কম্পিউটার নেটওয়ার্ক-১

কম্পিউটার নেটওয়ার্ক-১  

 

একটি নেটওয়ার্ক তৈরি করতে সর্বনিম্ন কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?

উত্তর: ২টি

 

সাধারণত সত্যিকারের নেটওয়ার্ক তৈরি করতে কতটি কম্পিউটারের প্রয়োজন হয়?

উত্তর: অসংখ্য

 

সার্ভার অর্থ কী?

উত্তর: তথ্য সার্ভ করা

 

সার্ভার কিসের সঙ্গে সম্পর্কিত?

উত্তর: কম্পিউটার নেটওয়ার্ক

 

একটি নেটওয়ার্কে সার্ভার থাকতে পারে-

উত্তর: অনেক

 

কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?

উত্তর: সার্ভার

 

ই-মেইল পাঠানোর কাজ করে কোন সার্ভার?

উত্তর: ই-মেইল সার্ভার

 

সার্ভার চালানোর জন্য দক্ষ কর্মীর পাশাপাশি কোনটি প্রয়োজন হয়?

উত্তর: মূল্যবান ও জটিল সফটওয়্যার

 

কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠালে কম্পিউটারকে কী বলে?

উত্তর: ক্লায়েন্ট

 

যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে বলে-

উত্তর: ক্লায়েন্ট

 

ই-মেইল হলো-

উত্তর: বিশ্বব্যাপী দ্রুত ডাক ব্যবস্থা

 

ই-মেইল-এর পূর্ণনাম কী?

উত্তর: ইলেকট্রনিক মেইল

 

ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?

উত্তর: ই-মেইল সার্ভার

 

যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় তাকে কী বলে?

উত্তর: মিডিয়া

 

যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?

উত্তর: ইউজার

 

নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে?

উত্তর: মিডিয়া

 

মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?

উত্তর: ওয়্যারলেস পদ্ধতি

 

NIC -এর পূর্ণনাম-

উত্তর: Network Interface Card

 

তথ্য বহনের জন্য মিডিয়া ও কম্পিউটারের মধ্যে কোন ডিভাইসটি থাকে?

উত্তর: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

 

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের অপর নাম কী?

উত্তর: নেটওয়ার্ক অ্যাডাপ্টার

 

ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাকে কী বলে?

উত্তর: রিসোর্স

 

প্রিন্টার, ফ্যাক্স কিসের উদাহরণ?

উত্তর: রিসোর্স

 

কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তবে তাকে কী বলে?

উত্তর: রিসোর্স

 

রিসোর্স ব্যবহারকারীকে কী বলা হয়?

উত্তর: ইউজার

 

সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে তাকে কী বলে?

উত্তর: ইউজার

 

নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?

উত্তর: প্রটোকল

 

ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার নিয়ম মানার কৌশলকে কী বলে?

উত্তর: প্রটোকল

 

ইন্টারেট ব্যবহার করার প্রটোকল কোনটি?

উত্তর: http

 

PAN এর পূর্ণনাম কোনটি?

উত্তর: Personal Area Network

 

ব্লুটুথের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ক কোনটি?

উত্তর: PAN

 

ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি?

উত্তর: PAN

 

একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?

উত্তর: MAN

 

পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?

উত্তর: WAN

 

তাড়াতাড়ি নেটওয়ার্ক তৈরির জন্য কোন টপোলজি বেশি উপযোগী?

উত্তর: বাস

 

সবচেয়ে সহজ টপোলজি কোনটি?

উত্তর: বাস

 

ব্যাকবোন ব্যবহার করা হয় কোন টপোলজিতে?

উত্তর: বাস

 

ইন্টারনেট কোন ধরনের টপোলজি?

উত্তর: বাস

 

বৃত্তাকার টপোলজি হবে-

উত্তর: গোলাকার বৃত্তের মতো

 

কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?

উত্তর: রিং

 

প্রতিটি কম্পিউটার তার পাশের কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে কোন টপোলজিতে?

উত্তর: রিং

 

কোন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি নেটওয়ার্কের গুরুত্ব সমান?

উত্তর: রিং

 

রিং টপোলজিতে ডেটা ট্রান্সফার কীভাবে হয়?

উত্তর: নির্দিষ্ট দিকে

 

স্টার টপোলজির সংযোগব্যবস্থা কেমন?

উত্তর: প্রতিটি কম্পিউটার হাবের সঙ্গে সংযুক্ত থাকে

 

স্টার টপোলজির কেন্দ্রে কী থাকে?

উত্তর: হাব

 

স্টার টপোলজির হাব নষ্ট হলে কী হবে?

উত্তর: পুরো নেটওয়ার্ক অচল হবে

 

স্টার টপোলজিতে পুরো নেটওয়ার্ক কিসের ওপর নির্ভর করে?

উত্তর: কেন্দ্রীয় ডিভাইসের ওপর

 

স্টার টপোলজিতে হাব কী হিসেবে কাজ করে?

উত্তর: কেন্দ্রীয় ডিভাইস

 

স্টার টপোলজিতে ডেটা ট্রান্সফারের গতি কেমন?

উত্তর: কম

 

অনেকগুলো স্টার টপোলজি মিলে তৈরি হয় কোন টপোলজি?

