নবম-দশম শ্রেণি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-অধ্যায়-১ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ-MCQ
নবম-দশম শ্রেণি
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
MCQ
১। একুশ শতকের সম্পদ হলো-
ক. অর্থ
খ. সম্পদ
গ. জ্ঞান
ঘ. কৃষি
উত্তর: গ. জ্ঞান
২। পৃথিবীর সম্পদ হচ্ছে-
ক. কৃষি
খ. জ্ঞান
গ. সাধারণ মানুষ
ঘ. খনিজ সম্পদ
উত্তর: গ. সাধারণ মানুষ
৩। পৃথিবীর সম্পদ মানুষই-
- জ্ঞান সৃষ্টি করতে পারে
- রর. জ্ঞান ধারণ করতে পারে
iii. ররর. জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪। একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Globalization
খ. E-mail
গ. Internet
ঘ. Internationalization
উত্তর: ঘ. Internationalization
৫। Globalization এবং Internationalization বিষয় দুটি ত্বরান্বিত হচ্ছে কিসের কারণে?
ক. ইন্টারনেট
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি
ঘ. গ্লোবাল ভিলেজ
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
* নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক ক্লাসে একুশ শতক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি একুশ শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
৬। একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জ্ঞান
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ
ঘ. সৃজনশীলতা
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭। শিক্ষক কোন বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন?
- Information Technology
- Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৮। মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পিছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার
খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
উত্তর: খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
৯। মানুষ কোনটির উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের উপর
খ. ইচ্ছার উপর
গ. জ্ঞানের উপর
ঘ. তথ্যের উপর
উত্তর: ক. যন্ত্রের উপর
১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার সাথে সংশ্লিষ্ট-
- যোগাযোগ দক্ষতা ও সুনাগরিকত্ব
- বিশ্লেষণী চিন্তন দক্ষতা
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১১। ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
উত্তর: খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
১২। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা
খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তা-ভাবনা
ঘ. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
উত্তর: ঘ. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
১৩। মানুষের যন্ত্রের উপর নির্ভরতার ফলে-
- প্রকৃতির উপর নির্ভরশীলতা কমে গেছে
- জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে
iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১৪। নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?
ক. ইন্টারনেটের জগতে প্রবেশ
খ. জ্ঞান আহরণ
গ. তথ্য প্রযুক্তির বিনাশ
ঘ. তথ্য প্রযুক্তির জগতে প্রবেশ
উত্তর: ঘ. তথ্য প্রযুক্তির জগতে প্রবেশ
১৫। আইসিটিকে মুঠোর মধ্যে নিয়ে আসার কারণ-
- তারবিহীন যোগাযোগ ব্যবস্থা
- কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি
iii. মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৬। চার্লস ব্যাবেজ ছিলেন-
ক. গণিতবিদ
খ. প্রকৌশলী
গ. প্রকৌশলী ও গণিতবিদ
ঘ. তথ্য প্রযুক্তিবিদ ও সাহিত্যিক
উত্তর: গ. প্রকৌশলী ও গণিতবিদ
১৭। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
উত্তর: ঘ. ১৯৯১
১৮। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
১৯। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. স্টিভ জবস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. অ্যাডা লাভলেস
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
২০। ১৭৯১-১৮৭১ সালের সাথে যুক্ত-
ক. জগদীশ চন্দ্র বসু
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তর: ঘ. চার্লস ব্যাবেজ
২১। চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
ক. ১৭৯১
খ. ১৭৯২
গ. ১৭৯৩
ঘ. ১৮৫২
উত্তর: ক. ১৭৯১
২২। চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮১৫
খ. ১৮৪২
গ. ১৮৫২
ঘ. ১৮৭১
উত্তর: ঘ. ১৮৭১
২৩। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ. মার্ক জাকারবার্গ
ঘ. অ্যাডা লাভলেস
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
২৪। অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?
