ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

 

Datum শব্দটি কোন ভাষার?

> ল্যাটিন

 

তথ্যের মৌলিক একক কোনটি?

> উপাত্ত

 

ডেটাবেজের ভিত্তি কোনটি?

> ফিল্ড

 

Database শব্দের অর্থ কী?

> উপাত্তের সমাবেশ

 

ডেটাবেজ টেবিলের মধ্যে ডেটা কি আকারে সংরক্ষিত থাকে?

> রেকর্ড

 

ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার?

> MS-Access, Oracle

 

Oracle কোন ধরনের প্রোগ্রাম?

> ডেটাবেজ প্রোগ্রাম

 

প্রতিটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কয়টি অত্যাবশ্যক উপাদান থাকে?

> ৪

 

ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?

> ফিল্ড-রেকর্ড-টেবিল- ডেটাবেজ

 

রেকর্ড কীসের সমষ্টি?

> ফিল্ডের

 

এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?

> টেবিল

 

ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি?

> Delete row

 

রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে?

> F Codd

 

ফিল্ড হিসেবে চিহ্নিত করা হবে?

> প্রাইমারি

 

কোনো টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি কী বলা হয় কেন?

> একাধিক ছাত্রের একই Roll হতে পারে না

 

RDBMS-এ রিলেশনের প্রতিটি সারিকে কী বলে?

> টাপল

 

Name কোন ধরনের ডেটা?

> Text

 

ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?

> Text

 

কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?

> Mobile No.

 

ডেটাবেজের জন্য প্রাইমারি কী হিসেবে কোন ফিল্ডকে ধরা হয়?

> Book ID

 

জন্মতারিখ হলো একটি-

> ফিল্ড

 

Address কোন ধরনের ডেটা টাইপ?

> Memo

 

Date/Time  ডেটা ফিল্ডের জন্য কত বাইট বরাদ্ধ থাকে?

> ৮

 

Logical  ডেটা টাইপ কত বাইটের?

> ১

 

বাইট ডেটা টাইপের মেমোরি কত?

> 1 Byte

 

ইন্টেজার ডেটা টাইপের মেমোরি কত?

> 2 Byte

 

ডাবল ডেটা টাইপের মেমোরি কত?

> 8 Byte

 

কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?

> মেমো

 

একজন ছাত্রের বায়োডাটাতে ছবি কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়?

> OLE Object

 

চাকুরি প্রার্থীর আবেদনপত্রে ইমেজ ডেটা টাইপ কি ধরনের হবে?

> OLE Object

 

 

কোন ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েবপেইজের লিঙ্ক করা যায়?

> Hyperlink

 

একটি কলেজের ডেটাবেজে ৫০ জন শিক্ষকের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি শিক্ষকের নাম, আইডি নং, জন্ম তারিখ ও মোবাইল নম্বর সংবলিত চারটি ফিল্ড আছে।

উদ্দীপকে উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কত?

> ৫০

 

ক্যুয়েরি কী?

> ডেটাবেজ থেকে কোনো কিছু খুঁজে বের করা

 

শর্ত সাপেক্ষে ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করাকে কি বলে?

> ক্যুয়েরি

 

যে রোল নম্বরগুলো A পেয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

> ক্যুয়েরি

 

কলেজের ডেটাবেজ সফ্টওয়্যার থেকে যে সকল ছাত্রের রক্তের গ্রুপ A+ তাদের পৃথক করে বের করতে কি ব্যবহার করা হয়?

> ক্যুয়েরি

 

ÔSQLÕ এর পূর্ণরূপ কোনটি?

> Structured Query Language

 

DML এর কমান্ড কোনটি?

> Select

 

Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অর্ন্তভুক্ত?

> DML

 

ডেটাবেজের ক্যুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে?

> Crosstab

 

কোনটি Report Wizard ও Report Design দিয়ে করা যায়?

> ডেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা

 

Query Design আইকনটি কোন রিবনে পাওয়া যায়?

> Create

 

ডেটাবেজ থেকে কাক্সিক্ষত ডেটা খুঁজে বের করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তার নাম-

> SQL

 

কত সালে SQL বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়?

> ১৯৭০

 

কতকগুলো স্টেটমেন্টের সমষ্টিকে বলে-

> QUEL

 

প্রোগ্রামে এক্সপ্রেশন তৈরিতে কোনটি ব্যবহার হয়?

> অপারেটর

 

কোন প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজে সর্টিং এর কাজ করা যায়-

> Microsoft Access

 

-৭, -৩, ১, ৫, ৯, ১৩ কোন ধরনের order?

> Ascending

 

Name এর ভিত্তিতে A – Z সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name

এর ভিত্তিতে Z – A ইনডেক্সিং করার পর মূল টেবিলে কতকগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে?

> সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে Z – A সর্টেড হবে

 

সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরিকে কী বলে?

> ইনডেক্সিং

 

নিচের কোন এক্সটেশনটি কম্পাউন্ড ইনডেক্স ফাইল ফরম্যাট প্রকাশ করে?

>.idx

 

মোতালেব সাহেব তার কম্পিউটারে সংরক্ষিত ডেটাবেজ টেবিলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রম অনুসারে সাজিয়ে রেখেছেন। এর ফলে তিনি খুব সহজেই যে কোনো রেকর্ড খুঁজে বের করতে পারেন।

মোতালেব সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কী বলে?

> ইনডেক্সিং

 

ডেটাবেজের বিভিন্ন টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ককে কি বলে?

> ডেটাবেজ রিলেশন

 

তৃতীয় ডেটা টেবিল তৈরি করার প্রয়োজন হয় কোন রিলেশনে?

> Many to Many

 

Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কিরূপ?

> one to one

 

৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

> Many to Many

 

এক ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর এক ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত হলে কী ধরনের ডেটাবেজ রিলেশন তৈরি হয়?

> Many to one

 

একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে?

> One to many

 

ফ্রন্ট এন্ড হচ্ছে-

> রিপোর্ট

 

ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি?

> এনক্রিপশন

 

ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয়-

> ডেটা সিকিউরিটিতে

 

ডেটা এনক্রিপশনের জন্য কিসের প্রয়োজন হয়?

> ডেটা সিকিউরিটিতে

 

ডেটা এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশনের নিয়ম কোনটি?

> ক্রিপ্টোগ্রাফী

 

Encrypted ডেটাকে Decrypt করতে পারে?

> বৈধ ব্যবহারকারী

 

যদি Encrypted data ভুলে যাওয়া হয় তাহলে কী ঘটবে?

> ডেটাগুলো উদ্ধার অসম্ভব হয়ে পড়বে

 

এনক্রিপ্টশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য বিষয় কি?

> প্লেন টেক্সট

 

সিজার কোডে কোন অক্ষরকে তার পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়?

> তৃতীয়

 

সিজার কোডে A অক্ষর হলে এনক্রিপ্ট করে পরবর্তী অক্ষর হবে-

> D

 

X Y Z এর সাইফারটেক্সট হলো-

> ABC

 

ডেটা এনক্রিপ্টশন স্ট্যান্ডার্ড অনুযায়ী, ‘X’ অক্ষরটি এনক্রিপ্ট হয়ে কি হবে?

> Y

 

You cannot copy content of this page

Scroll to Top