চাকরি পরীক্ষার মডেল টেস্ট-০২
১০১. বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ-
ক. সেমাটিড খ. ককেশীয় গ. মঙ্গোলয়েড ঘ. অস্ট্রোলয়েড
১০২. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কী?
ক. রাঢ় খ. বঙ্গ গ. হরিকেল ঘ. গৌড়
১০৩. ‘শীলাদেবীর ঘাট’ কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. বগুড়া গ. সোনারগাঁ ঘ. বান্দরবান
১০৪. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়-
ক. গোয়ায় খ. ইয়াঙ্গুন গ. আন্দামানে ঘ. থাইল্যান্ডে
১০৫. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করে?
ক. ১৯৯৯ খ. ২০০০ গ. ২০০১ ঘ. ২০০২
১০৬. ‘সম্মিলিত প্রয়াস; বলতে বোঝায়-
ক. জাতীয় সংসদ খ. জাতীয় জাদুঘর গ. শহীদ মিনার ঘ. জাতীয় স্মৃতিসৌধ
১০৭. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-
ক. ৩৪৬ কিমি. খ. ৪৭৫ কিমি. গ. ৪৯৫ কিমি. ঘ. ৫৭৫ কিমি.
১০৮. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
ক. র্যাডক্লিক খ. কামরুল হাসান গ. জেমস রেনেল ঘ. শিব নারায়ণ
১০৯. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
ক. ১৬ বার খ. ১৪ বার গ. ১৭ বার ঘ. ১৮ বার
১১০. মানব উন্নয়ন সূচক ২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান-
ক. ১৩৪তম খ. ১৩৫ গ. ১৩৬তম ঘ. ১৩৭তম
১১১. ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে-
ক. ২-৮ জানুয়ারি ২০২১ খ. ২-৮ মার্চ ২০২১ গ. ২১-২৮ জানুয়ারি ২০২২ ঘ. ২১-২৮ মার্চ ২০২২
১১২. ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে-
ক. ৭.১৫% খ. ৭.৩৫% গ. ৮.১৫% ঘ. ৮.৩৫%
১১৩. বাংলাদেশের মন্ত্রিপরিষদের কতভাগ সদস্য টেকনোক্রাট হতে পারেন?
ক. এক-দশমাংশ খ. এক শতাংশ গ. দুই-দশমাংশ ঘ. দুই শতাংশ
১১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
ক. বাংলা একাডেমি খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. শিশু একাডেমি ঘ. শিল্পকলা একাডেমি
১১৫. ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কী?
ক. উত্তরাধিকার খ. দিশারী গ. ষাণ্মাসিক ঘ. কারাবার্তা
১১৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র-আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের-
ক. ১০ জানুয়ারি খ. ২৬ মার্চ গ. ১০ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল
১১৭. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরার স্বাধীনতার’ কথা বলা হয়েছে?
ক. ৩৯ খ. ৩৮ গ. ৩৭ ঘ. ৩৬
১১৮. মুজিব বর্ষ উদ্যাপনের ক্ষণগণনা শুরু হয়-
ক. ১ জানুয়ারি ২০২০ খ. ১০ জানুয়ারি ২০২০ গ. ১১ জানুয়ারি ২০২০ ঘ. ২১ ফেব্রুয়ারি ২০২০
১১৯. বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত-
ক. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ খ. কোট চাঁদপুর, যশোর গ. সাঁথিয়া, পাবনা ঘ. রায়গঞ্জ, সিরাগঞ্জ।
১২০. ‘কঠিন চীবরদান’ কোন ধর্মের উত্সব?
ক. জেন খ. বৌদ্ধ গ. হিন্দু ঘ. ইহুদি
১২১.কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?
ক. সৌদি আরব খ. সিরিয়া গ. জর্ডান ঘ. ইরাক
১২২. ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৭টি ঘ. ৮টি
১২৩. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কী?
