আমার শিক্ষায় ইন্টারনেট
কনটেন্ট কী?
উত্তর: তথ্য আধেয়
ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়?
উত্তর: ডিজিটাল উপাত্ত আকারে
ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে?
উত্তর: কম্পিউটারের ফাইল আকারে
লিখিত তথ্য হলো-
উত্তর: ডিজিটাল কনটেন্ট
লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোন ধরনের কনটেন্ট?
উত্তর: ডিজিটাল কনটেন্ট
এনিমেশন কী ধরনের কনটেন্ট?
উত্তর: ডিজিটাল
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই-
উত্তর: ডিজিটাল কনটেন্ট
প্রধানত কয়টি ভাগে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়?
উত্তর: ৪
নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?
উত্তর: টেক্সট
ব্লগ পোস্ট কী ধরনের কনটেন্ট?
উত্তর: লিখিত কনটেন্ট
ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন?
উত্তর: ইন্টারনেট
ই-বুক সংবাদপত্র কী ধরনের কনটেন্ট?
উত্তর: টেক্সট
ক্যামেরায় তোলা ছবি, ইনফো গ্রাফিক্স, হাতে আঁকা ছবি, এনিমেটেড ছবি ও কার্টুন ছবি কী ধরনের কনটেন্ট?
উত্তর: ছবি
ছবি এক ধরনের ডিজিটাল কনটেন্ট যার অন্তর্ভুক্ত রয়েছে-
উত্তর: অঙ্কনকরণ
কম্পিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি কোন ধারার কনটেন্ট?
উত্তর: ছবি
ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধারার ডিজিটাল কনটেন্ট?
উত্তর: ভিডিও
ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
উত্তর: ভিডিও স্ট্রিমিং
টিভিতে একটি জরুরি ঘটনার উপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বিজয় সাথে সাথে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল।
বিজয় ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে?
উত্তর: ভিডিও স্ট্রিমিং
শব্দ বা অডিও আকারের সকল কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত?
উত্তর: অডিও
কোনটি অডিও কনটেন্ট?
উত্তর: ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট
ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট?
উত্তর: শব্দ
ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?
উত্তর: শব্দ
কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?
উত্তর: অডিও ফাইল
ই-বুক এর পূর্ণরূপ-
উত্তর: ইলেকট্রনিক বুক
কোন ধরনের বইয়ে এনিমেশন যুক্ত করা যায়?
উত্তর: ই-বুকে
ই-বুক এর সবচেয়ে বড় সুবিধা হলো-
উত্তর: ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা
ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
উত্তর: স্মার্ট ফোন
ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?
উত্তর: ই-বুক রিডার
কিন্ডল কী?
উত্তর: ই-বুক রিডার
সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৫
মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
উত্তর: pdf
PDF এর পূর্ণরূপ-
উত্তর: Portable Document Format
যে ধরনের ই-বইগুলো ইন্টারনেটে পড়া যায় তাদের প্রকাশিত ফরম্যাট কোনটি?
উত্তর: html
সম্পূর্ণ বই বা অধ্যায়গুলো একই ফরমেটে একসাথে পাওয়া যায় কিসের মাধ্যমে?
উত্তর: pdf
HTML এর পূর্ণরূপ-
উত্তর: Hyper Text Markup Language
অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ওয়েবসাইটে
EPUB এর পূর্ণরূপ কোনটি?
উত্তর: Electronic Publication
কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?
উত্তর: EPUB
আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি?
উত্তর: আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট
কোন ধরনের ই-বুকে এনিমেশন যুক্ত থাকে?
উত্তর: চৌকস ই-বুকে
ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?
উত্তর: চৌকস ই-বুকে
কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?
উত্তর: স্মার্ট ই-বুকে
কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?
উত্তর: স্মার্ট ই-বুকে
কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?
উত্তর: স্মার্ট ই-বুক
আইবুক কোন কোম্পানির তৈরি?
উত্তর: ওপেন কম্পিউটার্সের
ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়?
উত্তর: ম্যাক এ
ডাউনলোডকৃত ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
উত্তর: কম্পিউটার
ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়?
