অধ্যায়-৫ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
MCQ প্রশ্ন নিয়ে আলোচনা
SSC_ICT_Chap_5th_অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট [05-01]
SSC_ICT_Chap_5th_অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট [05-02]
SSC_ICT_Chap_5th_অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট [05-03]
SSC_ICT_Chap_5th_অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট [05-04]
নবম-দশম / এসএসসি
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পঞ্চম অধ্যায়- মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
MCQ
১. পাওয়ারপয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার?
ক. মাল্টিমিডিয়া
খ. সিস্টেম
গ. ডেটাবেজ
ঘ. হিসাব-নিকাশ
উত্তর: ক. মাল্টিমিডিয়া
২. মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: খ. ৩
৩. মাল্টিমিডিয়া গঠিত হয়-
- শব্দ
- বর্ণ
iii. চিত্র
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪. নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমেই ব্যবহার করা হয়?
ক. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
খ. নন-ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
গ. ইন্টার মাল্টিমিডিয়া
ঘ. অ্যাকটিভ মাল্টিমিডিয়া
উত্তর: ক. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
৫. কোনটিতে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়?
ক. বাজারের হিসাব করতে
খ. টিভি দেখতে
গ. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
উত্তর: ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
৬. মাল্টিমিডিয়ার প্রয়োগ-
- বর্ণ বা টেক্সট এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
- মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
iii. হিসাবের কাজকে সহজ করেছে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
* নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মাহমুদ সাহেব একটি কো¤পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরির্দশনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পাানি স¤পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।
৭. বিদেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য মাহমুদ সাহেব কোন সফটওয়্যারটি ব্যবহার করবেন?
ক. পাওয়ারপয়েন্ট
খ. ওয়ার্ড
গ. এক্সেল
ঘ. এক্সেস
উত্তর: ক. পাওয়ারপয়েন্ট
৮. মাহমুদ সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে
- অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে
- শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে
iii. কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা যাবে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৯. এনিমেশন হতে পারে-
- চলমান
- স্থির
iii. ত্রিমাত্রিক
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১০. চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত শতকে?
ক. আঠারো
খ. উনিশ
গ. বিশ
ঘ. একুশ
উত্তর: খ. উনিশ
১১. চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত সালে?
ক. ১৭৯৫
খ. ১৮৮৫
গ. ১৮৯৫
ঘ. ১৯৯৫
উত্তর: গ. ১৮৯৫
১২. মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?
ক. শব্দ
খ. কম্পিউটার
গ. রেডিও
ঘ. সিনেমা
উত্তর: ঘ. সিনেমা
১৩. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ক¤িপউটারের ব্যবহার করা হয় কোন দশকে?
ক. নব্বই
খ. ষাট
গ. একুশ
ঘ. অষ্টম
উত্তর: ক. নব্বই
১৪. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. এনিমেশন
খ. ওয়ার্ড
গ. ফটোশপ
ঘ. বর্ণ
উত্তর: ক. এনিমেশন
১৫. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?
ক. স্থির
খ. টেক্সট
গ. চলমান
ঘ. শব্দ
উত্তর: গ. চলমান
১৬. ভিডিও ধারণ, সম্পাদনা এবং সংরক্ষণে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
ক. এনালগ
খ. কমার্শিয়াল
গ. এনিমেশন
ঘ. ডিজিটাল
উত্তর: ঘ. ডিজিটাল
১৭. কোন চিত্রটি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হতে পারে?
ক. অডিও
খ. এনিমেশন
গ. বর্ণ
ঘ. সফটওয়্যার
উত্তর: খ. এনিমেশন
১৮. সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. এনালগ
খ. ডিজিটাল
গ. শব্দ
ঘ. এনিমেশন
উত্তর: খ. ডিজিটাল
১৯. বিজয় শিশু শিক্ষা, অবসর, বাংলাদেশ ৭১ কি ধরনের সফটওয়্যার?
ক. মাল্টিমিডিয়া
খ. অপারেটিং
গ. ভিডিও
ঘ. অ্যাপ্লিকেশন
উত্তর: ক. মাল্টিমিডিয়া
২০. ফটোশপ, থ্রিডি ম্যাক্স, ফ্লাশ ও মায়া কি ধরনের সফটওয়্যার?
