কম্পিউটারের ইতিহাস

কম্পিউটারের ইতিহাস

 

কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?

অ্যানালগ

 

মাইক্রো শব্দের অর্থ কি?

ক্ষুদ্র

 

কম্পিউট শব্দের অর্থ –

গণনা করা

 

এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগকে বলে-

এক ন্যানো সেকেন্ড

 

আজকাল কম্পিউটারে কাজ করার গতি হিসেব করা হয়-

ন্যানো

 

একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ২ সেকেন্ডে কয়টি যোগ করতে পারে?

৪ কোটি

 

কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি?

প্রোগ্রামিং যন্ত্র

 

রাশিয়ায় অ্যাবাকাসকে কি বলা হয়?

স্কোটিয়া

 

জাপানে অ্যাবাকাসকে বলা হয়-

সারোবান

 

মাইক্রোপ্রসেসর কীসের চাহিদা মিটাতে উদ্ভাবিত হয়?

ডিজিটাল কম্পিউটার এর

 

কতটি কম্পিউটারের গুচ্ছ নিয়ে আইবিএম রোড রানার গঠিত?

৩২৪০

 

আইবিএম রোড রানার কতটি প্রসেসর নিয়ে গঠিত?

৪০

 

ডিজিটাল কম্পিউটার কয় প্রকার-

 

আইবিএম-১৬২০ কম্পিউটার —- কম্পিউটার

মেইনফ্রেম

 

বর্তমানে ব্যবহৃত পিসি-

চতুর্থ প্রজন্মের

 

ইনকা মানবগোষ্টী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহার করত?

গিট দেয়া দড়ি

 

১৬১৪ সালে কে লগারিদমের সারণী তৈরি করেন?

জন নেপিয়ার

 

সংরক্ষিত প্রোগ্রামের ধারণা কে দেন?

ড. জন. ভন নিউম্যান

 

প্রথম গণনা যন্ত্র কোনটি?

অ্যাবাকাস

 

পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কোনটি?

মার্ক-১

 

Mark-1 কি?

ডিজিটাল কম্পিউটার

 

পৃথিবীর প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম-

ইউনিভ্যাক

 

ENIAC এর ওজন ছিল —- টন

৩০

 

IBM-360 কোন প্রজন্মের কম্পিউটার?

তৃতীয়

 

প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?

ইউনিভ্যাক-১

 

আইবিএম-১৬০০ ও আইবিএম-১৪০০ একটি – প্রজন্মের কম্পিউটার-দ্বিতীয় দ্বিতীয় প্রজন্মের সকল মিনিফ্রেম কম্পিউটার হচ্ছে-

PDP-8

 

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার-

IBM-1620

 

তৃতীয় প্রজন্মের কম্পিউটার-

GE-600

 

কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়েছিল?  ৩য় প্রজন্মের

মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত?

তৃতীয়

 

কোন প্রজন্মের কম্পিউটাওে ট্রানজিস্টার ব্যবহার করা হয়?

তৃতীয়

 

আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে?

চতুর্থ

 

১৯৪৯ সালে তৈরি হয়-

এডভ্যাক

 

পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি?

লেডি এডা

 

বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-

পরমাণু শক্তি কেন্দ্র

 

যে যন্ত্রটি দিয়ে ২০ জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করত

মার্ক -১

 

এনিয়্যাক কম্পিউটার চালানোর জন্য কত কিলোওয়াট বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো-

১৩০

 

কত সালে কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রামের অভিধারনার সূত্রপাত হয়?

১৯৪০

 

চার্লস ব্যাবেজ কবে মারা যায়?

১৮৭১

 

কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি?

ডিফারেন্স ইঞ্জিন

 

‘কম্পিউটারের জনক’ কাকে বলা হয়-

চার্লস ব্যাবেজ

 

মাইক্রোসফট কো¤পানির প্রধান সফটওয়্যার স্থপতি-

বিল গেটস

 

প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?

