Chapter-1

অধ্যায়-১ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

 

১।         তথ্য প্রযুক্তি কী? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আলোচনা কর।

২।         তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি ধরনের সুবিধা পাওয়া যায় লিখ।

৩।         “সংযুক্তিই উৎপাদনশীলতা” বিষয়টি ব্যাখ্যা কর।

৪।         দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কয়েকটি ব্যবহার লিখ।

৫।         আউটসোর্সিং কী? ঘরে বসে আয় করার জন্য কী ধরনের যোগ্যতা দরকার?

৬।         কয়েকটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম লিখ। আউটসোর্সিং এর মাধ্যমে কী কাজ করা যায়?

৭।         যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর।

৮।         যোগাযোগ করার পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ বর্ণনা দাও।

৯।         ব্যবসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ধরনের সুবিধা প্রদান করছে বর্ণনা কর।

১০।        সরকারি কর্মকান্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বর্ণনা দাও।

১১।        ই-বুক, ই-পর্চা, ই-পুর্জি ও ই-স্বাস্থ্য সেবার বর্ণনা দাও।

১২।        টেলিমেডিসিন কী? চিকিৎসা ক্ষেত্রে এর অবদান বর্ণনা কর।

১৩।       গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান বর্ণনা কর।

১৪।        ভার্চুয়াল প্রতিষ্ঠান ও ভার্চুয়াল জগৎ এর বর্ণনা দাও।

১৫।       ‘তথ্য প্রযুক্তির ব্যবহার যে কোন কাজে স্বচ্ছতা প্রদান করে’- ব্যাখ্যা কর ।

You cannot copy content of this page

Scroll to Top