বাংলাদেশ ২০২৫ সালের ছুটির তালিকা

 

বাংলাদেশ ২০২৫ সালের ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ৫টি ও শনিবার ৪টি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত ছুটির তালিকায় আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। গতবছর থেকে মোট ৪ দিন ছুটি বেড়েছে।

এছাড়া আগামী বছরের ঈদ-উল-আজহায় ৬ দিন ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি ৫ দিন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে। এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভূক্ত বিষয়সমূহ হলো

(ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার)।

(খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।

(ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষ্যে ২ দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (১টি শনিবার)।

(ঙ) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (৯ দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৬ দিন।

উল্লেখ্য, ২০২৪ সালের অনুমোদিত মোট ছুটি (২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত) ছিল ২২ দিন।

তারিখদিনছুটি
১৪ ফেব্রুয়ারিশুক্রবারশব-ই-বরাত
২১ ফেব্রুয়ারিশুক্রবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৭ মার্চসোমবারজাতির পিতার জন্মবার্ষিকী
২৬ মার্চবুধবারস্বাধীনতা দিবস
২৭ মার্চবৃহস্পতিবারশব-ই-কদর
২৮ মার্চশুক্রবারজুমাতুল বিদা
৩১ মার্চসোমবারঈদুল ফিতর
১ এপ্রিলমঙ্গলবারঈদুল ফিতর
২ এপ্রিলবুধবারঈদুল ফিতর
১৪ এপ্রিলসোমবারপহেলা বৈশাখ
১ মেবৃহস্পতিবারমে দিবস
৫ মেসোমবারবুদ্ধ পূর্ণিমা
৬ জুনশুক্রবারঈদুল আযহা
৭ জুনশনিবারঈদুল আযহা
৮ জুনরবিবারঈদুল আযহা
৬ জুলাইরবিবারআশুরা
১৫ অগাস্টশুক্রবারজাতীয় শোক দিবস
১৬ অগাস্টশনিবারশুভ জন্মাষ্টমী
৫ সেপ্টেম্বরশুক্রবারঈদে মিলাদুন্নবী
২ অক্টোবরবৃহস্পতিবারবিজয়া দশমী
১৬ ডিসেম্বরমঙ্গলবারবিজয় দিবস
২৫ ডিসেম্বরবৃহস্পতিবারবড়দিন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top