ক. এমভি মধুমতি খ. এমভি বঙ্গবন্ধু গ. এমভি বাঙালি ঘ. এমভি বাংলাদেশি
১২৪. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
ক. পাল খ. চন্দ্র গ. দেব ঘ. সেন
১২৫. বঙ্গভঙ্গ করেন-
ক. লর্ড হার্ডিঞ্জ খ. লর্ড কার্জন গ. লর্ড ক্যানিং ঘ. লর্ড মাউন্টব্যাটেন
১২৬. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে
১২৭. জাতীয় প্রেসক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮১ সালে
১২৮. বাংলাদেশের কোন খেলোয়ার টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন?
ক. সাকিব আল হাসান খ. মুশফিকুর রহিম গ. তামিম ইকবাল ঘ. মাহমুদউল্লাহ
১২৯. বাংলাদেশে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কোথায়?
ক. রাজশাহী খ. সিলেট গ. চট্টগ্রাম ঘ. বরিশাল
১৩০. বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
ক. ঝালকাঠি খ. ঢাকা গ. চট্টগ্রাম ঘ. ফেনী
১৩১. SIPRI কোন দেশভিত্তিক শান্তি গবেষণা সংস্থা?
ক. সুইডেন খ. ভারত গ. জাপান ঘ. সুইজারল্যান্ড
১৩২. জাতিসংঘ-ঘোষিত শান্তি দিবস পালিত হয়-
ক. ১ জানুয়ারি খ. ২৪ অক্টোবর গ. ৫ জুন ঘ. ২১ সেপ্টেম্বর
১৩৩. দোজাংখা কোন দেশের ভাষা?
ক. ভুটান খ. নেপাল গ. খানা ঘ. কম্বোডিয়া
১৩৪. মিয়ানমারের সীমান্তবর্তী দেশ-
ক. ৩টি খ ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৩৫. চীন প্রথম সামরিক ঘাঁটি করেছে-
ক. মালদ্বীপে খ. মিয়ানমারে গ. জিবুতিতে ঘ. শ্রীলঙ্কায়
১৩৬. WHO-এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা খ. প্যারিস গ. লন্ডন ঘ. গ্রিস
১৩৭. জাপান সাগর ও পীতসাগরের মধ্যে অবস্থিত
ক. কোরিয়া উপদ্বীপ খ. মালয় উপদ্বীপ গ. বাহরাইন উপদ্বীপ ঘ. হাইনাইন উপদ্বীপ
১৩৮. ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজ উত্পাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. নেদারল্যান্ডস ঘ. মিসর
১৩৯. চ্যানেল ৫৭ প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে?
ক. চীনের প্রাচীর খ. বার্লিন প্রাচীর গ. পেন্টাগন ঘ. হোয়াইট হাউস
১৪০. ভূরাজনীতি বিষয়ক “Pivots” বলতে কোন অঞ্চলকে বোঝায়?
ক. উত্তর আমেরিকা খ. পশ্চিম ইউরোপ গ. ইউরেশিয়া ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়া
১৪১. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর “পেন্টাগন” কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. ফ্লোরিডা গ. শিকাগো ঘ. ভার্জিনিয়া
১৪২. “ইলন মাস্ক’ কিসের জন্য বিখ্যাত-
ক. ব্যাংক খ. প্রযুক্তি প্রতিষ্ঠান গ. ইলেকট্রনিক গাড়ি ঘ. অভিনয়
১৪৩. তিন বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল?
ক. লোহিত সাগরে খ. বঙ্গোপসাগরে গ. ভূমধ্যসাগরে ঘ. আরব সাগরে
১৪৪. স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে?
ক. তারাগোনা খ. সেভিল গ. কাতালোনিয়া ঘ. জিরোনা
১৪৫. ‘অ্যাজেন্ডা ২১” কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে?
ক. জাতিসংঘ খ. এডিবি গ. বিশ্বব্যাংক ঘ. ডব্লিউটিও
১৪৬. প্রিস্টিলা কোন দেশের রাজধানী?