ক. ফটোশপ
খ. অ্যাপ্লিকেশন
গ. তথ্য উপস্থাপনার
ঘ. গ্রাফিক্স
উত্তর: ঘ. গ্রাফিক্স
২১. গ্রাফিক্স সফটওয়্যার সমূহ কিসের ভিত্তিতে ভিন্ন হয়?
ক. প্রোগ্রামারের
খ. ব্যবহারের যন্ত্রের
গ. কাজের
ঘ. অ্যাপ্লিকেশনের
উত্তর: গ. কাজের
২২. ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার?
ক. অথরিং
খ. লেখালেখির
গ. ডেটাবেজ
ঘ. কথা বলার
উত্তর: ক. অথরিং
২৩. অথরিং সফটওয়্যারসমূহ কী ধরনের হয়?
ক. শক্তিশালী
খ. দুর্বল
গ. জটিল
ঘ. মুদ্রণ ও প্রকাশনা সংশ্লিষ্ট
উত্তর: ক. শক্তিশালী
২৪. কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায়?
ক. অথর
খ. ডেটাবেজ
গ. ফটোশপ
ঘ. পাওয়ারপয়েন্ট
উত্তর: ঘ. পাওয়ারপয়েন্ট
২৫. তথ্যকে আকর্ষণীয় এবং কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো-
ক. এক্সেল
খ. এক্সেস
গ. পাওয়ারপয়েন্ট
ঘ. ফটোশপ
উত্তর: গ. পাওয়ারপয়েন্ট
২৬. পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অপর নাম কী?
ক. আউটলুক
খ. প্রেজেন্টেশন সফটওয়্যার
গ. প্রিমিয়ার সফটওয়্যার
ঘ. ই-মেইল
উত্তর: খ. প্রেজেন্টেশন সফটওয়্যার
২৭. পাওয়ারপয়েন্টে ফাইলকে বলা হয়-
ক. সফটওয়্যার
খ. প্রেজেন্টেশন
গ. হ্যান্ড আউট ঘ. স্লাইড
উত্তর: খ. প্রেজেন্টেশন
২৮. পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য-
- Start বোতামে যেতে হবে
- New বোতামে চাপতে হবে
iii. মাইক্রোসফট অফিস মেনুতে যেতে হবে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৯. পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. তথ্য পাঠানো
খ. তথ্য সংরক্ষণ
গ. লেখালেখি করা
ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন
উত্তর: ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন
৩০. পাওয়ারপয়েন্ট ব্যবহার করে
- তথ্য সাজানো যায়
- ডিজাইন করা যায়
iii. তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন করা যায়
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩১. সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
ক. পাওয়ারপয়েন্ট
খ. এমএস ওয়ার্ড
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. স্কাইপে
উত্তর: ক. পাওয়ারপয়েন্ট
৩২. প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউটস
খ. স্লাইড
গ. প্রেজেন্টেশন
ঘ. লে-আউট
উত্তর: খ. স্লাইড
৩৩. প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?
ক. ২
খ. ৫
গ. ১০
ঘ. একাধিক
উত্তর: ঘ. একাধিক
৩৪. পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউটস
খ. লে-আউট
গ. স্লাইড
ঘ. স্ট্রোক
উত্তর: ক. হ্যান্ড আউটস
৩৫. পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কি বলে?
ক. স্লাইড
খ. ফিল
গ. স্লাইড লে-আউট
ঘ. হ্যান্ড আউটস
উত্তর: গ. স্লাইড লে-আউট
৩৬. প্রেজেন্টেশন বলা হয়-
ক. প্রতিটি প্রেজেন্টেশন এর অংশকে
খ. পৃষ্ঠাকে
গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে
ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে
উত্তর: গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে
৩৭. কম্পিউটার ডেস্কটপ এর পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
ক. মেনু বার
খ. স্টার্ট বোতাম
গ. অল প্রোগ্রাম
ঘ. এন্টার বোতাম
উত্তর:খ. স্টার্ট বোতাম
৩৮. পাওয়ারপয়েন্ট স্লাইড এ টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে-আউটে
খ. টেক্সট বক্সের ভিতরে
গ. থাম্বনেইলে
ঘ. মেনু বারে
উত্তর: খ. টেক্সট বক্সের ভিতরে
৩৯. পাওয়ারপয়েন্টের Slide এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?
