ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প
একটি উন্নত জাতি হিসেবে সমৃদ্ধির পথে বাংলাদেশের অভিযাত্রার মূলভিত্তি কয়টি?
> ৪টি
চতুর্থ শিল্প বিপ্লব এর সংক্ষিপ্ত নাম
> শিল্প 4.0
বঙ্গবন্ধু 1972 সালে মাত্র 8 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিকে বর্তমানে রয়েছে কত মার্কিন ডলার?
> 302 বিলিয়ন
প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ-বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর
> অতীতের ঘটনা
কোন প্রতিষ্ঠানটি বাণিজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পদ্ধতি কে প্রভাবিত করে?
> WTO
ডিজিটাল বাংলাদেশ গঠনে বিকেন্দ্রীকরণ রূপকল্প 2041 এর কততম স্তম্ভ?
> তৃতীয়
এটুআই প্রকল্পের উদ্যোগের ফলে সেবা গ্রহণে নাগরিকদের কত সময় কমেছে?
> 12.23 বিলিয়ন
এখন পর্যন্ত কতটি নাগরিক সেবা চালু ডিজিটাল সেবা রূপান্তরিত হয়েছে?
> 2100
জাতীয় তথ্য বাতায়ন এর হেল্পলাইন কত?
> 333
কত সালে ভিশন-2021 ঘোষণা করা হয়?
> 2008
রূপকল্প-2041 এ কতটি লক্ষ্যের কথা বলা হয়েছে?
> 26
ডিজিটাল নিরাপত্তা আইন এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনটি?
> জাতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম
আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-2020 -এ বাংলাদেশের অবস্থান কততম?
> 53
এনইসি সম্মেলন কক্ষ কোথায় অবস্থিত?
> শেরেবাংলানগর
রূপকল্প-2041 প্রেক্ষিত কতটি অধ্যায়ে সংযুক্ত করা হয়েছে?
> 12
রূপকল্প-2041 ভিশনারি দলিল হিসেবে অভিহিত করেন কে?
> ডঃ শামসুল আলম
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কোনটি?
> 2021-2041
রূপকল্প 2021 এর অন্যতম লক্ষ্য কোনটি?
> ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা
ডিজিটাল বাংলাদেশ রূপায়নের শক্তি কোনটি?
> পরিসংখ্যান ও তথ্য প্রযুক্তি
কোন সফটওয়্যার ব্যবহার করে সকল মৌজা ম্যাপ প্রস্তুত করা হয়?
> GIS
ডিজিটাল প্রযুক্তির একটি উন্নত ভার্সন কোনটি?
> ই-পাবলিকেশন
“বাংলাদেশের খাদ্য ও পুষ্টিনীতি” নীতিমালা কত সালে প্রণয়ন করা হয়?
> ১৯৯৭সালে
দিনবদলের সনদ রূপকল্প ২০২১ এর ঘোষণা আসে ২০০৮ সালের কত তারিখে?
> ১২ ডিসেম্বর
Digital Bangladesh রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি সুনির্দিষ্ট বিষয় কে গুরুত্ব দিয়েছেন?
> ৪ টি
বিশ্বে কততম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেন?
> ৫৭তম
বঙ্গবন্ধু কত সালে বেতবুনিয়ায় স্যাটেলাইট আর্থ ষ্টেশন উদ্বোধন করেন?
> ১৯৭৫ সালের ১৪ জুন
ডিজিটাল নিরাপত্তা আইন কতসালে প্রণয়ন করা হয়?
> ২০১৮ সালে
কোরসেরা (Coursere) কী?
> অনলাইন ট্রেনিং প্লাটফর্ম
ডিজিটাল প্লাটফর্ম “এক পে” এর সাথে কয়টি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পার্টনারশিপ সম্পন্ন করেছেন?
> ২৪টি
সহজে ও দ্রুত সময়ে নিত্ত প্রয়োজনীয় পণ্য জনগণের দোর প্রান্তে পৌঁছে দিতে বাংলাদেশের প্রথম অনলাইন ই কমার্স অনলাইন প্লাটফর্ম কোনটি?
> এক সপ
বর্তমানে সরকার তথ্য প্রযুক্তি খাতে কত সাল পর্যন্ত ট্যাক্স হলিডে ঘোষণা করেছেন?
> ২০২৪ সাল
আন্তর্জাতিক ব্লক চেইন অলিম্পিয়াড ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়?
> বাংলাদেশ
শিক্ষকদের অনলাইন প্লাটফর্ম কোনটি?
> শিক্ষক বাতায়ন
WSIS-2019 Champion প্রকল্প কোনটি?
> ইনফো সরকার-৩
বাংলাদেশের প্রধান আবহাওয়া কেন্দ্র কয়টি?