ক. ক্রোয়েশিয়া খ. কসোভো গ. জর্জিয়া ঘ. তুরস্ক
১৪৭. ভারতের জাতীয় পাখি-
ক. রাজহাঁস খ. ময়ূর গ. ঈগল ঘ. টিয়া
১৪৮. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র ‘কেনাবেচা’বিষয়ক চুক্তির নাম কী?
ক. জিসোমিয়া খ. আকসা গ. অ্যাকর্ড খ. অ্যালায়েন্স
১৪৯. ‘টু প্লাস টু’ বৈঠকের প্রবক্তা কোন দেশ?
ক. রাশিয়া খ. জাপান গ. ভারত ঘ. ইংল্যান্ড
১৫০. ‘আলি বাবা’ কোন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. যুক্তরাজ্য
১৫১. মানচিত্র ছোট-বড় করার যন্ত্রকে বলা হয়-
ক. ন্যানো গ্রাফ খ. সিসমোগ্রাফ গ. প্যান্টোগ্রাফ ঘ. কার্ডিওগ্রাফ
১৫২. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?
ক. ট্রপোমণ্ডল খ. স্টাটোমণ্ডল গ. মেসোমণ্ডল ঘ. তাপমণ্ডল
১৫৩. পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
ক. নিম্নক্ষয় খ. পার্শ্বক্ষয় গ. তীরভাঙন ঘ. নদীর মোহনার ক্ষয়
১৫৪. কত সালে CFC বায়ুমণ্ডলের ওজোনস্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়?
ক. ১৯৭৩ খ. ১৯৬৩ গ. ১৯৮২ ঘ. ১৯৭৭
১৫৫. অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে?
ক. জোয়ার-ভাটাজনিত বন্যা খ. মৌসুমি বন্যা গ. আকস্মিক বন্যা ঘ. প্রবল বর্ষণজনিত বন্যা
১৫৬. অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে-
ক. কার্বন ডাই-অক্সাইডের আধিক্যে
খ. সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে
ঘ. ক ও খ উভয়ই
১৫৭. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
ক. শীতলক্ষ্যা খ. বুড়িগঙ্গা গ. ধরলা ঘ. বংশী
১৫৮. বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনোই হবে না?
ক. মারাত্মক ভূমিকম্প খ. অগ্নুত্পাতজনিত ভূমিকম্প গ. কেন্দ্রের ভূমিকম্প ঘ উপকেন্দ্রের ভূমিকম্প
১৫৯. ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কী অনুসারে?
ক. গতিবেগ অনুসারে খ. বায়প্রবাহের তারতম্য গ. দিক অনুসারে ঘ. স্থান অনুসারে
১৬০. বাংলাদেশের দুর্যোগমুক্ত জেলা কতটি?
ক. ৬টি খ. ৭টি গ. ১৩টি ঘ. ১৬টি
১৬১. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
ক. আমিষ খ. স্নেহ গ. আয়োডিন ঘ. লৌহ
১৬২. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কতগুণ বেশি?
ক. প্রায় আড়াই গুণ খ. প্রায় সাড়ে তিন গুণ গ. প্রায় সাড়ে চার গুণ খ. কোনোটিই নয়
১৬৩. রক্তশূন্যতার অপর নাম কী?
ক. লিউকেমিয়া খ. সিরোসি গ. অ্যানিমিয়া ঘ. জন্ডিস
১৬৪. বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি?
ক. ১৪ সেপ্টেম্বর খ. ১৪ অক্টোবর গ. ১৪ নভেম্বর ঘ. ১৪ ডিসেম্বর
১৬৫. গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. ভারত ঘ. রাশিয়া
১৬৬. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
ক. দশ ভাগের এক ভাগ খ. ছয় ভাগের এক ভাগ গ. তিন ভাগের এক ভাগ ঘ. চার ভাগের এক ভাগ
১৬৭. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উত্পাদন বৃদ্ধি পায়-
ক. ফসফরাস খ. নাইট্রোজেন গ. পটাশিয়াম ঘ. অক্সিজেন
১৬৮. ইউরিয়া সারে কতভাগ নাইট্রোজেন থাকে?
