অষ্টম শ্রেণি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা)-বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-অধ্যায় : ১ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব (MCQ)

 

অষ্টম শ্রেণি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা)

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায় : ১ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

MCQ

 

১। বর্তমানে বিদেশ থেকে কিসের মাধ্যমে টাকা পাঠানো যায়?

ক. ফ্যাক্স

খ. ল্যান ফোন

গ.  মোবাইল ফোন

ঘ. রেডিও

উত্তর: গ.  মোবাইল ফোন

 

২। বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেখে কিভাবে আবেদন করা যায়?

ক. অনলাইন

খ. সাদা কাগজে

গ. স্বহস্তে লিখে

ঘ. টাইপকৃত ডকুমেন্টে

উত্তর: ক. অনলাইন

 

৩। কিসের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে?

ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

খ. তথ্য

গ. প্রযুক্তি

ঘ. রেডিও

উত্তর: ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

৪। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল কিসের মাধ্যমে সহজেই জানতে পারে?

ক.  পত্রিকার পাতা

খ. মোবাইল ফোন

গ. রেডিও

ঘ. টেলিভিশন

উত্তর: খ. মোবাইল ফোন

 

৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কী হয়েছে?

ক. গতি কমছে

খ. কাজের গতি বাড়ছে

গ. গতি বাড়ছে

ঘ. কাজের গতি কমছে

উত্তর: খ. কাজের গতি বাড়ছে

 

৬। অফিসের কর্মীদের ফাঁকি দেওয়া কীভাবে রোধ করা সম্ভব হচ্ছে?

ক. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে

খ. মনিটরিং করার ফলে

গ. মনিটরের সাহায্যে

ঘ. মাউসের সাহায্যে

উত্তর: ক. স্বয়ংক্রিয় মনিটরিং করার ফলে

 

৭। অনলাইনে চাকুরির আবেদন করা যায়-

  1. ল্যাপটপ ও মডেমের সাহায্যে
  2. ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে

iii. আবেদন পত্র লিখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

 

৮। পৃথিবীর চেহারা বদলে যাচ্ছে কিভাবে?

ক. অর্থনৈতিক উন্নয়নের ফলে

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. রাজনৈতিক বিকাশের ফলে

ঘ. ইলেকট্রনিক যন্ত্রপাতি অধিক ব্যবহারে

উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

৯। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে-

  1. কাজের পরিমাণ কমে যাচ্ছে
  2. অসংখ্য নতুন কাজের সৃষ্টি হচ্ছে

iii. কর্মসংস্থানের সুযোগও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

 

১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-

  1. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
  2. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়

iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

১১। বর্তমানে চাকরির দরখাস্ত করতে কিসের প্রয়োজন হয়?

ক. ইন্টারনেট

খ. ল্যাপটপ

গ. মোবাইল ফোন

ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ

উত্তর: ঘ. ইন্টারনেট ও ল্যাপটপ

 

১২। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-

  1. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
  2. সরকারি সেবার মান উন্নয়ন হবে

iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

১৩। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা-

ক. কমে

খ. বাড়ে

গ. একই থাকে

ঘ. কমতে থাকে

উত্তর: খ. বাড়ে

 

১৪। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে নিচের কোনটি বাড়বে?

ক. উৎপাদনশীলতা

খ. গতিশীলতা

গ. গতি

ঘ. উৎপাদন

উত্তর: ক. উৎপাদনশীলতা

 

১৫। ড. ইকবাল কাদির ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

ক. এমআইটি

খ. এমইটি

গ. আইএসটি

ঘ. এমআইএসটি

উত্তর: ক. এমআইটি

 

১৬। অধ্যাপক ড. ইকবাল কাদিরের উক্তি কোনটি?

ক. তথ্যই মুক্তি

খ. সংযুক্তিই উৎপাদনশীলতা

গ. সংযোগই মুক্তি

ঘ. ইন্টারনেটই বিশ্ব

উত্তর: খ. সংযুক্তিই উৎপাদনশীলতা

 

১৭। বিভিন্ন কল-কারখানায় বিপজ্জনক কাজে মানুষের বিকল্প কী?

ক. যন্ত্র

খ. রোবট

গ. এটিএম

ঘ. রোলার

উত্তর: খ. রোবট

 

১৮। কোনটি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে?

ক. মোবাইল ফোন

খ. টেলিভিশন

গ. রেডিও

ঘ. তথ্য প্রযুক্তি

উত্তর: ঘ. তথ্য প্রযুক্তি

 

১৯। ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?