ক. থাম্বনেইল ভিউয়ে
খ. প্যালেটে
গ. স্লাইড লে আউটে
ঘ. হ্যান্ড আউটে
উত্তর: ক. থাম্বনেইল ভিউয়ে
৪০. Save কমান্ড কোন মেনুতে থাকে?
ক. এডিট
খ. ফাইল
গ. টুলস
ঘ. টেবিল
উত্তর: খ. ফাইল
৪১. প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
ক. ওপেন
খ. ফাইল মেনুর Save
গ. এডিট মেনুর save as
ঘ. Ctrl + O
উত্তর: খ. ফাইল মেনুর Save
৪২. স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন
- স্লাইডে খোলা ও সিলেক্টেড রাখা
- স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া
iii. Design মেনুতে যাওয়া
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৪৩. নতুন স্লাইড যুক্ত করার কীবোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl+N
খ. Ctrl+M
গ. Ctrl+O
ঘ. Shift+M
উত্তর: খ. Ctrl+M
৪৪. কোনো স্লাইড মুছে ফেলার জন্য কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Exit
খ. Reset
গ. Cancel
ঘ. Delete
উত্তর: ঘ. Delete
৪৫. স্লাইড ট্রানজিশনের নমুনা দেখতে হলে-
- Animations মেনুতে যেতে হবে
- ট্রানজিশন নমুনার তীর চিহ্নের ব্যবহার করতে হবে
iii. Apply to All বোতামে ক্লিক করতে হবে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪৬. প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কীবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
ক. F1
খ. F4
গ. F12
ঘ. F5
উত্তর: ঘ. F5
৪৭. প্রেজেন্টেশনের জন্য view মেনুর রিবন থেকে কোন অপশনটি select করতে হয়?
ক. Slide show
খ. slide
গ. F6
ঘ. Animation
উত্তর: ক. Slide show
৪৮. স্লাইড শো উইন্ডো থেকে স¤পাদনার কীবোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?
ক. Esc
খ. Enter
গ. backspace
ঘ. Tab
উত্তর: ক. Esc
৪৯. কোন স্লাইডেব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
ক. নিস্ক্রিয় স্লাইডে
খ. ১ম স্লাইডে
গ. সক্রিয় স্লাইডে
ঘ. শেষ স্লাইডে
উত্তর: গ. সক্রিয় স্লাইডে
৫০. Design মেনুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?
ক. Format
খ. slide show
গ. Background style
ঘ. Transition sound
উত্তর: গ. Background style
৫১. পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে click করলে কী পাওয়া যায়?
ক. কালার প্যাড
খ. সলিড ফিল
গ. পাথ
ঘ. গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট
উত্তর: ঘ. গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট
৫২. স্লাইডের background রং আরোপ করতে কোন বোতামে click করতে হবে?
ক. color
খ. solid fill
গ. Stroke
ঘ. Foreground
উত্তর: খ. solid fill
৫৩. Format background dialog box বন্ধ করতে কোন বোতামে click করতে হবে?
ক. close
খ. Delete
গ. Exit
ঘ. Reset
উত্তর: ক. close
৫৪. কিভাবে স্লাইডেছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?
ক. Enter ব্যবহারে
খ. crop tool ব্যবহারে
গ. ছবিটি drag করে
ঘ. সিলেকশন টুল ব্যবহারে
উত্তর: গ. ছবিটি drag করে
৫৫. ছবির আকার ছোট বড় করা যাবে কিসের সাহায্যে?
ক. Remove
খ. resize
গ. Blind
ঘ. Animation
উত্তর: খ. resize
৫৬. Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক. ছবি মুছে ফেলা
খ. ছবি যোগ করা
গ. ছবি সরানো
ঘ. ছবি পাঠানো
উত্তর: খ. ছবি যোগ করা
৫৭. ট্রানজিশন মূলত কী?
ক. স্লাইড
খ. ইফেক্ট
গ. Hand out
ঘ. ভিডিও
উত্তর: খ. ইফেক্ট
৫৮. প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?
