ছয় দফা-বঙ্গবন্ধু
ছয় দফা–কে আমাদের বাঁচার দাবি বলে কে উল্লেখ করেন?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছয় দফা উত্থাপনের পর কোন নেতাকে ‘বিচ্ছিন্নতাবাদী‘ বলে আখ্যা দেয়া হয়?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছয় দফা কর্মসূচিকে ‘হিন্দু আধিপত্যাধীন মুক্ত বাংলা গঠনের ষড়যন্ত্র‘ বলে আখ্যা দেয়া দেন কে?
> আইয়ুব খান
ছয় দফা‘কে বাঙালির মূক্তির দাবি বলে উল্লেখ করেন কে?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছয় দফা উত্থাপনের সময় শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কোন পদে ছিলেন?
> সাধারণ সম্পাদক
ছয় দফা আন্দোলনকালীন সময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে ছিলেন?
> সৈয়দ নজরুল ইসলাম
ছয় দফা আন্দোলনকালীন সময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে ছিলেন?
> আমেনা বেগম
ছয় দফা পন্থী আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
> ২৩জন
ছয় দফা ঘোষণার পর প্রথম কোন মুসলিম লীগ নেতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে বিতর্ক শুরু হয়?
> কাইউম খান
ছয় দফা ঘোষণার পর প্রথম কোন মুসলিম লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানেকে হত্যার হুমকী দেয়?
> কাইউম খান
আওয়ামী লীগের ৬–দফা প্রশ্নে সমগ্র পাকিস্তান কতভাগে বিভক্ত হয়ে যায়?
> ২
মূলতঃ কোন বৈষম্যের কারণে ৬–দফা প্রস্তাব করা হয়?
> অর্থনৈতিক
ছয় দফা দিবস হিসেবে কোন তারিখটি উপযুক্ত?
> ৭ জুন
ছয় দফার মাধ্যমে সাঁকো দিলাম লক্ষ বাংলাদেশের স্বাধীনতা–উক্তিটি কার?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কোন আন্দোলনকে কেন্দ্র করে বি.এল.এফ বাংলাদেশ মুক্তি বাহিনী সুসংগঠিত হতে থাকে?
> ছয় দফা
ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর কী উদ্দেশ্য ছিলো?
> পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা
ছয় দফার মাধ্যমে সাঁকো দিলাম লক্ষ বাংলাদেশের স্বাধীনতা–উক্তিটি কার?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছয় দফা মূলত কোন ধরনের দাবি ছিল?
> স্বায়ত্তশাসনের দাবি
কোন ঐতিহাসিক প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা কর্মসূচী পেশ করা হয়?
> লাহোর প্রস্তাব
ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ কে ছিলেন?
> মনু মিয়া
এই ছয় দফাকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্টি হলো–
> গণজাগরণ
ছয় দফায় ফেডারেল পাকিস্তানে যে ধরনের সরকার পদ্ধতির প্রস্তাব করা হয়–
> সংসদীয় পদ্ধতি
ছয় দফায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রাদেশিক আইন পরিষদ কেমন হওয়ার কথা ছিলো?
> সার্বভৌম
ছয় দফায়– কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকার কথা বলা হয়েছিল?
> অঞ্চলের
আঞ্চলিক সরকারের আদায়কৃত করের বিষয়ে ছয় দফায় কী বলা হয়েছিলো?
> নির্দিষ্ট অংশ কেন্দ্রকে দেয়া হবে
কত দফার ভিত্তিতে আগরতলা মামলা গণআন্দোলনে রূপ নেয়?
> ছয় দফা
ছয় দফাকে কে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন?
> আইয়ুব খান
ছয় দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন–
> ১১ জন
ছয় দফা আন্দোলনে জনমত গঠনের জন্য বঙ্গবন্ধু কোথায় জনসভা করতেন?
> জেলায়
ছয় দফার জন্য বঙ্গবন্ধু দুইমাসে সর্বোচ্চ কতবার গ্রেফতার হন?