ক. স্টিভ জজনিয়াক
খ. চার্লস ব্যাবেজ
গ. বিল গেটস
ঘ. মার্ক জুকারবার্গ
উত্তর: খ. চার্লস ব্যাবেজ
২৫। ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?
ক. চৌম্বকীয় বলের মত
খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে
গ. কম্পিউটারের মতো কাজ করে
ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে
উত্তর: খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে
২৬। কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?
ক. ১৭৯১
খ. ১৮১৫
গ. ১৮৭১
ঘ. ১৯৯১
উত্তর: ঘ. ১৯৯১
২৭। কবি লর্ড বায়রনের কন্যার নাম কী?
ক. Maxwell
খ. Serena Williams
গ. Ada Lovelace
ঘ. Ladi Laga
উত্তর: গ. Ada Lovelace
২৮। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?
ক. ১৮১৫
খ. ১৮৩৩
গ. ১৮৪২
ঘ. ১৮৫২
উত্তর: খ. ১৮৩৩
২৯। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক. স্টিভ জবস
খ. চার্লস ব্যাবেজ
গ. অ্যাডা লাভলেস
ঘ. লর্ড বায়রন
উত্তর: গ. অ্যাডা লাভলেস
৩০। কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন স¤পর্কে বক্তব্য দেন?
ক. ১৭৯১
খ. ১৮১৫
গ. ১৮৪২
ঘ. ১৮৭১
উত্তর: গ. ১৮৪২
৩১। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?
ক. কম্পিউটার
খ. ইংরেজি
গ. বিজ্ঞান ও গণিত
ঘ. সাহিত্য
উত্তর: গ. বিজ্ঞান ও গণিত
৩২। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
ক. ৫০
খ. ৬০
গ. ১০০
ঘ. ১১০
উত্তর: গ. ১০০
৩৩। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?
ক. চার্লস ব্যাবেজ
খ. বিল গেইটস
গ. অ্যাডা লাভলেস
ঘ. লর্ড বায়রন
উত্তর: গ. অ্যাডা লাভলেস
৩৪। কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?
ক. অ্যাডা লাভলেস
খ. লর্ড বায়রন
গ. স্টিভ জবস
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তর: ক. অ্যাডা লাভলেস
৩৫। যারা তথ্য প্রযুক্তির বিকাশে ভূমিকা রেখেছেন-
- চার্লস ব্যাবেজ
- লর্ড বায়রন
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩৬। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
খ. স্টিভ জবস
গ. গুগলিয়েলমো মার্কনি
ঘ. জগদীশ চন্দ্র বসু
উত্তর: ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৩৭। বিনা তারে একস্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?
ক. লর্ড বায়রন
খ. ম্যাক্সওয়েল
গ. মার্কনি
ঘ. জগদীশ চন্দ্র বসু
উত্তর: ঘ. জগদীশ চন্দ্র বসু
৩৮। জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?
ক অতিদীর্ঘ তরঙ্গের ব্যবহার
খ. অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
গ. ওয়াইফাই এর ব্যবহার
ঘ. ফাইবার অপটিকস
উত্তর: খ. অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
৩৯। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক. ১৮৫২
খ. ১৮৭১
গ. ১৮৯৫
ঘ. ১৯৫৩
উত্তর: গ. ১৮৯৫
৪০। গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. নিউজিল্যান্ড
খ. মেক্সিকো
গ. ইতালি
ঘ. জার্মানি
উত্তর: গ. ইতালি
৪১। একস্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?
ক. বেতার তরঙ্গ
খ. অতিদীর্ঘ তরঙ্গ
গ. আণবিক শক্তি
ঘ. ফাইবার অপটিকস
উত্তর: ক. বেতার তরঙ্গ
৪২। বিজ্ঞানী জেমস্ ক্লার্ক ম্যাক্সওয়েল
- প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
- তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দেন
iii. বিনাতারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৪৩। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন-
ক. বিজ্ঞানী
খ. চিকিৎসক
গ. প্রোগ্রামার
ঘ. গণিতবিদ
উত্তর: গ. প্রোগ্রামার
৪৪। সর্বপ্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক
খ. অ্যাডা লাভলেস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
উত্তর: ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
৪৫। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কোন দেশের নাগরিক?
