প্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?
ক. নেটওয়ার্ক
খ. মডেম
গ. রাউটার
ঘ. টপোলজি
উত্তর: খ. মডেম
১০৮। একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?
ক. টেলিফোন
খ. কম্পিউার
গ. মডেম
ঘ. ইন্টারনেট
উত্তর: গ. মডেম
১০৯। মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?
ক. অ্যানালগ
খ. ডিজিটাল
গ. অ্যানালগ ও ডিজিটাল
ঘ. নেগেটিভ
উত্তর: খ. ডিজিটাল
১১০। কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে-
ক. সুইচ
খ. মডেম
গ. রাউটার
ঘ. হাব
উত্তর: খ. মডেম
১১১। প্রথম দিককার মডেম ছিল-
ক. ডায়াল আপ
খ. ডায়াল ডাউন
গ. ডিএসএল
ঘ. ওয়াইফাই
উত্তর: ক. ডায়াল আপ
১১২। কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে চাইলে অবশ্যই কোনটি প্রয়োজন হবে?
ক. রেডিও
খ. ল্যান কার্ড
গ. মোবাইল ফোন
ঘ. টেলিভিশন
উত্তর: খ. ল্যান কার্ড
১১৩। জিওস্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় রাখতে হয়?
ক. ২০ হাজার
খ. ২২ হাজার
গ. ৩০ হাজার
ঘ. ৩৬ হাজার
উত্তর: ঘ. ৩৬ হাজার
১১৪। স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তর: খ. দুটি
১১৫। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কবে প্রেরণ করে?
ক. ২০১৮ সালের ১১ মে
খ. ২০১৮ সালের ১২ মে
গ. ২০১৯ সালের ১১ মে
ঘ. ২০১৯ সালের ১২ মে
উত্তর: খ. ২০১৮ সালের ১২ মে
১১৬। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৫৫তম
খ. ৫৬তম
গ. ৫৭তম
ঘ. ৫৮তম
উত্তর: গ. ৫৭তম
১১৭। কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে?
ক. ২০১৮
খ. ২০২১
গ. ২০২৫
ঘ. ২০৪১
উত্তর: খ. ২০২১
১১৮। স্যাটেলাইট দিয়ে যোগাযোগের ফলে-
- সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় এন্টেনার দরকার হয়
- ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেড়ে যায় এবং দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়
iii. টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে সাথে সাথে কথাটি না শুনে একটু পরে শোনা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১১৯। প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?
ক. ১৯৬৪
খ. ১৯৭৪
গ. ১৯৮৪
ঘ. ১৯৯৪
উত্তর: ক. ১৯৬৪
১২০। SEA-ME-WE-4 কী?
ক. জাহাজের নাম
খ. বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম
গ. বাংলাদেশের জাহাজের নাম
ঘ. যুদ্ধজাহাজের নাম
উত্তর: খ. বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম
১২১। স্যাটেলাইট সিগন্যাল যেতে পারে-
ক. শব্দের বেগে
খ. তড়িৎ বেগে
গ. বাতাসের বেগে
ঘ. আলোর বেগে
উত্তর: ঘ. আলোর বেগে
১২২। কোন ধরনের কেবল কাচের তন্তু?
ক. অপটিক্যাল ফাইবার
খ. কো অক্সিয়াল
গ. টুইস্টেড পেয়ার
ঘ. থিন নেট
উত্তর: ক. অপটিক্যাল ফাইবার
১২৩। অপটিক্যাল ফাইবার হলো-
ক. অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু
খ. একটি মডেম
গ. রাউটার
ঘ. কম্পিউটার
উত্তর: ক. অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু
১২৪। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, তাকে কী বলে?
ক. সাধারণ আলো
খ. টর্চের আলো
গ. ভোল্টেজ
ঘ. ইনফ্রারেড আলো
উত্তর: ঘ. ইনফ্রারেড আলো
১২৫। স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যালটি আলোতে রূপান্তরিত করে-
ক. স্যাটেলাইট
খ. অপটিক্যাল ফাইবার
গ. কম্পিউটার
ঘ. রিসোর্স
উত্তর: খ. অপটিক্যাল ফাইবার
১২৬। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী হিসেবে কী দরকার হয়?
ক. মডেম
খ. সিগন্যাল
গ. ল্যান্ড কার্ড
ঘ. হাব
উত্তর: খ. সিগন্যাল
১২৭। কাছের দূরত্বে সিগন্যাল পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
ক. অপটিক্যাল ফাইবার
খ. স্যাটেলাইট
গ. ইন্টারনেট
ঘ. বৈদ্যুতিক তার
উত্তর: ঘ. বৈদ্যুতিক তার
১২৮। অপটিক্যাল ফাইবার কাচের ভিতর দিয়ে যেতে হয় বলে আলোর বেগ-
ক. এক-তৃতীয়াংশ কম
খ. এক-চতুথাংশ কম
গ. এক-তৃতীয়াংশ
ঘ. এক-চতুথাংশ।
উত্তর: ক. এক-তৃতীয়াংশ কম
****