শেখ রাসেল কুইজ-২
শেখ রাসেল দিবস কবে?
১৮ অক্টোবর
ছোট্ট বয়স থেকেই রাসেলের ছিল –
নেতৃত্বসুলভ আচরণ
রাসেলকে কেউ যদি প্রশ্ন করতো বড় হয়ে তুমি কী হবে—উত্তরে রাসেল বলতো
আর্মি অফিসার
‘কারাগারের রোজনামচা’য় শেখ রাসেলের বয়স বঙ্গবন্ধু উল্লেখ করেছেন-
২ বছর
‘আমি মায়ের কাছে যাব’ উক্তিটি কার ?
শেখ রাসেল
গীতালি দাস গুপ্ত কে ছিলেন?
রাসেলের শিক্ষক
১৯৭৫ সালে রাসেল কোন ক্লাসের ছাত্র ছিলেন ?
চতুর্থ
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে বি. এ পাশ করেন?
১৯৪৭
রাসেল কেমন থালায় ভাত খেতে খুব পছন্দ করতেন?
লাল ফুল আঁকা থালাই
ছোট বেলায় রাসেল কার কাছে পড়তে পছন্দ করতো?
রমজান আলী
বিদেশে ভ্রমনে রাসেল কোন পোশাক বেশী পছন্দ করতো?
প্রিন্স কোর্ট
বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান কত সালে?
১৯৭২
কত সালে শেখ রাসেল জাপান ভ্রমণ করেছিলেন?
১৯৭৩
ওমর আলী কে ছিলেন?
টিভিতে ইংরেজি সংবাদ পাঠক
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলকাতায় কোন কলেজের ছাত্র ছিলেন?
ইসলামিয়া কলেজ
শেখ মুজিবর রহমানকে কখন “বঙ্গবন্ধু” উপাধি দেয়া হয়?
1969
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কবে পূর্ব বাংলার পরিবর্তে বাংলাদেশ নামকরণ করেন?
1969
বাংলাদেশ এর প্রথম অস্থায়ী রাজধানী –
মুজিবনগর
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
৩রা মার্চ ১৯৭১
বাংলাদেশ কে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
মালয়েশিয়া
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে কে প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?
এম এ হান্নান
মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কয়টি সেক্টর ছিল?
১১টি
মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা কত নম্বর সেক্টরে ছিল?
2
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে ছয়দফা ঘোষণা করেন?
1966
বঙ্গবন্ধু হত্যার পরে কবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন?
১৭ ই মে ১৯৮১
বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার বন্ধে কুখ্যাত ইনডেমিনিটি আইন প্রণয়ন করে কোন সরকার?
জিয়াউর রহমান
বিদেশে ভ্রমণের সময় শেখ রাসেল কোন দিকটির প্রতি বিশ্ব নেতাদের মুগ্ধ করতেন?
উচ্চ শির ও আত্নবিশ্বাস চাহনী
শেখ রাসেল মা – কে আম্মা ছাড়া আর কী বলে ডাকতো?
আব্বা
শেখ রাসেল বঙ্গবন্ধুকে শুনিয়েছিলেন – “৬ দফা মানতে হবে, সংগ্রাম-সংগ্রাম চলবে” তখন তার বয়স কত ছিল ?
আড়াই বছর
জাপান ভ্রমণে শেখ রাসেল বেশি আকৃষ্ট হন কিসে?
জাপানি সংস্কৃতি
মহান মুক্তিযুদ্ধ চলাকালে শেখ রাসেল এবং তার পরিবার কোথায় ছিল?
ধানমণ্ডি
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী এর নাম কি?
জীবননগর
কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে জুলিও ক্যুরি পদক প্রদান করেন?
বিশ্বশান্তি পরিষদ
শেখ রাসেলের জন্য অনেক ‘কমিক’ বই কে নিয়ে আসতেন এবং পরে শোনাতেন?
ওমর আলী
শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পে বর্তমানে কতটি স্কুল অন্তর্ভুক্ত আছে?
৩০০
শেখ রাসেলের শৈশব কাটে কোথায়?
ধানমন্ডির ৩২ নং রোডের বাসায়
শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়ার সময় স্কুলের প্রিন্সিপাল কে ছিলেন?
রাজিয়া মতিন
আব্দুর রব সেরনিয়াবাত সম্পর্কে রাসেলের কি হন?
ফুফা
১৪ আগস্ট কেন শেখ রাসেল সন্ধ্যা পর্যন্ত স্কুলে অবস্থান করেন?
বঙ্গবন্ধু পরদিন বিশ্ববিদ্যালয়ে যাবেন সেজন্য
কোন রাষ্ট্রীয় সফরের দাওয়াতপত্রে বিশেষভাবে রাসেলের কথা উল্লেখ করা ছিল?
জাপান
১৪ আগস্ট শেখ রাসেল কতক্ষণ স্কুলে অবস্থান করেন?
