Chapter-6

নবম-দশম / এসএসসি

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ষষ্ঠ অধ্যায়- ডেটাবেজের ব্যবহার

MCQ

১. কম্পিউটারের ভাষায় উপাত্ত কী? 

ক. কাঁচামাল 

খ. প্রোগ্রাম 

গ. শব্দ 

ঘ. বাক্য 

উত্তর: ক. কাঁচামাল

২. Data শব্দটি কোন শব্দের বহুবচন?  

ক. Datas 

খ. Dataes 

গ. Datums 

ঘ. Datum 

উত্তর: ঘ. Datum

৩. ডেটাবেজ হলো-

ক. তথ্যভান্ডার 

খ. অপারেটিং সিস্টেম 

গ. হিসাব-নিকাশ 

ঘ. ওয়ার্ড প্রসেসিং 

উত্তর: ক. তথ্যভান্ডার

৪. তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়- 

ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম 

খ. স্প্রেডশিট প্রোগ্রাম 

গ. ডেটাবেজ প্রোগ্রাম 

ঘ. বেসিক প্রোগ্রাম

উত্তর: গ. ডেটাবেজ প্রোগ্রাম

৫. DBMS এর পূর্ণরূপ কোনটি? 

ক. Data Management System 

খ. Database Management Synchonization 

গ. Database Management System 

ঘ. Database Managable System 

উত্তর: গ. Database Management System

৬. ডেটাবেজ এর আরেক নাম-

ক. DBS 

খ. DBMS 

গ. DB 

ঘ. DBM 

উত্তর: খ. DBMS

৭. ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কি বুঝায়? 

ক.  ডেটাবেজ  বিভিন্ন ভাবে সাজানো 

খ. ডেটা এন্ট্রি 

গ. ডেটাবেজকে নামকরণ করা 

ঘ. নতুন ডেটা অন্তর্ভুক্ত

উত্তর: ক.  ডেটাবেজ  বিভিন্ন ভাবে সাজানো

৮. ডেটাবেজের ক্ষুদ্রতম একক কোনটি? 

ক. উপাত্ত 

খ. সেল 

গ. রেকর্ড 

ঘ. ফিল্ড

উত্তর: ঘ. ফিল্ড

৯. কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একক-

ক. উপাত্ত 

খ. ফিল্ড 

গ. রেকর্ড 

ঘ. ফাইল

উত্তর: ক. উপাত্ত

১০. একটি ডেটাবেজে থাকে-

ক. সারি 

খ. কলাম 

গ. রেকর্ড 

ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

১১. কলামের শিরোনামকে কী বলা হয়?

ক. সারি 

খ. ফিল্ড 

গ. কুয়েরি 

ঘ. মডিউল

উত্তর: খ. ফিল্ড

১২. কলাম এবং সারির সমন্বয়ে গঠিত হয়-

ক. ডকুমেন্ট 

খ. ডেটাবেজ 

গ. স্লাইড 

ঘ. ফিল্ড 

উত্তর: খ. ডেটাবেজ

১৩. কম্পিউটারভিত্তিক কোন পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজনীয় পুনরুদ্ধার করা যায়?

ক. এক্সেল 

খ. ওয়ার্ড 

গ. ডেটাবেজ 

ঘ. ডস

উত্তর: গ. ডেটাবেজ

১৪. ডেটাবেজের ফিল্ড কিসের বৈশিষ্ট্য নির্দেশ করে? 

ক. ডেটা 

খ. রিপোর্ট 

গ. মাউস 

ঘ. ফাইল

উত্তর: ক. ডেটা

১৫. ডেটাবেজ ব্যবহার করে- 

  1. বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়
  2. তথ্য ব্যবস্থাপনা করা যায়

iii.  স্লাইড আকারে তথ্যকে উপস্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক?  