ক. এটিএমের মাধ্যমে

খ. একটি মেশিনের মাধ্যমে

গ. জিপিএস এর মাধ্যমে

ঘ. কম্পিউটারের মাধ্যমে

উত্তর: ক. এটিএমের মাধ্যমে

 

২০। সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগ রয়েছে?

ক. সরকারি সব কাজে

খ. সরকারি তথ্যাদি প্রকাশে

গ. চিঠি পাঠানোর কাজে

ঘ. পরীক্ষার ফলাফলে

উত্তর: ক. সরকারি সব কাজে

 

২১। ভার্চুয়াল প্রতিষ্ঠানের কারণে-

  1. ঘরে বসে কাজ করা যায়
  2. কাজের ধরণ প্রতিনিয়ত পাল্টাচ্ছে

iii. কর্মীর সংখ্যা কমছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

২২। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি-বিষয়ক কোম্পানি কোনটি?

ক. মাউস কোম্পানি

খ. টেলিভিশন কোম্পানি

গ. রেডিও কোম্পানি

ঘ. মোবাইল কোম্পানি

উত্তর: ঘ. মোবাইল কোম্পানি

 

# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আদিবা ও নিধি একটি মোবাইল কোম্পানিতে কাজ করে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে অনেকের কর্মসংস্থান হচ্ছে।

 

২৩। আদিবা ও নিধি যে কোম্পানিতে কাজ করে তা কোন ধরনের কোম্পানি?

ক. কৃষি বিষয়ক

খ. প্রযুক্তি বিষয়ক

গ. তথ্য বিষয়ক

ঘ. শিক্ষা বিষয়ক

উত্তর: খ. প্রযুক্তি বিষয়ক

 

২৪। উদ্দীপকে উল্লিখিত বিষয় থেকে আমরা পেতে পারি-

  1. বিল পরিশোধ সেবা
  2. নতুন খাত

iii. বিজ্ঞপ্তি প্রকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

 

২৫। কিসের মাধ্যমে দূরে বসে ল্যাবের কাজ পরীক্ষা করা যায়?

ক. মোবাইল ল্যাবরেটরি

খ. আই-সফট ল্যাবরেটরি

গ. ভার্চুয়াল ল্যাবরেটরি

ঘ. আইসিটি ল্যাবরেটরি

উত্তর: গ. ভার্চুয়াল ল্যাবরেটরি

 

২৬। মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে-

  1. মোবাইল ব্যাংকের সুবিধা
  2. অসংখ্য নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি

iii. বিল পরিশোধের ক্ষেত্র বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

২৭। তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে?

ক. মোবাইল

খ. কম্পিউটার

গ. স্মার্টফোন

ঘ. ক্যালকুলেটর

উত্তর: খ. কম্পিউটার

 

২৮। ই-মেইল কী?

ক. দ্রুততার সাথে লিখিত যোগাযোগ

খ. ডাক-ব্যবস্থা

গ. চিঠি পাঠানো

ঘ. চিঠি গ্রহণ

উত্তর: ক. দ্রুততার সাথে লিখিত যোগাযোগ

 

২৯। গবেষণার কাজে কোন যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

ক. ক্যালকুলেটর

খ. স্মার্টফোন

গ. কম্পিউটার

ঘ. মোবাইল

উত্তর: গ. কম্পিউটার

 

৩০। নতুন এক ধরনের সেবা চালু হয়েছে তার নাম কী?

ক. জব মার্কেট

খ.  মোবাইল মার্কেট

গ. জবসাইট

ঘ. মোবাইল সাইট

উত্তর: গ. জবসাইট

 

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

প্রমা প্রায়ই শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।

 

৩১। টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?

ক. এটিএম বুথে

খ. শপিং মলে

গ. ব্যাংকে

ঘ. অফিসে

উত্তর: ক. এটিএম বুথে

 

৩২। উদ্দীপকের আলোকে ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?

ক. চেক বই

খ. ভালো সম্পর্ক

গ. ডেবিট বা ক্রেডিট কার্ড

ঘ. পিন কোড

উত্তর: গ. ডেবিট বা ক্রেডিট কার্ড

 

৩৩। কর্মসংস্থানের সাইট হলো-

  1. www.upwork.com
  2. www.freelancer.com

iii. www.elance.com

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৩৪। আউটসোর্সিং প্রতিষ্ঠানের নাম-

  1. ফ্রিল্যান্সার
  2. আপওয়ার্ক

iii. ইল্যান্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৩৫। ঘরে বসে আয় করা যায়-

  1. আউটসোর্সিংয়ের সাহায্যে
  2. বেশি বেশি বই পড়ে

iii. ওয়েবসাইট তৈরি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

 

৩৬। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় কিসের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল?

