কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য কি ব্যবহার করতে হবে?
উত্তর: রেজিস্ট্রি ক্লিন আপ
কম্পিউটারের গতি কমে যাওয়ার কারণ হলো-
উত্তর: টেম্পোরারি ফাইল
টেম্পোরারি ফাইল তৈরি হলে কি হতে পারে-
উত্তর: হার্ডডিস্কের অনেক জায়গা দখল হবে
প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু ফাইল তৈরি হয় তাদের কী বলে?
উত্তর: temporary
কোন ফাইলগুলো কম্পিউটারের গতিকে কমিয়ে দেয়?
উত্তর: টেম্পোরারি ফাইল
ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
উত্তর: ইন্টারনেট
ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজন হয়-
উত্তর: ব্রাউজার
কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
উত্তর: ইন্টারনেট সংযোগ থাকলে
এন্টি ভাইরাস ব্যবহারের পূর্বে কোন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন?
উত্তর: হালনাগাদ এন্টিভাইরাস কি-না
এন্টি ভাইরাস কী?
উত্তর: সফটওয়্যার ও প্রোগ্রাম
কোথায় বিনামূল্যে এন্টি ভাইরাস পাওয়া যায়?
উত্তর: ইন্টারনেটে
ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর: কম্পিউটারের কাজের গতি বাড়াতে
কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
উত্তর: অনেক বেশি
কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
উত্তর: রক্ষণাবেক্ষণ
বর্তমানে বেশির ভাগ কম্পিউটারে ব্যবহার করা হয় মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম যার নাম হলো-
উত্তর: উইন্ডোজ
সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
উত্তর: Auto run
অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
উত্তর: হালনাগাদ
আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
উত্তর: সফটওয়্যার
সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে অবশ্যই কী করতে হবে?
উত্তর: ইনস্টল করতে হবে
কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়?
উত্তর: অপারেটিং সিস্টেম সফটওয়্যার
অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কীরূপ?
উত্তর: জটিল
অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন হয়?
উত্তর: দক্ষতা
অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর অন্য নাম হলো-
উত্তর: সিস্টেম সফটওয়্যার
অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ-
উত্তর: ব্যবস্থাপনা
ডিজিটাল কপির অপর নাম কী?
উত্তর: সফট কপি
সফটওয়্যারের ডিজিটাল কপি কোথায় পাওয়া যায়?
উত্তর: ইন্টারনেটে
প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি?
উত্তর: restart
সফটওয়্যার ইনস্টল করার জন্য কোন ধাপটি অনুসরণ করতে হয়?
উত্তর: setup ফাইলে ক্লিক করা
সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে?
উত্তর: কন্ট্রোল প্যানেল
কখন সফটওয়্যার delete করার প্রয়োজন হয়?
উত্তর: যখন uninstall এর মাধ্যমে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে ফেলা যায় না
Run কমান্ড চালু করতে কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Window + r
সফটওয়্যার delete করার প্রক্রিয়ায় Run কমান্ডে গিয়ে কী লিখতে হয়?
উত্তর: regedit
অপারেটিং সফটওয়্যার সাধারণত কোন ড্রাইভে থাকে?
উত্তর: C
তথ্য এবং উপাত্তের নিরাপত্তায় কি ব্যবহৃত হয়?
উত্তর: পাসওয়ার্ড
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল রাখা জরুরি?
উত্তর: পাসওয়ার্ডটি যেন মৌলিক হয়
পাসওয়ার্ড মূলত কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর: নিরাপত্তা রক্ষায়
কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
উত্তর: সফটওয়্যার
পাসওয়ার্ড তৈরি করা একটি-
উত্তর: সৃজনশীল কাজ
মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত?
উত্তর: সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ
জি-মেইল অ্যাকাউন্টটির নিরাপত্তা শক্তিশালী করা যায় কোন ব্যবস্থার মাধ্যমে?
উত্তর: 2-step verification
2-step verification ব্যবস্থায় জি-মেইল থেকে মোবাইলে কী পাঠানো হয়?
উত্তর: Security Code
মোবাইলে প্রাপ্ত জি-মেইল Security code টি কতবার ব্যবহার করা যাবে?
উত্তর: এক বার
তথ্য প্রযুক্তির ব্যবহার কীরূপ হওয়া উচিত?
উত্তর: পরিমিত এবং প্রয়োজনীয়
কম্পিউটার গেমস এর মাধ্যমে মানুষ কী ধরনের সুবিধা পায়?
উত্তর: বিনোদন
কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতির কারণ হতে পারে?
উত্তর: ব্যবহারে বাড়াবাড়ি করলে
কম্পিউটার গেমস কখন আসক্তিতে পরিণত হয়?
