মুক্তিযুদ্ধ-বাংলাদেশ

মুক্তিযুদ্ধ-বাংলাদেশ

 

শেখ মুজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?

> ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে

 

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম –

> অপারেশন সার্চ লাইট

 

অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

> ইয়াহিয়া খান

 

অপারেশন সার্চলাইটের নতুন নকশা করেন কে?

> টিক্কা খান

 

১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?

> ২৫ মার্চ

 

‘অপারেশন সার্চলাইট’ কি?

> বর্বর ও নির্মম হামলা

 

২৫ মার্চ রাতের শেষ প্রহরে গ্রেফতারের পূর্বে কে দেশের স্বাধীনতার ঘোষণা দেন?

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

অপারেশন সার্চ লাইট’ নামে পরিচালিত অভিযানে কত হাজার বাংলাদেশীকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে বাংলাদেশ?

> প্রায় ৫০ হাজার

 

কবে বাংলাদেশের জাতীয় সংসদে ২৫শে মার্চকে “গণহত্যা দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?

> ২০১৭ সালের ১১ মার্চ

 

অপারেশন সার্চলাইট কখন শুরু হয়েছিল?

> রাত সাড়ে এগারোটায়

 

মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেন?

> ওয়্যারলেসের মাধ্যমে খবর পাঠিয়ে

 

অপারেশন সার্চলাইট এর উদ্দেশ্য কী ছিল?

> পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা

 

অপারেশন সার্চলাইটের আওতায় কত তারিখ পর্যন্ত বড় বড় শহরে অভিযান পরিচালিত হয়?

> ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে মধ্য মে পর্যন্ত

 

অপারেশন সার্চলাইটে পুরনো ঢাকায় পুড়িয়ে মারা হয় কত লোককে?

> ৭০০

 

অপারেশন সার্চলাইটে শুধু ঢাকায় কতজন বাঙালি নিহত হয়?

> ৭ হাজার

 

অপারেশন সার্চলাইটে কতজন ছাত্র নিহত হয়?

> ২০০ ছাত্র

 

অপারেশন সার্চলাইটে  শিক্ষক ও তাদের পরিবারের কতজন নিহত হয়?

> ১২ জন

 

২৫ মার্চ অভিযানের আগেই দেশত্যাগে বাধ্য করা হয় কাদের?

> বিদেশি সাংবাদিকদের

 

অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয় কত তারিখ?

> ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি

 

অপারেশন সার্চলাইট নিয়ে পাকিস্তান কত তারিখ শ্বেতপত্র প্রকাশ করে?

> ৫ আগস্ট

 

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোথায় প্রদান করা হয়?

> রেসকোর্স ময়দান

 

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ  প্রদান করেন কে?

> বঙ্খঙ্গবন্ধু মুজিবুর রহমান

 

অগ্নিঝরা মার্চের কত তারিখ সারাদেশব্যপী বাংলার মানুষ সর্বাত্মক হরতাল পালন করেন?

> ২মার্চ

 

১৯৭১ এর কোন মাসে “স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” গঠিত হয়েছিল?

> মার্চ

ঐতিহাসিক ৭মার্চ কি বার ছিল?

> রবিবার

 

১৯৭১ এর মার্চের কোন তারিখে সামরিক জান্তার সান্ধ্যআইন ভঙ্গ করে জনগন রাজপথে নেমে আসেন?

> ৪মার্চ

 

১৯৭১ এর মার্চের কোন তারিখে “রেডিও পাকিস্তান  ঢাকা’র নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকা বেতার কেন্দ্র’?

> ৪মার্চ

 

ঐতিহাসিক ৭মার্চের ভাষণটি কে ভিডিও করেছিলেন?

> অভিনয় শিল্পী আবুল খায়ের

 

কোন প্রতিষ্ঠান ৭মার্চের ভাষণকে “বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য” হিসেবে ঘোষণা করেন?

> ইউনেস্কো

 

ইউনেস্কো কত তারিখে ৭মার্চের ভাষণকে “বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য” হিসেবে ঘোষণা করেন?

