কম্পিউটার সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম
সফটওয়্যার কি?
প্রাণ
হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে?
অপারেটিং সিস্টেম
সফটওয়্যার প্রধানত কত প্রকার?
২
কম্পিউটারের কোন ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে?
স্টার্ট আপ ডিস্ক
হার্ড ডিস্ক কোন ডিস্ক হিসেবে কাজ করে?
স্টার্ট আপ ডিস্ক
কর্মবিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেমকে প্রধাণত কত প্রকার?
২
অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে কি বলে?
কারনেল
কোনটিকে অপারেটিং সিস্টেম বলা হয়?
সিস্টেম সফটওয়্যার
সেবামুলক প্রোগ্রামের অংশ কয়টি?
২ টি
উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?
১৯৮৫
উইন্ডোজ ৯৮ কোন ধরণের সফটওয়্যার?
অপারেটিং সিস্টেম
কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে কে?
অপারেটিং সিস্টেম
Mac Os কোন কম্পিউটারে চলে?
মেকিনটোশ
প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ধারণ করা হয় কোথায়?
রেজিস্টারে ও র্যামে
র্যামের নির্দেশমালাকে কি বলা হয়?
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম যখন একই সঙ্গে একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করে তখন তাকে কি বলা হয়?
মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম
রিয়েল টাইমের এর অর্থ কি?
তাৎক্ষণিক
বুকিং অফিস অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিল?
রিয়েল টাইম
ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া অপারেটিং সিস্টেম কোনটি?
ইউনিক্স
একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ তাদের হিসাব-নিকাশ কম্পিউটারে করার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা একটি নিজস্ব সফটওয়্যার ব্যবহার করবে বলে ঠিক করে। তাদের সফটওয়্যাটি কোন ধরনের হবে?
কাস্টমাইজড
তাদের সফটওয়্যারটি পরিচালনার জন্য আরেকটি কোন সফটওয়্যারের প্রয়োজন হবে?
সিস্টেম
সিস্টেম কনফিগারেশনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান পাওয়া যায় কোথায়?
স্টার্ট বোতামের সেটিংস এ
হোস্ট কম্পিউটার হচ্ছে- সার্ভার সার্ভারের ক্লায়েন্ট কাকে বলা হয়?
ওয়ার্ক স্টেশনকে
এ্যাটলাস অপারেটিং সিস্টেমের ডিজাইন করা হয় কোথায়?
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
Atlas অপারেটিং সিস্টেম কবে উদ্ভাবন করা হয়?
১৯৭৮
লিনাক্স অপারেটিং সিস্টেম দেশের যুবক উন্নয়ন করেন?
ফিনল্যান্ড
সুইচ অন করার সাথে সাথে কম্পিউটার কি দেখে?
র্যাম স্পেস
কম্পিউটারে ব্যবহারিক কর্মসূচির প্রচলন হয় কত দশকে?
ষাটের দশকে
মাল্টিটাস্কিং এবং মাল্টিইউজার অ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে কোন অপারেটিং সিস্টেম?
ইউনিক্স
১৯৭১ সালে তৈরি ইন্টেল ৪০০৪ মাইক্রোপ্রসেসরটি ছিল কত বিটের?
৮ বিটের
কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
কম্প্যাক্ট ডিস্ক
আমাদের দেশে – সালে কপি রাইট আইন প্রণয়ন করা হয়? ১৯৬২ কপিরাইট আইন বলবৎ করার জন্য সরকার ২০০৮ সালে কী গঠন করে?
রেজিস্টার অফিস
ডেস্কটপের একেবারে উপরের অংশে MS-Word বা Window এর শীর্ষের বারটির নাম কি?
টাইটেল বার
আইবিএম কম্পিউটারে যখন শুধুমাত্র ডস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হত তখন নির্দেশ দেয়ার জন্য কী ব্যবহৃত হত?
ফাংশন কী
স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম কোনটি?
WINDOWS-95
MS DOS কত বিটের অপারেটিং সিস্টেম?
৩২
কোম্পানি MS DOS অপারেটিং সিস্টেম তৈরি করে?
মাইক্রোসফট
অপারেটিং সিস্টেমের ক্লোন কোনটি?
CP/M
প্রশ্নোত্তর মুলক কাজের জন্য প্রোগ্রামিং ল্যাংওয়েজ কোনটি?
BASIC
বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও বিশ্লেষণের জন্য কোন প্রোগ্রামিং ল্যাংওয়েজ ব্যবহার করা হত?
ফোরট্রান
আদনান হঠাৎ একদিন কম্পিউটারে তার প্রয়োজনীয় একটি ফাইল খুজে না পেয়ে একজন কম্পিউটার বিশেষজ্ঞের শরণাপন্ন হল। তিনি কম্পিউটারের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করে বললেন কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হওয়ায় এমনটি হয়েছে। আদনান ফাইল হারিয়েছে যে কারণে সেটি হচ্ছে একটি-
বিপত্তি সৃষ্টিকারী প্রোগ্রাম
অপারেটিং সিস্টেমের নাম :
Windows, Unix, Linus, BEOS, OS/2, Power Open, AIX, AUX, XENIX, CP/M, MS-DOS
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম :
সিরিয়াল প্রসেসিং, সিকুয়েন্সিয়াল প্রসেসিং, অফ লাইন প্রসেসিং ও স্ট্যাক জব প্রসেসিং
ইউনিক্সের ভিত্তিতে অপারেটিং সিস্টেম :
AIX, AUX, ZENIX
মেকিনটোশ কম্পিউটারের অপারেটিং সিস্টেম :
MacOS, Unix
সিস্টেম সফটওয়্যার :
টাইম শেয়ারিং, রিসোর্স শেয়ারিং, ক্লায়েন্ট সার্ভার
নিয়ন্ত্রণ প্রোগ্রাম :
সুপারভাইজার প্রোগ্রাম, জব কন্ট্রোল প্রোগ্রাম, ইনপুট/আউটপুট প্রোগ্রাম
সেবামূলক প্রোগ্রাম :
প্রক্রিয়াকরণ প্রোগ্রাম, ইউটিলিটি বা উপযোগ প্রোগ্রাম
সফটওয়্যার আইন ২০০৫ :
জরিমানা ৫ লক্ষ টাকা, ৫ বছর কারাদন্ড