ইনটেল

 

১৯৭১ সালে তৈরি প্রথম মাইক্রো প্রসেসরটি ছিল-

ইনটেল-৪০০৪

 

১৯৭১ সালে তৈরি ইনটেল-৪০০৪ মাইক্রো প্রসেসরটির অ্যাড্রেস বাস ছিল-

১২ বিটের

 

কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়?

১৯৪৮

 

প্রথম কম্পিউটার সরবরাহ করা হয় ব্যুরো অব সেন্সাস অফিসে। কোনটি এবং কখন?

UNIVAC,1951

 

বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো সর্বপ্রথম কোন কম্পিউটারটি ব্যবহার করে?

IBM-360

 

বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়- সালে

১৯৬৪

 

১৯৬৫ সালে আদমজী জুট মিলে -কম্পিউটার স্থাপিত হয়-

IBM-1400

 

বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি শুরুতে র‌্যাম ছিল-

২০ কিলোবাইট

 

দক্ষতার সাথে বিশ্লেষণধর্মী কাজ করতে পারে কোন কম্পিউটার?

মেইনফ্রেম

 

কোন কম্পিউটার প্রথম মজুদ এবং গাণিতিক যুক্তিমূলক কাজের জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়-

ENIAC

 

৪০০৪ প্রসেসরটির প্রোগ্রাম অ্যাড্রেস কত বিটের?

১২

 

ইনটেল কোন চিপটি প্রথম বাজারজাত করে?

৪০০০

 

ভ্যাকুয়াম টিউব ব্যবহারে-

 

সময়ের একক :

মিলি > মাইক্রো > ন্যানো > পিকো

 

কম্পিউটারের কাজ :

ইনপুট > প্রসেসিং > আউটপুট

 

ব্লেইজ প্যাস্কাল :

১৬৪২, ফরাসী যুবক, যান্ত্রিক গণনাযন্ত্র

 

জন নেপিয়ার :

১৬১৪, স্কটিশ গণিতবিদ, অ্যালগরিদম পদ্ধতি, নেপিয়ার হাড়

 

উইলিয়াম আউটরেট :

১৬২২, জার্মানী, বৃত্তাকার স্লাইড রুল

 

জোসেফ মেরী জেকার্ড :

১৮০১, ফ্রান্স, পাঞ্চ কার্ড

 

লেডি এডা :

কবি বায়রনের কন্যা, বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার, ১৯৮০

 

সিপিইউ গঠিত :

ALU, CU, Memory

 

ভ্যাকুয়াম টিউব :

বিদ্যুৎ খরচ কম, যন্ত্রাংশ গরম হয় না, কর্ম সময় বেড়ে যায়

 

১ম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ :

EDVAC, EDSAC, UNIVAC, IBM-650, IBM-701

 

২য় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ :

IBM-1400, IBM-1401, IBM-1600, IBM-1604, IBM-1620, RCA-301, RCA-501, NCR-300

 

৩য় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ :

IBM-360, IBM-370, PDP-8, PDP-11, GE-600

 

৪র্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ :

Alteir, PC, Apple Macintosh

 

১ম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য :

ভ্যাকুয়াম টিউব, পাঞ্চ কার্ড, উচ্চ শব্দ ও তাপ, প্রোগ্রাম রচনায় সংকেত।

 

২য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য :

ট্রানজিস্টার, ম্যাগনেটিক কোর মেমরি, প্রোগ্রামিং ভাষা, ছোট যন্ত্রপাতি, কম উত্তাপ, কাজের গতি বৃদ্ধি।

 

৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য :

আইসি, সেমি কন্ডাক্টর মেমরি, হাই লেভেল ল্যাংগুয়েজ, ভিডিও ডিসপ্লে, লাইন প্রিন্টার।

 

৪র্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য :

VLSI, মাইক্রোপ্রসেসর, মাল্টিপ্রসেসর, মাল্টিমিডিয়ার ব্যবহার।

 

৫ম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য :

একাধিক কোরের মাইক্রোপ্রসেসর, ন্যাচারাল ল্যাংগুয়েজ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, কন্ঠস্বর সনাক্তকরণ।

You cannot copy content of this page

Scroll to Top