ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট
ওয়ার্ড প্রসেসিং-এর অর্থ-
উত্তর: শব্দ প্রক্রিয়াকরণ
কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
উত্তর: মাইক্রোসফট ওয়ার্ড
মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম?
উত্তর: লেখালেখি করা
কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহারে?
উত্তর: মাইক্রোসফট ওয়ার্ড
রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?
উত্তর: B
মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?
উত্তর: লেখালেখির মাধ্যমে
লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি?
উত্তর: বানান সংশোধন করা
ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
উত্তর: New
ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি ডকুমেন্ট সংরক্ষণে ব্যবহৃত হয়?
উত্তর: Save
ডকুমেন্টকে বার বার ব্যবহার করার প্রয়োজন হলে কি করা উচিৎ?
উত্তর: টেমপ্লেট তৈরি করা
ওয়ার্ড প্রসেসরে তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কিভাবে নেওয়া যায়?
উত্তর: কপি করে
ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?
উত্তর: Find and Replace
পলাশ ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি ডকুমেন্ট তৈরি করার পর দেখল তাতে Village বানানটি ডকুমেন্টের সব জায়গায় ভুল হয়েছে। তাই সে একটি কমান্ড ব্যবহার করে সব জায়গায় ভুল বানান একবারে সঠিক বানানে প্রতিস্থাপন করে দিল। পলাশ কোন কমান্ড ব্যবহার করেছিল?
উত্তর: Find & Replace
ওয়ার্ড প্রসেসরে বার বার প্রয়োজনীয় ডকুমেন্টটি কি আকারে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়?
উত্তর: টেমপ্লেট
কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?
উত্তর: Spelling grammar checking
কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়?
উত্তর: স্পেল চেকার
স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে?
উত্তর: ওয়ার্ড প্রসেসর
ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?
উত্তর: উপরের বামদিকে কোণায়
ওয়ার্ড উইন্ডোর উপরের বামদিকের কোণার আইকনটিকে কী বলা হয়?
উত্তর: Office বাটন
ওয়ার্ড প্রসেসরে New, Open, Save ও Save as অপশনটি কোন বাটনে থাকে?
উত্তর: Office
Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?
উত্তর: Table
Prepare অপশনটি কোন ওয়ার্ড বাটনের?
উত্তর: Office
Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়?
উত্তর: Office
ওয়ার্ডে Change Case অপশনটি কোথায় পাওয়া যায়?
উত্তর: Format
ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়?
উত্তর: Office
ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?
উত্তর: New
ওপেন অপশনটির কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+O
ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+S
ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+N
ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+P
কপি করার কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+C
পেস্ট করার কীবোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl+V
একই ডকুমেন্টকে ভিন্ন নামে save করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়?
উত্তর: Save as
কোন ডকুমেন্ট তৈরি করার পরের কাজ হলো-
উত্তর: সংরক্ষণ করা
লেখা সাজানোর প্রথম কাজ-
উত্তর: অক্ষরের আকার আকৃতি বিন্যাস করা
লেখা সম্পাদনার প্রথম কাজ-
উত্তর: বানান সংশোধন
মেহেজাবিন একটি নতুন চাকরিতে আবেদন করার উদ্দেশ্যে তার সংরক্ষিত সিভির ওয়ার্ড ফাইলটি খুলল এবং তাতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নামে সংরক্ষণ করল। মেহেজাবিন নতুন সিভি সংরক্ষণে কোন অপশনটি ব্যবহার করল?
উত্তর: Save As
Insert বাটনের নিকটস্থ বামপাশের বাটন কোনটি?
উত্তর: Home
ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: ফরমেটিং টেক্সট
লেখা মোছার জন্য ব্যবহার হয় কীবোর্ডের কোন বোতামটি?
উত্তর: Backspace
ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
উত্তর: Font
সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি?
উত্তর: Times New Roman
কোনো লেখা কপি করার পর তা কোথায় অবস্থান করে?
উত্তর: clipboard এ
কম্পিউটারে প্রদত্ত কোন নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
উত্তর: Esc
কোনটি অন্যগুলো থেকে পৃথক?
উত্তর: অপটিমা
Font বলা হয় কোনটিকে?
উত্তর: বিভিন্ন স্টাইলের অক্ষরকে
কোনটি বাংলা ভাষার ফন্ট?
উত্তর: সুতন্বী
Font গ্রুপে কোন মেনুতে থাকে?
উত্তর: Home
কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
উত্তর: G
কম্পিউটারে প্রিন্টিং এর ক্ষেত্রে লেখা সাজানোকে–বলে।
উত্তর: কম্পোজিং
বানান সংশোধনের কাজকে বলা হয়-
উত্তর: প্রুফ দেখা
ফন্টের রঙ নির্ধারণে কোন অপশনে যেতে হবে?