ক. i ii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ক. i ii

১৬. রেকর্ড হলো-  

ক. ফিল্ডের সমষ্টি 

খ. তথ্যের সমষ্টি 

গ. ফাইলের সমষ্টি 

ঘ. ডেটাবেজের সমষ্টি

উত্তর: ক. ফিল্ডের সমষ্টি

১৭. রেকর্ড হলো কিছু—এর সমষ্টি।

ক. ফিল্ড 

খ. ফাইল 

গ. ডেটাবেজ 

ঘ. অক্ষর

উত্তর: ক. ফিল্ড

১৮. একটি রেকর্ডে ফিল্ড থাকতে পারে- 

ক. ১টি 

খ. ২টি 

গ. ৪টি 

ঘ. একের অধিক

উত্তর: ঘ. একের অধিক

১৯. ফাইল কিসের সমষ্টি? 

ক. রেকর্ডের 

খ. ফিল্ডের 

গ. উপাত্তের 

ঘ. তথ্যের

উত্তর: ক. রেকর্ডের

২০. কোন একটি এনটিটির অ্যাট্রিবিউট সমূহের সমষ্টিকে বলে-

ক. ডেটা 

খ. রেকর্ড 

গ. ফাইল 

ঘ. রিপোর্ট

উত্তর: খ. রেকর্ড

২১. কলাম বা হেডিংয়ে পাওয়া যায়-

ক. সারির সংখ্যা 

খ. রেকর্ডের বিবরণী 

গ. কলামের সংখ্যা 

ঘ. তথ্যের পরিচয়

উত্তর: ঘ. তথ্যের পরিচয়

২২. সাধারণ ডেটাবেজে কয়টি ফাইল থাকে? 

ক. ১টি 

খ. ২টি 

গ. ৩টি 

ঘ. ৪টি

উত্তর: ক. ১টি

২৩. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা-

ক. ২টি 

খ. ৩টি 

গ. ৪টি 

ঘ. ৬টি

উত্তর: ক. ২টি

২৪. মাইক্রোসফট এক্সেস এর সাহায্যে সহজেই-

  1. মেইলিং লেবেল তৈরি করা যায়
  2. একাধিক ডেটাটেবিলের মধ্যে স¤পর্ক স্থাপন করা যায়

iii. হিসাব-নিকাশ করা যায়

কোনটি সঠিক?

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ক. iii

২৫. কোনটি অন্যটি থেকে আলাদা?

ক. ফক্সপ্রো 

খ. এক্সেস 

গ. ওরাকল

ঘ. ওয়ার্ড

উত্তর: ঘ. ওয়ার্ড

২৬. মাইক্রো কম্পিউটারের আদর্শ ডেটাবেজ কোনটি? 

ক. এক্সেল 

খ. এক্সেস 

গ. ডিবেজ 

ঘ. ওরাকল

উত্তর: খ. এক্সেস

২৭. মেইনফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডেটাবেজ প্রোগ্রাম কোনটি? 

ক. ওরাকল 

খ. ডিবেজ 

গ. ফাইল মেকার প্রো 

ঘ. ফক্সপ্রো

উত্তর: ক. ওরাকল

২৮. ওরাকল কী ধরনের প্রোগ্রাম?

ক. এক্সেল 

খ. গ্রাফিক্স 

গ. ওয়েব 

ঘ. ডেটাবেজ

উত্তর: ঘ. ডেটাবেজ

* নিচের অনুচ্ছেদটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও :

লামিয়া একটি অফিসে চাকরি করে। সে অফিসের কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষণে মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম ব্যবহার করে।

২৯. লামিয়া কী ধরনের প্রোগ্রাম ব্যবহার করেন?

ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম 

খ. ডেটাবেজ প্রোগ্রাম 

গ. লেখালেখির প্রোগ্রাম 

ঘ. ডিজাইন করার প্রোগ্রাম

উত্তর: খ. ডেটাবেজ প্রোগ্রাম

৩০. লামিয়া-র ব্যবহৃত প্রোগ্রামটিতে থাকে-

  1. রেকর্ড
  2. টুলবক্স

iii. শিরোনাম

কোনটি সঠিক? 

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: খ. iiii

৩১. কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয় কোন দশক থেকে? 

ক. পঞ্চাশ 

খ. ষাট 

গ. সত্তর 

ঘ. আশি 

উত্তর: খ. ষাট

৩২. একটি ডেটাবেজের আকর্ষণ হলো-

  1. রিপোর্ট
  2. ফর্ম

iii. কুয়েরি

নিচের কোনটি সঠিক?