ক. প্রথম স্লাইডে
খ. যে slide টি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়
গ. ছবি ব্যবহারের স্লাইডে
ঘ. যে slide এ কোনো text যুক্ত থাকে না
উত্তর: খ. যে slide টি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়
৫৯. Slide এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে?
ক. Format
খ. Window
গ. Design
ঘ. Animations
উত্তর: ঘ. Animations
৬০. সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হবে?
ক. Apply
খ. All
গ. Apply to All
ঘ. All transition Apply
উত্তর: গ. Apply to All
৬১. পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেনুতে?
ক. Animations
খ. Format
গ. Insert
ঘ. Home
উত্তর: ক. Animations
৬২. একটি Slide এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?
ক. ২
খ. ৫
গ. ১৫
ঘ. একাধিক
উত্তর: ঘ. একাধিক
৬৩. পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?
ক. Alphabet
খ. Fly in
গ. Moderate
ঘ. Narrow
উত্তর: খ. Fly in
৬৪. সাধারণত কোন Slide এ ভিডিও যুক্ত করা হয়?
ক. শুরুর Slide এ
খ. ছবির Slide এ
গ. শেষ Slide এ
ঘ. শব্দ যুক্ত Slide এ
উত্তর: ক. শুরুর Slide এ
৬৫. স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে click করতে হবে?
ক. Automatically
খ. Transition sound
গ. Movie from file
ঘ. Animations
উত্তর: গ. Movie from file
৬৬. স্লাইডেযুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল
খ. আইকন
গ. বোতাম
ঘ. টেক্সট
উত্তর: ক. থাম্বনেইল
৬৭. বাংলাদেশ ৭১ কি ধরনের সফটওয়্যার?
ক. অ্যাপ্লিকেশন
খ. অপারেটিং
গ. ভিডিও
ঘ. মাল্টিমিডিয়া
উত্তর: ঘ. মাল্টিমিডিয়া
৬৮. থ্রিডি ম্যাক্স কি ধরনের সফটওয়্যার?
ক. গ্রাফিক্স
খ. অ্যাপ্লিকেশন
গ. তথ্য উপস্থাপনার
ঘ. ফটোশপ
উত্তর: ক. গ্রাফিক্স
৬৯. পাওয়ারপয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে কি ধরনের কাজ করা যায়?
ক. ডকুমেন্ট
খ. ডেটাবেজের
গ. ডিজাইনের
ঘ. চমৎকার কনটেন্টস
উত্তর: ঘ. চমৎকার কনটেন্টস
৭০. পাওয়ার পয়েন্ট চালুর পর পর্দার উপরে বাম কোণে থাকে কোনটি?
ক. Format
খ. Home
গ. Insert
ঘ. Draw
উত্তর: খ. Home
৭১. পাওয়ারপয়েন্টে Fly in কিসের অধীনে রয়েছে?
ক. Transitions
খ. Animations
গ. Design
ঘ. Format
উত্তর: খ. Animations
৭২. Zoom কমান্ড কোন মেনুতে থাকে?
ক. Design
খ. View
গ. Edit
ঘ. Format
উত্তর: খ. View
৭৩. Design মেনুর মেনুর অধীনে কোন অপশনটি থাকে?
ক. Format Background
খ. Slide show
গ. Background view
ঘ. Transition Background
উত্তর: ক. Format Background
৭৪. পাওয়ারপয়েন্টে Widescreen ড্রপ-ডাউন কিসের অধীনে রয়েছে?
ক. Slide size
খ. Slide show
গ. Slide fill
ঘ. Slide view
উত্তর: ক. Slide size
৭৫. Home এর অধীনে কোন মেনু রয়েছে?
ক. Close
খ. Paste
গ. Pictures
ঘ. Notes
উত্তর: খ. Paste
এডোবি ফটোশপ
৭৬. এডোবি ফটোশপ কী?
ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম
খ. ক্যামেরা
গ. স্ক্যানার
ঘ. ডেটাবেজ সফটওয়্যার
উত্তর: ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম
৭৭. কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?