> ৮ বার
১৯৬৫ সালে ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে আন্দোলনের সংগঠকদের ছদ্ম নাম রাখা হয়। এতে শেখ মুজিবুর রহমানের ছদ্ম নাম কি ছিল?
> পরশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কত জন সদস্যের বিরুদ্ধে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা‘ দায়ের করা হয়?
> ৩৫
আগরতলাা ষড়যন্ত্র মামলায় মোট আসামি কতজন ছিল?
> ৩৫ জন
আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দী রাখা হয়েছিল?
> ঢাকা কেন্দ্রীয় কারাগারে
আগারতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামী কঠোর শাস্তি পাক এটি কার অভিপ্রায় ছিল?
> মোনায়েম খান
আগরতলা মামলার প্রধান আসামী হিসেবে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কতটি অভিযোগ পেশ করা হয়?
> ১৬
আগরতলা মামলার বিচার কার্যের প্রথম দিন ধার্য করা হয়েছিল কোনটি?
> ১৯ জুন ১৯৬৮
আগরতলা মামলায় শেখ মুজুবুর রহমানের পক্ষ বিশেষ ট্রাইবুলাল গঠন সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেন্জ করে হাইকোর্টে রিট আবেদন পেশ করেন কে?
> থমাস উইলিয়াম
আগরতলা ষড়যন্ত্র মামলায় আদালত কয় সদস্য বিশিষ্ট রাজসাক্ষীর তালিকা ঘোষণা করেন?
> ১১
আগরতলা মামলায় প্রথম সাক্ষী কে ছিলেন?
> লেফটেন্যান্ট মোয়াজ্জম হোসেন
আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন রাজসাক্ষী পাকিস্তান সরকারের বিপক্ষে ও অভিযুক্তদের পক্ষে সাক্ষ্য প্রদান করেন?
> ৪
আগরতলা মামলায় চতুর্থ সাক্ষী কে ছিলেন?
> স্টুয়ার্ট মুজিবুর রহমান
আগরতলা মামলায় অভিযুক্তদের আইনজীবীদের ডিফেন্স প্রস্তুত করার সুযোগ দেয়ার জন্য বিচার কার্য ১৯৬৮ কোন তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয়?
> ২৯ জুলাই
আগরতলা কোথায় অবস্থিত?
> ভারতের ত্রিপুরায়
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এ মামলা এবং এর প্রতিক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে কোন মামলার কথা বলা হয়েছে?
> আগরতলা ষড়যন্ত্র মামলা
আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সরকারি এ চক্রান্তের বিরুদ্ধে এবং মামলা প্রত্যাহার ও শেখ মুজিবসহ সকল বন্দির মুক্তির
দাবিতে গণআন্দোলন গড়ে তোলেন কে?
> মওলানা আবদুল হামিদ খান ভাসানী
কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলা সৃষ্টির সকল ষড়যন্ত্র হয়েছিলো?
> রাওয়াল পিন্ডি সেনানিবাসে
শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির দাবিতে ১৯ জানুয়ারি ১৯৬৮ তারিখে কোন কলেজের ছাত্ররা পূর্ণ ধর্মঘট পালন করে?
> জগন্নাথ কলেজ
আগরতলা মামলার আসামীদের বিচারের জন্য বিশেষ আদালত কার নের্তত্বে গঠিত হয়?
> বিচারপতি এস.এ রহমান
কখন আগরতলা মামলার শুনানী হয়?
> ২০ জুন ১৯৬৮
আগরতলা মামলায় অভিযুক্ত আসামীদের উপর পরিচালিত অমানুষিক নির্যাতনে কার একটি দাঁত পড়ে যায়?
> লেফটেন্যান্ট মোয়াজ্জম হোসেন
আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান কৌসুলি কে ছিলেন?
> আব্দুস সালাম খান
আগরতলা মামলায় ১৯৬৮ সালের ২০ জুন হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়?