ক. রেডিও

খ. টেলিভিশন

গ. কম্পিউটার

ঘ. ল্যান্ডফোন

উত্তর: ক. রেডিও

 

৩৭। ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম গান’-এই গানের গায়ক কে?

ক. অজয় মল্লিক

খ. পঙ্কজ মল্লিক

গ. পঙ্কজ উদাস

ঘ. পল্লব মল্লিক

উত্তর: খ. পঙ্কজ মল্লিক

 

৩৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী?

ক. কাজের ক্ষেত্র তৈরি

খ. বেকারত্ব বৃদ্ধি

গ. দারিদ্র্য কমানো

ঘ. লোকের অভাব

উত্তর: ক. কাজের ক্ষেত্র তৈরি

 

৩৯। ICT -এর পূর্ণনাম কী?

ক. Information & Communication Technology

খ. Important & Communication Technology

গ. Information & Commercial Text

ঘ. Indext Computer Technology

উত্তর: ক. Information & Communication Technology

 

৪০। যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

উত্তর: ক. দুই

 

৪১। দিন দিন অনলাইন পত্রিকার সংখ্যা-

ক. কমে যাচ্ছে

খ. বৃদ্ধি পাচ্ছে

গ. একই রয়েছে

ঘ. হুমকির মুখে

উত্তর: খ. বৃদ্ধি পাচ্ছে

 

৪২। খবরের কাগজ ও ম্যাগাজিন যোগাযোগের কোন পদ্ধতি?

ক. ব্রডকাস্ট

খ. ইউনিকাস্ট

গ. মাল্টিকাস্ট

ঘ. সুপারকাস্ট

উত্তর: ক. ব্রডকাস্ট

 

৪৩। একমুখী যোগাযোগকে ইংরেজিতে কী বলা হয়?

ক. মাল্টিকাস্ট

খ. ইউনিকাস্ট

গ. ব্রডকাস্ট

ঘ. মিনিকাস্ট

উত্তর: গ. ব্রডকাস্ট

৪৪। ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক?

ক. কম্পিউটার

খ. রোবট

গ. মডেম

ঘ. ক্যালকুলেটর

উত্তর: খ. রোবট

 

৪৫। ব্রডকাস্টের উদাহরণ নিচের কোনটি?

ক. টেলিভিশন

খ. কম্পিউটার

গ. মাউস

ঘ. কি-বোর্ড

উত্তর: ক. টেলিভিশন

 

৪৬। দ্বিমুখী যোগাযোগ মাধ্যম নিচের কোনটি?

ক. টেলিফোন

খ. পত্রিকা

গ. মাউস

ঘ. স্পিকার

উত্তর: ক. টেলিফোন

 

৪৭। কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়-

  1. মোবাইল ফোন
  2. স্বয়ংক্রিয় মেশিন

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

 

৪৮। বর্তমানে একজন মানুষের নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?

ক. ওয়েবসাইট

খ. চাকরি

গ. ই-মেইল অ্যাড্রেস

ঘ. পদবি

উত্তর: গ. ই-মেইল অ্যাড্রেস

 

৪৯। পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোন মাধ্যমে?

ক. কি-বোর্ড

খ. রেডিও

গ. ই-মেইল অ্যাড্রেস

ঘ. টেলিভিশন

উত্তর: গ. ই-মেইল অ্যাড্রেস

 

৫০। ই-মেইল ব্যবহার করার সুবিধা কী?

  1. তথ্য পাঠানো যায়
  2. ছবি পাঠানো যায়

iii. চিঠি পাঠানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৫১। পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কোনটি বেশি ব্যবহার করা হয়?

ক. টেলিভিশন

খ. সংবাদপত্র

গ. মডেম

ঘ. ই-মেইল

উত্তর: ঘ. ই-মেইল

 

৫২। পণ্যের ছবি পাঠাতে কি ব্যবহার করা হয়?

