কম্পিউটার সংগঠন

কম্পিউটার সংগঠন

 

যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেয়া হয় তাকে বলে-

ইনপুট ডিভাইস

 

কোনটি সহায়ক স্মৃতি-

সিডি

 

কম্পিউটারের ফিক্সড ডিস্ক-

হার্ড ডিস্ক

 

কম্পিউটারের অভ্যন্তরীণ স্মৃতিকে কোন স্মৃতি বলা হয়?

প্রধান

 

ডিভিডি কোন ধরনের স্মৃতি?

 

সহায়ক স্মৃতি মাইক্রো কম্পিউটারে – স্মৃতি ব্যবহার করা হয়?

অর্ধ পরিবাহী স্মৃতি

 

১ KB= কত বিট?

১০২৪

 

অর্ধ পরিবাহী স্মৃতি – কত?

 

রেজিস্টার মূলত: কত প্রকার?

 

কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?

কমপ্যাক্ট ডিস্ক

 

কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়-

RAM Cache

 

RAM Cache এর কত ভাগের বেশি ব্যবহার করা উচিত নয়?

১/৪

 

—- হচ্ছে কমিপউটারের কর্ম এলাকা

র‌্যাম

 

গাণিতিক ফল সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা থাকে-

একুমুলেটর রেজিস্টার

 

গাণিতিক যুক্তি অংশের কাজকে ভাগ করা যায় – ভাগে

তিন

 

কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি?

 

সিপিইউকে কত ভাগে ভাগ করা যায়?

 

টেড হফ এর তৈরি মাউক্রো প্রসেসরের নাম কি ছিল?

কম্পিউটার ইন এ চিপ

 

টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?

স্ট্যানফোর্ড

 

কম্পিউটারে প্রক্রিয়াকরণের কাজ করে-

সিপিইউ

 

প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক পার্সোনাল কম্পিউটার সেলবি-৮ এইচ মাইক্রোপ্রসেসরের – অংশটি ডাটা প্রসেসিংএ ব্যবহৃত হয়?

ALU

 

মাইক্রো প্রসেসরের কাজ কি?

তথ্য প্রক্রিয়াকরণ করা

 

IBM PC মাইক্রো কম্পিউটার -সালে বাজারে আসে?

১৯৮১

 

লিসা নামক কম্পিউটার কত সালে বাজারজাত করা হয়?

১৯৮৩

 

ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়?

র‌্যামে

 

ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্র – ভাগে ভাগ করা যায়-

 

কোনটি উচ্চ মানের মুদ্রণ যন্ত্র-

লেজার প্রিন্টার

 

ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয়-

পিন ও রিবনের সাহায্যে

 

মডেম হচ্ছে-

তথ্য আদান প্রদানের যন্ত্র

 

Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে-

MODEM

 

কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?

সিডি-রম

 

কোন বাসটির কার্যকারিতা দ্বিমুখী?

ডাটা

 

ইউএসবি পোর্ট কোন কোম্পানির উদ্ভাবিত?

ইনটেল

 

এ্যাপলের সর্বশেষ পাওয়ার পিসি প্রসেসর কম্পিউটারগুলো কি নামে পরিচিত?

জি-৪

 

কোন পোর্টটি iLink নামে পরিচিত?

ফায়ারওয়্যার

 

মেকিনটোশ কম্পিউটার – কোম্পানির প্রসেসর দিয়ে তৈরি?

এইচপি ১০৫

 

কম্পিউটার যন্ত্রটি ভাল রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির উপর?

বিদ্যুৎ ব্যবস্থা

 

ইনপুট ডিভাইসের নাম :

কীবোর্ড, মাউস, স্ক্যানার, লাইটপেন, গ্রাফিক্স ট্যাবলেট, OCR, OMR, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ভিসিআর, ভিসিপি।

 

আউটপুট ডিভাইসের নাম :

মনিটর, প্লটার, স্পীকার, এলসিডি প্যানেল, ভিডিও প্রজেক্টর।

 

গাণিতিক যুক্তি অংশের কাজ :

গাণিতিক কাজ, যুক্তিমূলক কাজ ও তথ্য পরিচালনা।

 

সিপিইউ :

গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ, মেমরি

 

মাইক্রোপ্রসেসর :

গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ,  রেজিস্টার

 

সহায়ক স্মৃতি :

হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, পেন ড্রাইভ

 

প্রধান স্মৃতি :

র‌্যাম, রম

 

অধুনালুপ্ত সহায়ক স্মৃতি :

জিপডিস্ক, ডিজিটাল টেপ, চৌম্বক টেপ, চৌম্বক ড্রাম

You cannot copy content of this page

Scroll to Top