> ১৭অক্টোবর, ২০১৭

 

১৯৭১ সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়?

> ঢাকা বিশ্ববিদ্যালয়ে

 

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন কারা?

> স্বাধীন বাংলা ছাত্র পরিষদ

 

মুজিব নগর সরকারের ধরণ কেমন ছিল?

> রাষ্ট্রপতি শাসিত সরকার

 

স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

> ১০ এপ্রিল ১৯৭১

 

মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত অস্থায়ী সরকারের নাম কি ছিল?

> মুজিবনগর সরকার

 

মুজিবনগর সরকার কত সালে প্রতিষ্ঠিত হয়?

> ১৯৭১

 

মুক্তিযুদ্ধের  সময় গঠিত সরকার কোন জেলায় গঠিত হয়েছিল?

> মেহেরপুর

 

মুক্তিযুদ্ধের সময়  মুজিবনগর সরকার কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল?

> ৮নং সেক্টর

 

১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ নিয়েছিল?

> ১৭ এপ্রিল

 

১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল?

> ১০ এপ্রিল

 

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

> তাজউদ্দিন আহমেদ

 

কর্নেল এমএজি ওসমানী কোন বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?

> মুক্তিবাহিনী

 

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

> সৈয়দ নজরুল ইসলাম

 

মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

> সাংসদ আব্দুল মান্নান

 

মুক্ত এলাকায় সুষ্ঠ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা ও ভারতে অবস্থান গ্রহণকারী শরনার্থীদের দেখাশুনার জন্য সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন?

> ১১টি

 

বাংলাদেশের মুুক্তিযুদ্ধ শুরু পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার কেন্দ্রের নাম কি?

> স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা কোথা থেকে শুরু হয়েছিল?

> চট্টগ্রামের কালুরঘাট

 

“জল্লাদের দরবার” কি?

> মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতারের একটি জনপ্রিয় অনুষ্ঠান

 

কোন তারিখে স্বাধীন দেশে বাংলাদেশের রেডিও কে বাংলাদেশ বেতার নামে চালু করা হয়?

> ২২ ডিসেম্বর,১৯৭১

 

মুক্তযুদ্ধকালীন গঠিত “এস ফোর্স” এর অধিনায়ক কে ছিলেন?

> লে. কর্নেল খালেদ মোশারফ

 

মুক্তযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি যুদ্ধ সেক্টরে বিভক্ত করা হয়েছে?

> ১১টি

 

মুক্তযুদ্ধকালীন যুদ্ধ সেক্টরগুলোর মধ্যে কোন সেক্ট্ররটি নৌ কমান্ডরদের দিয়ে গঠিত হয়েছিল?

> ১০নং সেক্টর

 

মুক্তিযুদ্ধকালীন সরকারের মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কতটি ছিল?

> ১২টি

 

মুক্তিযুদ্ধে অসাধরণ বীরত্ব ও আত্মত্যাগের কারণে নৌবাহিনীর কাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?

> বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

 

মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্র লীগের কর্মীদের নিয়ে কোন বাহিনী গঠন করা হয়েছিল?

> মুজিব বাহিনী

 

মুজিব বাহিনীর সদস্যদের ভারতের কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল?

> দেরাদুনে

 

মুক্তিযুদ্ধ চলাাকালীন বাংলাদেশকে কয়টি রাজনৈতিক অঞ্চলে বিভক্ত করা হয়?

> ৪টি

 

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পূর্বঅঞ্চলের নেতৃত্বে কে কে ছিলেন?

> শেখ ফজলুল হক মনি ও আসম আব্দুর রব

 

মুক্তিযুদ্ধ চলাকাালীন সময়ে  পশ্চিম অঞ্চলের নেতৃত্বে কে কে ছিলেন?

> আবদুর রাজ্জাক ও সৈয়দ আহমেদ

 

স্বাধীনতা বিরোধী রাজাকারদের নিয়ে গঠিত বাহিনীর নাম কি ছিল?