ক. কীবোর্ড

খ. ই-মেইল

গ. টেলিফোন

ঘ. মডেম

উত্তর: খ. ই-মেইল

 

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মনে কর রায়হান আজ থেকে ৫০ বছর পরে বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলো। সে সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন।

 

৫৩। রায়হান অসুস্থ হতো না-

  1. প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে
  2. বান্দরবান বেড়াতে না গেলে

iii. তার শরীরের উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

 

৫৪। রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

ক. কম্পিউটার

খ. রোবট

গ. আইসিটি

ঘ. ইন্টারনেট

উত্তর: ঘ. ইন্টারনেট

 

৫৫। স্মার্ট মোবাইল ফোনে-

  1. ইন্টারনেট ব্যবহার করা যায়
  2. টাচ স্ক্রিন থাকে

iii. ইন্টারনেট থাকলে সংবাদ পড়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৫৬। পরীক্ষার ফলাফল ইন্টারনেট ছাড়াও আর কোন মাধ্যম থেকে জানা যাচ্ছে?

ক. রেডিওতে

খ. টেলিভিশনে

গ. পত্রিকায়

ঘ. মোবাইল ফোনে

উত্তর: ঘ. মোবাইল ফোনে

 

৫৭। মোবাইল ফোনের খুদে বার্তাকে সংক্ষেপে কী বলে?

ক. এসএমএস

খ. এমএসএস

গ. এসএমসি

ঘ. এমএমএস

উত্তর: ক. এসএমএস

 

৫৮। SMS-এর পূর্ণ নাম কী?

ক. Short Message Service

খ. Short Message Serve

গ. Short Mobile Message

ঘ. Short Memory Message

উত্তর: ক. Short Message Service

 

৫৯। ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়?

ক. ফ্যাক্স

খ. রেডিও

গ. মডেম

ঘ. টাচ স্ক্রিন

উত্তর: গ. মডেম

 

৬০। ভার্চ্যুয়াল প্রতিষ্ঠানের কারণে কাজ করা যায়-

  1. ঘরে বসে
  2. অফিসে না গিয়ে

iii. যেকোনো স্থানে থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৬১। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?

ক. কম্পিউটার

খ. ইন্টারনেট

গ. মোবাইল ফোন

ঘ. অপটিক্যাল ফাইবার ক্যাবল

উত্তর: ক. কম্পিউটার

 

৬২। www.roc.gov.bd ওয়েবসাইটটি কোন প্রতিষ্ঠানের?

ক. রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

খ. রেজিস্টার অব জয়েন্ট

গ. কোম্পানি অ্যান্ড ফার্মস

ঘ. জয়েন্ট স্টক কোম্পানি

উত্তর: ক. রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

 

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মারিয়া ও নিধি যৌথ পরিচালনায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করবে। এ জন্য তাদের সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হবে।

 

৬৩। উদ্দীপকে যে ধরনের নিবন্ধনের কথা বলা হয়েছে তা নিচের কোন প্রতিষ্ঠান?

ক. রেজিস্টার অব জয়েন্ট

খ. কোম্পানি অ্যান্ড ফার্মস

গ. জয়েন্ট স্টক কোম্পানি

ঘ. রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

উত্তর: ঘ. রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

 

৬৪। উক্ত ব্যবসায়ে তারা কোন কোন ক্ষেত্রে আইসিটি সংক্রান্ত সুযোগ সুবিধা পাবে?

  1. মজুদ নিয়ন্ত্রণ
  2. উৎপাদন ব্যবস্থা

iii. উন্নত যোগাযোগ ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৬৫। ICT -এর বাংলায় কী বলা হয়?

ক. তথ্য প্রযুক্তি

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. তথ্য ও যোগাযোগ

ঘ. যোগাযোগ প্রযুক্তি

উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

৬৬। উন্নত যোগাযোগ রক্ষা করার সহজ উপায়-

  1. ইন্টারনেট ব্যবহার
  2. মোবাইল ফোন

iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৬৭। মোবাইল ফোনের মাধ্যমে কনফারেন্সের সুবিধা-

  1. একই লোকের সঙ্গে কথা বলা যায়
  2. দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়

iii. একসঙ্গে অনেক লোকের সঙ্গে কথা বলা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

 

৬৮। ফ্যাক্স ব্যবহার করার সুবিধা-

  1. দূরবর্তী স্থানে স্বাক্ষরের প্রয়োজন হলে পাঠানো যায়
  2. লিখিত তথ্য পাঠানো যায়

iii. ছবি পাঠানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৬৯। কিসের মাধ্যমে পণ্যসেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়?

ক. কি-বোর্ড

খ. ইন্টারনেট

গ. কম্পিউটার

ঘ. ইন্ট্রানেট

উত্তর: খ. ইন্টারনেট

 

৭০। কোনো প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে?

