মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
পাওয়ারপয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার?
উত্তর: মাল্টিমিডিয়া
মাল্টিমিডিয়া প্রকাশ মাধ্যম কয়টি?
উত্তর: ৩
কোনটিতে মাল্টিমিডিয়ার তিনটি মাধ্যমেই ব্যবহার করা হয়?
উত্তর: ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
কোনটিতে মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়?
উত্তর: অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
মাহমুদ সাহেব একটি কো¤পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরির্দশনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পাানি স¤পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।বি দেশি অতিথিদের সামনে উপস্থাপনের জন্য মাহমুদ সাহেব কোন সফটওয়্যারটি ব্যবহার করবেন?
উত্তর: পাওয়ারপয়েন্ট
চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত শতকে?
উত্তর: উনিশ
চলচ্চিত্রের উদ্ভব হয়েছে কত সালে?
উত্তর: ১৮৯৫
মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?
উত্তর: সিনেমা
মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ক¤িপউটারের ব্যবহার করা হয় কোন দশকে?
উত্তর: নব্বই
বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: এনিমেশন
ভিডিও মূলত কী ধরনের গ্রাফিক্স?
উত্তর: চলমান
ভিডিও ধারণ, সম্পাদনা এবং সংরক্ষণে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
উত্তর: ডিজিটাল
কোন চিত্রটি দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হতে পারে?
উত্তর: এনিমেশন
সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: ডিজিটাল
বিজয় শিশু শিক্ষা, অবসর, বাংলাদেশ ৭১ কি ধরনের সফটওয়্যার?
উত্তর: মাল্টিমিডিয়া
ফটোশপ, থ্রিডি ম্যাক্স, ফ্লাশ ও মায়া কি ধরনের সফটওয়্যার?
উত্তর: গ্রাফিক্স
গ্রাফিক্স সফটওয়্যার সমূহ কিসের ভিত্তিতে ভিন্ন হয়?
উত্তর: কাজের
ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার?
উত্তর: অথরিং
অথরিং সফটওয়্যারসমূহ কী ধরনের হয়?
উত্তর: শক্তিশালী
কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায়?
উত্তর: পাওয়ারপয়েন্ট
তথ্যকে আকর্ষণীয় এবং কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো
উত্তর: পাওয়ারপয়েন্ট
পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অপর নাম কী?
উত্তর: প্রেজেন্টেশন সফটওয়্যার
পাওয়ারপয়েন্টে ফাইলকে বলা হয়-
উত্তর: প্রেজেন্টেশন
পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
উত্তর: তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন
সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
উত্তর: পাওয়ারপয়েন্ট
প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়?
উত্তর: স্লাইড
প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?
উত্তর: একাধিক
পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
উত্তর: হ্যান্ড আউটস
পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কি বলে?
উত্তর: স্লাইড লে-আউট
প্রেজেন্টেশন বলা হয়-
উত্তর: পাওয়ারপয়েন্ট ফাইলকে
কম্পিউটার ডেস্কটপ এর পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
উত্তর: বোতাম
পাওয়ারপয়েন্ট স্লাইড এ টেক্সট কোথায় লিখতে হয়?
উত্তর: টেক্সট বক্সের ভিতরে
পাওয়ারপয়েন্টের Slide এর ছোট সংস্করণ কোথায় দেখা যায়?
উত্তর: থাম্বনেইল ভিউয়ে
Save কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: ফাইল
প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
উত্তর: ফাইল মেনুর Save
নতুন স্লাইড যুক্ত করার কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+M
কোনো স্লাইড মুছে ফেলার জন্য কোন বোতামে চাপ দিতে হবে?
উত্তর: Delete
প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কীবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
উত্তর: F5
প্রেজেন্টেশনের জন্য view মেনুর রিবন থেকে কোন অপশনটি select করতে হয়?
উত্তর: Slide show
স্লাইড শো উইন্ডো থেকে স¤পাদনার কীবোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?
উত্তর: Esc
কোন স্লাইডেব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?
উত্তর: সক্রিয় স্লাইডে
Design মেনুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?
উত্তর: Background style
পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে click করলে কী পাওয়া যায়?
উত্তর: গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট
স্লাইডের background রং আরোপ করতে কোন বোতামে click করতে হবে?
উত্তর: solid fill
Format background dialog box বন্ধ করতে কোন বোতামে click করতে হবে?
উত্তর: close
কিভাবে স্লাইডেছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?
উত্তর: ছবিটি drag করে
ছবির আকার ছোট বড় করা যাবে কিসের সাহায্যে?
উত্তর: resize
Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?
উত্তর: ছবি যোগ করা
ট্রানজিশন মূলত কী?