> ২০৬ জন
আইয়ুব খান তার শাসনের কোন সময়কালকে উন্নয়নের দশক হিসেবে ঘোষণা দিয়েছিলেন?
> ১৯৫৮–১৯৬৮
আইয়ুব খান কত সালে ‘মৌলিক গণতন্ত্র‘ নামে তার বিশেষ কৌশল ঘোষণা করেন?
> ১৯৬২
১৯৬২ থেকে ১৯৬৬ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে মোনায়েম খাঁ কতটি মামলা করেন?
> ৭৭
প্রেসিডেন্ট আইয়ুব খান জাতির উদ্দেশ্যে কোন ভাষায় ভাষণ দিতেন?
> উর্দু
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য‘ এই শিরোনামের মামলায় শেখ মুজিবর রহমান‘কে কত নং আসামী করা হয়?
> ১
স্বায়ত্ব শাসনের ছয় দফা কর্মসূচি পাকিস্তানের কোন শহরে উত্থাপন করা হয়েছিল?
> লাহোর
১৯৬৯ সালের ১১ দফা আন্দোলনে ছাত্রনেতা আসাদুজ্জামান কবে শহীদ হয়েছিলেন?
> ২০ জানুয়ারি
১৯৬৯ সালের ১১ দফা আন্দোলনে শহিদ মতিউর রহমান মল্লিক ঢাকার কোন স্কুলের ছাত্র ছিলেন?
> নব কুমার ইনস্টিটিউট
শেরে বাংলা এ কে ফজলুল হককে বঙ্গবন্ধু কী বলে সম্বোধন করতেন?
> নানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া গ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
> বাইগার
বঙ্গবন্ধু রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন কত সালে ?
> ১৯৩৯ সালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন প্রতিষ্ঠান থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
> কলকাতার ইসলামিয়া কলেজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?
> ১১ মার্চ ১৯৪৮
যুক্তফ্রন্ট সরকার গঠনের পর বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?
> কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন
স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্রের পূর্ব নাম কী?
> কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য বন্দি বঙ্গবন্ধুকে কোন কারাগারে স্থানান্তর করা হয়?
> ফরিদপুর
লেখাপড়ার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন খেলা খুব পছন্দ করতেন?
> ফুটবল
পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটায় কোনটি?
> ঊনসত্তরের গণঅভ্যুত্থান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সকল বাঙালিকে কীসের লক্ষ্যে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আহ্বান জানান ?
> স্বাধীনতা অর্জনের লক্ষ্যে
পাকিস্তানের চব্বিশ বছরের শাসনের মধ্যে বঙ্গবন্ধুকে কত বছর কারাগারে কাটাতে হয়েছিল?
> ১২ বছর
তৎকালীন নিখিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
> জহির উদ্দীন
১৯৬৫ সালে পাকিস্তান–ভারত যুদ্ধের পর কোথায় পূর্বপাকিস্তানের নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়?
> লাহোর
১৯৬৫ সালে পাকিস্তান–ভারত যুদ্ধের পর কখন পূর্বপাকিস্তানের নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়?
> ৬ ফেব্রুয়ারি, ১৯৬৬
১৯৬৮ সালের পরিসংখ্যান অনুযায়ী পূর্বপাকিস্তান অপেক্ষা পশ্চিম পাকিস্তানের শিক্ষাব্যয় মাথাপিছু কত টাকা বেশি ছিল?
> ৩.০০
পাকিস্তানের সামরিক জান্তা ও প্রেসিডেন্ট আইয়ুব খান যেকোনো উপায়ে এই আন্দোলন দমন করার সম্পূর্ণ দায়িত্ব দেন কাকে?
> পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম
১৯৬৬ সালের কত তারিখে আওয়ামী লীগ প্রতিবাদ দিবস পালন উপলক্ষে জনসভা করে?
> ১৩ মে
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে অনশন করেছিলেন?