ক. ইলাস্ট্রেটর
খ. ফটোশপ
গ. এক্সেল
ঘ. এক্সেস
উত্তর: খ. ফটোশপ
৭৮. ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?
ক. .xls
খ. .docx
গ. .ppt
ঘ. .jpg
উত্তর: ঘ. .jpg
৭৯. ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. জন ওয়ারনক
গ. মার্ক জাকারবার্গ
ঘ. ম্যাক্সওয়েবার
উত্তর: খ. জন ওয়ারনক
৮০. রেজুলেশন কী?
ক. নির্দিষ্ট পরিমাণ কালার
খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া
গ. ছবি ফেটে যাওয়া
ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
উত্তর: ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
৮১. ফটোশপে ফাইলের মাপ নির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
ক. points
খ. cm
গ. inches
ঘ. pixel
উত্তর: ঘ. pixel
৮২. ছবির বগার্কার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
ক. ইঞ্চি
খ. বর্গ
গ. পিক্সেল
ঘ. সেন্টিমিটার
উত্তর: গ. পিক্সেল
৮৩. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
ক. ৫০৮০
খ. ৫১৮৪
গ. ৮১০০
ঘ. ১৬৯০০
উত্তর: খ. ৫১৮৪
৮৪. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ-
ক. প্রতি ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ
খ. ছবি ফেটে যাওয়া
গ. ইমেজের বর্গাকার একক
ঘ. এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
উত্তর: ঘ. এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
৮৫. RGB হলো-
ক. Red Gradient Blue
খ. Red Green Bitmap
গ. Red Grayscale Blue
ঘ. Red Green Blue
উত্তর: ঘ. Red Green Blue
৮৬. শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সাথে তুলনা করা যেতে পারে?
ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড
খ. কালার মোড
গ. প্যালেট
ঘ. ডকুমেন্ট
উত্তর: ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড
৮৭. ফটোশপে কাজ করার জন্য কত প্রকার ঃড়ড়ষ রয়েছে?
ক. ৫৯
খ. ৬৯
গ. ৭৯
ঘ. ৮৯
উত্তর: খ. ৬৯
৮৮. ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে
খ. পর্দার ডান পাশে
গ. মেনু বারে
ঘ. স্ক্রলবারে
উত্তর: খ. পর্দার ডান পাশে
৮৯. মিনিমাইজ আাইকনটি দেখতে কিসের মতো?
ক. যোগ চিহ্ন
খ. বিয়োগ চিহ্ন
গ. ছোট থাম্বনেইল এর মতো
ঘ. গোলাকৃতি
উত্তর: খ. বিয়োগ চিহ্ন
৯০. টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি সিলেকশন টুল রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি
উত্তর: ক. ৩টি
৯১. ফটোশপে টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি মুভ টুল রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: ক. ১টি
৯২. ল্যাসো tool কী ধরনের টুল?
ক. মুভ টুল
খ. সিলেকশন টুল
গ. কালার টুল
ঘ. ছবি কাটার টুল
উত্তর: খ. সিলেকশন টুল
৯৩. বর্গাকার সিলেকশন তৈরি করা যায় কোন টুল দিয়ে?
ক. Elliptical Marquee tool
খ. Rectangular Marquee tool
গ. Pen tool
ঘ. Move tool
উত্তর: খ. Rectangular Marquee tool
৯৪. বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত tool কোনটি?
ক. circle tool
খ. Rectangular Marquee tool
গ. Text tool
ঘ. Elliptical Marquee tool
উত্তর: ঘ. Elliptical Marquee tool
৯৫. ফটোশপে অবজেক্ট তৈরির কাজ করা যায় নিচের কোন tool ব্যবহারে?
ক. টেক্সট টুল
খ. মার্কি টুল
গ. ক্রপ টুল
ঘ. মুভ টুল
উত্তর: খ. মার্কি টুল
৯৬. সিলেকশন tool এর পর্দায় আকৃতি কিরূপ?
