আইসিটি-আমাদের বাংলাদেশ

আইসিটি-আমাদের বাংলাদেশ

 

একুশ শতকের সম্পদ হলো-

উত্তর: জ্ঞান

 

পৃথিবীর সম্পদ হচ্ছে-

উত্তর: সাধারণ মানুষ

 

একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

উত্তর: Internationalization

 

Globalization এবং Internationalization বিষয় দুটি ত্বরান্বিত হচ্ছে কিসের কারণে?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

শিক্ষক ক্লাসে একুশ শতক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি একুশ শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন। একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পিছনে কারণ কী?

উত্তর: যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার

 

মানুষ কোনটির উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

উত্তর: যন্ত্রের উপর

 

ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

উত্তর: যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

 

জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

উত্তর: তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

 

নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?

উত্তর: তথ্য প্রযুক্তির জগতে প্রবেশ

 

চার্লস ব্যাবেজ ছিলেন-

উত্তর: প্রকৌশলী ও গণিতবিদ

 

লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

উত্তর: ১৯৯১

 

কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

উত্তর: চার্লস ব্যাবেজ

 

আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তর: চার্লস ব্যাবেজ

 

১৭৯১-১৮৭১ সালের সাথে যুক্ত-

উত্তর: চার্লস ব্যাবেজ

 

চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?

উত্তর: ১৭৯১

 

চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?

উত্তর: ১৮৭১

 

ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

উত্তর: চার্লস ব্যাবেজ

 

অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?

উত্তর: চার্লস ব্যাবেজ

 

ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

উত্তর: যান্ত্রিকভাবে গণনা করতে পারে

 

কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

উত্তর: ১৯৯১

 

কবি লর্ড বায়রনের কন্যার নাম কী?

উত্তর: Ada Lovelace

 

কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

উত্তর: ১৮৩৩

 

প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

উত্তর: অ্যাডা লাভলেস

 

কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন স¤পর্কে বক্তব্য দেন?

উত্তর: ১৮৪২

 

অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

উত্তর: বিজ্ঞান ও গণিত

 

অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

উত্তর: ১০০

 

কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

উত্তর: অ্যাডা লাভলেস

 

কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

উত্তর: অ্যাডা লাভলেস

 

তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

উত্তর: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

 

বিনা তারে একস্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?

উত্তর: জগদীশ চন্দ্র বসু

 

জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

উত্তর: অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার

 

কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল হন?

উত্তর: ১৮৯৫

 

গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

উত্তর: ইতালি

 

একস্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

উত্তর: বেতার তরঙ্গ

 

রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন-

উত্তর: প্রোগ্রামার

 

সর্বপ্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?

উত্তর: রেমন্ড স্যামুয়েল টমলিনসন

 

রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক?

উত্তর: আমেরিকান

 

কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?

উত্তর: ১৯৭১

 

মাইক্রোপ্রসেসরের আবিষ্কার কত সালে?

উত্তর: ১৯৭১

 

আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম-

উত্তর: মেইনফ্রেম

 

কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?

উত্তর: ষাট-সত্তরের দশকে

 

বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?

উত্তর: আরপানেট

 

নেটওয়ার্ক কী?

উত্তর: কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ

 

আরপানেট কী?

উত্তর: একটি নেটওয়ার্কের নাম

 

অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্টিভ জবস, স্টিভ জজনিয়াক, রোনাল্ড ওয়েন

 

কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: Apple

 

মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে?

উত্তর: বিল গেটস

 

এমএস ডস কী?

উত্তর: কম্পিউটার অপারেটিং সিস্টেম

 

উইন্ডোজ কী?

উত্তর: কম্পিউটার অপারেটিং সিস্টেম

 

HTTP এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: Hyper Text Transfer Protocol

 

HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়?

উত্তর: ১৯৮৯

 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে?

উত্তর: টিম বার্নার্স লি

 

ইন্টারনেট হলো-

উত্তর: নেটওয়ার্কের নেটওয়ার্ক

 

ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মার্ক জুকারবার্গ

 

ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?