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ঘ. i, iiiii

৩৩. একটি ডেটাবেজের আওতায় থাকে-

  1. ম্যাক্রো
  2. মডিউল

iii. ডেটাটেবিল

নিচের কোনটি সঠিক?

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ঘ. i, iiiii

৩৪. ডেটাবেজ প্রোগ্রাম হলো-

  1. ফক্সপ্রো
  2. ওরাকল

iii. ডিবেজ

নিচের কোনটি সঠিক?

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ঘ. i, iiiii

৩৫. ডেটাবেজ প্রোগ্রাম হলো-

  1. ফক্সবেজ
  2. এমএস এক্সেস

iii. প্যারাডক্স

নিচের কোনটি সঠিক?

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: ঘ. i, iiiii

৩৬. একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য কী তৈরি করা যায়?

ক. কুয়েরি 

খ. রিলেশন 

গ. ডেটাটেবিল 

ঘ. ফিল্ড

উত্তর: খ. রিলেশন

৩৭. ডেটাবেজে কোনটি ব্যবহারে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়?

ক. কুয়েরি 

খ. শর্ত 

গ. টেবিল 

ঘ. ফিল্ড

উত্তর: গ. টেবিল

৩৮. ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়?

ক. ডেটা 

খ. ইনডেক্স 

গ. মডিউল 

ঘ. ম্যাক্রো

উত্তর: খ. ইনডেক্স

৩৯. ডেটাবেজে ইনপুট ভেলিডেশন চেক করার জন্য কোথায় শর্ত প্রদান করা হয়?

ক. রেকর্ডে 

খ. ফিল্ডে 

গ. সারিতে

ঘ. ফর্মুলা বারে

উত্তর: খ. ফিল্ডে

৪০. ডেটাবেজ প্রোগ্রামে সর্টিং এর মাধ্যমে কি করা হয়? 

ক. তথ্য ইনপুট দেয়া 

খ. তথ্য মুছে ফেলা হয় 

গ. তথ্য বাছাই করা হয় 

ঘ. তথ্য প্রদর্শন করা হয়

উত্তর: গ. তথ্য বাছাই করা হয়

৪১. বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসাবে তথ্য বাছাইকে বলে-

ক. Arrange 

খ. Search 

গ. Sorting 

ঘ. Distribute 

উত্তর: গ. Sorting

৪২. ডেটাকে ছোট থেকে বড় ক্রমের দিকে সাজানোকে কী বলে?

ক. আরোহী পদ্ধতি 

খ. Descending 

গ. অবরোহী পদ্ধতি

ঘ. Maximization 

উত্তর: ক. আরোহী পদ্ধতি

৪৩. কোনটি আরোহী পদ্ধতিতে সাজানো?

ক. A-Z 

খ. Z-A 

গ. P-L 

ঘ. R-M 

উত্তর: ক. A-Z

৪৪. ডেটাকে বড় থেকে ছোট ক্রমের দিকে সাজানোকে কী বলে?

ক. আরোহ পদ্ধতি 

খ. অবরোহী পদ্ধতি 

গ. Maximization

ঘ. Minimization 

উত্তর: খ. অবরোহী পদ্ধতি

৪৫. কোনটি অবরোহী পদ্ধতিতে সাজানো?

ক. C-A 

খ. A-Z 

গ. P-T 

ঘ. Z-A 

উত্তর: ঘ. Z-A

৪৬. ডেটা টেবিলের ডেটা বিন্যাস করা যায় কীভাবে?

ক. বর্ণানুক্রমিক পদ্ধতিতে 

খ. সংখ্যানুক্রমিক পদ্ধতিতে 

গ. নাম অনুযায়ী

ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

৪৭. Database প্রোগ্রামে Ascending আইকন কোন রিবনে থাকে?

ক. Home 

খ. Datasheet 

গ. View 

ঘ. Tools 

উত্তর: ক. Home

৪৮. রোল, বয়স, ফোন নম্বর প্রভৃতি ফিল্ডের ডেটা বিন্যাসকরণকে কী ধরনের বিন্যাস বলে? 