> ফরিদপুর কেন্দ্রীয় কারাগার
আমার জন্ম হয়েছে কষ্ট সহ্য করার জন্য– উক্তিটি কার?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন কর্তৃক আহুত সভায় যোগদানের আমন্ত্রন গ্রহন করেন কে?
> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আইয়ুব খান সামরিক শাসন জারির পর পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তর করেন?
> ইসালামাবাদ
১৯৬৬ সালের এপ্রিল মাসের মধ্যে রাষ্ট্র বিরোধী বক্তব্য প্রদানের অভিযোগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন জেলায় কতটি মামলা করা হয়েছিল?
> ১২
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ কে ছিলেন?
> তাজ উদ্দিন আহমেদ
১৯৬৬ সালের ৭ জুন প্রদেশ ব্যপি হরতাল চলাকালে পুলিশ প্রায় কত জনকে গ্রেফতার করে?
> ৮০০
১৯৬৬ সালের আন্দোলনে পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে কত মাস আটক রাখে?
> ২১
কার প্রত্যক্ষ তত্বাবধানে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় মামলার তদন্ত ও প্রস্তুতির কার্য পরিচালিত হয়েছিল?
> আইয়ুব খান
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জনগণের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে কী উপাধি দানের প্রস্তাব করা হয়?
> বঙ্গবন্ধু
“তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।“ বঙ্গবন্ধুর বিপক্ষে কে এই অভিযোগ উত্থাপন করে?
> পাকিস্তান সরকার
১৯৬৬ সালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের ছয়দফা কর্মসূচির মাধ্যমে কিসের দাবি পূর্ব পাকিস্তানে ব্যাপক গণসর্মথন লাভ করে।
> স্বায়ত্তশাসনের দাবি
কত সালে পূর্বপাকিস্তানের জন্ম হয় ?
> ১৯৪৭
গরু ঘাস খায় পূর্বপাকিস্তানে আর দুধ দোহন করে পশ্চিম পাকিস্তানিরা– এ ধরনের প্রতীকী চিত্র দিয়ে কোন ধরনের বৈষম্য বুঝানো যায়?
> অর্থনৈতিক বৈষম্য
রপ্তানি আয়ের কত ডলার পূর্ব–পাকিস্তান থেকে পশ্চিম–পাকিস্তানে পাচার করা হয়েছিল?
> ২০০০ মিলিয়ন
আইয়ুব খানের আমলে ৬২ জন মন্ত্রীর মধ্যে কত জন বাঙ্গালী ছিল?
> ২২ জন
পাকিস্তানের কোন প্রেসিডেন্টের আমলে ছয় দফা কর্মসূচী পেশ করা হয়?
> আইয়ুব খান
১৯৬২ সালে কার নেতৃত্বে Bengal Liberation Force বা বি এল এল প্রতিষ্ঠিত হয়?
> মোয়াজ্জেম হোসেন
প্রাপ্ত বয়স্কদের ভোটের অধিকার ছয় দফার কোন ধারায় উল্লেখ করা হয়?
> দফা–১
কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু‘টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে– কি কি?
> দেশরক্ষা ও পররাষ্ট্রনীতি
১৯৬৬ সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত?
> ১৯%
কত তারিখে ভারত–পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়?
> ১৯৬৫
১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
> কম্বাইন্ড অপজিশন পার্টি
৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকা ছয় দফা সম্পর্কে উল্লেখ করে কী বলে?
> পাকিস্তানের দুটি অংশ বিচ্ছিন্ন করার দাবি
৭ জুনের কর্মসূচি সফল করতে কে অনন্য ভূমিকা পালন করেছিলেন?
> বেগম ফজিলাতুন্নেছা
১৯৬৬ সালের ৮ মে নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরে বঙ্গবন্ধু কোথায় আটক হয়েছিলেন?
> ধানমন্ডির বাসা থেকে
১৯৪৭ সালের কোন মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ‘ গঠিত হয়?
> ডিসেম্বর
১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারী পাকিস্তান গণপরিষদের কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?
