বাংলা

 

বাংলা সাহিত্যে লেখকদের উপাধি

নাম                              উপাধি

রবীন্দ্রনাথ ঠাকুর           বিশ্বকবি, কবিগুরু

লালন শাহ                 বাউল কবি

কায়কোবাদ                মহাকবি

ভারতচন্দ্র                  রায়গুণাকর

কাজী নজরুল ইসলাম     বিদ্রোহী কবি

হাছন রাজা                 মরমি কবি

জসীমউদ্দীন                পল্লীকবি

ফকির গরীবুলাহ           পুথি সাহিত্যের জনক

বেগম রোকেয়া            মুসলিম নারী জাগরণের অগ্রদূত

শামসুর রাহমান           আধুনিক কবি/নাগরিক কবি

হেমচন্দ্র                     বাংলার মিল্টন

আলাওল                   বাংলার শেক্সপিয়র, মহাকবি

আল মাহমুদ               মায়াবী পর্দার কবি/আধুনিক কবি

ড. মুহম্মদ শহীদুলাহ      ভাষাবিদ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর       পণ্ডিত/ গদ্যের জনক

মালাধর বসু                গুণরাজ খান

আবদুল করিম             সাহিত্য বিশারদ

মোজাম্মেল হক            জাতীয় মঙ্গলের কবি, শান্তিপুরের কবি

ঈশ্বরচন্দ্র গুপ্ত               যুগসন্ধিক্ষণের কবি

আবদুল মান্নান সৈয়দ      বিশুদ্ধতম কবি

মুকুন্দ দাস                 চারণ কবি

ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি

শেখ ফজলল করিম       পরিত্রাণের কবি

আবুল মনসুর আহমদ     ব্যঙ্গ সাহিত্যিক

গোবিন্দচন্দ্র দাস           স্বভাব কবি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়      অপরাজেয় কথাশিল্পী

সত্যেন্দ্রনাথ দত্ত            ছন্দের জাদুকর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়   সাহিত্য সম্রাট

মীর মশাররফ হোসেন     গাজী মিয়া/উদাসীন পথিক

জীবনানন্দ দাশ            রূপসি বাংলার কবি, তিমির হননের কবি

মধুসূদন দত্ত                মাইকেল

সুকান্ত ভট্টাচার্য             কিশোরের কবি

আবদুল কাদির             ছান্দসিক কবি

রাজা রামমোহন রায়      ভারত পথিক

বিহারীলাল চক্রবর্তী        ভোরের পাখি

নজিবর রহমান            সাহিত্যরত্ন

যতীন্দ্র মোহন বাগচী       দুঃখবাদের কবি

গোরাম মোস্তফা           কাব্য সুধাকর

ফররুখ আহামেদ          মুসলিম রেনেসাঁর কবি

বাহরাম খান               দৌলত উজির

সুভাষ মুখোপাধ্যায়        পদাতিকের কবি

সুধীন্দ্রনাথ দত্ত             ক্ল্যাসিক কবি

নূরন্নেছা খাতুন             সাহিত্য সরস্বতী, বিদ্যাবিনোদিনী

সমর সেন                  নাগরিক কবি

বিষ্ণু দে                    মার্কসবাদী কবি

বাংলা

. ‘মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন+ঈষা
খ) মনঃ+ইষা
গ) মনস+ঈষা
ঘ) মনো+ঈষা

উত্তর: গ) মনস+ঈষা

. কোন বানানটি অশুদ্ধ?
ক) উল্লিখিত
খ) তল্লিখিত
গ) শিরশ্ছেদ
ঘ) তন্নিমিত

উত্তর: ঘ) তন্নিমিত

 

  1. অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ নয় কোনটি?
    ক) ষ্ণ
    খ) হ্ম
    গ) জ্ঞ
    ঘ) ণ্ঠ

উত্তর: ঘ) ণ্ঠ

 