ক. আমেরিকান
খ. জাপানী
গ. ভারত
ঘ. জার্মান
উত্তর: ক. আমেরিকান
৪৬। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৮২
ঘ. ১৯৯৫
উত্তর: ক. ১৯৭১
৪৭। একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল ব্যক্তিত্ব
- গুগলিয়েলমো মার্কনি
- জগদীশ চন্দ্র বসু
iii. অ্যাডা লাভলেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪৮। মাইক্রোপ্রসেসরের আবিষ্কার কত সালে?
ক. ১৯৬০
খ. ১৯৬৪
গ. ১৯৭১
ঘ. ১৯৮০
উত্তর: গ. ১৯৭১
৪৯। আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম-
ক. মাইক্রো
খ. মিনিফ্রেম
গ. মেইনফ্রেম
ঘ. ম্যাক্রো
উত্তর: গ. মেইনফ্রেম
৫০। কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে
খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে
ঘ. একুশ শতকে
উত্তর: খ. ষাট-সত্তরের দশকে
৫১। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?
ক. আরপানেট
খ. টপোলজি
গ. প্রটোকল
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. আরপানেট
৫২। নেটওয়ার্ক কী?
ক. কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ
খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল
ঘ. প্রোগ্রাম
উত্তর: ক. কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ
৫৩। আরপানেট কী?
ক. একটি নেটওয়ার্কের নাম
খ. মাইক্রোপ্রসেসর কোম্পানি
গ. প্রোগ্রামের নাম
ঘ. এন্টিভাইরাসের নাম
উত্তর: ক. একটি নেটওয়ার্কের নাম
৫৪। ইন্টারনেটকে কেন্দ্র করে গড়ে ওঠে-
- বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
- শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা
iii. ই-ব্যাংকিং সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৫। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ জজনিয়াক
গ. রোনাল্ড ওয়েন
ঘ. সবাই
উত্তর: ঘ. সবাই
৫৬। কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe
খ. Dell
গ. Apple
ঘ. Google
উত্তর: গ. Apple
৫৭। মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস
খ. মার্ক জুকারবার্গ
গ. টিম বার্নার্স লি
ঘ. বিল গেটস
উত্তর: ঘ. বিল গেটস
৫৮। এমএস ডস কী?
ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম
খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. ডেটাবেজ
ঘ. ইন্টারনেট প্রটোকল
উত্তর: ক. কম্পিউটার অপারেটিং সিস্টেম
৫৯। উইন্ডোজ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম
খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
ঘ. ডেটাবেজ প্রোগ্রাম
উত্তর: গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম
৬০। HTTP এর পূর্ণরূপ কোনটি?
ক. Hyper Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Permissior
গ. Hyper Text Tansformation Protocol
ঘ. Hyper Text Tansfer Pass
উত্তর: ক. Hyper Text Transfer Protocol
৬১। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব কত সালে করা হয়?
ক. ১৯৫৩
খ. ১৯৫৫
গ. ১৯৭১
ঘ. ১৯৮৯
উত্তর: ঘ. ১৯৮৯
৬২। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. স্টিভ জবস
গ. টিম বার্নার্স লি
ঘ. লর্ড বায়রন
উত্তর: গ. টিম বার্নার্স লি
৬৩। ইন্টারনেট হলো-
ক. ই-মেইল
খ. ওয়েবের সমষ্টি
গ. একটি নেটওয়ার্ক
ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
উত্তর: ঘ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
৬৪। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
ক. বিল গেটস
খ. মার্ক জুকারবার্গ
গ. গুগলিয়েলমো মার্কনি
ঘ. ম্যাক্সওয়েল
উত্তর: খ. মার্ক জুকারবার্গ
৬৫। ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?