ক. অবরোহী 

খ. আরোহী 

গ. সংখ্যানুক্রমিক 

ঘ. বর্ণানুক্রমিক 

উত্তর: গ. সংখ্যানুক্রমিক

৪৯. নাম, ঠিকানা প্রভৃতি ফিল্ডের ডেটা বিন্যাসকরণকে কী ধরনের বিন্যাস বলে? 

ক. সংখ্যানুক্রমিক 

খ. Descending 

গ. Ascending 

ঘ. বর্ণানুক্রমিক 

উত্তর: ঘ. বর্ণানুক্রমিক

৫০. একটি ব্যাংকের ডেটাবেজ থেকে নির্দিষ্ট কোন পেশার গ্রাহকদের তথ্য জানার পদ্ধতিকে কী বলা হয়? 

ক. Recording 

খ. Search 

গ. Query 

ঘ. Format 

উত্তর: গ. Query

৫১. নিচের কোনটি ডেটাবেজের ডেটা টাইপ?

ক. Text

খ. Currency 

গ. Number 

ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

৫২. Address কোন ধরণের ডেটা টাইপ- 

ক. Number 

খ. Curency 

গ. Text 

ঘ. Date 

উত্তর: গ. Text

৫৩. নাম ফিল্ডের ডেটা টাইপ- 

ক. Text 

খ. Currency 

গ. Number

ঘ. Date/Time 

উত্তর: ক. Text

৫৪. ডেটাবেজে ব্যবহৃত প্রধান datatype কোনটি?

ক. Text  

খ. Date/Time 

গ. Memo 

ঘ. Currency 

উত্তর: ক. Text

৫৫. ২০ জানুয়ারী কোন ধরনের ডেটা? 

ক. Date/Time  

খ. Currency 

গ. Number 

ঘ. Object 

উত্তর: ক. Date/Time  

৫৬. Currency ডেটা কি সম্পর্কে হয়ে থাকে? 

ক. সংখ্যা বদলানো সম্পের্কে 

খ. সময় ও তারিখ সম্পর্কে 

গ. অক্ষর সম্পর্কে 

ঘ. মুদ্রা সম্পর্কে

উত্তর: ঘ. মুদ্রা সম্পর্কে

৫৭. কোনটি গাণিতিক ডেটা টাইপ? 

ক. Number 

খ. Text 

গ. Date/Time

ঘ. Memo 

উত্তর: ক. Number

৫৮. ডেটাবেজে লজিক্যাল ফিল্ডের Width কত? 

ক. ১ 

খ. ২ 

গ. ৩ 

ঘ. ৪

উত্তর: ক. ১

৫৯. যে ডেটা এন্ট্রির ক্ষেত্রে Yes/No ব্যবহার করলেই চলে তাকে কি ধরনের ডেটা বলে? 

ক. লজিক্যাল 

খ. মেমো 

গ. টেক্সট 

ঘ. গাণিতিক

উত্তর: ক. লজিক্যাল

৬০. Salary ফিল্ডের ডেটা টাইপ 

ক. Logical 

খ. Text 

গ. Number 

ঘ. Currency 

উত্তর: ঘ. Currency

৬১. একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট ধরনের সম্পর্কযুক্তকে কি বলে? 

ক. Lookup 

খ. Hyperlink 

গ. Object 

ঘ. Text 

উত্তর: খ. Hyperlink

৬২. ফিল্ডের আকার নির্ধারণের অপশন-

ক. Field Name 

খ. Auto number 

গ. Number 

ঘ. Field Size 

উত্তর: ঘ. Field Size

৬৩. ডেটাবেজের কোন উইন্ডোতে data entry করতে হয়?

Worksheet 

খ. Designe view  

গ. Datasheet View 

ঘ. Final Data 

উত্তর: গ. Datasheet View

৬৪. Database এ একই কাজ বার বার করা থেকে মুক্তি পেতে কোনটি তৈরি করা হয়?

ক. Table 

খ. Macro 

গ. Query 

ঘ. File 

উত্তর: খ. Macro

৬৫. ডেটাবেজের Design view অপশন কোন আইকনের অন্তর্ভুক্ত?