সন্ধ্যা পর্যন্ত
পুরনো গণভবন বর্তমান নাম কি?
সুগন্ধা
রাসেল প্রতিদিন বিকেলে কোথায় আসত?
গণভবন
১৯৬৮ সালে কত মাস শেখ রাসেল বঙ্গবন্ধুকে দেখেননি?
৬ মাস
রাসেল কাকে ছায়ার মতো অনুসরণ করতো?
আব্বু
১৯৬৯ সালে যখন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান তখন শেখ রাসেলের বয়স কত ছিল?
৪ বছর
বঙ্গবন্ধু কখন ভাষা আন্দোলন শুরু করেন?
১৯৪৮ সালে
যখন জয়ের কাছ থেকে কোন খেলনা নিতে চাইতো তখন জয়কে রাসেল কি দিত?
চকলেট
শেখ রাসেল কাকে হারিয়ে ফেলার ভয়ে থাকতেন?
আব্বাকে
১৯৭২ সালের ১০ জানুয়ারি আব্বাকে আনার জন্য শেখ রাসেল কার সাথে বিমানবন্দরে গিয়েছিলেন?
দাদার সাথে
টেলিভিশনের সংবাদ পাঠক ওমর আলী শেখ রাসেলকে কোন ধরনের বই পড়ে শোনাতেন?
কমিক বই
রাসেলের কথা ও কান্না টেপরেকর্ডারে টেপ কে করতেন?
শেখ হাসিনা
শেখ রাসেল বাবাকে অনুকরণ করে কোন ধরনের পোশাক পরতেন?
প্রিন্স স্যুট
পিঁড়ি পেতে বসে কাজের লোকদের সঙ্গে ভাত খেতে পছন্দ করতো কে?
শেখ রাসেল
বিদেশ ভ্রমণকালে কোন দেশ শেখ রাসেলের জন্য বিশেষ কর্মসূচি রেখেছিল?
জাপান
ছোট্ট রাসেল কাকে নিয়ে খেলতো?
টমি
টমি কে ছিল?
কুকুর
কোন কর্মসূচিতে শেখ রাসেল তাঁর আব্বার সাথে সমুদ্র ভ্রমণ করেছিলেন?
নেভির কর্মসূচিতে
কার নামানুসারে শেখ রাসেলের নামকরণ করা হয়?
বার্ট্রান্ড রাসেল
দুপুরে গণভবনে বিশ্রাম নিতেন কে?
বঙ্গবন্ধু
প্লেন দেখা গেলেই রাসেল খুশি হয়ে কি করতো?
হাতে তালি দিত
“দুইজন হেলমেট পরে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করল”- কোন দুই জন?
রাসেল-টিটো
রাসেলের কি ধরার খুব শখ ছিল?
মাছ
কোন দেশ ভ্রমণের সময় শেখ রাসেলের পায়ের চিকিৎসা করানো হয়?
রাশিয়া
রাসেলকে এক টাকা নোটের বাণ্ডিল দিতেন কে?
নাসের কাকা
শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে কোন শ্রেণিতে ভর্তি হন?
শিশু শ্রেণি
ক্লাসে নাম ডাকার সময় শেখ রাসেল কী বলে উপস্থিতি জানাতেন?
এই যে আমি
গল্পের বই পড়ে শোনাতে বসলে বিসদৃশ মনে হলে রাসেল কী করতেন?
লাইন বাদ পড়লে ধরে ফেলতেন
কারাগারের রোজনামচা বইটির ভূমিকা কে লিখেছেন?
শেখ হাসিনা
শেখ রাসেল মুক্তিযুদ্ধের গান মুখস্থ করতেন কীভাবে?
স্বাধীন বাংলা বেতার শুনে
শেখ রেহানাকে রাসেল কী নামে ডাকতেন?
দেনা আপু
জেল খানাকে রাসেল কি ভাবতো?
তার আব্বুর বাসা
জার্মানি থেকে লেখা কার চিঠি কোনোদিনই রাসেলের হাতে পৌঁছায়নি?
শেখ রেহানার
শেখ রাসেল বাবার সাথে কোন কোন দেশ ভ্রমণ করেন?
রাশিয়া, ইংল্যান্ড, জাপান
শেখ রাসেল কোন শহরে গিয়ে মাদাম তুসোর মিউজিয়াম পরিদর্শন করেন?
লন্ডন
শেখ রাসেল কার সঙ্গে বসে ভাত খেতেন?
গৃহকর্মীদের সাথে
রাসেলের প্রিয় পাখি কোনটি?
কবুতর
পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিল?
ছোট
শেখ রেহানা কার মধ্যে শেখ রাসেলের প্রতিচ্ছবি দেখতে পেতেন?
ববির মধ্যে
কারাগারের রোজনামচা’ নামটি কে রাখেন?
শেখ রেহানা