ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন

 

ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য বন্দি বঙ্গবন্ধুকে কোন কারাগারে স্থানান্তর করা হয়?

> ফরিদপুর

 

ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে কী বলা হয়?

> ভাষা শহীদ

 

২০০০ সাল এর পূর্ব পর্যন্ত ২১ শে ফেব্রুয়ারি কোন্ দিবস হিসেবে উদযাপন করা হতো?

> শহীদ দিবস

 

বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যে ছাত্র আন্দোলন হয়েছিলো তার নাম কী?

> স্বাধিকার আন্দোলন

 

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস বাংলা কোন মাস ছিলো?

> ফাল্গুন

 

৫২ এর ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কী?

> রফিক

 

ভাষা শহীদ রফিকের পূর্ণ নাম কী?

> রফিকউদ্দিন আহমেদ

 

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?

> ঢাকা

 

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

> ১৯৪৭

 

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এর আহবায়ক কে ছিলেন?

> আবদুল মতিন

 

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কে ছিলেন?

> কাজী গোলাম মাহবুব

 

শহীদের রক্ত বৃথা যেতে দেবো না’-কার রক্তমাখা কাপড়ে লিখে ১৬ ফেব্রুয়ারি মিছিল বের করা হয়?

> সার্জেন্ট জহুরুল হক

 

প্রভাত ফেরিতে আমরা কীভাবে যাই?

> নগ্ন পায়ে

 

প্রভাত ফেরিতে কবে যাই আমরা?

> ২১ শে ফেব্রুয়ারি

 

কেন্দ্রীয় শহিদ মিনার কোথায়?

> ঢাকা মেডিকেলের বহিপ্রাঙ্গণে

 

শহীদ মিনারের রক্ষণাবেক্ষণ করে কে?

> ঢাকা বিশ্ববিদ্যালয়

 

কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?

> হামিদুর রহমান

 

রাষ্ট্র ভাষা বাংলা চাই’ কথাট কী হিসেবে খ্যাত?

> শ্লোগান

 

কবে ভারতবর্ষে উর্দুর সৃষ্টি হয়?

> দ্বাদশ শতাব্দীতে

 

পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা’ প্রবন্ধের রচয়িতা কে?

> ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

 

ভাষা আন্দোলন কবে হয়?

> ১৯৫২ সালে

 

কোন দেশের সরকার ভাষা আন্দোলনের বিরোধিতা করে ১৪৪ ধারা জারি করেছিলো?

> পাকিস্তান সরকার

 

১৯৪৮ সালের ভাষার জন্য কতজনকে রাজবন্দি করা হয়েছিলো?

> ৬৯

 

জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার তীব্র প্রতিবাদ কারী কারা ছিলেন?

> ছাত্ররা

 

ভাষা আন্দোলনের উপজীব্য কী ছিলো?

> বাঙালি জাতীয়তাবাদ

 

কোন দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে পেতে চেয়েছিলো?

> পাকিস্তানের

 

১৯৫২ সালে ভাষা আন্দোলনের শুরুতে কবে ঢাকায় জন সমক্ষে ছাত্ররা  বিক্ষোভ শুরু করে?

> ৪ ফেব্রুয়ারি

 

বাংলাভাষার দাবীতে  বঙ্গবন্ধু আমরন অনসন করেন কোথায়?

> ফরিদপুর

 

১৯৫২ সালে ভাষা আন্দোলন থামাতে ছাত্রদের সকল কর্মসুচি নিষিদ্ধ ঘোষিত হয়েছিলো কবে?

> ২১ ফেব্রুয়ারি

 

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্ররা জরুরি মিটিং কোথায় করে?

> আমতলায়

 

ভাষা সৈনিক শফিউর রহমান নিহত হন কত তারিখে?

> ২২ ফেব্রুয়ারি ১৯৫২

 

শহিদ মিনার কাদের স্মরণে নির্মিত হয়েছিলো?

> ভাষা শহিদদের

 

১৯৫২ সালে কবে শহিদ মিনার নির্মাণ করা হয়?

> ২৩ ফেব্রুয়ারি ১৯৫২

 

প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?

> শফিউরের বাবা

 

প্রথম শহিদ মিনার কোথায় নির্মিত হয়?

> ঢাকায়

 

জাতীয় শহীদ মিনার কোথায় অবস্থিত?

> ঢাকায়

 

কত তারিখে  শহিদ মিনারটি ভেংগে ফেলা হয়?

> ২৪ ফেব্রুয়ারি

 

প্রথম শহিদ মিনারটি কারা ধবংস করে?

> পুলিশ

 

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’  কী ধরনের রচনা?

> কবিতা

 

১৯৫২ সাালের কত তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হয়েছিলো?

> ২১শে ফেব্রুয়ারি

 

২১শে ফেব্রুয়ারির কর্মসূচি পালনের জন্য বঙ্গবন্ধু অন্যন্যদের নিয়ে কোথা মিটিং করেন?

> ঢাকা মেডিকেলে

 

কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি কত সালে রচিত হয়েছিলো?

> ১৯৫২ সাালে

 

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কে প্রথম পড়েছিলেন?

> চৌধুরী হারুণ-উর-রশীদ

 

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি কত সালে পঠিত হয়েছিলো?

> ১৯৫২ সালে

 

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটির রচয়িতা কে?

> মাহবুবুল আলম চৌধুরী

 

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি বাজেয়াপ্ত করে কে?

> পাকিস্তান সরকার

 

“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটির পটভূমি কী?

> ভাাষা আন্দোলন

 

একুশের প্রথম কবিতার রচয়িতা কে?

> মাহবুবুল আলম চৌধুরী

 

১৯৫২ এর ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভঙ্গ করা হয় কবে?

> ২১ ফেব্রুয়ারি

 

‘ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানের রচয়িতা কে ?

> আবু্দুল লতিফ

 

‘ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ -কী ধরনের গান হিসেবে পরিচিত?

> ভাষার গান

 

আব্দুল লতিফ কে ছিলেন?

> সঙগীত শিল্পী

 

‘ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’  গানটির  সুরকার কে?

> আবু্দুল লতিফ

 

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’ কী ধরনের রচনা?

> গান

 

তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’গানটির রচয়িতা কে?

> আবু্দুল লতিফ

 

‘স্মৃতির মিনার’ কার লেখা?

> আলাউদ্দিন আল আজাদ

You cannot copy content of this page

Scroll to Top