ক. Edit 

খ. Tools 

গ. View 

ঘ. Insert 

উত্তর: গ. View

৬৬. ডেটাবেজ প্রোগ্রামে শর্তারোপ করে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণকে কী বলে?

ক. কুয়েরি 

খ. ইনপুট ভেলিডেশন

গ. ফর্ম 

ঘ. ম্যাক্রো

উত্তর: খ. ইনপুট ভেলিডেশন

৬৭. ডেটাবেজে ইনপুট ভেলিডেশন প্রক্রিয়ায়-

  1. ফিল্ডের ডেটা টাইপ নির্ধারণ করা যায়
  2. ডেটা ফিল্ডে শর্তারোপ করা যায়

iii. ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায় 

নিচের কোনটি সঠিক? 

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: গ. iiiii

৬৮. ডেটাবেজের তথ্য অনুসন্ধানের জন্য নিচের কোনটি সঠিক?

ক. ফর্ম ও রিপোর্ট 

খ. টেবিল ও ফর্ম 

গ. কুয়েরী ও ফর্ম 

ঘ. কুয়েরী ও ডেটা

উত্তর: ঘ. কুয়েরী ও ডেটা

৬৯. কুয়েরি ফাইল কোথায় থাকে?

ক. ডেটাবেজে 

খ. রিপোর্টে 

গ. টেবিলে

ঘ. ওয়ার্ডে

উত্তর: ক. ডেটাবেজে

৭০. এক্সেস ডেটাবেজের প্রধান অবজেক্ট কোনটি? 

ক. ফর্ম 

খ. টেবিল 

গ. রেকর্ড 

ঘ. ফিল্ড

উত্তর: খ. টেবিল

৭১. Ms-Access2007 10 জুন 2023 তারিখটি কোন ফরমেটে লেখা? 

ক. লং 

খ. শর্ট 

গ. মিডিয়াম 

ঘ. জেনারেল

উত্তর: ক. লং

৭২. মাইক্রোসফট এক্সেস খোলার সঠিক নিয়ম কোনটি?

ক. All programs → Starts → Microsoft Access 

খ. Start → All Programs → Microsoft office 

গ. Start→All Programs→Microsoft Access→ Table 

ঘ. Start → All Programs → Microsoft Office → Microsoft Access 

উত্তর: ঘ. Start → All Programs → Microsoft Office → Microsoft Access

৭৩. মাইক্রোসফট এক্সেস প্রোগ্রামে নতুন database খুলতে কোন আইকনে ক্লিক করতে হয়? 

ক. Blank database 

খ. Open 

গ. New 

ঘ. Create 

উত্তর: ক. Blank database

৭৪. Database এর Design View কোন মেনুতে পাওয়া যায়?

ক. Edit 

খ. View 

গ. Table 

ঘ. Home 

উত্তর: খ. View

৭৫. এক ফিল্ড থেকে পরবর্তী ফিল্ডে কার্সর সরানোর কীবোর্ড বোতাম কোনটি? 

ক. Tab 

খ. Space 

গ. Shift 

ঘ. Enter 

উত্তর: ক. Tab

৭৬. Save অপশনটি এক্সেস প্রোগ্রামে কোথায় পাওয়া যায়?

ক. এডিট 

খ. অফিস বোতাম 

গ. ভিউ 

ঘ. টুলস

উত্তর: খ. অফিস বোতাম

৭৭. ডেটাবেজ প্রোগ্রামে ফাইল সংরক্ষণে ব্যবহৃত অপশন কোনটি?

ক. Save 

খ. new

গ. open

ঘ. Edit 

উত্তর: ক. Save

৭৮. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করার কীবোর্ড কমান্ড কোনটি? 