ক. ভিডিও ওয়েবসাইট
খ. বাণিজ্যিক যোগাযোগের
গ. এনসাইক্লোপিডিয়া
ঘ. সামাজিক যোগাযোগের
উত্তর: ঘ. সামাজিক যোগাযোগের
৬৬। ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. প্রায় ১১৯ কোটি
খ. প্রায় ১১০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১০০ কোটি
উত্তর: ক. প্রায় ১১৯ কোটি
৬৭। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
- সরকারি সেবার মান উন্নত হবে
- স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬৮। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. উনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তর: খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
৬৯। E-learning এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic learning
খ. Electronics learning
গ. Internet learning
ঘ. Information learning
উত্তর: ক. Electronic learning
৭০। E-learning হলো-
ক. মাল্টিমিডিয়ার ব্যবহার
খ. Distance learning
গ. অনলাইনের মাধ্যমে পাঠদান
ঘ. উপরের সবগুলো
উত্তর: ঘ. উপরের সবগুলো
৭১। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?
ক. ই-লার্নিং
খ. ই-পর্চা
গ. ই-গভর্ন্যান্স
ঘ. ই-বুক
উত্তর: ক. ই-লার্নিং
৭২। বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে?
ক. মাল্টিমিডিয়া
খ. প্রজেক্টর
গ. কম্পিউটার
ঘ. বই
উত্তর: ক. মাল্টিমিডিয়া
৭৩। বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?
ক এনসাইক্লোপিডিয়া
খ. ই-লার্নিং
গ. বই
ঘ. ওয়েব সাইট
উত্তর: খ. ই-লার্নিং
৭৪। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?
ক. অনলাইনে
খ.ওয়েব পোর্টালে
গ. নেটওয়ার্কে
ঘ. বই-এ
উত্তর: ক. অনলাইনে
৭৫। ই-লার্নিং পদ্ধতি-
- সনাতন পদ্ধতির পরিপূরক
- দৃশ্যমান উপস্থাপন
iii. ইন্টারঅ্যাকটিভ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭৬। শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?
ক. স্কাইপিতে
খ. ই-বুক প্রক্রিয়ায়
গ. ই-লার্নিং প্রক্রিয়ায়
ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে
উত্তর: ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে
৭৭। ই-লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. শিক্ষক
খ. ইন্টারনেট
গ. তথ্য
ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান
উত্তর: খ. ইন্টারনেট
৭৮। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেওয়ার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?
ক. ইন্টারনেট
খ. জিপিএস
গ. মাল্টিমিডিয়া
ঘ. ওয়েবসাইট পোর্টাল
উত্তর: ঘ. ওয়েবসাইট পোর্টাল
৭৯। একজন যতক্ষণ না পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হবে ততক্ষণ পর্যন্ত-
- তথ্য বিশ্লেষণ করতে পারবে না
- নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮০। সুশাসনের জন্য দরকার-
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
খ. অস্বচ্ছতা
গ. অব্যবস্থা
ঘ. আধুনিক ব্যবস্থা
উত্তর: ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
৮১। কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?
ক. ডিজিটাল ব্যবস্থা
খ. ই-লার্নিং
গ. আইন প্রণয়ন
ঘ. ই-ভোটিং
উত্তর: ক. ডিজিটাল ব্যবস্থা
* নিচের অনুচ্ছেদটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
মালিহা সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি মালিহাকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মালিহার চিকিৎসার ব্যবস্থা করলেন।
৮২। মালিহার চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভ‚মিকা প্রধান?
ক. আইসিটি
খ টেলিভিশন
গ রোবট
ঘ কম্পিউটার
উত্তর: ক. আইসিটি
৮৩। স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
- টেলিমেডিসিন সেবা
- ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৮৪। মোবাইল টেলিফোন দিয়ে করা যায়-
- বেড়াতে যাওয়া
- ট্রেনের টিকিট কাটা
iii. সরকারি নানা সেবা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৮৫। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক. ডিজিটাল অবস্থা
খ. ই-গভর্ন্যান্স
গ. সুশাসন
ঘ ইলেকট্রনিক পদ্ধতি
উত্তর: গ. সুশাসন
৮৬। ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. এনালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিৎসা সেবা প্রদান
উত্তর: খ. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
৮৭। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন
খ. ফেসবুক
গ. চিঠি
ঘ. টেলিভিশন
উত্তর: ক. মোবাইল ফোন
৮৮। বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কতদিন সময় লাগে?