> শান্তি কমিটি

 

মুক্তিযুদ্ধবিরোধী রাজাকারদের নিয়ে গঠিত “রাজাকার বাহিনী” গঠিত হয় কোন জেলা থেকে?

> খুলনা

 

ভারতের সীমান্তবর্তী এলাকায় কয়টি শরনার্থী শিবির স্থাপন করা হয়েছিল?

> ১৪১টি

 

ঐতিহাসিক ৭মার্চে ভাষণের মূলবিষয় ছিল কয়টি?

> ৪টি

 

ঐতিহাসিক ৭মার্চে ভাষণের সময়কাল কতটুকু ছিল?

> ১৮ মিনিট

 

পানিস্তান হানাদার বাহিনীদের গনহত্যার কথা কোন বিদেশী সাংবাদিক প্রথম তুলে ধরেছিলেন?

> আর্চার কেন্ড ব্লাড

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক কালে সংঘটিত গণহত্যা কোথায় হয়েছিল?

> ঢাকার জিঞ্জিরায়

 

১৯৭১ সালে হানাদার বাহিনী কত তারিখে  জিঞ্জিরা গণহত্যা সংঘটিত করেছিল?

> ২ এপ্রিল

 

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোন তারিখে শহীদ হন?

> ১৬ এপ্রিল

 

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোন জেলায় জন্মগ্রহন করেন?

> ভোলা

 

বঙ্গবন্ধু কবে প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন?

> ২৩ মার্চ, ১৯৭১

 

১৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কে জাতীয়  পতাকা উত্তোলন করেন?

> আসম আব্দুর রব

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে কোথায় প্রথম জাতীয় সংগীত গাওয়া হয়েছিল?

> পল্টন ময়দান

 

বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কবে উত্তোলন করা হয়?

> ১৮ এপ্রিল, ১৯৭১

 

বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল?

> ভারতের কলকাতায়

 

আমাদের জাতীয় পতাকা কবে রাষ্ট্রীয়ভাবে গৃহিত হয়েছিল?

> ১৭ জানুয়ারী ১৯৭২

 

জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?

> মইনুল হাসান

 

মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার

> শিবনারায়ণ দাস

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কোন জেলায় জন্মগ্রহন করেন?

> ফরিদপুর

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল  কখন?

> মুক্তিযুদ্ধের সময়

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত কি ছিল?

> জয় বাংলা, বাংলার জয়”

 

“স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” স্থাপনের জন্য কোন দেশ ট্রান্সমিটারের ব্যবস্থা করেছিল?

> ভারত

 

মুক্তিযুদ্ধের সময় দরুইনের যুদ্ধে  কোন বীরশ্রেষ্ঠ শহীদ হন?

> বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কোন  স্থানে যুদ্ধ করে শহীদ হয়েছিল?

> রাংগামাটির নানিয়াচরে

 

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কবে শহীদ হয়েছিলেন?

> ৮ এপ্রিল ১৯৭১

 

মুক্তিযুদ্ধকালে প্রথম বিগ্রেড গঠিত হয়েছিল কোনটি?

> জেড ফোর্স

 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন জেলায় জন্মগ্রহন করেন?

> ঢাকা

 

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কত তারিখে শহীদ হন?

> ২০ আগস্ট,১৯৭১

 

কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তান বিমান ছিনতাই করতে গিয়ে শহীদ হন?

> বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

 

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ কোন জেলায় জন্মগ্রহন করেন?

> নড়াইল

 

বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ কোন জেলায় যুদ্ধ অংশগ্রহন শহীদ হন ?

> যশোর

 

“কিলো ফ্লাইট”  কি?

> বিমান বাহিনীর অপারেশন

 

বাংলাদেশ বিমান বাহিনী গঠনের সময় ভারত কয়টি বিমান উপহার দেন?

> ৩টি

 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কোন জেলায় জন্মগ্রহন করেন?

