প্রোগ্রামিং ভাষা
কম্পিউটারের প্রাণ কোনটি?
> প্রোগ্রাম
মেশিন ভাষা সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়?
> যান্ত্রিক ভাষা
১৯৪৫ কম্পিউটারে যান্ত্রিক ভাষার বর্ণ কোনটি?
> ০, ১
যান্ত্রিক ভাষায় প্রতিটি নির্দেশের অংশ-
> ২টি
যান্ত্রিক ভাষার সুবিধা কোনটি?
> প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরি হয়
নেমোনিক কোডকে কোন ভাষায় অনুবাদ করে?
> যান্ত্রিক
গঠন, বিচার ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষাকে কয়টি ভাগে ভাগ করা হয়?
> ৫
অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা?
> ২য়
সাংকেতিক ভাষা কোনটি?
> অ্যাসেম্বলি ভাষা
C + +, Visual Basic, Fortran হলো-
> উচ্চতরের ভাষা
কম্পিউটারের তৃতীয় প্রজন্মের ভাষা কেমন ছিল?
> উচ্চতর ভাষা
NOMAD, Intellect, Oracle, Visual Basic কোন প্রজন্মের ভাষা?
> চতুর্থ প্রজন্মের ভাষা
কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
- > Visual Basic
কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটার ভাষা?
> পঞ্চম
প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়?
> উৎস প্রোগ্রাম
উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি?
> কম্পাইলার
অনুবাদক প্রোগ্রামের কাজ হচ্ছে-
> উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা
কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয়-
> Object Code
C প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়?
> কম্পাইলার
মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয়-
> অবজেক্ট প্রোগ্রাম
C ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়?
> সোর্স কোড
বর্তমানে কোন পেশা উন্নতমানের সম্মানজনক পেশা হিসেবে পরিগণিত হচ্ছে?
> প্রোগ্রামিং
C++ কী?
> অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম
ALGOL এর পূর্ণ নাম কী?
> ALgorithmic Language
Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায়?
> ৪০
FORTRAN ভাষাটি কোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছিল?
> IBM
Mark-1 উন্নয়ন করা হয়েছে কত সালে?
> ১৯৭৭
অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা হলো-
> Oracle
ভিজুয়্যাল প্রোগ্রামিং এর ভিত্তি কোনটি?
> GUI ভিত্তিক
বিশ্বের বর্তমান সময়ের সর্বাপেক্ষা শক্তিশালী ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম কোনটি?
> Oracle
নিচের কোনটি কম্পাইল করে নির্বাহ করলে প্রোগ্রামের ফলাফল পাওয়া যায়?
> সোর্স প্রোগ্রাম
‘C’ এর জনক কে?
> Dennis Ritche
প্রোগ্রাম রচনার ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
> প্রোগ্রাম কোডিং
প্রোগ্রামে x > y এর জায়গায় x < y লিখলে কোন ধরনের ভুল হবে?
> লজিক্যাল প্রোগ্রামে
কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
> সিনট্যাক্স ভুল
ফ্লোচার্ট কত প্রকার?
> ২
ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি?
> ৪টি
প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?
> আয়তক্ষেত্র
শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন প্রোগ্রামের ধাপগুলো কোন পথে এবং কীভাবে প্রবাহিত হচ্ছে তা চিত্র আকারে উপস্থাপন করা যায়। শিক্ষক যা বললেন সেটি আসলে কোনটিকে নির্দেশ করে?
> চিত্ররূপকে
C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?
> # include < > ® main( )
সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?
> ইন্টিজার
C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
> ৪ বাইট
টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
> ২৫৫
Char টাইপ ডেটা মান সীমাবদ্ধ-
> 0 – 255
float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয়?
> ৪
হেক্সাডেসিমেল integer Read করতে নিচের কোন Code দিতে হবে?
> %x
double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
> %lf
ধ্রুবক কত প্রকার?
> ৪
C ভাষায় সঠিক চলক কোনটি?
> st_name
Expression এর শেষে একটি সেমিকোলন থাকলে তাকে কী বলে?
> স্টেটমেন্ট
কোনটি সি-ভাষায় ব্যবহৃত কী-ওয়ার্ড?
> for
তিনটি পূর্ণসংখ্যা (a, b, c) কী-বোর্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচের কোনটি?
> scanf (Ò%d %d %dÓ, &a, &b, &c)
সি-ভাষায় ডেটা ইনপুট কমান্ড কোনটি?
> scanf ( )
একটি করে ক্যারেক্টার প্রদর্শন করে C- প্রোগ্রামে নিচের কোন কমান্ডটি ব্যবহৃত হয়?
> putchar ( )
‘%d’ কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে?
> integer
সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
> ৬
যে সব অপারেটর তিনটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে কী বলে?
> টারনারি অপারেটর
সি ভাষায় && কে কোন ধরনের অপারেটর বলা হয়?
> Logical
কোনটি সম্পর্কযুক্ত অপারেটর?
উত্তর: > =
একই ধরনের বা সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলে?
> অ্যারে
নিচের কোনটি দ্বি-মাত্রিক অ্যারের উদাহরণ?
> mark [5][6]
বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে কি বলে?
> ফাংশন
Formatted function এ ইনপুট হলো-
> scanf ( )
printf ( ) এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়?
> আউটপুট মান আউটপুট মাধ্যমে
কোনটি সি ভাষার ফাংশন?
> stdio.h
লাইব্রেরি ফাংশনের getch ( ) এর হেডার ফাইল-
> conio.h
ফাংশনের কোড কোথায় লিখতে হয়?
> ফাংশন ডেফিনেশনে