ক. ২-৪
খ. ২-৫
গ. ১০
ঘ. ১৫
উত্তর: খ. ২-৫
৮৯। ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ক. ১০
খ. ২০
গ. ৪০
ঘ. ৫০
উত্তর: গ. ৪০
৯০। নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং
খ. আইন প্রণয়ন
গ. গভর্ন্যান্স
ঘ. সামাজিক দায়বদ্ধতা
উত্তর: গ. গভর্ন্যান্স
৯১। ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো-
- ই-কমার্স
- ই-পুর্জি
iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৯২। জেলা ই-সেবা কেন্দ্র চালুর ফলে সম্ভব হয়েছে
- সকল সেবা স্বল্প সময়ে
- কম খরচে
iii. ঝামেলাহীনভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৯৩। সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?
ক. ই-গভর্ন্যান্স
খ. সুশাসন
গ. ই-পুর্জি
ঘ. আইন প্রণয়ন
উত্তর: ক. ই-গভর্ন্যান্স
৯৪। ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?
- ইন্টারনেট
- মোবাইল ফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৯৫। এমটিএস এর পূর্ণরূপ কোনটি?
ক. ইলেকট্রনিকস মানি ট্রান্সফার সিস্টেম
খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম
গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম
ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
উত্তর: ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
* নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৬-৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
আজকাল এমটিএস পদ্ধতিতে টাকা পাঠানো একটি সহজ এবং আধুনিক ডিজিটাল পদ্ধতি।
৯৬। এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
ক. ৫ হাজার
খ. ১০ হাজার
গ. ৪০ হাজার
ঘ. ৫০ হাজার
উত্তর: ঘ. ৫০ হাজার
৯৭। উক্ত পদ্ধতিতে টাকা পাঠাতে সময় লাগে-
ক. ১ সেকেন্ড
খ. ১ মিনিট
গ. ৫ মিনিট
ঘ. ১ ঘন্টা
উত্তর: খ. ১ মিনিট
৯৮। উক্ত পদ্ধতির পূর্ণরূপ-
ক. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
খ. ইলেকট্রনিক ট্রান্সফার সিস্টেম
গ. ইলেকটিক মানি ট্রান্সফার
ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার
উত্তর: ক. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
৯৯। পদ্ধতিটি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়
- ধীরগতি
- নিরাপত্তা
iii. কম খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১০০। আইবিএম কোম্পানি তৈরি করে-
- ডিফারেন্স ইঞ্জিন
- মাইক্রোপ্রসেসর
iii. মেইনফ্রেম ক¤িপউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
* নিচের অনুচ্ছেদটি পড় এবং ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
বিপাশা অনলাইনে প্রোগ্রামিং এর উপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখে এখন সে কার্টুন তৈরিও করতে পারে।
১০১। বিপাশার শিক্ষা পদ্ধতি ছিল-
ক. ইনফরমেশন লার্নিং
খ. ইলেকট্রনিক লার্নিং
গ. প্রোগ্রাম লার্নিং
ঘ. ভিডিও লার্নিং
উত্তর: খ. ইলেকট্রনিক লার্নিং
১০২। এ ব্যবস্থায় বিপাশার প্রয়োজন হবে
- ভালো ইন্টারনেট স্পীড
- ই-লার্নিংয়ের শিখনসামগ্রী
iii. বই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০৩। দেশের কয়টি চিনিকলের আখচাষী বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?
ক. ৫টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২২টি
উত্তর: খ. ১৫টি
১০৪। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিকে কী বলা হয়?