> ধীরেন্দ্রনাথ দত্ত
বঙ্গবন্ধুকে কথন দেশরক্ষা আইনে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়?
> ৮ মে ১৯৬৬
বঙ্গবন্ধুকে দেশরক্ষা আইনে গ্রেপ্তার করার কত মাস পর মুক্তি দেয়া হয়?
> সতের মাস
বঙ্গবন্ধুকে ১৯৬৮ সালে মুক্তি দিয়ে সেনা সদস্যরা পূণরায় গ্রেপ্তার করে কোথায় বন্দি রাখে?
> ক্যান্টনমেন্টে
১৯৬৮ সালের ছাত্র আন্দোলনের সময় কোন তারিখে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়?
> ৮ জানুয়ারি
১৯৬৮ সালের ছাত্র্র গণআন্দোলনে নব কুমার ইনস্টিটিউটের কোন ছাত্র নিহত হয়?
> মতিউর রহমান
১৯৬৮ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে কোন ছাত্র নেতা নিহত হয়?
> আসাদুজ্জামান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘কে জেলমুক্ত করার আন্দোলনে জনতার দিকে বন্দুক উচিয়ে এগিয়ে গেলে কোন নেতা আঙ্গুল তুলে হুঙ্গার দিলেন ‘খামুশ!’।
> মওলানা আব্দুল হামিদ খান
১৯৬৮ সালের ১৬ ফেব্রুয়ারি কোন নেতা জনসভায় ঘোষণা দিয়েছিলেন বাস্তিল দূর্গের মতো ক্যান্টনমেন্ট ভেঙ্গে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা হবে?
> মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি কার নেতৃত্বে সার্জেন্ট জহুরুল হক কে গুলি করে হত্যা করা হয়?
> হাবিলদার জহুরুল হক
গুলিতে আহত সার্জেন্ট জহুরুল হক কে অস্ত্রপচার করেন করে?
> এম.এম. আলী
দু‘জন মৃত্যু পথযাত্রী সহযোদ্ধার এমন ভালবাসা কোনদিন দেখিনি‘- সার্জেন্ট জহুরুল হক‘কে অস্ত্রপচার করতে গিয়ে কে এই উক্তিটি করেছিলেন?
> এম.এম. আলী
শহীদের রক্ত বৃথা যেতে দেবো না‘-কার রক্তমাখা কাপড়ে লিখে ১৬ ফেব্রুয়ারি মিছিল বের করা হয়?
> সার্জেন্ট জহুরুল হক
আইয়ুব খান কখন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেন ১৯৬৯ সালের কোন তারিখে?
> ২২ ফেব্রুয়ারি
গোপনে কালো চাদর মুড়ে কোন স্টেশনে নেমে পায়ে হেটে শেখ মুজিব আগরতলা পৌছেন?
> কুলাউড়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে আগরতলা গমন করেন?
> ১৯৬৩
বাংলাদেশ লিবারেশন আর্মি (বিএলএ) কোন সালে গড়ে ওঠে?
> ১৯৬২
বি.এল.এ পূর্ব বাংলায় গণঅভ্যুত্থানের পাশাপাশি কাকে হত্যার পরিকল্পনা করে?
> আইয়ুব খান
চাঁদপুর আই.ডব্লিউ.টিএ টারমিনালে কার নের্তত্বে আইয়ুব খানকে হত্যার পরিকল্পনা করা হয়?
> লেফটেন্যান্ট মোয়াজ্জম হোসেন
পূর্ব বাংলাকে স্বাধীন করার সশস্ত্র বিপ্লবের কাজ প্রথম কোথায় শুরু হয়?
> করাচি
টমাস উইলিয়াম কার কৌশুলি ছিলেন?
> ইংল্যান্ডের রাণী
১৯৬৪ সালে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন কর্তৃক আহুত সভায় শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে কোনটিকে দু‘অঞ্চলের বৈষম্য দূর করার একমাত্র উপায় বলে চিহ্নিত করা হয়?
> সশস্ত্র বিপ্লব