উত্তর: ইফেক্ট
প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?
উত্তর: যে slide টি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়
Slide এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে?
উত্তর: Animations
সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হবে?
উত্তর: Apply to All
পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেনুতে?
উত্তর: Animations
একটি Slide এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?
উত্তর: একাধিক
পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?
উত্তর: Fly in
সাধারণত কোন Slide এ ভিডিও যুক্ত করা হয়?
উত্তর: শুরুর Slide এ
স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে click করতে হবে?
উত্তর: Movie from file
স্লাইডেযুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
উত্তর: থাম্বনেইল
বাংলাদেশ ৭১ কি ধরনের সফটওয়্যার?
উত্তর: মাল্টিমিডিয়া
থ্রিডি ম্যাক্স কি ধরনের সফটওয়্যার?
উত্তর: গ্রাফিক্স
পাওয়ারপয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে কি ধরনের কাজ করা যায়?
উত্তর: চমৎকার কনটেন্টস
পাওয়ার পয়েন্ট চালুর পর পর্দার উপরে বাম কোণে থাকে কোনটি?
উত্তর: Home
পাওয়ারপয়েন্টে Fly in কিসের অধীনে রয়েছে?
উত্তর: Animations
Zoom কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: View
Design মেনুর মেনুর অধীনে কোন অপশনটি থাকে?
উত্তর: Format Background
পাওয়ারপয়েন্টে Widescreen ড্রপ-ডাউন কিসের অধীনে রয়েছে?
উত্তর: Slide size
Home এর অধীনে কোন মেনু রয়েছে?
উত্তর: Paste
এডোবি ফটোশপ
এডোবি ফটোশপ কী?
উত্তর: ছবি সম্পাদনার প্রোগ্রাম
কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?
উত্তর: ফটোশপ
ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?
উত্তর: .jpg
ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
উত্তর: জন ওয়ারনক
রেজুলেশন কী?
উত্তর: নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
ফটোশপে ফাইলের মাপ নির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
উত্তর: pixel
ছবির বগার্কার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
উত্তর: পিক্সেল
ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
উত্তর: ৫১৮৪
ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ-
উত্তর: এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
RGB হলো-
উত্তর: Red Green Blue
শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সাথে তুলনা করা যেতে পারে?
উত্তর: ফটোশপ ব্যাকগ্রাউন্ড
ফটোশপে কাজ করার জন্য কত প্রকার ঃড়ড়ষ রয়েছে?
উত্তর: ৬৯
ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
উত্তর: পর্দার ডান পাশে
মিনিমাইজ আাইকনটি দেখতে কিসের মতো?
উত্তর: বিয়োগ চিহ্ন
টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি সিলেকশন টুল রয়েছে?
উত্তর: ৩টি
ফটোশপে টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি মুভ টুল রয়েছে?
উত্তর: ১টি
ল্যাসো tool কী ধরনের টুল?
উত্তর: সিলেকশন টুল
বর্গাকার সিলেকশন তৈরি করা যায় কোন টুল দিয়ে?
উত্তর: Rectangular Marquee tool
বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত tool কোনটি?
উত্তর: Elliptical Marquee tool
ফটোশপে অবজেক্ট তৈরির কাজ করা যায় নিচের কোন tool ব্যবহারে?
উত্তর: মার্কি টুল
সিলেকশন tool এর পর্দায় আকৃতি কিরূপ?
উত্তর: যোগচিহ্নের মতো
মার্কি tool মোট কয়টি?
উত্তর: ৪
ফটোশপে কয় ধরনের ল্যাসো টুল রয়েছে?
উত্তর: ৩টি
টুলবক্সের নিচের অংশে যে কালার আইকন রয়েছে তার নাম-
উত্তর: Foreground ও Background কালার আইকন
Feather এর ঘরে সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচক সংখ্যা লিখা যায়?
উত্তর: ২৫০
Feather ঘরে ১০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে?
উত্তর: ২০
মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
উত্তর: Lasso tool
কোন অবজেক্টের রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: ওপাসিটি
ওপাসিটি ঘরে রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে
উত্তর: ১০০%
ওপাসিটির রঙের গাঢ়ত্বের শতকরা হার যত কম হবে রং ততই-
উত্তর: হালকা হবে
Stroke কমান্ড কোন মেনুতে পাওয়া যায়?
উত্তর: Edit
কোন কমান্ড ব্যবহার করে ফটোশপে save করতে হবে?
উত্তর: Save
ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে — বলে?
উত্তর: লেয়ার
লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?
উত্তর: অসংখ্য
ছবির কোনো অংশ মুছতে ফটোশপে কোন টুলটি ব্যবহার করা হয়?