> ২৯ টি
বাংলাদশের এযাবৎকালে আবিষ্কৃত উত্তোলনযোগ্য গ্যাস ক্ষেত্র কয়টি?
> ২৩ টি
নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ী বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে?
> উত্তরা গণভবন
গাজীপুরের তালিবাবাদ ভু-উপগ্রহ কেন্দ্র কতসালে শুরু হয়?
> ১৯৮২ সালে
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ভু-পৃষ্ঠ থেকে কত কিমি উপরে অবস্থিত?
> ৩৫,৮০০ কিমি
বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার দায়িত্বে কোনদেশের কোম্পানি রয়েছে?
> ফ্রান্স
বর্তমানে পেট্রো বাংলার অধীনে কয়টি কোম্পানি পরিচালিত হচ্ছে?
> ১১ টি
বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
> ডঃ কুদরাত-ই-খুদা
বাংলাদেশে প্রথম আইন সংস্কার কমিশন গঠিত হয় কত সালে?
> ১৯৭৪ সালে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকার কোথায় অবস্থিত?
> আগারগাঁও
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কততম কৃষি বিশ্ববিদ্যালয়?
> ২য়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটর এর স্থাপত্য নকশা করেন কে?
> স্থপতি আলী ইমাম
জিটুপি সিস্টেমের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠী কী সুবিধা প্যয়ে থাকে?
> ভাতা প্রাপ্তি
ই-চালান-এ কতটি সেবা অন্তর্ভুক্ত আছে?
> ২৮ টি
কত সালে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয়?
> ২০২০ সালে
বাংলাদেশের কোন কোন জেলায় পাবলিক Wi-Fi Zone চালু আছে?
> সিলেট ও কক্সবাজার
অনলাইনে জরিপ বা তথ্য সংগ্রহ করার জন্য কোন ফ্লাটফর্ম ব্যবহার করা হয়?
> Google Form
ই-কমার্সে পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধের পদ্ধতির নাম হচ্ছে-
> Cash on Delivery
শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
> যশোর
ই-বর্ডারের কাজ কী?
> বায়োমেট্রিক বৈশিষ্ট্য যাচাই
“সকল সেবা এক ঠিকানায়” এটি সরকারের কোন সেবার স্লোগান?
> সেবাকুঞ্জ
জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানোর লক্ষ্যে সরকার কোন প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন?
> ইউনিয়ন ডিজিটাল সেন্টার
বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল কোন দেশের?
> বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টালের ঠিকানা কী?
সরকারি সকল দপ্তরের সকল কর্মকর্তাদের নাম, মোবাইল ও ই-মেইল এড্রেস কোন অ্যাপের সাহায্যে জানা যায়?
> বাংলাদেশ ডিরেক্টরি
বাংলাদেশে প্র্রথম কতসালে রোহিঙ্গা প্রবেশ করে?
> ১৯৭৮
আগামী ২০২৫ সালের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রপ্তানি আয় কত ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার?
> ৫ বিলিয়ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার কততম মেরিটাইম বিশ্ববিদ্যালয়?
> দ্বিতীয়
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?
> ১০ এমবিপিএস
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
> হংসবলাকা
বাংলাদেশের প্রথম GI পণ্য কোনটি?
> জামদানি শাড়ি
বাংলাদেশের প্রথম নিজস্ব বাংলা ওয়েব অনুসন্ধান ইঞ্জিনের নাম কি?
২০১৮ সালের ১২ মে মহাকাশে প্রেরণকৃত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
> বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’
অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার কে পেয়েছেন?
> প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
> জর্জ হ্যারিসন।
প্রকৃতির কন্যা বলা হয়—
> সিলেটের জাফলংকে
বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
> ভোলা জেলাকে
গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
> সীতাকুণ্ড
বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
> কক্সবাজার
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
> সিলেট
১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
> চট্টগ্রাম
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
> যশোর
পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
> মুন্সীগঞ্জ ও শরীয়তপুর
বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ের সাথে কোন বিষয়টি সম্পৃক্ত?
> চতুর্থ শিল্প বিপ্লব
বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
> উত্তরাধিকার
বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
> কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও
‘জীবন তরী’ কী?
> একটি ভাসমান হাসপাতাল
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
> রামু
বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
> অগ্রণী ব্যাংক
বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক কে?
> সৈয়দ আলী আহসান
বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালন করা হয়?
> ৪ নভেম্বর
সাঙ্গু ভ্যালি গ্যাস ক্ষেত্র কত সালে আবিষ্কৃত হয় ?
> ১৯৯৬ সালে
বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোথায়?
> ঢাকার সায়দাবাদ
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
> সেনাবাহিনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের উপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপ এর নাম কি
> আমার বঙ্গবন্ধু
বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাস এর নাম কি?
> সুরসপ্তক