ক. যোগচিহ্নের মতো
খ. ত্রিকোণাকার
গ. বিয়োগ চিহ্নের মতো
ঘ. লাইনের মতো
উত্তর: ক. যোগচিহ্নের মতো
৯৭. মার্কি tool মোট কয়টি?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৭
উত্তর: খ. ৪
৯৮. মার্কি সিলেকশন টুলের সাহায্যে
- বৃত্তাকার সিলেকশন করা যায়
- ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়
iii.অবজেক্ট তৈরি করা যায়
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৯৯. ফটোশপে কয় ধরনের ল্যাসো টুল রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর: ক. ৩টি
১০০. টুলবক্সের নিচের অংশে যে কালার আইকন রয়েছে তার নাম-
ক. Foreground ও Background কালার আইকন
খ. কালার প্যাড
গ. Gradient আইকন
ঘ. প্যালেট
উত্তর: ক. Foreground ও Background কালার আইকন
১০১. Feather এর ঘরে সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচক সংখ্যা লিখা যায়?
ক. ২৫০
খ. ৩৫০
গ. ৩৬০
ঘ. ৪৬০
উত্তর: ক. ২৫০
১০২. Feather ঘরে ১০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
উত্তর: খ. ২০
১০৩. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
ক. Lasso tool
খ. Move tool
গ. Dodge tool
ঘ. Eye Dropper tool
উত্তর: ক. Lasso tool
১০৪. কোন অবজেক্টের রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. গ্রেডিয়েন্ট
খ. ফিল
গ. ওপাসিটি
ঘ. সলিড কালার
উত্তর: গ. ওপাসিটি
১০৫. ওপাসিটি ঘরে রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে
ক. ১০০%
খ. ২০০%
গ. ২৫০%
ঘ. ৩৫০%
উত্তর: ক. ১০০%
১০৬. ওপাসিটির রঙের গাঢ়ত্বের শতকরা হার যত কম হবে রং ততই-
ক. গাঢ় হবে
খ. হালকা হবে
গ. ব্লেন্ড হবে
ঘ. সাদা হবে
উত্তর: খ. হালকা হবে
১০৭. Stroke কমান্ড কোন মেনুতে পাওয়া যায়?
ক. File
খ. Edit
গ. Review
ঘ. Color
উত্তর: খ. Edit
১০৮. কোন কমান্ড ব্যবহার করে ফটোশপে save করতে হবে?
ক. Save
খ. Ctrl + V
গ. Alt + S
ঘ. Ctrl + C
উত্তর: ক. Save
১০৯. ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে — বলে?
ক. ওপাসিটি
খ. লেয়ার
গ. পাথ
ঘ. Swatches
উত্তর: খ. লেয়ার
১১০. লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. অসংখ্য
উত্তর: ঘ. অসংখ্য
১১১. ছবির কোনো অংশ মুছতে ফটোশপে কোন টুলটি ব্যবহার করা হয়?
ক. Purge tool
খ. Lasso tool
গ. Background Eraser tool
ঘ. Burnt
উত্তর: গ. Background Eraser tool
১১২. লেয়ার প্যালেটে লেয়ারগুলো কিভাবে বিন্যস্ত হবে?
ক. পর্যায় ক্রমে
খ. ছোট থেকে বড়
গ. বড় থেকে ছোট
ঘ. এলোমেলোভাবে
উত্তর: ক. পর্যায় ক্রমে
১১৩. চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?
ক. New layer আইকনের পাশে
খ. ডানদিকে
গ. বাম দিকে
ঘ. নিচের দিকে
উত্তর: গ. বাম দিকে
১১৪. লেয়ারে কোন ছবি দৃশ্যমানকে অদৃশ্য করতে কোন আইকনটি ব্যবহার করা হয়?
ক. থাম্বনেইল আইকন
খ. লক আইকন
গ. ওপাসিটি
ঘ. Layer visibility icon
উত্তর: ঘ. Layer visibility icon
১১৫. থাম্বনেইল অর্থ কী?
ক. ক্ষুদ্র ছবির বড় সংস্করণ
খ. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ
গ. Zoom in
ঘ. মাঝারি সংস্করণ
উত্তর: খ. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ
১১৬. Layer প্যালেট কোন মেনুতে থাকে?
ক. File
খ. Edit
গ. Window
ঘ. Review
উত্তর: গ. Window
১১৭. একটি নতুন লেয়ারকে অপর কী নামে ডাকা যায়?
