RU

রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৫ মে থেকে

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় এই আবেদন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুর ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি ইউনিটের জন্য ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ১ হাজার ১০০ টাকা।

আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

You cannot copy content of this page

Scroll to Top