ক. ইন্ট্রানেট

খ. ইন্টারনেট

গ. ই-মেইল

ঘ. এক্সানেট

উত্তর: ক. ইন্ট্রানেট

 

৭১। নামের ছাড়পত্র বর্তমানে কত সময়ের মধ্যে পাওয়া যায়?

ক. কমপক্ষে ১৫ দিন

খ. কমপক্ষে ৭ দিন

গ. কমপক্ষে ৩ দিন

ঘ. ৩০ মিনিট

উত্তর: ঘ. ৩০ মিনিট

 

৭২। বর্তমানে কমপক্ষে ৪ দিনে পাওয়া যায় কোনটি?

ক. নামের ছাড়পত্র

খ. নিবন্ধন

গ. ই-পর্চা

ঘ. ই-পুর্জি

উত্তর: খ. নিবন্ধন

 

৭৩। ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হয়?

ক. ফ্যাক্স

খ. মোবাইল ফোন

গ. এটিএম

ঘ. ব্যাংক

উত্তর: গ. এটিএম

 

৭৪। নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমিকা রাখে-

  1. ইন্টারনেট
  2. রেডিও

iii. মোবাইল ফোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৭৫। বর্তমানে যোগাযোগের মাধ্যম হলো-

  1. টেলিফোন
  2. মোবাইল ফোন

iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৭৬। কিসের মাধ্যমে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়?

ক. রেডিও

খ. টেলিভিশন

গ. ফোন

ঘ. ওয়েবসাইট

উত্তর: ঘ. ওয়েবসাইট

 

৭৭। ব্যবসার মূল উদ্দেশ্য কী?

ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উৎপাদন করা

খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উৎপাদন করা

গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

উত্তর: ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উৎপাদন করা

 

৭৮। কী ব্যবহার করে মজুত নিয়ন্ত্রণ করা সহজ হয়?

ক. অর্থ

খ. ব্যবস্থাপনা

গ. বিশেষায়িত সফটওয়্যার

ঘ. মোবাইল ফোন

উত্তর: গ. বিশেষায়িত সফটওয়্যার

 

৭৯। ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোনটি?

ক. স্প্রেডশিট

খ. ওয়ার্ড

গ. ডেটাবেজ

ঘ. উইন্ডোজ

উত্তর: ক. স্প্রেডশিট

 

৮০। কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?

ক. আইপিএস

খ. পিজিএস

গ. এসজিপি

ঘ. জিপিএস

উত্তর: ঘ. জিপিএস

 

৮১। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে?

  1. ইন্টারনেট
  2. ওয়েবসাইট

iii. ওয়েব পোর্টাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৮২। EPOS -এর পূর্ণনাম কী?

ক. Electric Power of Sale

খ. Electronic Power of Sale

গ. Electronic Point of Sale

ঘ. Electronic Point of Step

উত্তর: গ. Electronic Point of Sale

 

৮৩। ইপিওএস-এর কাজ কী?

ক. তথ্য সংগ্রহ

খ. সার্বক্ষণিক মনিটরিং

গ. সরবরাহ পরিকল্পনা

ঘ. ব্যবস্থাপনা

উত্তর: খ. সার্বক্ষণিক মনিটরিং

 

৮৪। উৎপাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কী ভূমিকা রাখে?

ক. পণ্য সরবরাহে

খ. বাজার বিশ্লেষণে

গ. বিপণনে

ঘ. কম খরচে উৎপাদন

উত্তর: ঘ. কম খরচে উৎপাদন

 

৮৫। বিপণনের অন্তর্ভুক্ত হলো-

  1. বাজার বিশ্লেষণ
  2. তথ্য সংগ্রহ

iii. সরবরাহ ও প্রচার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৮৬। ব্যবসায় লেনদেনে ভূমিকা রাখে-

  1. ফ্যাক্স
  2. মোবাইল ফোন

iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

৮৭। জাতীয় ওয়েব পোর্টাল কী?

ক. সরকারি তথ্যাদি প্রকাশ

খ. সরকারি তথ্যাদি গোপন রাখা

গ. সরকারি তথ্যাদি লুকানো

ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান

উত্তর: ক. সরকারি তথ্যাদি প্রকাশ

 

৮৮। জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?

ক. www.bangla.gov.bd

খ. www.bangladesh.gov.db

গ. www.bangladesh.org.bd

ঘ. www.bangladesh.gov.bd

উত্তর: ঘ. www.bangladesh.gov.bd

 

৮৯। ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?