ক. ৪০% খ. ৪৬% গ. ৫০% ঘ. ৫৫%
১৬৯. ‘করোনাভাইরাসের’ অন্য নাম-
ক. ২০১৯- NCOV খ. ২০১৯-NCOB গ. ২০১৯-MCOV ঘ. ২০১৯-NEOV
১৭০. পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কী?
ক. Allium cepa খ. Oryza sativa গ. Allium Sativum ঘ. Capsicum Frutescens
১৭১. তরলে পৃষ্টটান পরিমাপের যন্ত্র-
ক. ট্যাকোমিটার খ. গ্রাভিমিটার গ. গুহমমিটার ঘ. টেনমিও মিটার
১৭২. ধানের বাদামি রোগ হয়-
ক. ছত্রাক দ্বারা খ. ভাইরাস দ্বারা গ. ব্যাকটেরিয়া দ্বারা ঘ. কোনোটিই নয়
১৭৩. প্রাণীদেহে দীর্ঘ কোষ কোনটি?
ক. RBC খ. নিউরন গ. গবলেট ঘ. WBC
১৭৪. উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য করে-
ক. রানি মৌমাছি খ. কর্মী মৌমাছি গ. রাজা মৌমাছি ঘ. রাজা ও রানি মৌমাছি
১৭৫. Cosmic Ray-কে বাংলায় বলা হয়-
ক. রঞ্জন রশ্মি খ. তেজস্ক্রিয় রশ্মি গ. ক্যাথোড রশ্মি ঘ. মহাজাগতিক রশ্মি
১৭৫.‘ইউটিউব’ চালু হয় কবে?
ক. ২০০৩ খ. ২০০৪ গ. ২০০৫ ঘ. ২০০৮
১৭৭. ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. প্রোগ্রামিং গ. ডেটাবেইস ঘ. কোনোটিই নয়
১৭৮. ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়?
ক. এক্সেল খ. ইউটিউব গ. ইয়াহু মেসেঞ্জার ঘ. জিমেইল
১৭৯. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
ক. RAM খ. ROM গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১৮০. http-এর সংক্ষিপ্ত রূপটি কী বোঝায়?
ক. Hyper Text Transfer protocol
খ. High Task Termination procedure
গ. Times Technical professionals
ঘ. Harvard Teletext Proof
১৮১. কম্পিউটার ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৪৮ গ. ১৯৬৪ ঘ. ১৯৭০
১৮২. এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০× ১০০০ খ. ১০২৪×১০২৪ গ. ১০৩২×১০৩২ ঘ. ১০০×১০২৪
১৮৩. বাংলাদেশে 3G চালু হয় কত সালে?
ক. ২০১১ খ. ২০১২ গ. ২০১৩ ঘ. ২০১৪
১৮৪. কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক. প্রিন্টার খ. কি-বোর্ড গ. স্ক্যানার ঘ. মাউস
১৮৫. টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
ক. মার্টিন কুপার খ. স্টিভ জবস গ. বিল গেটস ঘ. স্যামুয়েল হার্স্ট
১৮৬. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যাপদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-
ক. অকটাল খ. বাইনারি গ. দশমিক ঘ. হেক্সা ডেসিমেল
১৮৭. ইনটেল ITANIUM কত বিটের মাইক্রোপ্রসেসর?
ক. ৩২ খ. ৬৪ গ. ১২৮ ঘ. ২৫৬
১৮৮. কোনো ই-মেইলে bcc-এর অর্থ কী?
ক. Blind carbon Copy
খ. Black carbon copy
গ. Bold carbon Copy
ঘ. Bright carbon copy
১৮৯. স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে?
ক. আইবিএম খ. গুগল গ. মাইক্রোসফট ঘ. এপসন
১৯০. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
ক. Pop3 খ. Pop9 গ. HTML ঘ. SMTO
১৯১. রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কী?
ক. মূল্যবোধের অভাব খ. গণতান্ত্রিক কারণ
গ. সাংস্কৃতিক কারণ ঘ. অবনমিত রাজনৈতিক সংস্কৃতি
১৯২. রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক-এ উক্তিটি কার?