উত্তর: অ্যাপস আকারে
ওয়েব সাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন?
উত্তর: ইন্টারনেট সংযোগ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ-
উত্তর: কম্পিউটার
রাফি বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন রাফি দেখল তার বন্ধু তাসিনও বই পড়ছে একটি যন্ত্র ব্যবহার করে। রাফির বন্ধু যে বই পড়ছে সেই বইকে বলা হয় ই-বুক।
রাফির বন্ধুর ব্যবহৃত যন্ত্রটির নাম কী?
উত্তর: রিডার
ই-লার্নিং এর পূর্ণরূপ-
উত্তর: ইলেকট্রনিক লার্নিং
ই-লার্নিং কোনটির সাথে সম্পর্কযুক্ত?
উত্তর: ইন্টারনেট
ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সাথে সম্পর্কিত?
উত্তর: শিক্ষা
ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
উত্তর: ডাউনলোড
কোথায় বিনামূল্যে বই পাওয়া যায়?
উত্তর: ইন্টারনেটে
কোনটি নেটওয়ার্কের নেটওয়ার্ক?
উত্তর: ইন্টারনেট
ইন্টারনেট সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
উত্তর: মডেম
বিজয় ও তাসিন এর বাবা তাদের জন্য ট্যাবলেট পিসি কিনে দিলেন। বিজয় দশম শ্রেণিতে ও তাসিন একাদশ শ্রেণিতে পড়ে। বিজয় এর ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব-
উত্তর: লেখাপড়ার কাজে
ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে?
উত্তর: আরপানেট
ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে?
উত্তর: মোবাইল ফোন
ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়?
উত্তর: ইন্টারনেট
আইসিটির ব্যবহার কিরূপ?
উত্তর: সর্বমুখী
E-mail এর পূর্ণ রূপ কোনটি?
উত্তর: Electronic Mail
কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?
উত্তর: প্রোগ্রামিং
বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার?
উত্তর: ইন্টারনেট
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?
উত্তর: আইসিটি
প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?
উত্তর: প্রোগ্রামিং ভাষা
আইসিটিতে মোট কতটি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে?
উত্তর: হাজার হাজার
প্রোগ্রাম তৈরি করা হয় কী দিয়ে?
উত্তর: সফটওয়্যার
স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমের করা?
উত্তর: প্রোগ্রামিং
অ্যাপস মূলত কী?
উত্তর: সফটওয়্যার
ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?
উত্তর: কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
উত্তর: ইলেকট্রনিক ডিভাইস
বর্তমানে কোন সাইটে প্রোগ্রামিং করার বিশাল সুযোগ রয়েছে?
উত্তর: ফ্রিল্যান্সিং সাইটে
মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: সফটওয়্যার প্রতিষ্ঠান
ফেসবুক কী?
উত্তর: সামাজিক যোগাযোগের মাধ্যমে
সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
উত্তর: প্রোগ্রামিং
পলাশ একটি সফটওয়্যার কোম্পনিতে চাকরি করেন। তার কাজ হলো স্মার্টফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা। পলাশ নিচের কোন বিষয়টিতে দক্ষ?
উত্তর: প্রোগ্রামিং
গুগল কী ধরনের নির্মাতা প্রতিষ্ঠান?
উত্তর: সফটওয়্যার
বিশ্বব্যাপি কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে-
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?
উত্তর: ইন্টারনেট
কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে কী বলে?
উত্তর: আউটসোর্সিং
কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়?
উত্তর: ফ্রিল্যান্সিং
শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?
উত্তর: ফ্রিল্যান্সিং
যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?
উত্তর: ফ্রিল্যান্সার
ফ্রিল্যান্সিং কোনটি নির্ভর?
উত্তর: অনলাইন
কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?
উত্তর: ফ্রিল্যান্সিং
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কতগুণ হবে বলে মনে করা হচ্ছে?
উত্তর: দ্বিগুণ
ফ্রিল্যান্সের কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়?
উত্তর: ধৈর্যের