ক. ফোরগ্রাউন্ড লেয়ার
খ. থাম্বনেইল লেয়ার
গ. স্বচ্ছ লেয়ার
ঘ. নিউ লেয়ার
উত্তর: গ. স্বচ্ছ লেয়ার
১১৮. লেখালেখির কাজে ফটোশপে কোন টুল ব্যবহার করা হয়?
ক. Purge
খ. Lasso
গ. Type
ঘ. Line
উত্তর: গ. Type
১১৯. এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা হয় কিভাবে?
ক. অপশন ব্যবহারে
খ. ছবিটি Select ও drag করে
গ. Caps Lock ব্যবহার করে
ঘ. Enter বোতাম চেপে
উত্তর: খ. ছবিটি Select ও drag করে
১২০. কয়টি লেয়ারের ছবি একসাথে স¤পাদনা করা যায়?
ক. একটি মাত্র
খ. ২টি
গ. ৪টি
ঘ. একাধিক
উত্তর: ক. একটি মাত্র
১২১. Target layer কী?
ক. যে লেয়ারে ছবি থাকে
খ. ব্যাকগ্রাউন্ড লেয়ার
গ. টেক্সট লেয়ার
ঘ. যে লেয়ারে ছবি সম্পাদনা করা হয়
উত্তর: ঘ. যে লেয়ারে ছবি সম্পাদনা করা হয়
১২২. Opacity কী?
ক. হালকা রং
খ. স্বচ্ছ ছবি
গ. রঙের গাঢ়ত্ব
ঘ. কালার মোড
উত্তর: গ. রঙের গাঢ়ত্ব
১২৩. Opacity টেক্সট বক্সে default opacity মান কত?
ক. ২০০%
খ. ১৫০%
গ. ১০০%
ঘ. ৫০%
উত্তর: গ. ১০০%
১২৪. কোন কমান্ড ব্যবহার করলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে?
ক. Flatter Image
খ. Distort কমান্ড
গ. Marge Down
ঘ. Merge visible
উত্তর: ক. Flatter Image
১২৫. কোন টুলের সাহায্যে ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয়?
ক. Pen tool
খ. Lasso tool
গ. Crop tool
ঘ. Move tool
উত্তর: গ. Crop tool
১২৬. একটি রং থেকে শুরু করে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে কি বলে?
ক. Coloring
খ. Color Mixing
গ. Blend
ঘ. Resize
উত্তর: গ. Blend
১২৭. গ্রেডিয়েন্ট স¤পাদনার কাজ করা হয় কোন যায়ালগ বক্স ব্যবহার করে?
ক. Color stop
খ. Opacity stop
গ. Pallate
ঘ. Gradient Editor
উত্তর: ঘ. Gradient Editor
১২৮. ছবির ঔজ্জ্বল্য বা কনট্রাস্ট বাড়াতে ফটোশপের কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
ক. Window
খ. Adjustments
গ. Design
ঘ. Invert
উত্তর: খ. Adjustments
১২৯. কোন মেনুতে Adjustments কমান্ড থাকে?
ক. Filter
খ. Image
গ. Edit
ঘ. Layer
উত্তর: খ. Image
এডোবি ইলাস্ট্রেটর
১৩০. বইয়ের প্রচ্ছদ তৈরিতে কোন সফটওয়্যার মূলত ব্যবহার করা হয়?
ক. এডোবি ফটোশপ
খ. পাওয়ারপয়েন্ট
গ. এডোবি ইলাস্ট্রেটর
ঘ. এক্সেস
উত্তর: গ. এডোবি ইলাস্ট্রেটর
১৩১. এডোবি ইলাস্ট্রেটর এ নতুন ফাইল খোলার কীবোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + O
খ. Alt + N
গ. Ctrl + M
ঘ. Ctrl + N
উত্তর: ঘ. Ctrl + N
১৩২. পাইকা কি?
ক. মাপের একক
খ. ভাইরাস
গ. এন্টিভাইরাস
ঘ. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
উত্তর: ক. মাপের একক
১৩৩. ইলাস্ট্রেটরে color Mode অংশে কয়টি অপশন পাওয়া যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ক. ২
১৩৪. একই অবস্থানে একাধিক টুলের অবস্থানকে কি বলা হয়?