ক. স্পেন্সার খ. জাস্টিন ট্রুডো
গ. মিশেল ক্যামডেসাস ঘ. থমাস জেফারসন
১৯৩. সুশাসনের পথে অন্তরায়-
ক. আইনের শাসন খ. জবাবদিহি
গ. স্বজনপ্রীতি ঘ. সরলতা
১৯৪. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
ক. আইন খ. প্রতীক
গ. ভাষা ঘ. মূল্যবোধ
১৯৫. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
১৯৬. ‘Power: A new social Analysis’ গ্রন্থটি কার লেখা?
ক. লক খ. হবস গ. রাসেল ঘ. ম্যাকিয়াভেলি
১৯৭. ‘Objective knowledge’ কী?
ক. ব্যক্তির জ্ঞান খ. প্রাকৃতিক জ্ঞান গ. ব্যক্তিনিরপেক্ষ জ্ঞান ঘ. কোনোটিই নয়।
১৯৮. নিচের কোন দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে?
ক. সোলিয়া খ. সুইডেন গ. পাকিস্তান ঘ. সিরিয়া
১৯৯. কত ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে?
ক. তিন ধরনের খ. চার ধরনের গ. পাঁচ ধরনের ঘ. ছয় ধরনের
২০০. বর্তমান সময়ের গণতন্ত্র কী রকম?
ক. একনায়কতান্ত্রিক খ. রাজতান্ত্রিক গ. প্রতিনিধিত্বমূলক ঘ. স্বেচ্ছাচারমূলক
উত্তরগুলো মিলিয়ে দেখি:
১০১. গ, ১০২. গ, ১০৩. খ, ১০৪. খ, ১০৫. খ, ১০৬. ঘ, ১০৭. খ, ১০৮. গ, ১০৯. গ, ১১০. খ, ১১১. ক, ১১২. গ, ১১৩. ক, ১১৪. ক, ১১৫. খ, ১১৬. গ, ১১৭. ঘ, ১১৮. খ, ১১৯. গ, ১২০. খ, ১২১. ঘ, ১২২. খ, ১২৩. গ, ১২৪. গ, ১২৫. খ, ১২৬. খ, ১২৭. খ, ১২৮. গ, ১২৯. গ, ১৩০. ঘ, ১৩১. ক, ১৩২. ঘ, ১৩৩. ক, ১৩৪. গ, ১৩৫. গ, ১৩৬. ক, ১৩৭. ক, ১৩৮. খ, ১৩৯. খ, ১৪০. গ, ১৪১. ঘ, ১৪২. গ, ১৪৩. গ, ১৪৪. গ, ১৪৫. ক, ১৪৬. খ, ১৪৭. খ, ১৪৮. খ, ১৪৯. খ, ১৫০. ক, ১৫১. গ, ১৫২. খ, ১৫৩. ক, ১৫৪. ক, ১৫৫. ক, ১৫৬. খ, ১৫৭. খ, ১৫৮. খ, ১৫৯. ঘ, ১৬০. ক, ১৬১. ক, ১৬২. গ, ১৬৩. গ, ১৬৪. গ, ১৬৫. ক, ১৬৬. খ, ১৬৭. খ, ১৬৮. খ, ১৬৯. ক, ১৭০. ক, ১৭১. ঘ, ১৭২. ক, ১৭৩. খ, ১৭৪. খ, ১৭৫. ঘ, ১৭৬. গ, ১৭৭. গ, ১৭৮. ঘ, ১৭৯. খ, ১৮০. ক, ১৮১. খ, ১৮২. খ, ১৮৩. খ,১৮৪. ক, ১৮৫. ঘ, ১৮৬. খ, ১৮৭. খ, ১৮৮. ক, ১৮৯. ক, ১৯০. ক, ১৯১. ঘ, ১৯২. গ, ১৯৩. গ, ১৯৪. ক, ১৯৫. ক, ১৯৬. গ, ১৯৭. ক, ১৯৮. খ, ১৯৯. ক, ২০০. গ।