ক. E-service
খ. E-governance
গ. E-commerce
ঘ. E-learning
উত্তর: ক. E-service
১০৫। ই-সেবার প্রধান বৈশিষ্ট্য-
ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ. মোবাইল ফোনের ব্যবহার
ঘ. বিনামূল্যে সেবা প্রদান
উত্তর: খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
১০৬। ই-সেবার আওতাধীন সেবা-
- ই-স্বাস্থ্যসেবা
- এমটিএস
iii. ই-টিকেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১০৭। অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
ক. ই-গভর্ন্যান্স
খ. ই-সেবা
গ. এমটিএস
ঘ. মোবাইল সেবা
উত্তর: খ. ই-সেবা
১০৮। মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি হলো-
ক. ই-পর্চা
খ. ই-স্বাস্থ্যসেবা
গ. টেলিমেডিসিন
ঘ. মোবাইল টিকেটিং
উত্তর: খ. ই-স্বাস্থ্যসেবা
১০৯। দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?
ক. ই-পর্চা
খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন
ঘ. ই-টিকেটিং
উত্তর: গ. টেলিমেডিসিন
১১০। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকেট সংগ্রহের যে সেবা চালু করেছে তার নাম-
ক. ই-টিকেটিং
খ. ই-কমার্স
গ. ইন্টারনেট
ঘ. রেলওয়ে সার্ভিস
উত্তর: ক. ই-টিকেটিং
১১১। E-commerce -এর পূর্ণরূপ-
ক. Electro commerce
খ. Electric commerce
গ. Electronic commerce
ঘ. Electronics commerce
উত্তর: গ. Electronic commerce
১১২। কম্পিউটারের সাহায্যে বেচাকেনার পদ্ধতিকে বলে-
ক. ইন্টারনেট
খ. ই-কমার্স
গ. ই-মেইল
ঘ. উপরের সবগুলো
উত্তর: খ. ই-কমার্স
১১৩। ই-কমার্স ব্যবস্থায় ক্রেতা কিভাবে পণ্যের মূল্য পরিশোধ করেন?
ক. মোবাইল ব্যাংকিং
খ. ব্যাংক চেক
গ. সরাসরি দোকানে গিয়ে
ঘ. ডাক যোগাযোগ
উত্তর: ক. মোবাইল ব্যাংকিং
১১৪। COD এর পূর্ণরূপ কোনটি?
ক. CashOverDelivery
খ. CashBeforeDelivery
গ. Cash On Delivery
ঘ. Cash After Delivery
উত্তর: গ. Cash On Delivery
১১৫। COD দ্বারা বুঝায়-
- প্রাপ্তির পর পরিশোধ
- ক্যাশ অন ডেলিভারি
iii. বিল পরিশোধ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১১৬। বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?
ক. ২০১০-২০১১
খ. ২০১১-২০১২
গ. ২০১৩-২০১৪
ঘ. ২০১৪-২০১৫
উত্তর: খ. ২০১১-২০১২
১১৭। পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম-
- টিভি
- ওয়েবসাইট
iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
* নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
দরজায় কলিং বেল বাজতেই অহনা দরজা খুলে দেখল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে হাজির। তখন সে বইয়ের মূল্য পরিশোধ করে বই সংগ্রহ করল।
১১৮। অহনা কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?
ক. ডেবিট কার্ড
খ. ক্রেডিট কার্ড
গ. COD
ঘ. মোবাইল ব্যাংকিং
উত্তর: গ. COD
১১৯। উক্ত পদ্ধতিতে অহনা আর যা যা ক্রয় করতে পারবে
- খাবার
- সৌখিন সামগ্রী
iii. ইলেকট্রনিক্স পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১২০। বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়-
ক. ই-কমার্স
খ. ইন্টারনেট
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. অফিস
উত্তর: গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
১২১। নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?
ক. ব্যাংকিং সফটওয়্যার
খ. ওয়ার্ড প্রসেসর
গ. এক্সেল
ঘ. ডেটাবেজ
উত্তর: ক. ব্যাংকিং সফটওয়্যার
১২২। ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার
খ. আউটসোর্সার
গ. আউটসোর্সিং
ঘ. আউটগোয়িং
উত্তর: গ. আউটসোর্সিং
১২৩। কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?