  1. ‘সর্বজনীন’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কোনটি?
    ক) সর্বজন+ঈন
    খ) সর্বজন+ইন
    গ) সর্বজন+নীন
    ঘ) সর্ব+জনীন

উত্তর: ক) সর্বজন+ঈন

  1. ‘সাজোয়ান’ শব্দের ‘সা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
    ক) বিশিষ্ট
    খ) উৎকৃষ্ট
    গ) নিকৃষ্ট
    ঘ) সংযুক্ত

উত্তর: খ) উৎকৃষ্ট

  1. ‘উনিশ-বিশ’ কোন সমাসের সমস্তপদ?
    ক) দ্বন্দ্ব
    খ) দ্বিগু
    গ) বহুব্রীহি
    ঘ) কর্মধারয়

উত্তর: ক) দ্বন্দ্ব

  1. ‘রাজপথ’ কোন সমাস?
    ক) উপপদ তৎপুরুষ
    খ) ষষ্ঠী তৎপুরুষ
    গ) চতুর্থী তৎপুরুষ
    ঘ) তৃতীয়া তৎপুরুষ

উত্তর: খ) ষষ্ঠী তৎপুরুষ

  1. ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    ক) বনঃ+পতি
    খ) বন+পতি
    গ) বনস+পতি
    ঘ) বনোঃ+পতি

উত্তর: খ) বন+পতি

  1. ‘তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে।’—বাক্যটি কোন কালের উদাহরণ?
    ক) ভবিষ্যৎ কাল
    খ) সাধারণ অতীত
    গ) সাধারণ বর্তমান
    ঘ) নিত্য অতীত

উত্তর: ক) ভবিষ্যৎ কাল

  1. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’ এখানে ‘কলকলিয়ে’ দ্বিরুক্ত শব্দটি কোন পদ?
    ক) বিশেষ্য
    খ) বিশেষণ
    গ) ক্রিয়া
    ঘ) ক্রিয়া বিশেষণ

উত্তর: গ) ক্রিয়া

  1. ‘খ্রিষ্টাব্দ’ মিশ্র শব্দটি কোন কোন শব্দের মিলনে সৃষ্ট হয়েছে?
    ক) ইংরেজি+বাংলা
    খ) ইংরেজি+আরবি
    গ) ইংরেজি+তৎসম
    ঘ) ফারসি+আরবি

উত্তর: গ) ইংরেজি+তৎসম

১২. অসমাপ্ত অদ্ভুতসাগর সমাপ্ত করেন কে ?
ক) বল্লাল সেন

খ) লক্ষ্মণ সেন
গ) হেমন্ত সেন

ঘ) বিজয় সেন

উত্তর: খ) লক্ষ্মণ সেন

১৩. ফুলে ফুলে ঘর ভরেছেএই বাক্যে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী
গ) অধিকরণে সপ্তমী
ঘ) অপাদানে সপ্তমী

উত্তর: খ) করণে সপ্তমী

১৪. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) শারি
খ) সারী
গ) সাড়ী
ঘ) শারী

উত্তর: খ) সারী

১৫. পশু+অধম’–এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম

উত্তর: ক) পশ্বধম

১৬. ঘরজামাই শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ঘরে থাকা জামাই
খ) ঘরের জামাই
গ) ঘরে আশ্রিত জামাই
ঘ) ঘরের মতো জামাই

উত্তর: গ) ঘরে আশ্রিত জামাই

১৭. শান্তি শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি?
ক) শাম্+তি
খ) শম্+তি
গ) শান্ত+ই
ঘ) শম্+ক্তি

উত্তর: ঘ) শম্+ক্তি

 

১৮. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে কিংবা শব্দটি কোন অব্যয়?
ক) অনুকার
খ) বিয়োজক
গ) সমুচ্চয়ী
ঘ) সংযোজক

উত্তর: খ) বিয়োজক

১৯. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর।’—এ বাক্যে ‘হারায়’ কোন ধাতু?
ক) নাম
খ) কর্মবাচ্যের
গ) প্রযোজক
ঘ) সংযোগমূলক

