আইসিটি-বিশ্বগ্রাম
বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে?
> মার্শাল ম্যাকলুহান
বিশ্বগ্রামের মেরুদন্ড কোনটি?
> কানেকটিভিটি
কোন উপাদানটি Global village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
> ইন্টারনেট
বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?
> ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত?
> অনলাইনে কেনাকাটা
বিশ্বগ্রামে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার বাহন কোনটি?
> মোবাইল ফোন
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
> PROLOG
বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
আউটসোর্সিং কী?
> ইন্টারনেটভিত্তিক কাজ
ফ্রিল্যান্সার কে?
> সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন
ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
> আউটসোর্সিং
কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস?
> ওডেক্স
khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে?
> সালমান খান
WWW. Khanacademy.org কি সংক্রান্ত ওয়েবসাইট?
> শিক্ষা
ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কী বলে?
> ই-কমার্স
বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কী?
> ইন্টারনেট
গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী?
> Lively
অফিস অটোমেশনের প্রচলন শুরু হয় কত সালের দিকে?
> ১৯৭০
টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পর্কিত?
> চিকিৎসা
মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?
> চিকিৎসা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান কোনটি?
> ভস্টক-১
ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমোশনে ব্যবহৃত হয় কোনটি?
> CAM
ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়?
> ত্রিমাত্রিক
কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়?
> গেমস তৈরি
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?
> ত্রিমাত্রিক সিমুলেশন
কম্পিউটার সিম্যুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?
> ভার্চুয়াল রিয়েলিটি
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
> রোবোটিক্স
রোবটের হাত ও পা নড়াচড়া করার জন্য সেটির মধ্যে থাকে-
> বৈদ্যুতিক মোটর
প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন কে?
> John McCarthy
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয়-
> বুদ্ধিমানের মতো
ভাচুর্য়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
> পরিবেশ
মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
> রোবটিক্স
কোনটি রোবটের ব্যবহার?
> জটিল সার্জারি চিকিৎসায়
কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?
> রোবটিক্স
ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
> তরল নাইট্রোজেন
কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত?
> নাইট্রোজেন
বর্তমানে ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে কোন গ্যাসটি তরল অবস্থায় ব্যবহৃত হয়?
> নাইট্রোজেন
ক্রায়োসার্জারীতে কোন প্রযুক্তি প্রয়োগ করা হয়?
> ইমেজিং
ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়-
> লিভার ক্যান্সারে
ক্রায়োসার্জারি কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
> হাইপোথার্মিয়া
ক্রায়োসার্জারির সময় ভালো কোষকলাকে রক্ষায় কোনটি ব্যবহার হয়?
> থার্মোসেন্সর
ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?
> বায়োমেট্রিক্স
বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
> নিরাপত্তাক্ষেত্রে
বায়োমেট্রিক্স পদ্ধতির কোনটি বেশি ব্যবহৃত হয়?
> আঙ্গুলের ছাপ
মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
> বায়োমেট্রিক্স
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?
> বয়োইনফরমেটিক্স
নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে?
> বায়োইনফরমেটিক্স
কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?
> জেনেটিক ইঞ্জিনিয়ারিং
কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?
> জৈবিক ডেটার সমাহার
ডিএনএ ম্যাপিং ও এনালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়?
> বায়োইনফরমেটিক্স
জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়?
> বায়োইনফরমেটিক্স
কোনটি DNA এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?
> জেনেটিক ইঞ্জিনিয়ারিং
আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?
> ন্যানোটেকনোলজি
উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে-
> জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
> জেনেটিক ইঞ্জিনিয়ারিং
DNA অণু কাঁটা যায় কী দিয়ে?
> আণবিক কাঁচি
প্রথম ট্রান্সজেনিক প্রাণী-
> ইঁদুর
পাটের জীন মানচিত্র আবিষ্কার করেন কে?
> ড. মাকসুদুল আলম
খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-
> ন্যানোটেকনোলজি
পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?
> ন্যানোটেকনোলজি
ন্যানোটেকনোলজি কোন ধরনের প্রযুক্তি?
> বটম টু টপ
ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?
> মলিকুলার কম্পোনেন্ট থেকে
১ ন্যানোমিটার সমান কত মিটার?
> ১০-৯
90 nm পুরুত্ববিশিষ্ট ইলেকট্রনিক ডিভাইসকে কী বলে?
> ন্যানোডিভাইস
ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিপউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-
> হ্যাকিং
কম্পিউটার ইথিকস এর নির্দেশনা কয়টি?
> ১০
হ্যাকার বলা হয় কাদেরকে?
> যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে
প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?
> অন্যের লেখা চুরি
অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?
> হ্যাকিং