উত্তর: ব্যবহারের তীব্রতা বেশি হলে
কম্পিউটার গেমসে আসক্তি প্রায় সময়েই কোন বয়সে শুরু হয়?
উত্তর: শৈশবে
কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
উত্তর: বহুমুখী কাজে
বর্তমানে সামাজিক যোগাযোগ হয় কিসের মাধ্যমে?
উত্তর: অনলাইনে
কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট?
উত্তর: গুগলপ্লাস, টুইটার, ইনস্টাগ্রাম
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর: যোগাযোগ
সামাজিক নেটওয়ার্ক এর জনপ্রিয়তার কারণ কী?
উত্তর: নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
সামাজিক নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী?
উত্তর: সামাজিক যোগাযোগ
কম্পিউটার গেমসে আসক্ত ব্যক্তির সুনির্দিষ্ট লক্ষণ কোনটি?
উত্তর: দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটা
কম্পিউটার গেমস ছাড়তে হবে কীভাবে?
উত্তর: ধীরে ধীরে
সামাজিক নেটওয়ার্কে আসক্তি কমাতে অপ্রয়োজনীয় মানুষদের সংখ্যা
উত্তর: কমিয়ে আনতে হবে
কপিরাইট আইনের লক্ষ্য কী?
উত্তর: সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা
কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়?
উত্তর: সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার
BSA এর পূর্ণরূপ কোনটি?
উত্তর: Business Software Aliance
মালিহা ও অহনার দুজনের পরিচয় ফেসবুকে। তারা এই মাধ্যমটি ব্যবহার করেই একে অপরের বন্ধু হয়েছে। তারা দুজনে খুব ভাল বন্ধু। মালিহা ও অহনার পরিচয় কোথায় হয়েছে?
উত্তর: সামাজিক অনলাইন নেটওয়ার্কে
বিশ্বের বড় বড় কো¤পানিগুলো পাইরেসি নজরদারি করার জন্য যে সংস্থাটি তৈরি করেছে তার নাম কী?
উত্তর: BSA
পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি দশজনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত?
উত্তর: ৭ জন
সফটওয়্যার পাইরেসি করা-
উত্তর: অপরাধ
বাংলাদেশে সফটওয়্যার পাইরেসি-
উত্তর: নিষিদ্ধ
সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্টকর্মের উপর স্বত্বাধিকার দেয় কে?
উত্তর: কপিরাইট আইন
সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ করার অধিকার দিয়েছে কে?
উত্তর: কপিরাইট আইন
কপিরাইট হোল্ডারদের প্রাপ্ত আইনগত অধিকার কে সংরক্ষণ করে?
উত্তর: কপিরাইট আইন
মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে কে?
উত্তর: কপিরাইট আইন
জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তৈরিকৃত বিধান কোনটি?
উত্তর: তথ্য অধিকার আইন
কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?
উত্তর: ২০০৯
তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
উত্তর: সপ্তম
৭ম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতায় আনা হয়েছে?
উত্তর: ২০
মি. হাসান গত ঈদে একটি গানের ক্যাসেট বের করেছে। কিন্তু সে দেখতে পেল তার ক্যাসেটের গানগুলো কে বা কারা তার অনুমতি ব্যতীত ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এতে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হলো।
মি. হাসান কোন অপরাধের স্বীকার?
উত্তর: পাইরেসি
বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো-
উত্তর: Intellectual Property Right
ট্রাবলশুটিং হচ্ছে-
উত্তর: সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া
কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে?
উত্তর: ট্রাবলশুটিং
কোন ধরনের যন্ত্রের তুলনামূলক ট্রাবলশুটিং একটু বেশি প্রয়োজন হয়?
উত্তর: কম্পিউটার
র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
উত্তর: মাদারবোর্ডের নির্ধারিত স্লটে
৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ-
উত্তর: র্যাম এর সমস্যা
কম্পিউটার ঘনঘন Restart হয়ে যায় কী কারণে?
উত্তর: সিপিইউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে
মাউস কাজ না করার কারণ-
উত্তর: বায়োসে মাউস ডিজেবল থাকা
আজাদ এর কম্পিউটারটি কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পর শাট ডাউন হচ্ছে। এতে সে বড়ই চিন্তার মধ্যে আছে। আজাদ এর কম্পিউটারের এ ধরনের সমস্যা হওয়ার কারণ-
উত্তর: ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
ক্যাপাসিটর কম্পিউটারের কোথায় থাকে?
উত্তর: মাদারবোর্ডে
১২কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?
উত্তর: মাদারবোর্ডে
সিমোস ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
উত্তর: মাদারবোর্ডে
CMOS এর পূর্ণরূপ-
উত্তর: Complementary Metal-oxide Semiconductor