উত্তর: খ) কর্মবাচ্যের

২০. ‘চডুই পাখির প্রাণ’–এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
ক) কৈ মাছের প্রাণ
খ) ইলিশ মাছের প্রাণ
গ) তুলসী বনের বাঘ
ঘ) রাঘববোয়াল

উত্তর: ক) কৈ মাছের প্রাণ

২১. নিচের কোন শব্দগুচ্ছটি বানান সঠিক?
ক) বিভীষিকা, প্রতিযোগিতা, পিপীলিকা
খ) প্রতিযোগিতা, নিশীথিনি, বিভীষীকা
গ) নিশীথিনী, প্রতিযোগিতা, পিপীলীকা
ঘ) পিপীলিকা, প্রতিযোগিতা, নিশীথিনী

উত্তর: ঘ) পিপীলিকা, প্রতিযোগিতা, নিশীথিনী

 

২২. নিচের কোনটি ‘বাতাস’ এর প্রতিশব্দ নয়?
ক) সমীর
খ) সমীরণ
গ) মরুত
গ) প্রভঞ্জন

উত্তর: গ) মরুত

২৩. ‘জানু’ শব্দটির অর্থ কী?
ক) পাকা
খ) জান
গ) হাঁটু
ঘ) স্ত্রী

উত্তর: গ) হাঁটু

২৪. ‘হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায় ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।’—উক্তিটির রচয়িতা কে?
ক) নির্মলেন্দু গুণ
খ) কামাল চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুভাষ মুখোপাধ্যায়

উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর

২৫. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?
ক) রূপকথা
খ) ছোটগল্প
গ) রূপকথা-উপকথা
ঘ) গ্রাম্যগীতিকা

উত্তর: ক) রূপকথা

২৬. ‘কাঠালপাড়া’ গ্রামে জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক) শরৎচন্দ্র চট্টোপাধায়
খ) সুভাষ মুখোপাধ্যায়
গ) কাজী ইমদাদুল হক
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

২৭. কোনটা ঠিক?
ক) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ) কাঁদো নদী কাঁদো (উপন্যাস)
গ) বহিপীর (কাব্য)
ঘ) মহাশ্মশান (নাটক)

উত্তর: খ) কাঁদো নদী কাঁদো (উপন্যাস)

২৮. ‘ইউসুফ জুলেখা’ কী জাতীয় রচনা?
ক) নাটক
খ) রোমান্টিক প্রণয়কাব্য
গ) উপন্যাস
ঘ) রম্যরচনা

উত্তর: খ) রোমান্টিক প্রণয়কাব্য

২৯. মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে এখানে আনচান কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) বিদেশি

উত্তর: ক) বাংলা

৩০. কোঁত কোঁত শব্দটি কোন শব্দদ্বিত্বের উদাহরণ?
ক) অনুকার
খ) পুনরাবৃত্ত
গ) ধনাত্মক
ঘ) অনুকার

উত্তর: গ) ধনাত্মক

৩১. কূপমণ্ডূক শব্দে মণ্ডূক শব্দের অর্থ কী?
ক) ভেক
খ) অহি
গ) হিরণ
ঘ) কলঘোষ

উত্তর: ক) ভেক

৩২. বেতাল হাওয়া অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক) তামার বিষ
খ) টনক নড়া
গ) তুমুল কাণ্ড
ঘ) তালকানা

উত্তর: গ) তুমুল কাণ্ড

৩৩. ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ কী?
ক) প্রায় সম্পূর্ণ
খ) পুরোপুরি সম্পূর্ণ
গ) অর্ধেক সম্পূর্ণ
ঘ) সম্পূর্ণবিহীন

উত্তর: ক) প্রায় সম্পূর্ণ

৩৪. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ক) ব, ভ
খ) চ, ছ
গ) ত, থ
ঘ) প, ফ

