ডেল্টা প্ল্যান ও জলবায়ু
ডেল্টা পরিকল্পনা কী?
> দীর্ঘমেয়াদি, একক এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা।
ডেল্টা প্ল্যান – 2100 এর অপর নাম কী ?
> ব-দ্বীপ পরিকল্পনা
ডেল্টা প্ল্যানে কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
> ৬টি
কত সালে ডেল্টা প্ল্যান-২০২১ চুক্তি স্বাক্ষরিত হয়?
> ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর
ডেল্টা কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে কাকে?
> বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রীকে
কোন দেশকে অনুসরণ করে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতবর্ষী ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ প্রণয়ন করা হয়েছে?
> নেদারল্যান্ডস
ডেল্টা পরিকল্পনার প্রথম ধাপে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য কতটি প্রকল্প গ্ৰহণ করা হয়েছে?
> ৮০টি
ডেল্টা পরিকল্পনার প্রথম ধাপে (২০৩০ সালের) মোট ব্যয় কত ধরা হয়েছে?
> ৩ হাজার ১৪৫ বিলিয়ন টাকা
ডেল্টা পরিকল্পনার প্রথম ধাপে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও গবেষণা বিষয়ক প্রকল্প কতটি?
> ১৫টি
ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নের জন্য নেদারল্যান্ডের কতটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সরকার সমঝোতা স্বাক্ষর করেন?
> ২
কোন বিভাগ “বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০” এর প্রস্তুত ও প্রকাশনার দায়িত্বে ছিল?
> বাংলাদেশ প্ল্যানিং কমিশন
ডেল্টা পরিকল্পনার প্রথম ধাপে কতটি কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে?
> ৩ টি
‘ডেল্টা প্লান ২১০০’, বিশদরূপ
> বাংলাদেশ ডেল্টা ওয়াটার ২১০০’
ব-দ্বীপ শব্দটি গ্রিক কোন বর্ণটির সাথে মিল রয়েছে
> ডেল্টা
বাংলাদেশের মত কোনটি একটি ব-দ্বীপ রাষ্ট্র?
> নেদারল্যান্ড
জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে বাংলাদেশ সরকারের নেওয়া প্রকল্পটির নাম কী?
> Towards a Bangladesh Delta Plan’
ব-দ্বীপ পরিকল্পনা-সংশ্লিষ্ট কতটি সহায়ক গবেষণাপত্র তৈরি করা হয়েছে?
> ১৯
কতজন বিশেষজ্ঞ ব-দ্বীপ পরিকল্পনায় অংশ নিয়েছিলেন?
> ২৬০০
বাংলাদেশের কত শতাংশ জমি সমুদ্রপৃষ্ঠ থেকে ১মিটারের চেয়ে কম উঁচুতে অবস্থিত?
> ৭০%
কতটি নদী একসাথে মিলিত হয়ে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সৃষ্টি হয়েছে?
> ৩
ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হলে কত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে?
> ১.৫শতাংশ
ডেল্টা পরিকল্পনা প্রণয়নে দেশের কয়টি হাইড্রোলক্যাল অঞ্চলকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে?
> ৮
বাংলাদেশের কতটি নদী ভারতের সাথে সংযুক্ত রয়েছে?
> ৫৪টি
বাংলাদেশের কতটি নদী মিয়ানমারের সাথে সংযুক্ত রয়েছে?
> ৩
কত সালে ঘুর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে?
> ২০০৭
ডেল্টা পরিকল্পনায় কতটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে?
> ১৬০
জাতীয় পানি নীতি কত সালে প্রণয়ন করা হয়?
> ১৯৯৯
কত সালে ‘বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠিত হয়?
> ২০১০ সালে
ডেল্টা প্ল্যান পরিকল্পনাটি কত বছর পরপর আপডেট করা হবে?
> ৫ বছর
জলবায়ু পরিবর্তনের ফলে কোন সাল নাগাদ পূর্বাঞ্চলীয় পাহাড়ী এলাকাসহ দেশের দক্ষিণ অংশে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে?
> 2050
সাধারণত কোন কারণে বাংলাদেশে খরা হয়?
> তীব্র আর্দ্রতাহীন
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০- এ EXT এর পূর্ণরূপ কী?
> Extreme scenario
চরম বন্যার সময় দেশের কত শতাংশ অঞ্চল প্লাবিত হয়?
> 55-60
ডেল্টা প্ল্যানে কতটি জেলাকে মোটামুটিভাবে দুর্যোগমুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে?
> ৬ টি
ডেল্টা প্ল্যান করতে কতটি বেইজলাইন সমীক্ষা করতে হয়েছে?
> ২৬টি
বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ বছরে কত ডলার আয় করে?
> ৯৬০ কোটি ডলার
বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
> ২৩০০ মিমি
ভাসানচর কোন জেলায় অবস্থিত?
> নোয়াখালি
বঙ্গোপসাগরের তলদেশে কতটি জায়গায় সোনার চেয়ে অধিক মূল্যবান বালু অর্থাৎ ইউরেনিয়াম-থোরিয়াম রয়েছে?
> ১৩টি
জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কতসালে প্যারিসে যে চুক্তি হয়েছে?
> ২০১৫ সালে
কোন সরকারের আমলে সমুদ্রসীমা আইন পাস হয়।
> বঙ্গবন্ধু -সরকারের আমলে
প্যারিস জলবায়ু চুক্তি কত সালে সম্পাদিত হয়?
> ২০১৫ সালে
জলবায়ূ পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীব বৈচিত্র ধংস হয়ে যেতে পারে?
> ৩০ শতাংশ
সমুদ্রের পানির উচ্চতা কত সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনের ৭৫% তলিয়ে যাবে?
> ৪৫ সেন্টিমিটার
বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
> কুতুবদিয়া
কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করা হয়েছে?
> হালদা নদী
প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
> তৃতীয়
বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
> চলন বিল
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
> পটুয়াখালী