উত্তর: সামাজিক যোগাযোগের

 

২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

উত্তর: প্রায় ১১৯ কোটি

 

শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

উত্তর: অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

 

E-learning এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: Electronic learning

 

কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

উত্তর: ই-লার্নিং

 

বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে?

উত্তর: মাল্টিমিডিয়া

 

বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

উত্তর: ই-লার্নিং

 

পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

উত্তর: অনলাইনে

 

শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

উত্তর: প্রচলিত পাঠদান পদ্ধতিতে

 

ই-লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?

উত্তর: ইন্টারনেট

 

বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেওয়ার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?

উত্তর: ওয়েবসাইট পোর্টাল

 

সুশাসনের জন্য দরকার-

উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা

 

কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?

উত্তর: ডিজিটাল ব্যবস্থা

 

শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?

উত্তর: সুশাসন

 

ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?

উত্তর: শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ

 

বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?

উত্তর: মোবাইল ফোন

 

বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে?

উত্তর: ২-৫

 

ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

উত্তর: ৪০

 

নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?

উত্তর: গভর্ন্যান্স

 

সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?

উত্তর: ই-গভর্ন্যান্স

 

এমটিএস এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

 

আজকাল এমটিএস পদ্ধতিতে টাকা পাঠানো একটি সহজ এবং আধুনিক ডিজিটাল পদ্ধতি।

এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?

উত্তর: ৫০ হাজার

 

এমটিএস এর পূর্ণরূপ-

উত্তর: ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

 

দেশের কয়টি চিনিকলের আখচাষী বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?

উত্তর: ১৫টি

 

ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলা হয়?

উত্তর: E-service

 

ই-সেবার প্রধান বৈশিষ্ট্য-

উত্তর: স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান

 

অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?

উত্তর: ই-সেবা

 

মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি হলো-

উত্তর: ই-স্বাস্থ্যসেবা

 

দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?

উত্তর: টেলিমেডিসিন

 

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকেট সংগ্রহের যে সেবা চালু করেছে তার নাম-

উত্তর: ই-টিকেটিং

 

E-commerce -এর পূর্ণরূপ-

উত্তর: Electronic commerce

 

কম্পিউটারের সাহায্যে বেচাকেনার পদ্ধতিকে বলে-

উত্তর: ই-কমার্স

 

ই-কমার্স ব্যবস্থায় ক্রেতা কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করেন?

উত্তর: মোবাইল ব্যাংকিং

 

COD এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: Cash On Delivery

 

বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?

উত্তর: ২০১১-২০১২

 

বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়-

উত্তর: অ্যাপ্লিকেশন সফটওয়্যার

 

কোনটি বিশেষায়িত সফটওয়্যার?

উত্তর: ব্যাংকিং সফটওয়্যার

 

ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

উত্তর: আউটসোর্সিং

 

কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?

উত্তর: ফেসবুক

 

ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?

উত্তর: www.facebook.com

 

ফেসবুকের স্বত্ত্বাধিকারী কে?

উত্তর: মার্ক জুকারবার্গ

 

ফেসবুক কত সালে চালু হয়?

উত্তর: ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি

 

কোনটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা?

উত্তর: Twitter

 

টুইটারের ওয়েব অ্যাড্রেস-

উত্তর: www.twitter.com

 

কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?

উত্তর: টুইটার

 

টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?

উত্তর: ১৪০ অক্ষর

 

টুইটারের বার্তাকে কী বলা হয়?

উত্তর: টুইট

 

টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?

উত্তর: Follower

 

বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?

উত্তর: তথ্য প্রযুক্তি

 

বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?

উত্তর: কম্পিউটার গেমস

 

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?

উত্তর: চারটি

 

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?

উত্তর: মানবসম্পদ উন্নয়ন

 

ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?

উত্তর: ইন্টারনেট

 

ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

উত্তর: সকল শ্রেণির সবধরনের মানুষের জীবনের মান উন্নয়ন

 

বাংলাদেশের মানুষের দারিদ্র্য মোচন করতে কোন বিষয়টি জরুরি?

উত্তর: ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা

 

You cannot copy content of this page

Scroll to Top