ক. Tab + S 

খ. Alt + S 

গ. Ctrl + S

ঘ. Shift + S 

উত্তর: গ. Ctrl + S

৭৯. Ms-Access2007 এ কাজ করার জন্য নিচের কোনটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়? 

ক. ডেটা 

খ. রেকর্ড 

গ. টেক্সট 

ঘ. মেমো 

উত্তর: খ. রেকর্ড

৮০. ডেটাবেজ ফাইলের এক্সটেনশন হলো-

ক. DBF 

খ. BAS 

গ. DBASE 

ঘ. SYS 

উত্তর: ক. DBF

৮১. অপ্রয়োজনীয় কলাম বাতিল করার জন্য কোন আইকনে click করতে হবে?

ক. Home 

খ. Backspace 

গ. Delete 

ঘ. Cancel 

উত্তর: গ. Delete

৮২. ডেটাবেজে delete আইকনটি কোন রিবনের অধীনে?

ক. View

খ. Edit

গ. Home 

ঘ. Insert 

উত্তর: গ. Home

৮৩. রেকর্ড বাতিল করার জন্য কোন রিবনের অধীনে যেতে হবে?

ক. View 

খ. Tools

গ. Insert 

ঘ. Home 

উত্তর: ঘ. Home

* নিচের ছকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ID No.NamePositionSalary
101ইফসাম্যানেজার25,000
201লামিয়াঅফিসার20,000
301অঙ্কিতাঅফিসার18,000

৮৪. উক্ত ডেটাবেজে কয় ধরনের ডেটা টাইপ রয়েছে? 

ক. ৩ 

খ. ৪ 

গ. ৫ 

ঘ. ৬

উত্তর: ক. ৩

৮৫. উক্ত ডেটাবেজে কয় ধরনের ডেটা রয়েছে? 

ক. ৩ 

খ. ৪ 

গ. ৫ 

ঘ. ৬

উত্তর: খ. ৪

৮৬. যাদের বেতন 20,000 টাকার বেশি তাদের তালিকা তৈরি করতে ব্যবহার করতে হবে- 

ক. >20,000 

খ. <20,000 

গ. =>20,000 

ঘ. = 20,000 

উত্তর: ক. >20,000

৮৭. ডেটাবেজ ফাইল তৈরির পর কোন কাজটি করতে হয়?

ক. কুয়েরি করা 

খ. সংরক্ষণ 

গ. ফর্ম তৈরি 

ঘ. রিলেশন তৈরি

উত্তর: খ. সংরক্ষণ

৮৮. ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করতে হলে কোথায় যেতে হবে?

ক. Design view উইন্ডোতে 

খ. Query window তে 

গ. Datasheet উইন্ডোতে

ঘ. ফর্মে

উত্তর:  ক. Design view উইন্ডোতে

* নিচের টেবিলটি লক্ষ্য কর ও ২টি প্রশ্নের উত্তর দাও :

AgeNumberRollCode
24508070
57206020
80703050

৮৯. এখানে কোনটি আরোহী বিন্যাসে সজ্জিত?

ক. Number 

খ. Age 

গ. Roll 

ঘ. Code 

উত্তর: খ. Age

৯০. এখানে কোনটি অবরোহী বিন্যাসে সজ্জিত?

ক. Age 

খ. Number 

গ. Roll 

ঘ. Code 

উত্তর: গ. Roll

৯১. ডেটাবেজ প্রোগ্রামে তথ্য অনুসন্ধানে ব্যবহৃত কমান্ড কোনটি?

ক. Match 

খ. Macro 

গ. Find and Replace 

ঘ. Field 

উত্তর: গ. Find and Replace

৯২. Find and Replace আইকন ডেটাবেজের কোন রিবনের অধীনে?

ক. View 

খ. Home 

গ. Tools 

ঘ. Insert 

উত্তর: খ. Home

৯৩. একটি ডেটাকে অন্য ডেটা দ্বারা প্রতিস্থাপন করাকে বলে- 

ক. Replace 

খ. Refresh 

গ. Find 

ঘ. Rewrite 

উত্তর: ক. Replace

৯৪. একাধিক তথ্যের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়-

ক. শর্তযুক্ত অনুসন্ধান 

খ. রিপোর্ট 

গ. অনুসন্ধান 

ঘ. ম্যাক্রো 

উত্তর: ক. শর্তযুক্ত অনুসন্ধান

৯৫. ৩০ থেকে ৬০ বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে Between Numbers বক্সের Highest ঘরে কত টাইপ করতে হবে?  