ক. ই-সেবাকেন্দ্র থেকে

খ. অফিস থেকে

গ. কম্পিউটার থেকে

ঘ. থানা থেকে

উত্তর: ক. ই-সেবাকেন্দ্র থেকে

 

৯০। ই-পর্চা কী ধরনের সেবা?

ক. স্বাস্থ্য সেবা

খ. চিকিৎসা সেবা

গ. একধরনের নাগরিক সেবা

ঘ. আইন সেবা

উত্তর: গ. একধরনের নাগরিক সেবা

 

৯১। অনলাইনে জমি-জমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

ক. ই-পর্চা

খ. ই-ল্যান্ড

গ. ই-বুক

ঘ. ই-কমার্স

উত্তর: ক. ই-পর্চা

 

৯২। E-Book -এর পূর্ণনাম কী?

ক. Electronic Booking

খ. Electronic Book

গ. Electric Book

ঘ. Election Book

উত্তর: খ. Electronic Book

 

৯৩। সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম-

ক. www.ebook.gov

খ. www.ebook.bd

গ. www.ebook.gov.bd

ঘ. www.ebook.bd.gov

উত্তর: গ. www.ebook.gov.bd

 

৯৪। ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?

ক. পুর্জি

খ. ই-বুক

গ. ই-পর্চা

ঘ. ই-পুর্জি

উত্তর: ঘ. ই-পুর্জি

 

৯৫। বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?

ক. রেডিওতে

খ. মোবাইল ফোনে

গ. ল্যাপটপে

ঘ. কম্পিউটারে

উত্তর: খ. মোবাইল ফোনে

 

৯৬। টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?

ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

খ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

গ. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

উত্তর: ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

 

৯৭। চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?

ক. যোগাযোগের কারণে

খ. উন্নত তদারকির কারণে

গ. তথ্য প্রযুক্তির প্রভাবে

ঘ. পরিবেশের কারণে

উত্তর: গ. তথ্য প্রযুক্তির প্রভাবে

 

৯৮। কম্পিউটারের মতো কাজ করতে পারে এরকম ছোট যন্ত্রের নাম কী?

ক. FAGA

খ. DFPA

গ. PPGA

ঘ. FPGA

উত্তর: ঘ. FPGA

 

৯৯। রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করার য়ন্ত্রের নাম কি?

ক. পজিট্রন এমিশন টমোগ্রাফি

খ. এমিশন টমোগ্রাফি

গ. পজিট্রন টমোগ্রাফি

ঘ. এমিশন

উত্তর: ক. পজিট্রন এমিশন টমোগ্রাফি

 

১০০। মানুষের জিনোম রহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?

ক. ডাক্তারের

খ. কেমোথেরাপির

গ. তথ্য প্রযুক্তির

ঘ. ইনসুলিনের

উত্তর: গ. তথ্য প্রযুক্তির

 

১০১। মানুষের জিনোম রহস্যভেদ করার ফলে-

  1. প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঔষধ তৈরি হবে
  2. চিকিৎসা জগতে বিপ্লব তৈরি হবে

iii. সত্যিকারভাবে রোগের কারণ খুঁজে বের করা যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

 

১০২। PLA -এর পূর্ণনাম কী?

ক. Programme Logic Array

খ. Programmable Logic Array

গ. Programme Logic Arithmatic

ঘ. Programmable Logic Arithmatic

উত্তর: খ. Programmable Logic Array

 

১০৩। FPGA -এর পূর্ণনাম কী?

ক. Field Programmable Gate Array

খ. Final Programme Gate Array

গ. Field Progress Gate Array

ঘ. Field Programmable Go Array.

উত্তর: ক. Field Programmable Gate Array

 

১০৪। গবেষণার সম্পূর্ণ কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় কোন যন্ত্রের মাধ্যমে

ক. PAL

খ. FPGA

গ. Soft

ঘ. PLA

উত্তর: ঘ. PLA

 

১০৫। Virtual Laboratory -এর ওয়েবসাইট কোনটি?

ক. www.roc.gov.bd

খ. www.soft.com

গ. www.softpedia.com

ঘ. www.roc.com

উত্তর: গ. www.softpedia.com

 

১০৬। পরীক্ষা নিরীক্ষার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন-

  1. প্রচলিত কম্পিউটার
  2. বিশেষায়িত কম্পিউটার

iii. ল্যান্ডফোন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

 

*****

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top