উত্তর: Font রঙ
ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
উত্তর: Home
ফন্টের রঙ হিসেবে কোনটি নির্বাচন করতে হয়?
উত্তর: ইচ্ছার উপর নির্ভর করে
লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: বুলেট
বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?
উত্তর: Paragraph
বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?
উত্তর: Home
Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?
উত্তর: Home
Enter কী ধরনের বাটন?
উত্তর: সম্মতিসূচক
লেখালেখির সময় Enter চাপলে মাউস কার্সরটি কোন দিকে যায়?
উত্তর: নিচের দিকে
Enter এর অপর নাম কি?
উত্তর: রিটার্ন কী
কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?
উত্তর: Center
দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?
উত্তর: Line Spacing
Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
উত্তর: Paragraph
Insert ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটি?
উত্তর: Chart
কোনো ছবি ডকুমেন্টে যোগ করতে কোন ট্যাবে যেতে হবে?
উত্তর: Insert
Header and Footer কোথায় থাকে?
উত্তর: Insert ট্যাবে
Page Number অপশনটি কোন গ্রুপে থাকে?
উত্তর: Header and Footer
টেবিলের মাঝে ৪টি ঘর একীভূত করতে কোন কমান্ড ব্যবহার করতে হবে?
উত্তর: Merge cells
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ট্যাব কী একবার চাপলে কত ইঞ্চি জায়গা সরে?
উত্তর: আধা
নিজস্ব মার্জিন ব্যবহার করতে চাইলে মার্জিনের কোন অপশনে যেতে হবে?
উত্তর: Custom
স্প্রেডশিট
স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ হলো-
উত্তর: ছড়ানো পাতা
ওয়ার্কশিট বলতে কি বুঝায়?
উত্তর: বহু ঘর বিশিষ্ট একটি হিসাবের ছক
এক্সেল একটি – স্প্রেডশিট প্রোগ্রাম
উত্তর: GUI Based
স্প্রেডশিট প্রোগ্রাম-
উত্তর: এক্সেল
এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহার হয়?
উত্তর: হিসাব-নিকাশের কাজে
স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কী বলে?
উত্তর: ওয়ার্কশিট
এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে?
উত্তর: সেল
ওয়াকশিটের প্রতিটি আয়তাকার অংশকে কী বলে?
উত্তর: সেল
সেল কত প্রকার?
উত্তর: ২
কলাম বা সারির প্রত্যেকটি উপাদানকে বলে-
উত্তর: সেল
ওয়ার্কশিটের উপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে কী বলে?
উত্তর: Column
ওয়ার্কশিটের বামদিক থেকে ডানদিকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টিকে কী বলে?
উত্তর: Row
ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘর সমষ্টিকে কী বলা হয়?
উত্তর: রেঞ্জ
Excel2007 এ সারির সংখ্যা-
উত্তর: ১০,৪৮,৫৭৬
স্প্রেডশিটে গুণ করার জন্য কোথায় সূত্র প্রদান করতে হয়?
উত্তর: ফলাফল সেলে
স্প্রেডশিট প্রোগ্রামের চ‚ড়ান্ত পর্যায়ের কাজ-
উত্তর: ওয়ার্কশিট ফরমেটিং করা
সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু হয়?
উত্তর: =
এক্সেলে ভাগ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: /
গুণ করার প্রক্রিয়া কয় ধরনের?
উত্তর: ২
ফাংশন =PRODUCT এর কাজ কী?
উত্তর: গুণ করা
ফাংশন কমান্ড পাওয়া যায় কোন রিবনে?
উত্তর: Insert
A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হয়?
উত্তর: =A1/B1
400 টাকার 15% কত টাকা? যদি 400 A3 সেলে ও 15 B3 সেলে থাকে তবে এর উত্তর বের করতে কোন সূত্রটি সঠিক?
উত্তর: =A3*B3%
14 mod 5 = ?
উত্তর: 4
AVG, MIN, SUM এ গুলো কী?
উত্তর: ফাংশন
গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় হলো-
উত্তর: চার্ট উইজার্ড ব্যবহার
স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিত্তিতে যে ভিজ্যুয়াল উপস্থাপন তৈরি করা যায় তাকে কি বলে?
উত্তর: গ্রাফ/চার্ট
স্প্রেডশিট প্রোগ্রামে এক সাথে কয়টি ওয়ার্কশিটে কাজ করা যায়?
উত্তর: একাধিক