আইসিটির গুরুত্ব

 

আইসিটির গুরুত্ব

 

বর্তমানে বিদেশ থেকে কিসের মাধ্যমে টাকা পাঠানো যায়?

উত্তর: মোবাইল ফোন

 

বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে কিভাবে আবেদন করা যায়?

উত্তর: অনলাইন

 

কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কিসের মাধ্যমে সহজেই জানতে পারে?

উত্তর: মোবাইল ফোন

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী হয়েছে?

উত্তর: কাজের গতি বাড়ছে

 

অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?

উত্তর: স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে

 

পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে কিভাবে?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়?

উত্তর: ইন্টারনেট ও ল্যাপটপ

 

প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা-

উত্তর: বাড়ে

 

প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে নিচের কোনটি বাড়বে?

উত্তর: উৎপাদনশীলতা

 

ড. ইকবাল কাদির ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

উত্তর: এমআইটি

 

অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তি কোনটি?

উত্তর: সংযুক্তিই উৎপাদনশীলতা

 

বিভিন্ন কল-কারখানায় বিপজ্জনক কাজে মানুষের বিকল্প কী?

উত্তর: রোবট

 

কোনটি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?

উত্তর: তথ্য প্রযুক্তি

 

ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?

উত্তর: এটিএমের মাধ্যমে

 

সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ রয়েছে?

উত্তর: সরকারি সব কাজে

 

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক কোম্পানি কোনটি?

উত্তর: মোবাইল কোম্পানি

 

আদিবা ও নিধি একটি মোবাইল কোম্পানিতে কাজ করে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে অনেকের কর্মসংস্থান হচ্ছে। আদিবা ও নিধি যে কোম্পানিতে কাজ করে তা কোন ধরনের কোম্পানি?

উত্তর: প্রযুক্তি বিষয়ক

 

কিসের মাধ্যমে দূরে বসে ল্যাবের কাজ পরীক্ষা করা যায়?

উত্তর: ভার্চুয়াল ল্যাবরেটরি

 

তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?

উত্তর: কম্পিউটার

 

ই-মেইল কী?

উত্তর: দ্রুততার সাথে লিখিত যোগাযোগ

 

গবেষণার কাজে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

উত্তর: কম্পিউটার

 

নতুন এক ধরনের সেবা চালু হয়েছে তার নাম কী?

উত্তর: জবসাইট

 

প্রমা প্রায়ই শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড। টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?

উত্তর: এটিএম বুথে

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় কিসের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল?

উত্তর: রেডিও

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী?

উত্তর: কাজের ক্ষেত্র তৈরি

 

ICT -এর পূর্ণনাম কী?

উত্তর: Information & Communication Technology

 

যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?

উত্তর: দুই

 

দিন দিন অনলাইন পত্রিকার সংখ্যা-

উত্তর: বৃদ্ধি পাচ্ছে

 

খবরের কাগজ ও ম্যাগাজিন যোগাযোগের কোন পদ্ধতি?

উত্তর: ব্রডকাস্ট

 

একমুখী যোগাযোগকে ইংরেজিতে কী বলা হয়?

উত্তর: ব্রডকাস্ট

 

ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক?

উত্তর: রোবট

 

ব্রডকাস্টের উদাহরণ নিচের কোনটি?

উত্তর: টেলিভিশন

 

দ্বিমুখী যোগাযোগ মাধ্যম নিচের কোনটি?

উত্তর: টেলিফোন

 

বর্তমানে একজন মানুষের নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?

উত্তর: ই-মেইল অ্যাড্রেস

 

পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোন মাধ্যমে?

উত্তর: ই-মেইল অ্যাড্রেস

 

পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কোনটি বেশি ব্যবহার করা হয়?

উত্তর: ই-মেইল

 

পণ্যের ছবি পাঠাতে কি ব্যবহার করা হয়?

উত্তর: ই-মেইল

 

পরীক্ষার ফলাফল ইন্টারনেট ছাড়াও আর কোন মাধ্যম থেকে জানা যাচ্ছে?

উত্তর: মোবাইল ফোনে

 

মোবাইল ফোনের খুদে বার্তাকে সংক্ষেপে কী বলে?

উত্তর: এসএমএস

 

SMS-এর পূর্ণ নাম কী?

উত্তর: Short Message Service

 

ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়?

উত্তর: মডেম

 

কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?

উত্তর: কম্পিউটার

 

www.roc.gov.bd ওয়েবসাইটটি কোন প্রতিষ্ঠানের?

উত্তর: রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

 

মারিয়া ও নিধি যৌথ পরিচালনায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করবে। এ জন্য তাদের সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হবে। উদ্দীপকে যে ধরনের নিবন্ধনের কথা বলা হয়েছে তা নিচের কোন প্রতিষ্ঠান?

উত্তর: রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

 

ICT -এর বাংলায় কী বলা হয়?

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

কিসের মাধ্যমে পণ্যসেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়?

উত্তর: ইন্টারনেট

 

কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?

উত্তর: ইন্ট্রানেট

 

নামের ছাড়পত্র বর্তমানে কত সময়ের মধ্যে পাওয়া যায়?

উত্তর: ৩০ মিনিট

 

বর্তমানে কমপক্ষে ৪ দিনে পাওয়া যায় কোনটি?

উত্তর: নিবন্ধন

 

ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?

উত্তর: এটিএম

 

কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?

উত্তর: ওয়েবসাইট

 

ব্যবসার মূল উদ্দেশ্য কী?

উত্তর: কম সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

 

কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?

উত্তর: বিশেষায়িত সফটওয়্যার

 

ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি?

উত্তর: স্প্রেডশিট

 

কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?

উত্তর: জিপিএস

 

EPOS -এর পূর্ণনাম কী?

উত্তর: Electronic Point of Sale

 

ইপিওএস-এর কাজ কী?

উত্তর: সার্বক্ষণিক মনিটরিং

 

উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?

উত্তর: কম খরচে উৎপাদন

 

জাতীয় ওয়েব পোর্টাল কী?

উত্তর: সরকারি তথ্যাদি প্রকাশ

 

জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?

উত্তর: www.bangladesh.gov.bd

 

ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?

উত্তর: ই-সেবাকেন্দ্র থেকে

 

ই-পর্চা কী ধরনের সেবা?

উত্তর: একধরনের নাগরিক সেবা

 

অনলাইনে জমি-জমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

উত্তর: ই-পর্চা

 

E-Book -এর পূর্ণনাম কী?

উত্তর: Electronic Book

 

সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম-

উত্তর: www.ebook.gov.bd

 

ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?

উত্তর: ই-পুর্জি

 

বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?

উত্তর: মোবাইল ফোনে

 

টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?

উত্তর: জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

 

চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?

উত্তর: তথ্য প্রযুক্তির প্রভাবে

 

কম্পিউটারের মতো কাজ করতে পারে এরকম ছোট যন্ত্রের নাম কী?

উত্তর: FPGA

 

রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করার য়ন্ত্রের নাম কি?

উত্তর: পজিট্রন এমিশন টমোগ্রাফি

 

মানুষের জিনোম রহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?

উত্তর: তথ্য প্রযুক্তির

 

PLA -এর পূর্ণনাম কী?

উত্তর: Programmable Logic Array

 

FPGA -এর পূর্ণনাম কী?

উত্তর: Field Programmable Gate Array

 

গবেষণার সম্পূর্ণ কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় কোন যন্ত্রের মাধ্যমে

উত্তর: PLA

 

Virtual Laboratory -এর ওয়েবসাইট কোনটি?

উত্তর: www.softpedia.com

 

 

 

You cannot copy content of this page

Scroll to Top