ক. ফেসবুক
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. চ্যাটিং
উত্তর: ক. ফেসবুক
১২৪। ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?
ক. www.facebookin.com
গ. www.facebook.com
উত্তর: গ. www.facebook.com
১২৫। ফেসবুকের স্বত্ত্বাধিকারী কে?
ক. টিম বার্নাস লি
খ. স্টিভ জবস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. ম্যাক্সওয়েল
উত্তর: গ. মার্ক জুকারবার্গ
১২৬। ফেসবুক কত সালে চালু হয়?
ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি
খ. ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি
গ. ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি
ঘ. ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি
উত্তর: ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি
১২৭। বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা-
ক. ৭০ লাখ
খ. ৮০ লাখ
গ. ১ কোটি
ঘ. অসংখ্য
উত্তর: ঘ. অসংখ্য
১২৮। কোনটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা?
ক. Twitter
খ. Yahoo
গ. Google
ঘ. Amazon
উত্তর: ক. Twitter
১২৯। টুইটারের ওয়েব অ্যাড্রেস-
ক. www.twit.org
গ. www.twit.com
উত্তর: ঘ. www.twitter.com
১৩০। কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?
ক. ই-মেইল
খ. স্কাইপি
গ. টুইটার
ঘ. ফেসবুক
উত্তর: গ. টুইটার
১৩১। বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায়
- মোবাইলে
- টিভিতে
iii.ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
১৩২। টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক. ৪০ অক্ষর
খ. ১৪০ অক্ষর
গ. ২৪০ অক্ষর
ঘ. ২৮০ অক্ষর
উত্তর: খ. ১৪০ অক্ষর
১৩৩। টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল
খ. টুইটিং
গ. টুইট
ঘ. টুইটাং
উত্তর: গ. টুইট
১৩৪। টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?
ক. Follower
খ. Follow
গ. Following
ঘ. Customer
উত্তর: ক. Follower
১৩৫। বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?
ক. টেলিভিশন
খ. তথ্য প্রযুক্তি
গ. বিনোদন পত্রিকা
ঘ. স্মার্ট ফোন
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
১৩৬। বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?
ক. রেডিও
খ. টেলিফোন
গ. কম্পিউটার গেমস
ঘ. সিনেমা
উত্তর: গ. কম্পিউটার গেমস
১৩৭। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
উত্তর: খ. চারটি
১৩৮। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?
ক. সিভিল সার্ভিস
খ. মানবসম্পদ উন্নয়ন
গ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা
ঘ. জনগণের সম্পৃক্ততা
উত্তর: খ. মানবসম্পদ উন্নয়ন
১৩৯। ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?
ক. ইন্টারনেট
খ. নেটওয়ার্ক
গ. আইসিটি
ঘ. সফটওয়্যার
উত্তর: ক. ইন্টারনেট
১৪০। ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?
ক. সকল শ্রেণির সবধরনের মানুষের জীবনের মান উন্নয়ন
খ. সুবিচার নিশ্চিত করা
গ. সবক্ষেত্রে স্বচ্ছতা
ঘ. সবক্ষেত্রে দায়বদ্ধতা
উত্তর: ক. সকল শ্রেণির সবধরনের মানুষের জীবনের মান উন্নয়ন
১৪১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা পেতে হলে
- সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
- উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে উৎসাহী করতে হবে
iii. আইসিটি শিল্পের মধ্যে সমন্বয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৪২। বাংলাদেশের মানুষের দারিদ্র্য মোচন করতে কোন বিষয়টি জরুরি?
ক. জনসংখ্যার হ্রাস
খ. দারিদ্র্য মোচন সম্পর্কে জ্ঞান অর্জন করা
গ. কম্পিউটার চালনা শিখা
ঘ. ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা
উত্তর: ঘ. ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা
****