ক. ৩০ 

খ. ৬০ 

গ. ৯০ 

ঘ. ১৮০০

উত্তর: খ. ৬০

৯৬. ডেটাবেজে Does not Equal অপশনটি–আইকনে থাকে।

ক. Edit 

খ. Selection 

গ. Design 

ঘ. Filter 

উত্তর: খ. Selection

* নিচের অনুচ্ছেদটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও : 

ডেটাবেজ প্রোগ্রামে Salary ডেটা টেবিলে Salary ফিল্ডে শর্তের ভিত্তিতে ডেটা এন্ট্রি করা হচ্ছে যেখানে সর্বনিম্ন বেতন হিসেবে 10000 এবং সর্বোচ্চ বেতন 20500 এন্ট্রি হবে। এর বাইরে এন্ট্রি দিলে ভুল বার্তা প্রদর্শন করবে।

৯৭. কাজটি করতে নিচের কোন পদ্ধতিটি ব্যবহৃত হবে?

ক. ইন্ডেক্স 

খ. কুয়েরি 

গ. লিঙ্ক 

ঘ. ইনপুট ভেলিডেশন

উত্তর: খ. কুয়েরি

৯৮. শর্তসমূহ হলো-

  1. > = 10000 
  2. > 10000 < 20500 

iii. < = 20500

নিচের কোনটি সঠিক?  

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: খ. iiii

৯৯. তথ্য খোঁজার সাথে সর্ম্পক হলো-

ক. Record 

খ. Macro 

গ. Report

ঘ. Query 

উত্তর: ঘ. Query

১০০. তথ্য উপস্থাপনের সাথে স¤পর্কিত কোনটি?

ক. Report 

খ. Form 

গ. Table

ঘ. Query  

উত্তর: ক. Report

১০১. তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়-

ক. কুয়েরিতে 

খ. টেবিলে 

গ. Design View 

ঘ. রিপোর্টে

উত্তর: ঘ. রিপোর্টে

১০২. কুয়েরি পদ্ধতিতে তথ্য অনুসন্ধান করতে কোন রিবনে ক্লিক করতে হয়? 

ক. Design মেনুতে 

খ. Create মেনুতে 

গ. Filter মেনুতে 

ঘ. Home মেনুতে  

উত্তর: খ. Create মেনুতে

১০৩. শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করতে-

  1. শর্তের প্রয়োগ করতে হয়
  2. কুয়েরি ব্যবহার করা হয়

iii. ম্যাক্রো ব্যবহার করা হয়

কোনটি সঠিক? 

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: খ. iiii

১০৪. রিপোর্ট অর্থ-

ক. সাজানো 

খ. বিন্যাসকরণ 

গ. প্রতিবেদন 

ঘ. তথ্য

উত্তর: গ. প্রতিবেদন

১০৫. কোনটির উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হয়?

ক. কুয়েরি 

খ. মডিউল 

গ. ফাইল

ঘ. ফর্ম

উত্তর: ক. কুয়েরি

১০৬. রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয়?

ক. Print 

খ. Print Preview 

গ. View 

ঘ. Design View 

উত্তর: খ. Print Preview

১০৭. রিপোর্টে পৃষ্ঠার মাপ নির্ধারণে ব্যবহার করা হয়-

ক. Gridline 

খ. Orientation 

গ. Margins 

ঘ. Layout 

উত্তর: গ. Margins

১০৮. রিপোর্ট আকারে-

  1. তথ্য মুদ্রণ করা যায়
  2. কুয়েরি তৈরি করা যায়

iii. তথ্য উপস্থাপন করা যায়

কোনটি সঠিক? 

ক. iii 

খ. iiii 

গ. iiiii 

ঘ. i, iiiii 

উত্তর: খ. iiii

১০৯. গ্রিডলাইন কী?

ক. অক্ষরের উপর বা নিচের লাইন 

খ. রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন

গ. রেকর্ড রাখার ক্যানভাস 

ঘ. রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন

উত্তর: ঘ. রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন

****

You cannot copy content of this page

Scroll to Top