উত্তর: Background Eraser tool
লেয়ার প্যালেটে লেয়ারগুলো কিভাবে বিন্যস্ত হবে?
উত্তর: পর্যায় ক্রমে
চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?
উত্তর: বাম দিকে
লেয়ারে কোন ছবি দৃশ্যমানকে অদৃশ্য করতে কোন আইকনটি ব্যবহার করা হয়?
উত্তর: Layer visibility icon
থাম্বনেইল অর্থ কী?
উত্তর: বড় ছবির ক্ষুদ্র সংস্করণ
Layer প্যালেট কোন মেনুতে থাকে?
উত্তর: Window
একটি নতুন লেয়ারকে অপর কী নামে ডাকা যায়?
উত্তর: স্বচ্ছ লেয়ার
লেখালেখির কাজে ফটোশপে কোন টুল ব্যবহার করা হয়?
উত্তর: Type
এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা হয় কিভাবে?
উত্তর: ছবিটি Select ও drag করে
কয়টি লেয়ারের ছবি একসাথে স¤পাদনা করা যায়?
উত্তর: একটি মাত্র
Target layer কী?
উত্তর: যে লেয়ারে ছবি সম্পাদনা করা হয়
Opacity কী?
উত্তর: রঙের গাঢ়ত্ব
Opacity টেক্সট বক্সে default opacity মান কত?
উত্তর: ১০০%
কোন কমান্ড ব্যবহার করলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে?
উত্তর: Flatter Image
কোন টুলের সাহায্যে ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয়?
উত্তর: Crop tool
একটি রং থেকে শুরু করে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে কি বলে?
উত্তর: Blend
গ্রেডিয়েন্ট স¤পাদনার কাজ করা হয় কোন যায়ালগ বক্স ব্যবহার করে?
উত্তর: Gradient Editor
ছবির ঔজ্জ্বল্য বা কনট্রাস্ট বাড়াতে ফটোশপের কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
উত্তর: Adjustments
কোন মেনুতে Adjustments কমান্ড থাকে?
উত্তর: Image
এডোবি ইলাস্ট্রেটর
বইয়ের প্রচ্ছদ তৈরিতে কোন সফটওয়্যার মূলত ব্যবহার করা হয়?
উত্তর: এডোবি ইলাস্ট্রেটর
এডোবি ইলাস্ট্রেটর এ নতুন ফাইল খোলার কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl + N
পাইকা কি?
উত্তর: মাপের একক
ইলাস্ট্রেটরে color Mode অংশে কয়টি অপশন পাওয়া যায়?
উত্তর: ২
একই অবস্থানে একাধিক টুলের অবস্থানকে কি বলা হয়?
উত্তর: Group tool
একটি object এর প্রান্ত বা বর্ডারকে কি বলা হয়?
উত্তর: Stroke
একটি অবজেক্টের বর্ডারের এর ভিতরের অংশকে কি বলে?
উত্তর: Fill
কোন মেনুতে color কমান্ডটি থাকে?
উত্তর: Window
ফিল এবং স্ট্রোক সসের নিচের সারিতে কয়টি আইকন রয়েছে?
উত্তর: ৩
ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কি বলে?
উত্তর: Zoom in
ইলাস্ট্রেটরে পৃষ্ঠা ছোট করে দেখাকে কি বলে?
উত্তর: Zoom out
ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়টি মোড রয়েছে?
উত্তর: ৩
অবজেক্ট তৈরির কাজ করতে ব্যবহৃত হয়-
উত্তর: রেক্টেঙ্গেল টুল
Direct selection tool এর অপর নাম কোনটি?
উত্তর: সাদা তীর
অবজেক্ট গ্রুপ করার সঠিক নির্দেশনা কোনটি?
উত্তর: Object ® group
অবজেক্ট লক করার জন্য নির্দেশনা হলো
উত্তর: Object ® Lock
CMYK এর পূর্ণরূপ কি?
উত্তর: Cyan Magenta Yellow Black
CMYK মোডে কাজ করলে কয়টি কালার স্লাইডার থাকে?
উত্তর: ৪
RGB মোডে কয়টি কালার স্লাইডার থাকে?
উত্তর: ৩
পাথ কি?
উত্তর: অবজেক্টের প্রান্ত রেখা
পাথ মোটা বা চিকন করার পরিমাপকে কি বলে?
উত্তর: স্ট্রোক
এরিয়া টেক্সট হলো-
উত্তর: বদ্ধ পাথে লেখা
অক্ষরের আউট লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়-
উত্তর: Type> Create Outline
যেকোনো প্রকার বদ্ধ পাথের মধ্যে লেখা টাইপ করার জন্য ব্যবহার করা হয়-
উত্তর: Type tool