ক. Grouping
খ. Marge tool
গ. Group tool
ঘ. Wrap tool
উত্তর: গ. Group tool
১৩৫. একটি object এর প্রান্ত বা বর্ডারকে কি বলা হয়?
ক. Fill
খ. Swatches
গ. Stroke
ঘ. Edge
উত্তর: গ. Stroke
১৩৬. একটি অবজেক্টের বর্ডারের এর ভিতরের অংশকে কি বলে?
ক. Edge
খ. Stroke
গ. Swatches
ঘ. Fill
উত্তর: ঘ. Fill
১৩৭. কোন মেনুতে color কমান্ডটি থাকে?
ক. Select
খ. Window
গ. Filter
ঘ. Image
উত্তর: খ. Window
১৩৮. ফিল এবং স্ট্রোক সসের নিচের সারিতে কয়টি আইকন রয়েছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ক. ৩
১৩৯. ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কি বলে?
ক. Zoom in
খ. Zoom out
গ. Hand outs
ঘ. Expand
উত্তর: ক. Zoom in
১৪০. ইলাস্ট্রেটরে পৃষ্ঠা ছোট করে দেখাকে কি বলে?
ক. Zoom in
খ. Zoom out
গ. Narrow
ঘ. Layout
উত্তর: খ. Zoom out
১৪১. ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়টি মোড রয়েছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৭
উত্তর: ক. ৩
১৪২. অবজেক্ট তৈরির কাজ করতে ব্যবহৃত হয়-
ক. মুভ টুল
খ. পাথ টুল
গ. ক্রপ টুল
ঘ. রেক্টেঙ্গেল টুল
উত্তর: ঘ. রেক্টেঙ্গেল টুল
১৪৩. Direct selection tool এর অপর নাম কোনটি?
ক. সাদা তীর
খ. কালো তীর
গ. ডানমুখী তীর
ঘ. বামমুখী তীর
উত্তর: ক. সাদা তীর
১৪৪. অবজেক্ট গ্রুপ করার সঠিক নির্দেশনা কোনটি?
ক. Filter → group
খ. Object → group
গ. Select → group
ঘ. File → group
উত্তর: খ. Object → group
১৪৫. অবজেক্ট লক করার জন্য নির্দেশনা হলো
ক. Layer → Lock
খ. Object → Unlock
গ. Object → Lock
ঘ. Select → Lock
উত্তর: গ. Object → Lock
১৪৬. CMYK এর পূর্ণরূপ কি?
ক. Cyan Magenta Yellow Black
খ. Cyan Magenta Yellow Black
গ. Cyan Magenta Yellow Blue
ঘ. Cream Magenta Yellow Blue
উত্তর: খ. Cyan Magenta Yellow Black
১৪৭. CMYK মোডে কাজ করলে কয়টি কালার স্লাইডার থাকে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তর: ক. ৪
১৪৮. RGB মোডে কয়টি কালার স্লাইডার থাকে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: ক. ৩
১৪৯. পাথ কি?
ক. অবজেক্টের প্রান্ত রেখা
খ. লাইন
গ. লেয়ার
ঘ. ভেক্টর অবজেক্ট
উত্তর: ক. অবজেক্টের প্রান্ত রেখা
১৫০. পাথ মোটা বা চিকন করার পরিমাপকে কি বলে?
ক. ফিল
খ. ফিদার
গ. ওয়েট
ঘ. স্ট্রোক
উত্তর: ঘ. স্ট্রোক
১৫১. এরিয়া টেক্সট হলো-
ক. বদ্ধ পাথে লেখা
খ. মুক্ত পাথে লেখা
গ. খাড়াখাড়ি লেখা
ঘ. বেজলাইনে লেখা
উত্তর: ক. বদ্ধ পাথে লেখা
১৫২. অক্ষরের আউট লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়-
ক. Type> Create Outline
খ. Type> Outline
গ. Type> Outline tool
ঘ. Type> Create tool
উত্তর: ক. Type> Create Outline
১৫৩. যেকোনো প্রকার বদ্ধ পাথের মধ্যে লেখা টাইপ করার জন্য ব্যবহার করা হয়-
ক. Move tool
খ. Lasso tool
গ. Type tool
ঘ. Pen tool
উত্তর: গ. Type tool
****