উত্তর: ক) ব, ভ

৩৫. কোন বানানটি অশুদ্ধ?
ক) স্বায়ত্তশাসন
খ) শুশ্রুষা
গ) মুহুর্মুহু
ঘ) জন্মবার্ষিকী

উত্তর: ঘ) জন্মবার্ষিকী

 

৩৬. রম্ভার ঝুড়ি এখানে রম্ভা মানে কী?
ক) আঙুর
খ) কলা
গ) আপেল
ঘ) আনারস

উত্তর: খ) কলা

৩৭. উপচিকীর্ষা শব্দের বিপরীত শব্দ কী?
ক) অপচিকীর্ষা
খ) অনাচিকীর্ষা
গ) অধিচিকীর্ষা
ঘ) অনুচিকীর্ষা

উত্তর: ক) অপচিকীর্ষা

৩৮. পাউরুটি কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ওলন্দাজ
গ) হিন্দি
ঘ) ফরাসি

উত্তর: ক) পর্তুগিজ

৩৯. পায়ের আওয়াজ পাওয়া যায় কোন নাটকের প্রেক্ষাপট?
ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ) মুক্তিযুদ্ধের শেষ
ঘ) মুক্তিযুদ্ধের মাঝখানে

উত্তর: গ) মুক্তিযুদ্ধের শেষ

৪০. সুলতানার স্বপ্ন কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্য
ঘ) প্রবন্ধ

উত্তর: ক) উপন্যাস

৪১. আযান কবিতাটি কার রচিত?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আহসান হাবীব
ঘ) কায়কোবাদ

উত্তর: ঘ) কায়কোবাদ

 

৪২. রসগোল্লা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) ঝান্ডু দা
খ) খনা দা
গ) সেন্টু দা
ঘ) মিন্টু দা

উত্তর: ক) ঝান্ডু দা

৪৩. ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বিখ্যাত পঙ্ক্তিটি কার?
ক) মোহিত লাল মজুমদার
খ) মহাদেব সাহা
গ) শঙ্খ ঘোষ
ঘ) সুভাষ মুখোপাধ্যায়

উত্তর: ঘ) সুভাষ মুখোপাধ্যায়

 

৪৪. মানুষ কবিতায় কাজী নজরুল ইসলাম কোন নামটি উল্লেখ করেননি?
ক) চেঙ্গিস
খ) গজনি মামুদ
গ) কালাপাহাড়
ঘ) লেলিন

উত্তর: ঘ) লেলিন

 

৪৫. ভিষকবৃন্দ শব্দটির অর্থ কী?
ক) চিকিৎসকবৃন্দ
খ) শিক্ষকবৃন্দ
গ) মন্ত্রীবৃন্দ
ঘ) শ্রমজীবীবৃন্দ

উত্তর: ক) চিকিৎসকবৃন্দ

৪৬. Proletariat সাহিত্য কী?
ক) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য
খ) দুঃখী রাজাদের করুণ সাহিত্য
গ) শ্রমজীবী মানুষের আনন্দের সাহিত্য
ঘ) সফল রাজাদের গর্বের সাহিত্য

উত্তর: ক) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য

৪৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
খ) হরিহর কুমার বন্দ্যোপাধ্যায়
গ) প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর: ক) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

৪৮. মোটরযোগে রাঁচির সফর ভ্রমণকাহিনি কে লিখেছেন?
ক) এস ওয়াজেদ আলি
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধায়
গ) সৈয়দ মুজতবা আলী
ঘ) মুহাম্মদ শহীদুল্লাহ্

উত্তর: ক) এস ওয়াজেদ আলি

৪৯. সনেট পঞ্চাশৎ কার লেখা?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) শামসুর রাহমান

উত্তর: গ) প্রমথ চৌধুরী

৫০. রসগোল্লা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক) ঝান্ডু দা
খ) খনা দা
গ) সেন্টু দা
ঘ) মিন্টু দা