উত্তর: ট্রি

 

ট্রি টপোলজি দেখতে কেমন?

উত্তর: শাখা-প্রশাখাসমৃদ্ধ গাছের মতো

 

ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে?

উত্তর: মূল কম্পিউটার

 

কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?

উত্তর: মেশ

 

পৃথিবীর সম্পদ কী?

উত্তর: তথ্য

 

পৃথিবীর তথ্য ভান্ডার হলো-

উত্তর: বিশাল

 

একজন সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনের পৃথিবীর তথ্য ভান্ডারের অধিকার কেমন?

উত্তর: সমান

 

পৃথিবী জুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?

উত্তর: ইন্টারনেট

 

তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?

উত্তর: নেটওয়ার্ক

 

কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?

উত্তর: নেটওয়ার্কিং

 

কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

উত্তর: সার্ভার রক্ষা করা

 

নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার-

উত্তর: তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা

 

কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়?

উত্তর: ওয়্যারলেস

 

তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?

উত্তর: শক্তিশালী

 

ডেটাবেজে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?

উত্তর: কম্পিউটার

 

ডেটাবেজ ব্যবহারে কী করা হয়?

উত্তর: তথ্য সংরক্ষণ

 

বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর: ডেটাবেজ

 

তথ্যকে আবদ্ধ রাখা যায়- এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে?

উত্তর: নেটওয়ার্কের প্রভাবে

 

কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম-সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?

উত্তর: সফটওয়্যার

 

Drop box কী?

উত্তর: একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে

 

পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগত তথ্য নিজের কম্পিউটারে রাখার সেবার নাম কী?

উত্তর: Drop box

 

বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

উত্তর: পিপীলিকা

 

ফেসবুক ও টুইটার কী?

উত্তর: জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক

 

নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?

উত্তর: ক্লাউড কম্পিউটিং

 

ক্লাউড কম্পিউটিংয়ের প্রচলন ধীরে ধীরে কেমন হচ্ছে?

উত্তর: বেড়ে যাচ্ছে

 

কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

উত্তর: সার্ভার রক্ষা করা

 

বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?

উত্তর: ই-টিকিটের মাধ্যমে

 

ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়-

উত্তর: হাব

 

অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?

উত্তর: হাব

 

দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য করতে হয়?

উত্তর: হাব

 

নাইরান তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর কম্পিউটারের সঙ্গে যুক্ত করল। তার বন্ধুরা ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই নাইরান কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তারের প্রয়োজন হয়েছিল। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

উত্তর: হাব

 

পোর্ট বেশি থাকে কোনটিতে?

উত্তর: সুইচ

 

সুইচের সবচেয়ে বড় সুবিধা-

উত্তর: তথ্য বা ডেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠানো যায়

 

নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করলে-

উত্তর: দ্রুতগতিতে কাজ করে

 

নেটওয়ার্কে বরাদ্দকৃত ঠিকানাকে কি বলে?

উত্তর: ম্যাক অ্যাড্রেস

 

একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোনটি?

উত্তর: রাউটার

 

রাউটার কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর: নেটওয়ার্ক তৈরিতে

 

এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

উত্তর: রাউটিং

 

মডেম কোথায় যুক্ত থাকে?

উত্তর: প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে

 

মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?

উত্তর: অ্যানালগ

 

বর্তমান তথ্য প্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?

উত্তর: মডেম

 

একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?

উত্তর: মডেম

 

মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?

উত্তর: ডিজিটাল

 

কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে-

উত্তর: মডেম

 

প্রথম দিককার মডেম ছিল-

উত্তর: ডায়াল আপ

 

কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে চাইলে অবশ্যই কোনটি প্রয়োজন হবে?

উত্তর: ল্যান কার্ড

 

জিওস্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় রাখতে হয়?

উত্তর: প্রায় ৩৬ হাজার

 

স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে কয়টি সমস্যার মুখোমুখি হতে হয়?

উত্তর: দুটি

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কবে প্রেরণ করে?

উত্তর: ২০১৮ সালের ১২ মে

 

স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ৫৭তম

 

কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে?

উত্তর: ২০২১

 

প্রথম কত সালে জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?

উত্তর: ১৯৬৪

 

SEA-ME-WE-4 কী?

উত্তর: বাংলাদেশের সাবমেরিন কেবলের নাম

 

স্যাটেলাইট সিগন্যাল যেতে পারে-

উত্তর: আলোর বেগে

 

কোন ধরনের কেবল কাচের তন্তু?

উত্তর: অপটিক্যাল ফাইবার

 

অপটিক্যাল ফাইবার হলো-

উত্তর: অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু

 

অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, তাকে কী বলে?

উত্তর: ইনফ্রারেড আলো

 

স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যালটি আলোতে রূপান্তরিত করে-

উত্তর: অপটিক্যাল ফাইবার

 

ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী হিসেবে কী দরকার হয়?

উত্তর: সিগন্যাল

 

কাছের দূরত্বে সিগন্যাল পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর: বৈদ্যুতিক তার

 

অপটিক্যাল ফাইবার কাচের ভিতর দিয়ে যেতে হয় বলে আলোর বেগ-

উত্তর: এক-তৃতীয়াংশ কম

You cannot copy content of this page

Scroll to Top