স্বাধীনতা পুরস্কার
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
স্বাধীনতা পুরস্কার ২০২৩ তালিকা
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’
বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)
‘সাহিত্য’ ক্যাটাগরিতে
মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)
‘সংস্কৃতি’তে
পবিত্র মোহন দে
‘ক্রীড়া’য়
এ এস এম রকিবুল হাসান
‘সমাজসেবা/জনসেবা’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে
নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী
স্বাধীনতা পুরস্কার-২০২২
1। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী,
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম),
- আবদুল জলিল,
- সিরাজ উদ্দীন আহমেদ,
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম সিরাজুল হক।
২। চিকিৎসাবিদ্যায়
- অধ্যাপক কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক মো. কামরুল ইসলাম
৩। সাহিত্যে
- মো. আমির হামজা
৪। স্থাপত্যে
- মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
৫। প্রতিষ্ঠান হিসাবে
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)
স্বাধীনতা পুরস্কার-২০২১ পদক প্রাপ্ত তালিকা:
১. মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
২. শহীদ আহসান উল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৩. মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৪. মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ)
৫. ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি)
৬. মহাদেব সাহা (সাহিত্য)
৭. আতাউর রহমান (সংস্কৃতি)
৮. গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি)
৯. অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা) ও
১০. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)।
স্বাধীনতা পুরস্কার-২০২০
১। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ
- গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক),
- মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ,
- মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও
- আজিজুর রহমান।
২। চিকিৎসাবিদ্যায়
- অধ্যাপক ডা. মো. ওবায়দুল কবীর চৌধুরী,
- অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির।
৩। শিক্ষায়
- ভারতেশ্বরী হোমস।
৪। সাহিত্যে
- এস এম রইজ উদ্দিন আহম্মদ (বীর মুক্তিযোদ্ধা)।
৫। সংস্কৃতিতে
- কালীপদ দাস ও
- ফেরদৌসী মজুমদার।