> ঝিনাইদাহ

 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কবে শহীদ হন?

> ২৮ অক্টোবর, ১৯৭১

 

মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী বলতে কাদের বুঝানো হয়?

> ভারতের সেনাবাহিনী

 

মুক্তিযুদ্ধে ভারতের পর কোন দেশ বাংলাদেশের পক্ষে কাজ করেন?

> সোভিয়েত ইউনিয়ন

 

মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?

> লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং

 

মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের রাজধানী ছিল কোথায়?

> মুজিবনগর

 

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন তারিখে শহীদ হন?

> ১৪ ডিসেম্বর ১৯৭১

 

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর কোোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন?

> বরিশাল

 

বীরশ্রেষ্ঠ মোহাম্মাদ রুহুল আমিন কোন তারিখে শহীদ হন?

> ১০ ডিসেম্বর ১৯৭১

 

বীরশ্রেষ্ঠ মোহাম্মাদ রুহুল আমিন কোন জেলায় জন্মগ্রহন করেছিলেন?

> নোয়াখালী

 

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর  কোন জেলায় শহীদ হন?

> চাঁপাইনবাবগঞ্জ

 

কত মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি?

> ৯ মাসের

 

মুক্তিযুদ্ধের সময় ১নং সেক্টরের  হেডকোয়ার্টার কোথায় ছিল?

> হরিনা

 

মুক্তিযুদ্ধের অর্থ যোগানের জন্য “কনসার্ট ফর বাংলাদেশ ” অনুষ্ঠানটির কে উদ্যোগ  নেন?

> পন্ডিত রবি শংকর

 

মুজিবনগর সরকার কবে গঠন করা হয়?

> ১০ই এপ্রিল

 

বাংলাদেশকে কতটি যুদ্ধ সেক্টরে বিভক্ত করা হয়?

> ১১টি

 

মুক্তিযুদ্ধের সময় ১নং সেক্টরের অধিনায়ক কে ছিলেন?

> মেজর রফিকুল ইসলাম

 

মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরের অধিনায়ক কে ছিলেন?

> মেজর খালেদ মোশাররফ

 

মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের অধিনায়ক কে ছিলেন?

> মেজর আবু তাহের

 

১৯৭৩ সালে বাংলাদেশে কত তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

> প্রথম

 

বঙ্গবন্ধুর শাসন আমলে কয়টি দেশ বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে?

> ১৪০টি

 

বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত  সালে?

> ১৯৭২ সালে

 

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

>  ১৩৬তম

 

সরকারের দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন কোনটিকে?

>  সংবিধান প্রণয়ন

 

গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

> শাহ আব্দুল হামিদ

 

খসড়া সংবিধান কমিটির প্রধান ছিলেন কে?

> ড. কামাল হোসেন

 

বাংলাদেশের সংবিধান কোন ধরনের?

> লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান

 

ঢাকার কোথায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?

> রেসকোর্স ময়দানে

 

যৌথবাহিনীর পক্ষে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন?

> লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা

 

পাকিস্তানি বাহিনীর পক্ষে কে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন?

> লেফটেন্যান্ট জেনারেল  নিয়াজি

 

আমাদের জাতীয় সংগীত কার রচিত?

> রবীন্দ্রনাথ ঠাকুর

 

জাতীয় শোক দিবস কত তারিখ?

> ১৫ আগষ্ট

 

জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

> সাভারে

 

জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

> ৪৫ মিটার

 

জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক রয়েছে ?

> ৭ টি

 

জাতীয় স্মৃতিসৌধে স্থপতি কে ?

> স্থপতি মইনুল হোসন

 

বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

> মোস্তফা হারুন কুদ্দুস হিলি।

 

বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ?

> মিরপুর

 

বঙ্গবন্ধুর শাষণ কালে কোথায় ভূ-উপগ্রহ উদ্বোধন করেন?

> চট্টগ্রামে

 

You cannot copy content of this page

Scroll to Top