উত্তর: ক) ঝান্ডু দা

৫১. ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বিখ্যাত পঙ্ক্তিটি কার?
ক) মোহিত লাল মজুমদার
খ) মহাদেব সাহা
গ) শঙ্খ ঘোষ
ঘ) সুভাষ মুখোপাধ্যায়

উত্তর: ঘ) সুভাষ মুখোপাধ্যায়

 

৫২. পায়ের আওয়াজ পাওয়া যায় কোন নাটকের প্রেক্ষাপট?
ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ) মুক্তিযুদ্ধের শেষ
ঘ) মুক্তিযুদ্ধের মাঝখানে

উত্তর: গ) মুক্তিযুদ্ধের শেষ

৫৩. সুলতানার স্বপ্ন কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্য
ঘ) প্রবন্ধ

উত্তর: ক) উপন্যাস

৫৪. আযান কবিতাটি কার রচিত?
ক) কাজী নজরুল ইসলাম
খ) ফররুখ আহমদ
গ) আহসান হাবীব
ঘ) কায়কোবাদ

উত্তর: ঘ) কায়কোবাদ

 

৫৫. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির এখানে দ্বিরুক্তিটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) সর্বনাম

উত্তর: খ) বিশেষণ

৫৬. সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক) গুরুচণ্ডালী দোষ
খ) বাহুল্য দোষ
গ) উপমার ভুল প্রয়োগ
ঘ) দুর্বোধ্যতা দোষ

উত্তর: খ) বাহুল্য দোষ

৫৭. দায়িত্ব গ্রহণ অর্থে কোনটি প্রযোজ্য?
ক) মাথা ধরা
খ) মাথা দেওয়া
গ) মাথা ব্যথা
ঘ) মাথা ঘামানো

উত্তর: খ) মাথা দেওয়া

৫৮. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) ওলন্দাজ
ঘ) গুজরাটি

উত্তর: খ) ফরাসি

 

৫৯. যা চিন্তা করা যায় না এক কথায় কী হবে?
ক) চিন্তাহীন
খ) অচিন্ত্য
গ) অচিন্তা
ঘ) অচিন্তন

উত্তর: খ) অচিন্ত্য

৬০. পাতিসনে শিলাতলে পদ্মপাতা এখানে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক) আদেশ
খ) উপদেশ
গ) প্রার্থনা
ঘ) অনুরোধ

উত্তর: খ) উপদেশ

৬১. কাটিতে কাটিতে ধান এলো বরষা এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সূচনা
খ) সমাপ্তি
গ) সমকাল
ঘ) নিরন্তরতা

উত্তর: ঘ) নিরন্তরতা

 

৬২. সকলের জন্য প্রযোজ্যএক কথায় কী হবে?
ক) সর্বংসহা
খ) সর্বত্র
গ) সার্বজনীন
ঘ) সর্বজনীন

উত্তর: ঘ) সর্বজনীন

 

৬৩. প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কী?
ক) প্রাশ্চাত্য
খ) প্রাচীন
গ) প্রতীচ্য
ঘ) প্রতীচী

উত্তর: গ) প্রতীচ্য

৬৪. কুঞ্জর শব্দের অর্থ কী?
ক) খরগোশ
খ) হরিণ
গ) হাতি
ঘ) চুল

উত্তর: গ) হাতি

৬৫. ছিনেজোঁক বাগধারাটির সঠিক অর্থ কি?
ক) বেহায়া
খ) নাছোড়বান্দা
গ) নিত্যন্ত অলস
ঘ) যে ধরলে ছাড়ে না

উত্তর: খ) নাছোড়বান্দা

৬৬. কায়েতের ঘরের ঢেঁকি বাগ্ধারার অর্থ কী?
ক) অপদার্থ লোক
খ) একমাত্র কর্মক্ষম ব্যক্তি
গ) অপ্রয়োজনীয় জিনিস
ঘ) গুরুত্বপূর্ণ ব্যক্তি

উত্তর: ক) অপদার্থ লোক

You cannot copy content of this page

Scroll to Top